Hill Princes

Hill Princes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hill Princes, Video Creator, Bandarban.
(4)

আমি স্বাধীনতার পক্ষে। স্বাধীনতা বিরোধী নই। সংঘাত নয় আমি শান্তি চায়, অধিকার চায়। আমি কোনো দল করিনা। আমি সাধারণ একজন মানুষ। মৃত্যুর আগ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে বন্দুক নয়, আওয়াজ এবং কলম চলবে..

বিস্তারিতঃ📞 https://t.me/Friendshipclubofficial

আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই।🫣💛আমি শুধু তোমার....💙🌻📸🌺🌿☘️🥀🌼Hill Princes জরুরি প্রয়োজনে 📞 https://t.me/Friendshipcluboffic...
04/09/2024

আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই।🫣💛
আমি শুধু তোমার....💙🌻
📸🌺🌿☘️🥀🌼

Hill Princes
জরুরি প্রয়োজনে 📞
https://t.me/Friendshipclubofficial

01/09/2024

কি অবস্থা সবার ? অনেকদিন পর লাইভে আসলাম . সবাই লাইভটি শেয়ার করে সাথে থাকুন৷

https://t.me/Imo_01712730840 কল দিন

23/08/2024

পৃথিবীতে কোন শিশু হিন্দু, মুসলিম হয়ে জন্মায় না। জন্মের পর পরিবার অনুযায়ী বা সমাজ তাকে হিন্দু মুসলিম বানিয়ে ফেলে। হিন্দু মুসলিম কোন জেনেটিক কোড না। আমরা সবাই মানুষ। হিন্দু-মুসলিমের আলাদা রোগ হয় না আর আলাদা আলাদা রক্তের রং হয় না। আমরা সবাই “মানুষ” এটাই হোক আমাদের পরিচয়।

হুমায়ুন আজাদ

যোগাযোগঃ https://t.me/Friendshipclubofficial

22/08/2024

যারা আমার সাথে যোগাযোগ করতে চান। আমি ইমু নাম্বার দিয়ে দিলাম।
https://t.me/Imo_01712730840

ভাবনায় উৎসাহ বাড়াই। চিন্তাতাই দুঃখ বাড়াই।চাওয়া সহজ।পাওয়া কঠিন।ভালোবাসা গ্রান্টি নাই।ঠেকলে সারা জীবন। না ঠেকলে ২দিনও না...
22/08/2024

ভাবনায় উৎসাহ বাড়াই। চিন্তাতাই দুঃখ বাড়াই।
চাওয়া সহজ।পাওয়া কঠিন।
ভালোবাসা গ্রান্টি নাই।ঠেকলে সারা জীবন। না ঠেকলে ২দিনও নাই।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী মেয়েদের আড্ডা
আদিবাসী প্রেমের বিশ্ববিদ্যালয়
Whatapp 📞 01712730840
https://t.me/Imo_01712730840

কপাল এবং ভাগ্য পার্থক্য কি..??According to my knowledge,fate of forehead bound.কোনটি গুরুত্বপূর্ণ চিহ্ন..??Hill Princes ...
21/08/2024

কপাল এবং ভাগ্য পার্থক্য কি..??
According to my knowledge,fate of forehead bound.
কোনটি গুরুত্বপূর্ণ চিহ্ন..??

Hill Princes
Whatapp 📞 01712730840

ভাবনায় উৎসাহ বাড়াই। চিন্তাতাই দুঃখ বাড়াই।চাওয়া সহজ।পাওয়া কঠিন।ভালোবাসা গ্রান্টি নাই। ঠেকলে সারা জীবন। না ঠেকলে ২দিনও ন...
20/08/2024

ভাবনায় উৎসাহ বাড়াই। চিন্তাতাই দুঃখ বাড়াই।
চাওয়া সহজ।পাওয়া কঠিন।
ভালোবাসা গ্রান্টি নাই। ঠেকলে সারা জীবন। না ঠেকলে ২দিনও নাই।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী মেয়েদের আড্ডা

