Reng Hai Mro

Reng Hai Mro I'm Reng Hai Mro. This is my official page. Thank you all for being with me and Support me!

My main goal is to work for the welfare of the society as well as highlighting the culture and traditions of my own nation. I want to work for the welfare of the poor, hard working people in particular.

29/09/2022

নিজদের জুমে ধান মাড়াই করলো আমার বোন ও মা এবং দুই চাচাতো ভাই।

29/09/2022

হঠাৎ আমাকে দেখে অবাক জুমিয়া ইয়ক-য়েন দাদা😆
ভুট্টা /দেশি মোরগ 😋

29/09/2022

এই বছরের প্রথম তেতুলগোলা খাইলাম।

28/09/2022

"Rak-Portui" waterfall in our state.
Full video is coming soon!!
If you want to visit in this waterfall, so you can connect on Domnai Homestay Resort

চাথুই মারমার এই করুণ অবস্থার একমাত্র দায়ী "বাফুফে'র"। বাফুফের অবহেলায় এক সময়ের সেরা গোলদাতা চাথুই মারমার আজ করুণ জীবন পা...
26/09/2022

চাথুই মারমার এই করুণ অবস্থার একমাত্র দায়ী "বাফুফে'র"। বাফুফের অবহেলায় এক সময়ের সেরা গোলদাতা চাথুই মারমার আজ করুণ জীবন পার করতে হচ্ছে😓

বাফুফে চাইলে চাইথুই মারমাকে সুন্দর একটা জীবন বা ভবিষ্যৎ এনে দিতে পারতো। ইনজুরি হওয়ার কারণে বাফুফের কাছে আজ চাইথুই মারমার কোন মূল্য নেই।

চাইথুই মারমার ইনজুরির পর থেকে বাফুফে কর্তৃপক্ষ কেউ তাকে একবারও দেখতে আসেননি। বাফুফে অবহেলায় আজ শক্তিশালী নারী ফুটবলার চাইথুই মারমা নিরবে তার অসহায়ত্ব দুর্দিন পার করে আসছে আজ দীর্ঘদিন।

চাইথুই মারমা ইনজুরির পর থেকে তার খবর কেউ রাখেননি, শতভাগ মানুষ চাইথুই মারমাকে ভুলে গিয়েছে। তাই তার নাম আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না। বিগত ২০২১ সালে Ahmed Aman Masud দাদার পোস্টের মাধ্যমে প্রথম জানতে পারলাম চাইথুই মারমার করুণ কাহিনী। কোন আদিবাসী জাতি ভাই পর্যন্ত তার খবর রাখেননি, তাকে নিয়ে কেউ লেখেননি। চাইথুই মারমাকে এখন আবার মোটামুটি সবাই চিনতে শুরু করেছে। এটার একমাত্র অবদান মাসুদ দাদা। সর্বপ্রথম মাসুদ দাদা চাইথুই মারমার করুণ কাহিনী সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন। তা-নাহলে আমরা সমগ্র বাংলাদেশের মানুষ নারী ফুটবলার চাইথুই মারমাকে ভুলে যেতে বসেছিল।

চাইথুই মারমা আজ জুতা গার্মেন্টসের একজন শ্রমিক। কম বেতনে হলেও তাকে চাকরিটা করতে হবে। উপায় তো নেই, কারণ চাইথুইকে পরিবারের হাল ধরতে হবে। ঘরে মা-বোনের মুখে দুমুঠো খাবার তুলে দিবে বলে আজ নারী ফুটবলার চাইথুই মারমাকে জুতা গার্মেন্টসে কাজ করতে হচ্ছে।

এসবই কিছু কি বাফুফে দেখেন না? স্থানীয় জেলা প্রশাসন কি দেখেন না চাইথুই মারমার এই করুণ ও অসহায়ের জীবনযাপন??

আসুন-
বাফুফের জাতীয় দলের সাবেক সেরা গোলদাতা ও শক্তিশালী নারী ফুটবলার চাইথুই মারমার জন্য সবাই মিলে কিছু একটা পরিকল্পনা করি।

পোস্টটি শেয়ার করুন এবং সবাইকে অবগত করুন যাতে চাইথুই মারমার জন্য ভালো কিছু বয়ে এনে দিতে পারি।

© Reng Hai Mro✍️

মিশে যেতে চাই প্রকৃতির সাথে😘🥰
26/09/2022

মিশে যেতে চাই প্রকৃতির সাথে😘🥰

Vlog video is coming soon 😋😘
25/09/2022

Vlog video is coming soon 😋😘

21/09/2022
21/09/2022

জীবনযুদ্ধে হার না মানা একজন "ম্রো" সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তি জীবনের ছোট গল্প।
শেষ পর্যন্ত দেখুন।

