MAZER PARA

MAZER PARA Hi! My name is U chawai marma jony. I'm a content creator.

মুক্তি  চাই
13/09/2023

মুক্তি চাই

পার্বত্য ভিক্ষু পরিষদ কোথায়???

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি 🙏🙏🙏

বিনা অনুমতিতে ট্যাগ দেওয়ার জন্য।

দুই জন শ্রমনকে বান্দরবান নাইক্ষ্যংছড়ি বিহার থেকে তুলে নিয়ে পুলিশ কোর্টে পাঠিয়েছে কোর্ট থেকে তাদের কেউ জামিন নিতে না আসায় গাজীপুর টঙ্গী শিশু কারাগারে পাঠানো হয়েছে।
জুলাই - সেপ্টেম্বর এতদিন হওয়ার পর ও কেন @পার্বত্য ভিক্ষু পরিষদ নীরবতা পালন করছে?

ভিক্ষু শ্রমনদের দুঃখে সুখে যদি সাহায্য সহযোগিতা না পায় তাহলে এই পরিষদের প্রয়োজন বা দরকার বলে মনে করি না।

নবীন ভিক্ষু হিসেবে পার্বত্য ভিক্ষু পরিষদ কে শ্রদ্ধাচিত্তে বন্দনা করছি অতি শীঘ্রই দুই শ্রমন কে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য।
কপি পোস্ট 🙏🙏

আজ বিশ্ব আদিবাসী দিবস।প্রত্যেক বছর  ৯ ই আগস্ট এই দিনে বিশ্বের ন্যায়  আমরা বাংলাদেশে ও পালন করে থাকি।কিন্তু ভয়াবহ বন্যায় ...
09/08/2023

আজ বিশ্ব আদিবাসী দিবস।
প্রত্যেক বছর ৯ ই আগস্ট এই দিনে বিশ্বের ন্যায়
আমরা বাংলাদেশে ও পালন করে থাকি।
কিন্তু ভয়াবহ বন্যায় এ বছর কিভাবে পালন করবো বুঝতে পারছি না।
তবুও সবাইকে'' বিশ্ব আদিবাসী '' দিবসের শুভেছা
সফল হউক, সার্থক হউক।
আমি একজন আদিবাসী।
আমি গর্বিত আমি মারমা।
এটাই আমাদের সংস্কৃতি , এটাই আমাদের ঐতিহ্য।

 FOR BANDARBAN
09/08/2023

FOR BANDARBAN

08/08/2023

সারারাত বান্দরবানে পানি বন্দি ছিলাম
অবশেষে সকালে নৌকা দিয়ে বাড়ি ফিরতে পারলাম

07/08/2023

কত কয়েকদিন ধরে বৃষ্টিতে সাঙ্গু নদীতে পানি অবস্থা

মাঝের পাড়া এবং এর আশেপাশে পাড়া সাথে রাস্তা মাথা (বাজার) বান্দরবান  সদর এর যোগাযোগ  চিত্র।কত কয়েক দিন ধরে বিদ্যুৎ  নাই বল...
07/08/2023

মাঝের পাড়া এবং এর আশেপাশে পাড়া সাথে রাস্তা মাথা (বাজার) বান্দরবান সদর এর যোগাযোগ চিত্র।
কত কয়েক দিন ধরে বিদ্যুৎ নাই বললে চলে।

সাংগ্রাই ❤️❤️❤️❤️২০১৮
20/03/2023

সাংগ্রাই ❤️❤️❤️❤️
২০১৮

08/11/2022
21/09/2022

বাংলাদেশর ইতিহাসে প্রথমবারের মতো ছাদ
খোলা বাসে বাংলার বাঘিনীদের রাজকীয় সংবর্ধনা।

সাফ নারী ফুটবল জয়ী দলের গোলরক্ষক রূপনা চাকমাকে তার শহর রাঙামাটিতে সরকারের পক্ষ থেকে একটি বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দি...
21/09/2022

সাফ নারী ফুটবল জয়ী দলের গোলরক্ষক রূপনা চাকমাকে তার শহর রাঙামাটিতে সরকারের পক্ষ থেকে একটি বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হলে বিষয়টি চোখে পড়ে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, এরই মধ্যে রূপনা চাকমার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে। এর আগে মিষ্টি, ফল ও ফুল নিয়ে ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমার বাড়িতে যান রাঙামাটির জেলা প্রশাসক।

উল্লেখ্য সদ্য সমাপ্ত নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন রাঙামাটির নানিয়ারচরের বাসিন্দা বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমা।

মিনতি রানীপ্রধান শিক্ষক, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধোবাউড়া, ময়মনসিংহ। মফিজ উদ্দিন সহকারী শিক্ষক, কলসিন্দুর সরকা...
21/09/2022

মিনতি রানী
প্রধান শিক্ষক, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
ধোবাউড়া, ময়মনসিংহ।

মফিজ উদ্দিন
সহকারী শিক্ষক, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোবাউড়া, ময়মনসিংহ