সমাজ প্রগতির উৎপাদনের সাথে জড়িত কৃষক-শ্রমিকের কাস্তে-হাতুরির ভালবাসায় সিক্ত হোক শাসক শ্রেণির পেটের ক্ষুধা এবং সেই পেট থে...
19/08/2024

সমাজ প্রগতির উৎপাদনের সাথে জড়িত কৃষক-শ্রমিকের কাস্তে-হাতুরির ভালবাসায় সিক্ত হোক শাসক শ্রেণির পেটের ক্ষুধা এবং সেই পেট থেকে জন্ম নিক বৈষম্যহীন মানবিক এক পৃথিবী।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী পাহাড়ি মেয়ে 👑
আদিবাসী জীবন সংগ্রামের কথা

কিছু মা*নু*ষের উপর  আমরা ১৬ আনার  অধিকার খাটাতে গিয়ে বুঝতে পারলাম..! তাদের জীবনে আমাদের ১ আনার ও গুরুত্ব নেইইইHill Princ...
18/08/2024

কিছু মা*নু*ষের উপর আমরা ১৬ আনার অধিকার
খাটাতে গিয়ে বুঝতে পারলাম..!
তাদের জীবনে আমাদের ১ আনার ও গুরুত্ব নেইইই

Hill Princes
Christina Marma
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী মেয়েদের আড্ডা
আদিবাসী প্রেমের বিশ্ববিদ্যালয়

সামনে শুক্রবার ছুটির দিনে একটা পিকনিক  আয়োজন  করব । কে কে আমাদের  সাথে  যোগ দিবে জানাতে পারবেন। পাহাড়ের  তাবু বানিয়ে বা ...
17/08/2024

সামনে শুক্রবার ছুটির দিনে একটা পিকনিক আয়োজন করব । কে কে আমাদের সাথে যোগ দিবে জানাতে পারবেন। পাহাড়ের তাবু বানিয়ে বা জুমঘরে আয়োজন করব । সবাই গান গাইতে হবে নাচতে হবে৷ খাওয়া দাওয়া হবে একদিন চলবে।

বিস্তারিতঃ টেলিগ্রামে জয়েন দিয়ে সাথে থাকুন
টেলিগ্রাম লিঙ্কঃ https://t.me/Friendshipclubofficial/158?single

খানিকটা মঙ্গোলয়েড চেহারা দেখে মনে হচ্ছে এরা ঠিক বাঙালি নয়, এরা আধাবাঙালি। যাইহোক, আমারও প্রশ্ন হচ্ছে পাহাড়ে গিয়ে বাঙালির...
17/08/2024

খানিকটা মঙ্গোলয়েড চেহারা দেখে মনে হচ্ছে এরা ঠিক বাঙালি নয়, এরা আধাবাঙালি। যাইহোক, আমারও প্রশ্ন হচ্ছে পাহাড়ে গিয়ে বাঙালিরা আর কত কাঁদবে? এরা সমতলে এসে কাঁদলেই তো পারে। নাকি সবই দোচোয়ানির প্রভাব?
কথায় আছে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বাঙালিরা তো শিশু, নাকে দুধু খায়, তাদের তো উচিত বনপাহাড়ে না কেঁদে সমতলে এসে মায়ের কোলে বসে কাঁদা।

#ছোটোমুখেবড়োকথা

যারা আমাদের আদিবাসী মেয়েদের  সাথে  আড্ডা  দিতে  চান তারা জয়েন দিতে  পারেন। আমাদের  টেলিগ্রাম  গ্রুপে। নিচে  টেলিগ্রাম লি...
17/08/2024