21/09/2022

🙏"একটি মানবিক সাহায্যের আবেদন🙏

এই ম্রো নারীর কষ্টের শেষ নেই। যিনি একা একা কঠোর পরিশ্রম করে সংসারের হাল ধরেছে। জুম চাষ করার মতোও তাদের জমি নেই। সড়ক পথ নির্মাণ হওয়ার পর থেকে আমাদের থানচি উপজেলায় আনাচে-কানাচে বহু বাগান থাকায় জুম চাষের জন্য নিজের ব্যক্তিগত জমি না থাকলে আমাদের এলাকার অসহায় মানুষগুলো বেশিরভাগই খাদ্যের অভাবে থাকতে হয়।

তারমধ্যে এই মহিলার স্বামী একটি কঠিন রোগে ভুগছে৷ যখন তখন হুট করে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেকদিন ধরে তার স্বামীর বুক ও পেটের ব্যাথা ছিলো। টাকার অভাবে কোথাও চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়নি। হয়তো আর কখনো তার স্বামীর চিকিৎসা হবে না, সুস্থ হবে না। চিকিৎসা কিভাবে করবে, ঘরে রান্না করার মতো এক ফোটা চাল নেই।

বন্ধুরা! আমি এই মহিলা স্বামীর চিকিৎসার জন্য কোন প্রকার আর্থিক সহায়তা চাইছি না চাইবো না। আমি শুধুমাত্র তাদের জন্য দু-বস্তা চাল অনুদান চেয়েছি। কারণ গতবারেও আমাকে বলেছিলো "তাদের জন্য চালের ব্যবস্থা করে দিই"। আজ নাকি তাদের খাওয়ার মতো চাল নেই😭। তবে আপনারা চাইলে তার স্বামীর চিকিৎসার জন্য আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন।

কোন সহৃদয়বান ব্যক্তি আছেন কি- এই অসহায় ও হত-দরিদ্র পরিবারের জন্য দু-বস্তা চাল কিনে পাঠাতে? যদি উপকারটা করেন তাহলে এই অসহায় ও হত-দরিদ্র পরিবারের মানুষের পেটে দুমুঠো ভাত জুটবে আর তাদের মুখে থাকবে অফুরন্ত ভালোবাসা।

আমার খুব ইচ্ছে ছিলো তাদেরকে দু-বস্তা চাল কিনে পাঠাতে। কিন্তু আমি নিজেও যে বর্তমান সময়ে খারাপ অবস্থায় আছি।

নামঃ- বমলেং ম্রো (৩৮)
স্বামীঃ- ঙাই ম্রো (৩৬)
ঠিকানাঃ- ওয়াক পাড়া
থানচি উপজেলা সদর থেকে ২কিলোমিটার দূরত্ব।
বান্দরবান জেলা।

বিদ্রঃ এই অসহায় ও হত-দরিদ্র পরিবারের জন্য চাল কিনতে আর্থিকভাবে সহযোগিতা করতে চাচ্ছেন তারাই আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আপনাদের পাঠানো উপহার আমি এই অসহায় নারীর কাছে ঠিকঠাক পৌছে দিতে সবসময়ই প্রস্তুত আছি। দরকার আপনাদের সহযোগিতা ও পরামর্শ 🥰🙏

পারসোনাল বিকাশঃ- 01869289556

21/09/2022

ম্রো আদিবাসীদের নিজস্ব কম্বল তৈরি করছেন আমার পরম শ্রদ্ধেয় এবং আমার আইডল "মা" 💗।
লাইভটি শেষ পর্যন্ত দেখুন 😘

21/09/2022

ম্রো আদিবাসীদের নিজস্ব কম্বল তৈরি করছেন আমার পরম শ্রদ্ধেয় এবং আমার আইডল "মা" 💗।
লাইভটি শেষ পর্যন্ত দেখুন 😘

21/09/2022

শ্রদ্ধেয় "বাবা" আমাদের নিজ বাগান বাড়ির পাশের ছোট পুকুরে মাছ ধরতে ব্যস্ত।
ঘুরে আসুন Domnai Homestay Resort এই।

20/09/2022

"মা" জুমের ধান রোদে শুকাচ্ছে💗😘
Domnai Homestay Resort

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল !নেপালকে ৩–১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ।
19/09/2022

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল !
নেপালকে ৩–১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ।

ফুটবল টুর্নামেন্ট-২০২২থানচি উপজেলা, বান্দরবান। ওয়াক চাক্কু পাড়া বনাম নাইদারী পাড়া।
19/09/2022

ফুটবল টুর্নামেন্ট-২০২২
থানচি উপজেলা, বান্দরবান।
ওয়াক চাক্কু পাড়া বনাম নাইদারী পাড়া।

19/09/2022

থানচি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের "মাহা ওয়া" উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২২
ওয়াক চাক্কু ম্রো পাড়া বনাম নাইদারী মারমা পাড়া।
নাইদারী পাড়া-০১
ওয়াক চাক্কু পাড়া-০১