Bir Sen Chakma
প্রধান শিক্ষক, মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া, রাঙ্গামাটি।

দেশের সিংহভাগ মানুষ চিনেন না এই তিনজনকে। জানেনই না বর্তমান সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা ময়মনসিংহের আটজন এবং পার্বত্য চট্টগ্রামের পাঁচজন কৃতি ফুটবলারের আজকের এই অবস্থানে আসার পিছনে এই তিনজন মানুষের অবদান কতখানি।

ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর থেকে সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শিউলি আজিম, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, সাজেদা খাতুন, মার্জিয়া আক্তার, খাগড়াছড়ির মনিকা চাকমা, দুই বোন আনুচিং মগিনী আর আনাই মগিনী ও রাঙ্গামাটি থেকে ঋতুপর্ণা চাকমা ও রূপনা চাকমা এই তিনজন মানুষের হাত ধরেই অজ পাড়া থেকে উঠে এসে আজকের এই অবস্থানে পৌঁছেছেন। আজ সময় এসেছে জাতীয়ভাবে এই তিনজনকে তাদের প্রাপ্য যথাযথ সম্মান জানানোর। জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, সকল অফিসিয়ালদের পাশাপাশি এই তিনজনকেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি উৎসাহিত করা হোক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ক্রীড়া সংগঠকদের যারা নানান প্রতিকূল পরিস্থিতিতেও নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন দেশের ক্রীড়াঙ্গন আর ক্রীড়াবিদদের জন্য।

এটা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি! যে রুপনা চাকমা গোলবারে দাড়িয়ে একের পর এক প্রতিপক্ষের শট আটকে দেয়,...
20/09/2022

এটা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি!
যে রুপনা চাকমা গোলবারে দাড়িয়ে একের পর এক প্রতিপক্ষের শট আটকে দেয়, তাঁর ঘরের ভাঙা চাল বৃষ্টির জল আটকাতে পারে না।
যে রুপনা প্রথম চার ম্যাচে একটাও বল জালে ঢুকতে দেয়নি, তাঁর ঘরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে উত্তরের হিমেল হাওয়ার অবারিত আসা যাওয়া । যে রুপনার কারণে বাংলাদেশ মাথা উচু করে দাড়াঁয় - তার ঘরে মাথা নিচু না করে ঢোকা যায় না।
ছাদখোলা বাসে অভিবাদন দিয়ে যেন আমরা ভুলে না যাই রুপনাদের ছাদওয়ালা বাসস্থান বেশি দরকার…

কক্সবাজারের রামুতে এক মুসলিম পরিবারের বসত ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে মহামূল্যবান প্রাচীন বুদ্ধমূর্তি। মঙ্গলবার সকালে রাম...
16/09/2022

কক্সবাজারের রামুতে এক মুসলিম পরিবারের বসত ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেছে মহামূল্যবান প্রাচীন বুদ্ধমূর্তি। মঙ্গলবার সকালে রামু উপজেলার জোয়ারিয়ানালার চৌধুরী পাড়া গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে এই বুদ্ধমূর্তিটি পাওয়া যায়।

আব্দুর রহিম জানায়, বেশ ক'দিন ধরেই তার সহধর্মিণী নুর বেগম তাদের বসত ঘরের মাটির নীচে বুদ্ধমূর্তি থাকার বিষয়টি স্বপ্নে দেখছিলো৷ পরে মাটি খুঁড়লে ২ ফুট নীচে বুদ্ধ মূর্তিটি পাওয়া যায়।

তিনি জানান, বুদ্ধ মূর্তিটি রামু রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে. শ্রী জ্যোতিসেন মহাথেরর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সেটি রাংকুটে বনাশ্রম বৌদ্ধ বিহারে রয়েছে।

কে. শ্রী জ্যোতিসেন মহাথের জানিয়েছেন, বুদ্ধমূর্তির মুখাবয়ব ও নির্মাণশৈলী দেখে মনে হচ্ছে এটি বহু বছরের পুরনো। আগামী শনিবার পবিত্র অষ্টমীর দিনে চন্দন ও পুস্প জল ছিটিয়ে পূজার আসনে বসানো হবে এই বুদ্ধমূর্তি।

সকলেই শ্রদ্ধা চিত্তে তিনবার সাধুবাদ প্রদান করুন।
"বুদ্ধের শাসন চিরজীবী হোক"
👏 সাধু 👏সাধু 👏সাধু

সংগ্রহ :---ttn

09/09/2022

❤️❤️❤️❤️

পদ্মা সেতু প্রথম  হিসু করা মানুষ
26/06/2022

পদ্মা সেতু প্রথম হিসু করা মানুষ

06/05/2022

স্বর্ণ মন্দিরের এক সাথে

20/04/2022

সুয়ালক, মাঝের পাড়া ২০২২

Address

Bandarban

Telephone

+8801831186888

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAZER PARA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAZER PARA:

Videos

Share

Category