যারা আমাদের আদিবাসী মেয়েদের সাথে আড্ডা দিতে চান তারা জয়েন দিতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে। নিচে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিয়ে দিলাম । দয়া করে কেউ গ্রুপের ছেলে মেয়ে উভয়ের আজেবাজে মেসেজ অযথা কল দিয়ে বিরক্ত করবেন না 🙏।
টেলিগ্রাম লিঙ্কঃ https://t.me/Friendshipclubofficial

অন্য জাতিগোষ্ঠীর ভাষাতে গান গাইতে পারা, কথা বলতে, লিখতে ও শুদ্ধ ভাবে কথা বলতে পারলে গর্বের কিছু নেই। নিজের ভাষাতে শুদ্ধ ...
16/08/2024

অন্য জাতিগোষ্ঠীর ভাষাতে গান গাইতে পারা, কথা বলতে, লিখতে ও শুদ্ধ ভাবে কথা বলতে পারলে গর্বের কিছু নেই। নিজের ভাষাতে শুদ্ধ ভাবে কথা বলতে পারাতা গর্বের। আর বলতে না পারলে চরম লজ্জার।

আপনি যদি আপনার সংস্কৃতিকে শ্রদ্ধা ও সম্মান করেন, তবে অন্য জাতিগোষ্ঠীর লোকও আপনার সংস্কৃতিকে শ্রদ্ধা ও সম্মান করবে। আপনার সন্তানকে নিজের ভাষা, সংস্কৃতি, এতিহ্যকে শ্রদ্ধা ও সম্মান করার শিক্ষা দিন, তাহলে সে আত্মসম্মান নিয়ে গড়ে উঠবে এবং বিশ্বে সে শ্রদ্ধা ও সম্মানের পাত্র হয়ে উঠবে। পালকহীন কোকিলের মতো বেজাতির সংস্কৃতিতে সে যতোই দক্ষ হয়ে উঠুক, শেষ পর্যন্ত সে হবে সবার হাসির পাত্র।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী মেয়েদের আড্ডা
আদিবাসী জীবন সংগ্রামের কথা

পাহাড়ে যে ঔপনিবেশিক কায়দায় শাসন চলে, সেই জটিল রাজনৈতিক পরিবেশে অধিকার আদায় করার জন্য, অধিকার সুরক্ষা করার জন্য বিবেক লাগ...
15/08/2024

পাহাড়ে যে ঔপনিবেশিক কায়দায় শাসন চলে, সেই জটিল রাজনৈতিক পরিবেশে অধিকার আদায় করার জন্য, অধিকার সুরক্ষা করার জন্য বিবেক লাগে, আবেগ লাগে, বুদ্ধি লাগে, সাহস লাগে, লেগে থাকার ধৈর্য্য লাগে। ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তোলা, বিদ্রোহ করা প্রথম কাজ।

আমাদের মত অধিকার সুরক্ষাকর্মীদের অনেকেরই গত এক দশকের একটি প্রধান যুদ্ধ ছিল দেশে প্রশ্ন করতে চাওয়ার পরিবেশ তৈরি করা। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। আপাতত সেটি পাওয়া গেছে, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করার জন্য সিস্টেমের পরিবর্তন আনতে আরও অনেক কাজ বাকি। হয়তো সিস্টেম বদলাবে না, কিন্তু প্রশ্ন করে যাওয়ার চর্চা বহাল রাখা জরুরি। পাহাড়ের সাধারণ ছাত্র ও যুব সমাজ প্রশ্ন করা শুরু করেছে। প্রশ্ন তোলার কাজ আর গুটিকয়েকের মধ্যে সীমাবদ্ধ নেই। সেটি যে কত বড় অর্জন, যারা বুঝতে পারছেন না তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আমি খানিকটা সন্দিহান। প্রশ্ন তোলার ফলে পাহাড়ের শোষণ নিপীড়নের বার্তাটিও সারাদেশে ছড়িয়ে যাচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ডাক দেয়া ছাত্র সমাজ দেশের নিপিড়ীত জনতাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আদিবাসী দিবসে যমুনা বাসভবনে ছাত্র সমন্বয়ক, বর্তমানে উপদেষ্টা, আসিফ এবং নাহিদ বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। আমাদের সাথে কথা বলেছিলেন। এক ফাঁকে জানিয়েছিলাম, সিস্টেম ভাংগলেই নতুন সিস্টেম তৈরি হয়না, সেটি অনেক অনেক দূরের পথ। রাজনীতির "খেলা" কঠিন খেলা, এবং খেলেই যেতে হয়। কিন্তু তারা সামষ্টিকভাবে একটি যে রাস্তা দেখিয়ে গিয়েছেন দেশের সবাইকে, সেটির জন্য ধন্যবাদ জানিয়ে এসেছি।