19/09/2022

একনজরে Domnai Homestay Resort
এটি আমার ছোটখাটো রিসোর্ট। এটি অত্যন্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে তৈরি করা রিসোর্ট যাকে ইকো পার্কও বলা যায়। বর্তমানে রিসোর্টের কাজ চলছে। পুরোপুরি কাজ শেষ হয়েগেলে জায়গাগুলো বেশ সুন্দর দেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন 😍😘

Video by Reng Hai Mro
Song and Guitar by Sagor Vlog007

18/09/2022

থানচি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ ও ঝাল মুড়ি খাওয়া উপভোগ করুন।

18/09/2022

ম্রো জনগোষ্ঠীদের জুম নবান্নের উৎসব পর্ব-০৩/শেষ পর্যন্ত দেখুন।

18/09/2022

পাথরের তৈরি সেই ঐতিহাসিক পাথর কুড়াল 😳

18/09/2022

Good Morning Guys!
Live from Domnai Homestay Resort
My personalise Home in Garnden.

17/09/2022

Add at Domnai Homestay Resort

Remained the 2010I was looking as hero😄😜
17/09/2022

Remained the 2010
I was looking as hero😄😜

17/09/2022
17/09/2022

বহুদিন পর নিজ কটেজে মুরগির বিরিয়ানি খাওয়ার আয়োজন করলাম😋😘

17/09/2022

আমার বাগান বাড়ি Domnai Homestay Resort 😍



- Reng Hai Mro

16/09/2022

মারাত্মক বাইক এক্সিডেন্ট, দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

16/09/2022

নিজ কটেজের পাশে বসে আড্ডা দিচ্ছি। আপনারাও লাইভে জয়েনিং করুন।

15/09/2022

দেখুন গিন্নীকে কোন ফাঁদে ফেলে দিলাম😂! না দেখলে চরম মিস😜
চাকমা ভাষা ঠিক মতো পারিনা!🙈 তবুও বলার চেষ্টা করি ✌️😘

15/09/2022

শখের বাইক পেয়ে বেশ খুশি মেনক্রুং ম্রো।

প্রিয় একজন ব্যক্তি ক্রাটপুং ম্রো ভাই। গতকাল আইসিইউতে তাকে নিজ চোখে দেখে আসলাম। তাকে দেখার পর অজান্তেই চোখের জল ফেলেছি। এ...
14/09/2022

প্রিয় একজন ব্যক্তি ক্রাটপুং ম্রো ভাই। গতকাল আইসিইউতে তাকে নিজ চোখে দেখে আসলাম। তাকে দেখার পর অজান্তেই চোখের জল ফেলেছি। এক সময় দুই ভাইয়ে বান্দরবান সদরের আনাচে-কানাচেতে কতো আড্ডা, কতো ঘুরাঘুরি করেছি। গতকাল তার এই করুণ দৃশ্য দেখে সত্যি খুব কষ্ট পেয়েছি😭
উল্লেখ্য,
ক্রাতপুং ভাই সকালে কর্মক্ষেত্রে যাওয়ার পথে মালবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে এক্সিডেন্ট হয়!! তার অবস্থা আশঙ্কাজনক। দুইটা হাত ও পিঠের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছে। এক্সিডেন্টের পর থেকে তার এখনও জ্ঞান ফেরেনি। তার অবস্থা খুব একটা ভালো না। জানিনা সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা। কিন্তু আমি চাই সে আমাদের মাঝে আবার ফিরে আসুক।

আমাদের হাতে সময় কম। কম সময়ের মধ্যে অন্তত ৪ লক্ষ বেশি টাকা প্রয়োজন। বর্তমানে CSTC হাস্পাতালে আছে। কোন প্রকার চিকিৎসা বাদে ক্যাবিন ফি ও চেকআপের ফি মিলে মোট ৬৫ হাজার টাকা খরচ হয়েছে। তাছাড়া এই হাস্পাতালে প্রতি সেকেন্ডে টাকা আর টাকা। একজন সাধারণ পরিবারের মানুষেরা এখানে চিকিৎসা করার সম্ভব না, তাই বর্তমানে রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল হাস্পাতালে ভর্তি করা হয়েছে। ৫ তলায় ২৮ নাম্বার ওয়ার্ডে আছে।

আপনারা যারা অর্থ সহযোগিতা পাঠাতে চান, নিচে দেওয়া বিকাশ, রকেট ও নগদের নাম্বার এবং ব্যাংক একাউন্টের নাম্বারগুলোতে পাঠাতে পারবেন। টাকা পাঠানোর আগে অবশ্যই অবশ্যই কল করে নিশ্চিত হয়ে নিবেন!!

