Md Sohag khan

Md Sohag khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Sohag khan, Media/News Company, Banpara.

19/12/2023
জনসনের সমালোচনার জবাবে মুখ খুললেন ওয়ার্নারমিচেল জনসনের করা সমালোচনার জবাব দিয়েছেন ডেভিড ওয়ার্নাররয়টার্সঅবশেষে তাঁকে নিয়ে...
08/12/2023

জনসনের সমালোচনার জবাবে মুখ খুললেন ওয়ার্নার

মিচেল জনসনের করা সমালোচনার জবাব দিয়েছেন ডেভিড ওয়ার্নাররয়টার্স

অবশেষে তাঁকে নিয়ে করা মিচেল জনসনের সমালোচনার জবাব দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে জনসনের সমালোচনা যতটা কড়া হয়েছিল, ওয়ার্নার জবাব দিতে গিয়ে সেটির ধারেকাছেও যাননি। একরকম হেসেই উড়িয়ে দিয়ে বলেছেন, এমন সমালোচনা সহ্য করে নেওয়া অনেক আগেই শিখেছেন তিনি। এদিকে টেস্টকে বিদায় বলতে চলা বাঁহাতি এ উদ্বোধনী ব্যাটসম্যানকে যেকোনো মূল্যে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

সিডনিতে আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে এ সংস্করণকে বিদায় বলার আশার কথা আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সফল উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার। ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পার্থ টেস্টের দলেও রাখা হয়েছে তাঁকে। তবে অস্ট্রেলিয়ার দল ঘোষণার পরই পত্রিকায় লেখা এক কলামে ওয়ার্নারের দলে থাকা এবং এভাবে অবসর নেওয়ার অধিকার আছে কি না—এমন প্রশ্ন তোলেন তাঁর সাবেক সতীর্থ জনসন। বল টেম্পারিং–কাণ্ডে ওয়ার্নারের জড়িত থাকার ব্যাপারটিও সামনে আনেন তিনি।

জনসনের সমালোচনার জবাবে এই প্রথম মুখ খুললেন ওয়ার্নার। ফক্স ক্রিকেটের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এ রকম শিরোনাম না হলে কি আর গ্রীষ্ম হয় নাকি! ব্যাপারটি যা, তা-ই। সবারই নিজস্ব মতামত আছে। সামনে এগোতে গেলে, আমরা পশ্চিমে ভালো একটা টেস্টের জন্য মুখিয়ে আছি।’
সর্বশেষ বিশ্বকাপটা বেশ ভালো কাটলেও টেস্টে সাম্প্রতিক সময়টা মোটেও সুবিধার যায়নি ওয়ার্নারের। সর্বশেষ ২৫ ম্যাচে একটিমাত্র শতক তাঁর। ২০২২ সালের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম ম্যাচে দ্বিশতক করেছিলেন তিনি। তবে সেই ইনিংসসহও ২০২২ সালের শুরু থেকে এখন পর্যন্ত তাঁর টেস্টে ব্যাটিং গড় মাত্র ২৬.৭৪, তার আগে যেটি ছিল ৪৮.৪০। এরপরও নির্বাচকেরা তাঁর ওপরই আস্থা রেখেছেন। অবশ্য সিডনি টেস্টের পর তাঁর জায়গায় কে আসবেন, সেটিও স্বাভাবিকভাবেই নির্বাচকদের ঠিক করতে হবে এখন।

বলছেন খাজা‘আগে টেস্টের মাঝে ঘুমালে বকুনি দেওয়া হতো, এখন একটি কথাও বলা হয় না’ফলো করুনউসমান খাজাছবি: ইনস্টাগ্রাম২০১৩ সালে ...
08/12/2023

বলছেন খাজা

‘আগে টেস্টের মাঝে ঘুমালে বকুনি দেওয়া হতো, এখন একটি কথাও বলা হয় না’