যে সরকারই আসুক না কেন, ক্ষমতায় বসুক না কেন, নাগরিক অধিকার খর্ব যেন না হয় সে পথে সরকারকে "লাইনে" রাখার দায়িত্ব আমাদের মত এক্টিভিস্টদের। সেই সংগ্রাম চলেছে, সংগ্রাম চলবেই।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
Whatapp 📞 01712730840
আদিবাসী জীবন সংগ্রামের কথা

সব কিছুর মতো যদি মনটাকেও সংস্কার করা যেতো, তাহলে নতুন করে হয়তো আবার মনে ভালোবাসার জন্ম হতো!❤️Hill Princes আদিবাসী জুম্ম ...
15/08/2024

সব কিছুর মতো যদি মনটাকেও সংস্কার করা যেতো, তাহলে নতুন করে হয়তো আবার মনে ভালোবাসার জন্ম হতো!❤️

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী মেয়েদের আড্ডা
Whatapp 📞 01712730840
আদিবাসী প্রেমের বিশ্ববিদ্যালয়

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?কথার।।কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দ চয়ন।শুধু কথা দিয়ে কাউকে ম...
15/08/2024

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?
কথার।।
কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দ চয়ন।
শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায়। কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়, কথা দিয়ে একটা যুদ্ধ বাধিয়ে ফেলা যায়।

স্থুল প্রজাতি অথবা স্থুল মস্তিষ্ক তা বোঝে না।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী মেয়েদের আড্ডা
🫦 সুন্দরী মেয়েদের আড্ডা 🫦

চারপাশটা আগাছায় ভরে গেছে! এদের বাড়তে দিলে তোমার নিজেরই বেঁচে থাকাটা মুশ/কিল হয়ে যাবে। কারণ, এরা তোমায় চারপাশ থেকে আঁকড়ে ...
15/08/2024

চারপাশটা আগাছায় ভরে গেছে! এদের বাড়তে দিলে তোমার নিজেরই বেঁচে থাকাটা মুশ/কিল হয়ে যাবে। কারণ, এরা তোমায় চারপাশ থেকে আঁকড়ে ধরবে তখন তোমার এদের ছাড়াতে ক/ষ্ট হবে। তাই এরা বেড়ে ওঠার আগেই তোমাকে এদের উপরে ফেলতে হবে নয়তো ছাঁটাই করতে হবে।

ঠিক তেমনি করে আমাদের জীবনে থাকা পরগাছা নামক কিছু অপ্রয়োজনীয় মানুষকে ছাঁটাই করতে হবে। না হলে জীবনের শান্তিতে ব্যা/ঘা/ত ঘটতে পারে।❤️

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী পাহাড়ি মেয়ে 👑
আদিবাসী মেয়েদের আড্ডা
🫦 সুন্দরী মেয়েদের আড্ডা 🫦

প্রকৃতি সুরক্ষার গল্প পাহাড় প্রকৃতিতে মানুষের টিকে থাকার গল্প। একটি ইকোসিস্টেমে বেঁচে থাকার সবার সমান অধিকার রয়েছে। কো...
13/08/2024

প্রকৃতি সুরক্ষার গল্প
পাহাড় প্রকৃতিতে মানুষের টিকে থাকার গল্প। একটি ইকোসিস্টেমে বেঁচে থাকার সবার সমান অধিকার রয়েছে। কোন প্রাণকে বাদ দিয়ে বাস্তুসংস্থান টিকে না।

মনে রাখা দরকার পৃথিবীটা মানুষের নয় বরং মানুষ পৃথিবীর একটি অংশ মাত্র। মন্ত্রমুগ্ধকর এক পরিবেশ..