বিকাশ নাম্বার +8801572295748 (চ্যং ইয়ুং ম্রো, ঢাবি)
বিকাশ নাম্বার +8801993507114 (পদ্মিনী চাকমা, পাঠশালা)
নগদ নাম্বার +8801870628656 (চ্যং ইয়ুং ম্রো, ঢাবি)

ব্যাংক এ্যাকাউন্ট:
City Bank( Bandarban outlet): 2202959830001
(ব্যাংক হিসাব লেংঙি ম্রো( শিক্ষার্থী চবি)

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন-
+8801571170702 রেং ইয়ং ম্রো
+8801535738797 , দনওয়ই ম্রো, ঢাবি
+8801850643537, উতিং মার্মা
+880 1305-567089, লেংঙি ম্রো, চবি
+8801585810969, তনয়া ম্রো, বান্দরবান

আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও পোস্টটি শেয়ার করে সবাইকে সহযোগিতা করার সুযোগ দিন🙏

7 Mour Road, CRB.Chittagong. Chittagong friends can meet with me tonight or tomorrow if want..✌️
13/09/2022

7 Mour Road, CRB.
Chittagong.

Chittagong friends can meet with me tonight or tomorrow if want..✌️

13/09/2022

চট্টগ্রাম রেল-স্টেশনে এতো বড় বড় বাদুড় 😱

13/09/2022

বন্ধুর জুমে কি কি খাইলাম দেখুন😋
বন্ধু কি খাওয়াইলো আজ আমি শেষ 😇

Big shout-out to my newest top fans!Thank you bro😘🌷Tûtūl Çhækmã
12/09/2022

Big shout-out to my newest top fans!
Thank you bro😘🌷
Tûtūl Çhækmã

11/09/2022

আজ পকেটে টাকা নেই!! তাই আজ কোথাও ভ্লগ ভিডিও করতে যাওয়া হবে না😓
এদিকে আমিও অসুস্থ!!
কিডনিতে পাথর😭

11/09/2022

কবির সাথে এই কেমন ব্যবহার? কবি কি দোষ করছিলো? তার বিরুদ্ধে অপপ্রচার কেন?
বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

ওপারে ভালো থাকবেন কবি মাহমুদুল হাসান মাছুম দাদা।

Peaceful Country in our state.My born land, Palace of hill people’s/ Mro Indigenous people's lifestyle.
10/09/2022

Peaceful Country in our state.
My born land, Palace of hill people’s/ Mro Indigenous people's lifestyle.

10/09/2022

দোষ মামিয়া তালুকদার নয়, দোষ আমরাi নিজেরাই😓

দোষ আমাদের সমাজের লোকদের, দোষ আমাদের সমাজের ব্যবস্থা!! মামিয়াকে নিজ সমাজে বা সংস্কৃতিতে ফিরিয়ে আনতে হলে তাকে নিয়ে রোস্টার ভিডিও নয়, বরং সুন্দর ভাষায় বুঝিয়ে ফিরে আনার চেষ্টা করুন। এতে মামিয়া তালুকদারও খুশি হবে। অথচ আমরা তা না করে মামিয়া তালুকদারকে নানানভাবে হেনস্তা করা, তার ভিডিও নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও ক্রিয়েট করা এতে আমাদের কোন লাভ হচ্ছে না বরং মামিয়া তালুকদার লাভবান হচ্ছে আর দিনে দিনে ফেমাস হয়ে শাসকগোষ্ঠীর পোলাপানের হাত ধরে ঢাকার আনাচেকানাচে ঘুরে বেড়াচ্ছে! আমরা সবাই শুধুমাত্র তার এই চালচলন কাজকর্ম ফেসবুকে উপভোগ করার ছাড়া আর কিছুই করতে পারলোনা। না পারলো মামিয়াকে বিপথগামী থেকে ফিরিয়ে আনা, না পারছে মামিয়াকে বাধা দিতে।

তাই আসুন মামিয়া তালুকদারকে নিয়ে আর রোস্ট ভিডিও না বানিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে নিজ সমাজে ফিরিয়ে আনি। আমি জানি.... মামিয়া তালুকদার এখনো এতোটা খারাপ পথে হাটেনি। আমাদের আদিবাসী সমাজের কিছু দুষ্টু পোলাপাইনদের কারণে মামিয়া অস্বস্তি ও বিরক্তিকর হয়ে বিপথে হাটছে। আমরা সবাই সুন্দর ভাষায় তাকে বুঝাইলে হইতো মামিয়া অবশ্যই ভালো পথে ফিরে আসবে😍🥰

Dear Mamiya Talukdar Tahi, I know You're so good and educated girl in our indigenous People's. So i know! One day You'll come back in our indigenous society.

Take love🥰😍🌷 and God Bless you anytime!!
!!

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when Reng Hai Mro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reng Hai Mro:

Videos

Share

Category