ফলো করুন

উসমান খাজাছবি: ইনস্টাগ্রাম

২০১৩ সালে ‘হোমওয়ার্কগেট’ বিতর্কের পর ধীরে ধীরে খেলোয়াড়দের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যাপারটি অস্ট্রেলিয়ার টেস্ট দলকে কতটা পাল্টে দিয়েছে, সে বিষয়ে সিডনি মর্নিং হেরাল্ডের সঙ্গে কথা বলেছেন উসমান খাজা।

মিকি আর্থার তখন অস্ট্রেলিয়ার কোচ। ২০১৩ সালের সে সময়ে অস্ট্রেলিয়া জাতীয় দলকে শক্ত হাতে পরিচালনা করেছেন এই প্রোটিয়া কোচ। সে বছরের জানুয়ারিতে মাইক হাসি হঠাৎই জাতীয় দল ছেড়ে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ানদের। পরিস্থিতি এরপর আরও খারাপ হতে শুরু করে। মার্চে ভারত সফরে গিয়ে ৪-০ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। শুধু কি তা-ই, মিকি আর্থার খেলোয়াড়দের কাছে একটি প্রেজেন্টেশন চেয়েছিলেন এবং সেটি না করার জন্য ভারত থেকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল শেন ওয়াটসন, মিচেল জনসন, জেমস প্যাটিনসন ও খাজাকে।

আলভেজের ১২ বছর কারাদণ্ডের দাবি ভুক্তভোগীর আইনজীবীদেরফলো করুনদানি আলভেজছবি: রয়টার্সযৌন নির্যাতনের অভিযোগে ব্রাজিলের ফুটব...
06/12/2023

আলভেজের ১২ বছর কারাদণ্ডের দাবি ভুক্তভোগীর আইনজীবীদের

ফলো করুন



দানি আলভেজছবি: রয়টার্স

যৌন নির্যাতনের অভিযোগে ব্রাজিলের ফুটবলার দানি আলভেজের ১২ বছরের কারাদণ্ড দাবি করেছেন ভুক্তভোগীর আইনজীবীরা। অভিযোগ তোলা নারীর আইনজীবীরা গতকাল আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ করেন আদালতের কাছে। দুই সপ্তাহ আগে স্পেনের কৌঁসুলিরা একই অভিযোগে আলভেজের ৯ বছর কারাদণ্ড দাবি করেছিলেন।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট মুশফিকশেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ...
06/12/2023

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট মুশফিক

শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে দেখা গেল অবিশ্বাস্য এক দৃশ্য। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০.৪ ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড ’ আউট হন মুশফিকুর রহিম।

কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন ৩৫ রানে ব্যাট করা মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক। টেস্টে এই আউট হলেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন।

মুশফিকের অমন আউট দেখে হতভম্ব তামিমমুশফিকুর রহিমের সুইপ-স্লগ সুইপ খেলাটাকে ঠিকই মনে হচ্ছিল তামিম ইকবালের কাছে। তাঁর মনে হ...
06/12/2023

মুশফিকের অমন আউট দেখে হতভম্ব তামিম

মুশফিকুর রহিমের সুইপ-স্লগ সুইপ খেলাটাকে ঠিকই মনে হচ্ছিল তামিম ইকবালের কাছে। তাঁর মনে হচ্ছিল, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট যেরকম আচরণ করছে, সেখানে ধরে খেলতে গেলেই বরং বিপদ। এর চেয়ে মুশফিক যেভাবে খেলছিলেন, সেটাই ঠিক আছে।

কিন্তু ৪১তম ওভারে কাইল জেমিসনের বলে যেটা করে মুশফিক বলতে গেলে নিজের উইকেটটা নিজেই শেষ করে দিয়ে এলেন, সেটা দেখে রীতিমতো বিস্মিত জাতীয় দলের ওপেনার। মুশফিকের আউট দেখে আন্তর্জাতিক ক্রিকেটে আজই প্রথম ধারাভাষ্য দিতে মাইক্রোফোন হাতে নেওয়া তামিমের মুখ দিয়ে প্রথমেই বেরিয়ে এল, ‘মুশফিকের এমন আউট খুবই হতাশাজনক।’