ছবিঃ বৃষ্টি চাকমা

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
🍁 পাহাড় নদী ও প্রকৃতি প্রেমী 🍁
আদিবাসী মেয়েদের আড্ডা

13/08/2024

পার্বত্য চট্টগ্রামে সকল আঞ্চলিক সংগঠনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি । এভাবে কতদিন চলে আর ?? কোনো বাহানা শুনতে চাই না৷ সমস্ত ভুল অপরাধ ক্ষমা প্রর্দশন করে এক সংগঠন হয়ে যাও৷ জনগণ তোমাদের পাশে আছে এখনো।

13/08/2024

পাহাড়ের রাজনৈতিক সমস্যা সমাধানের আলোচনা জন্য একটা প্রাইভেট গ্রুপ প্রয়োজন । আলোচনা করে আঞ্চলিক সংগঠনদের সাথে কথা বলা দরকার । তরুন প্রজন্মদের কাছে তারা কি আশা করে ?

কারা চুক্তি বাস্তবায়ন চায়?১. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এদিকে আরো যুক্ত হয়েছে জেএসএস এম এন লারমা ও গণতান্ত্রিক ইউ...
13/08/2024

কারা চুক্তি বাস্তবায়ন চায়?
১. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এদিকে আরো যুক্ত হয়েছে জেএসএস এম এন লারমা ও গণতান্ত্রিক ইউপিডিএফ। যদিও তাদেরকে এখনও চুক্তি বাস্তবায়নের আন্দোলনে পাওয়া যায়নি। জনসংহতি সমিতির সাথে তারা একিভূত হয়নি। তারা যত দ্রুত বুঝতে পারবে, তাদের জন্য ততই মঙ্গল।

কারা চুক্তি বাস্তবায়ন চায় না?
১. ইউপিডিএফ
২. কেএনএফ
৩. মগ পার্টি
৪. আওয়ামী লীগ
৫. বিএনপি
৬. সেটেলার
৭. বাংলাদেশ সরকার (সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, আমলা, স্থানীয় প্রশাসন)

আপনি কার পক্ষে? যারা চুক্তি বাস্তবায়ন চায় তাদের পক্ষে? না যারা চুক্তি বাস্তবায়ন চায় না তাদের পক্ষে? এবার আপনি ঠিক করেন, আপনি কার সাথে কার ঐক্য চান।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী জীবন সংগ্রামের কথা

অধিকার চেয়ে যদি সন্ত্রাসী হতে হয়, তবে হও। কিন্তু অন্যায়ের কাছে আপোষ করো না। শুধু সমতল নয় পাহাড়ও স্বাধীন হোক। এই দেশ আমার...
13/08/2024

অধিকার চেয়ে যদি সন্ত্রাসী হতে হয়, তবে হও। কিন্তু অন্যায়ের কাছে আপোষ করো না। শুধু সমতল নয় পাহাড়ও স্বাধীন হোক। এই দেশ আমার, আপনার সকলের।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী জীবন সংগ্রামের কথা

জীবন ও জীবনের অর্থবহতা,  যে জীবন অন্যের জীবন অনিষ্ট করে সেটাই জীবন নয়, যে জীবন সমাজ ও জাতিকে অনিষ্ট করে সেটাই জীবন নয়। জ...
12/08/2024

