মোরা নিরন্ন, বড় ক্ষুধার্ত, নেই প্রশ্নের কোন শেষ, এই প্রশ্নের সোজা উত্তর, তুমি দাও আমার দেশ✌️
বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বুলু পাড়া থেকে ফেরার পথে নৌকায় বসে কিছুটা আনন্দ ফুর্তি 💙
জুম পাহাড়ে নিজের জমি দেখতে আসলাম।
বহুদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। সবাই কেমন আছেন কমেন্ট করে জানান! আর যারা আমার পাশে ছিলেন পাশে থাকবেন💜 সকলের জন্য অন্তরস্থল থেকে অবিরাম ভালোবাসা রইলো 💙💜
বহুদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। সবাই কেমন আছেন কমেন্ট করে জানান! আর যারা আমার পাশে ছিলেন পাশে থাকবেন💜 সকলের জন্য অন্তরস্থল থেকে অবিরাম ভালোবাসা রইলো 💙💜
ইদুর মামা আমার রান্নাঘরে চুরি করতে এসে ধরা খাইয়া গেলো🐀😜 তার বাঁচার আকুতি দেখে খুব খারাপ লাগছে তাই অবমুক্ত করে দিলাম। সে ভালো থাকুক সুস্থ্য থাকুক এই কামনা রইলো 💜💙
আমার ছেলে আর্য্য ম্রো ও ছোট বোনের মেয়ে উইচিং ম্রোর বিদেশি স্টাইলের নাচ💙💜
#Arjyo_Mro
#Oiching_Mro
#ChildhoodLife
#Dance
চাইয়াং পাড়াবাসীদের সাথে ম্যালেরিয়া ও যক্ষ্মা সম্পর্কে সচেতনতামূলক উঠান বৈঠক।
পাহাড়ে ম্যালেরিয়া মুক্ত করতে হলে সর্বপ্রথম সচেতনতা বজায় রাখা, নিয়মিত মশারী ব্যবহার করা এবং প্রত্যেক গ্রামাঞ্চলে ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা বার্তা পৌছে দিতে হবে। গ্রামবাসীদের সাথে আলোচানা করতে হবে। #RengHaiMro #Malaria #BRAC #ThanchiUpazila
ম্রো জনগোষ্ঠী নারীরা যেভাবে ধান থেকে চাল তৈরি করে দেখলে অবাক হবে😯
হাড়ভাঙ্গা কঠোর পরিশ্রমের মাধ্যমে যেভাবে ধান থেকে চাল তৈরি করা সত্যি এগুলো ম্রো নারীদের দ্বারাই সম্ভব।! #RengHaiMro
মেইন রোড থেকে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা✌️ #RengHaiMro
শ্বশুর মশাই আমারে এটা কি দিলো দেখলে অবাক হবেন😯
চমি পাড়াবাসীদের সাথে শিক্ষার বিষয়ে উঠান বৈঠক করলো রেং হাই ম্রো
ম্রো জাতির একমাত্র মুক্তির পথই হচ্ছে "শিক্ষা"!! শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই!! তাই গ্রামে গ্রামে গিয়ে গ্রাম বাসীদের মাঝে শিক্ষার প্রতি সচেতনতা বার্তা দিতে হবে। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি।
চমি পাড়া স্থায়ী বাসিন্দাদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ থাকার আহবান এবং তাদের গ্রামে স্থাপিত স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান-২০২৪ #RengHaiMro
My 2nd moto vlog in Thanchi New Road. Full video is coming soon😊 Just wait and watch my videos🥰