ফলো করুন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা পাকিস্তানি মেয়েদের ইতিহাসফলো করুনপাকিস্তান নারী ক্রিকেট দলের একাংশছবি: এক্স/পাকিস্তান ক্র...
05/12/2023

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা পাকিস্তানি মেয়েদের ইতিহাস

ফলো করুন



পাকিস্তান নারী ক্রিকেট দলের একাংশছবি: এক্স/পাকিস্তান ক্রিকেট

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। যেটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছেন পাকিস্তানের মেয়েরা। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে দলটির। ডানেডিনে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে ১০ রানে।

২০১৮ সালের অক্টোবরের পর দেশের বাইরে এটিই পাকিস্তানের প্রথম সিরিজ জয়। এশিয়া ও আয়ারল্যান্ডের বাইরে পাকিস্তানি মেয়েদের প্রথম সিরিজ জয় এটিই। ইতিহাস গড়া এই পাকিস্তান দলই গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছিল।

রেফারির ওপর ক্ষুব্ধ হলান্ডের মুখে হাসি ফোটাল যে ছবিফলো করুনএভাবেই রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেন হলান্ডটুইটারপ্রিমিয়ার লি...
05/12/2023

রেফারির ওপর ক্ষুব্ধ হলান্ডের মুখে হাসি ফোটাল যে ছবি

ফলো করুন

এভাবেই রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেন হলান্ডটুইটার

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি–টটেনহাম ম্যাচে তখন ৩–৩ সমতা। খেলা চলছিল যোগ করা সময়ের পঞ্চম মিনিটের। ঠিক সে সময় রদ্রির কাছ থেকে বল পেয়ে প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টায় ফাউলের শিকার হন আর্লিং হলান্ড। রেফারি ফাউলের বাঁশি না বাজিয়ে সুবিধা দিয়ে খেলা চালু রাখার সিদ্ধান্ত দেন। যার সুযোগ নিয়ে হলান্ড বল বাড়িয়ে দেন সতীর্থ জ্যাক গ্রিলিশের উদ্দেশে।

প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁদ এড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন গ্রিলিশ। সামনে ছিল কেবলই গোলরক্ষকের বাধা। কিন্তু গ্রিলিশকে আক্রমণ শেষ করতে না দিয়ে তখন অনেকটা আকস্মিকভাবে ফাউলের বাঁশি বাজিয়ে দেন রেফারি। এ সিদ্ধান্তের প্রতিবাদে রেফারি সাইমন হুপারকে ঘিরে ধরেন হলান্ডসহ অন্যরা। যদিও এতে কোনো কাজ হয়নি, উল্টো হলুদ কার্ড দেখেছেন হলান্ড।

এ নিয়ে ম্যাচের পরও ক্ষোভ আড়াল করতে পারেননি নরওয়েজীয় তারকা। এমনকি টটেনহামের দুই খেলোয়াড় জিওভানি লো সেলসো ও ব্রেনান জনসনের সঙ্গেও লেগে যায় তাঁর। এ সময়ও চিৎকর দিয়ে গালিবাচক শব্দ উচ্চারণ করতে দেখা যায় তাঁকে। পরে ফাউলের ঘটনার একটি ভিডিও রিটুইট করেছেন হলান্ড। সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন গালি হিসেবে ব্যবহার হয়, এমন একটি শব্দ। যে কারণে হলান্ডের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। এমনকি খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে না পারায় সিটির বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ এনেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

এ ঘটনা নিয়ে পর মুখ খুলেছেন গার্দিওলাও। তবে মিকেল আরতেতার মতো রেফারিদের কোনো বাজে কথা বলতে চান না বলে মন্তব্য করেছেন সিটি কোচ। ‘পরবর্তী প্রশ্ন করুন। আমি মিকেল আরতেতার মন্তব্য করতে চাই না।’ তবে হলান্ডের প্রতিক্রিয়াকে ‘স্বাভাবিক’ বলেই মন্তব্য করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘এটা স্বাভাবিক। তার প্রতিক্রিয়া অন্য ১০ জন খেলোয়াড়ের মতোই।’