জীবন ও জীবনের অর্থবহতা, যে জীবন অন্যের জীবন অনিষ্ট করে সেটাই জীবন নয়, যে জীবন সমাজ ও জাতিকে অনিষ্ট করে সেটাই জীবন নয়। জীবন সেটাই যা হাজারো জীবন গড়ে দেয়, সমাজ ও জাতিকে উপকৃত করে।
"আমার লাইফ, আমার ইচ্ছা"। না, কারণ মহা বিশ্বের সব কিছু শর্তাধীন। তাই আপনার ইচ্ছা ও স্বাধীনতাও শর্তাধীন। সব কিছুর মতই ইচ্ছা -স্বাধীনতারও সীমাবদ্ধতার শৃঙ্খল আছে। যেই ইচ্ছা - স্বাধীনতা নিজেকে ভুল পথে নিয়ে যায়, অন্যেকে , সমাজকে ও জাতিকে অনিষ্ট করে সেটা ইচ্ছা - স্বাধীনতা হতে পারেনা। যেই ইচ্ছা ও স্বাধীনতা নিজেকে সুপথে আলোকিত করে এবং অন্যকে আলোকিত করতে প্রেরণা দেয় সেটাই ইচ্ছা ও স্বাধীনতা। এটাই জীবন, এটাই জীবনের অর্থবহতা এবং জীবনের সৌন্দর্য এখানেই!!!

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী পাহাড়ি মেয়ে 👑
আদিবাসী মেয়েদের আড্ডা
আদিবাসী প্রেমের বিশ্ববিদ্যালয়

প্রজাপতির পেছনে দৌড়ালে তুমি একসময় ক্লান্ত হয়ে যাবে, বরং সুন্দর একটা ফুলের বাগান তৈরি করো, দেখবেন হাজারো প্রজাতি আপনার বা...
12/08/2024

প্রজাপতির পেছনে দৌড়ালে তুমি একসময় ক্লান্ত হয়ে যাবে, বরং সুন্দর একটা ফুলের বাগান তৈরি করো, দেখবেন হাজারো প্রজাতি আপনার বাগানে এসে ভীড় জমাবে। এটাই বাস্তবতা।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী পাহাড়ি মেয়ে 👑
আদিবাসী মেয়েদের আড্ডা

কিছু জিনিস অপরিকল্পিত ভাবেই সুন্দর. কিছু সুন্দর মুহূর্ত হুট করেই জীবনে আসে. অপরিচিত মুখ হঠাৎ করেই অনেক ভালোবাসার হয়ে যায়...
11/08/2024

কিছু জিনিস অপরিকল্পিত ভাবেই সুন্দর. কিছু সুন্দর মুহূর্ত হুট করেই জীবনে আসে. অপরিচিত মুখ হঠাৎ করেই অনেক ভালোবাসার হয়ে যায়.কিন্তু সেই মায়ায় ঘেরা ভালোবাসা গুলো আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হয় না.দীর্ঘস্থায়ী হয় শুধু স্মৃতিগুলো. তবুও ভালোবাসা সুন্দর..... ❤️😔😪

Hill Princes
আদিবাসী মেয়েদের আড্ডা
আদিবাসী প্রেমের বিশ্ববিদ্যালয়
আদিবাসী পাহাড়ি সংস্কৃতি ও জীবন বৈচিত্র্য

অপহরণের দুই দিন পর সোশ্যাল মিডিয়া ও প্রতিবাদের মুখে ইউপিডিএফ (প্রসীত পন্থী) সশস্ত্র সন্ত্রাসীরা গত ৮ আগস্ট হিল উইমেন্স ফ...
11/08/2024