এ ঘটনার পর প্রায় সারা দিন ধরে রেফারির ওপর হলান্ডের ক্ষোভ প্রকাশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এমনকি এ ছবির নানা ক্যারিকেচারও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তেমন একটি ক্যারিকেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে ‘আউট অব কনটেক্সট ফুটবল’ নামে একটি পেজ।

তারা মূলত হলান্ডের স্বদেশী প্রখ্যাত চিত্রশিল্পী এডভার্ড মুঙ্কের বিখ্যাত ছবি ‘দ্য স্ক্রিম’কে ব্যবহার করে

আজ টিভিতে যা দেখবেন (৫ ডিসেম্বর ২০২৩)ফলো করুনইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্সেনাল আজ খেলবে লুটনের বিপক্...
05/12/2023

আজ টিভিতে যা দেখবেন (৫ ডিসেম্বর ২০২৩)

ফলো করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্সেনাল আজ খেলবে লুটনের বিপক্ষেএএফপি

বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু আজ। রাতে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট লিগ

দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

স্বাধীনতা কাপ: কোয়ার্টার

মোহামেডান-চট্টগ্রাম আবাহনী
বেলা ১-৩০ মি., টি স্পোর্টস

বসুন্ধরা কিংস-সেনাবাহিনী
বিকেল ৪টা, টি স্পোর্টস

আবুধাবি টি-টেন

বাংলা-মরিসভিল
বিকেল ৫-৩০ মি., টি স্পোর্টস

ডেকান-নর্দার্ন
রাত ৮টা, টি স্পোর্টস

নিউইয়র্ক-আবুধাবি
রাত ১০টা, টি স্পোর্টস

লিজেন্ডস ক্রিকেট লিগ

কোয়ালিফায়ার-১
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস ১

জার্মান কাপ

কাইজারস্লটার্ন-নুর্নবার্গ
রাত ১১টা, সনি স্পোর্টস ২

ম’গ্লাডবাখ-ভলফসবুর্গ
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

উলভারহ্যাম্পটন-বার্নলি
রাত ১-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লুটন-আর্সেনাল
রাত ২-১৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

একাধিক পজিশনে খেলতে পারা ফুটবলাররা সফলতার চাবিকাঠিফলো করুনট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ও জন স্টোনসছবি: এএফপি ও রয়টার্সব্...
05/12/2023

একাধিক পজিশনে খেলতে পারা ফুটবলাররা সফলতার চাবিকাঠি

ফলো করুন

ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ও জন স্টোনসছবি: এএফপি ও রয়টার্স

ব্লাকবার্ন রোভার্সের হয়ে প্রিমিয়ার লিগজয়ী পল ওয়ারহার্স্টকে মনে আছে? কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগজয়ী ডিয়ন ডাবলিন?

দুজনেই মাঠে একাধিক পজিশনে খেলতে পারতেন। ডাবলিন তো ক্যারিয়ারের শেষ দিকে সেন্টার ফরোয়ার্ড থেকে সোজা নেমে এসেছিলেন সেন্টার ব্যাকে। ওয়ারহার্স্ট রক্ষণ, মাঝমাঠ থেকে আক্রমণ—কোথায় খেলেননি!

তাঁদের দুজনের পর থেকে একাধিক পজিশনে খেলতে পারা ফুটবলারেরা অনেকটা পথ পেরিয়ে এসেছেন। আধুনিক ফুটবল এখন এমন খেলোয়াড়ই চায়। ম্যাচের মধ্যে যিনি বিভিন্ন পজিশনে মানিয়ে নিয়ে দলের জন্য সেরা অবদানটা রাখতে পারবেন।

ফিফা প্রীতি ম্যাচএবার সিঙ্গাপুরকে ৮–০ গোলে হারালেন সাবিনারা সিঙ্গাপুরকে গোলে ভাসানোর আনন্দ বাংলাদেশের মেয়েদেরছবি: তানভীর...
04/12/2023

ফিফা প্রীতি ম্যাচ

এবার সিঙ্গাপুরকে ৮–০ গোলে হারালেন সাবিনারা

সিঙ্গাপুরকে গোলে ভাসানোর আনন্দ বাংলাদেশের মেয়েদেরছবি: তানভীর আহম্মেদ

তিন দিন আগে সিঙ্গাপুরকে প্রথম প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যবধান বেড়ে হয়েছে প্রায় তিন গুণ। গোল উৎসব করেই বছরটা শেষ করেছেন সাবিনা খাতুনরা, সিঙ্গাপুরকে আজ ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েদের জাতীয় দল।

গত বছর সেপ্টেম্বরে সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর এ বছর জুলাইয়ে ঘরের মাঠে নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ ড্র করে বাংলাদেশ। সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমসে জাপান ও ভিয়েতনামের কাছে হার, নেপালের সঙ্গে আবার ড্র। বছরের শেষে এসে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। দুটি ম্যাচে ১১ গোল হজম করে দেশে ফিরছেন সিঙ্গাপুরের মেয়েরা।

অবসরের পর ৩ বছর না গেলে নির্বাচনের সুযোগ নয়: হাই কোর্ট  অবসরের পর তিন বছর পার না হলে সরকারি চাকরিজীবীদের জাতীয় সংসদ নির্...
04/12/2023

অবসরের পর ৩ বছর না গেলে নির্বাচনের সুযোগ নয়: হাই কোর্ট

অবসরের পর তিন বছর পার না হলে সরকারি চাকরিজীবীদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকার বিধান নিয়ে রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

এর ফলে অবসরের পর তিন বছর পার না হলে সামরিক-বেসামরিক সরকারি চাকজরিজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আগের মতই বন্ধ থাকল।

বিষয়টি নিয়ে এ বছর জানুয়ারিতে যে রুল দিয়েছিল হাই কোর্ট, তার ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ সোমবার এ রায় দিল।

রিটকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর ও অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত শুনানি করেন।

নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ১২ (১) (চ) ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর তিন বছর অতিবাহিত না হয়ে থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।

এ বিধান চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম কামাল চলতি বছরের ১৫ জানুয়ারি হাই কোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১৯ জানুয়ারি রুল দেয় হাই কোর্ট।

রুলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ওই বিধান কেন সংবিধান পরিপন্থি নয়, তা জানতে চাওয়া হয়।

একই বিষয় নিয়ে পরে মো. আব্দুল মান্নান, আতাউর রহমান প্রধান ও রতন চন্দ্র পণ্ডিত আলাদা রিট আবেদন করে। সেসব মামলাতেও বিভিন্ন সময়ে রুল হয়।

সেসব রুলের ওপর গত ২৯ নভেম্বর শুনানি শেষ হয়। পৃথক চারটি রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে হাই কোর্ট সেদিন বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে।

কোন ব্যক্তি তার পিতামাতাকে সর্বদা সম্মান করে, সে ব্যক্তি চাইলেও কখনো অসুখী থাকতে পারে না।
04/12/2023

কোন ব্যক্তি তার পিতামাতাকে সর্বদা সম্মান করে, সে ব্যক্তি চাইলেও কখনো অসুখী থাকতে পারে না।

যতক্ষণ পিতা-মাতার ছায়া তার সন্তানের উপর থাকে, ততক্ষণ তারা তাদের সন্তানের সামান্যতম ক্ষতি হতে দেন না।
04/12/2023

যতক্ষণ পিতা-মাতার ছায়া তার সন্তানের উপর থাকে, ততক্ষণ তারা তাদের সন্তানের সামান্যতম ক্ষতি হতে দেন না।

আপনি যদি আপনার পিতা-মাতাকে সম্মান করেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মও আপনাকে সম্মান করবে।
04/12/2023

আপনি যদি আপনার পিতা-মাতাকে সম্মান করেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মও আপনাকে সম্মান করবে।

Address

Banpara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sohag khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share