অপহরণের দুই দিন পর সোশ্যাল মিডিয়া ও প্রতিবাদের মুখে ইউপিডিএফ (প্রসীত পন্থী) সশস্ত্র সন্ত্রাসীরা গত ৮ আগস্ট হিল উইমেন্স ফেডারেশনের কর্মী সুষ্টি চাকমা (২০) ও কাঞ্চনা চাকমা (১৯) কে ফিরিয়ে দিয়েছে। ফিরে এসে দুই কর্মীর ভাষ্য, লুম্পেন দল ইউপিডিএফ (প্রসীত পন্থী) তাদের উপর অপহরণের পর নৃশংসভাবে পিটিয়েছে। গাড়িতে করে নেয়ার পথে পড়নের পোশাক ছিড়ে দিয়েছে। হেফাজতে নিয়ে চুলের মুঠি ধরে থাপ্পড় এবং জোরপূর্বক নগ্ন করে শরীরের সংবেদনশীল অংশে টর্চার ও ধর্ষণের চেষ্টা করেছে । নির্যাতনকারীর মধ্যে শুভ চাকমা, রিপেল চাকমা, আলোড়ন চাকমা, শৈসানু মারমা, রুবেল চাকমা ও রত্না চাকমা।

সেনা শাসন এলে লুম্পেন দল ইউপিডিএফ পুরণো রাজনৈতিক নোংরামি শুরু করে। লুম্পেন দলটি নারী নিপীড়ন করে রাষ্ট্রের বিরুদ্ধে অধিকার, নারী নিপীড়ন ও কল্পনা চাকমার মুক্তির প্লাকার্ড নিয়ে রাস্তায় দাড়ানোর নৈতিক অধিকার পরিষ্কারভাবে হারিয়ে ফেলেছ। কথা ক্লিয়ার, যারা তাদের নৈতিক সমর্থন দিবে তাদেরও নিপীড়ক হিসেবে চিহ্নিত করা হবে।

বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস এবং তাদের সংগ্রাম সম্পর্কে আপনার উদ্বেগ অত্যন্ত প্রাসঙ্গিক। আদিবাসীরা বাংলাদেশের মুক...
10/08/2024

বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস এবং তাদের সংগ্রাম সম্পর্কে আপনার উদ্বেগ অত্যন্ত প্রাসঙ্গিক। আদিবাসীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন, এবং তাদের সাহসিকতা এবং ত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক অপরিহার্য অংশ। তাদের অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য তারা বিভিন্ন সময়ে লড়াই করে এসেছেন, যেমন তেভাগা আন্দোলন, গারো বিদ্রোহ, চাকমা আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ ইত্যাদি।

বর্তমানে, আদিবাসী জনগোষ্ঠীর সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন ভূমি দখল, সামাজিক বৈষম্য, এবং তাদের সংস্কৃতি ও ভাষার সংরক্ষণের প্রশ্ন। তাদের অধিকার এবং পরিচয়ের স্বীকৃতির জন্য তারা সংগ্রাম করে চলেছেন। এই সংগ্রামে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কথা শোনা অত্যন্ত জরুরি। আমরা যদি তাদের সংগ্রামে সমর্থন দিই এবং তাদের অধিকারের জন্য সোচ্চার হই, তাহলে তারা তাদের নিজস্ব ভূমিতে সম্মানের সাথে বাঁচতে পারবেন। আমাদের সকলের উচিত তাদের এই লড়াইয়ে সহায়তা করা এবং তাদের সংস্কৃতি ও পরিচয়কে সম্মান করা।

Hill Princes
আদিবাসী জুম্ম নারী
আদিবাসী জীবন সংগ্রামের কথা
আদিবাসী পাহাড়ি সংস্কৃতি ও জীবন বৈচিত্র্য

আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৯...
09/08/2024

আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন,
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন-২৪।

আমি একজন আদিবাসী, আমি মারমা আদিবাসী, আমাদের রয়েছে নিজস্ব মাতৃভাষা, বর্ণমালা ও সংস্কৃতি। আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, আমরা স্বাধীন ভাবে পাহাড়ে বাচতে চাই।

Hill Princes
আদিবাসী জীবন সংগ্রামের কথা
আদিবাসী পাহাড়ি সংস্কৃতি ও জীবন বৈচিত্র্য

Address

Bandarban
4400

Alerts

Be the first to know and let us send you an email when Hill Princes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies