Aaira

Aaira Simplicity is the best choice

১. ইমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে!২. ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে  মুসা (আঃ) য...
01/04/2024

১. ইমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে!

২. ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) যখন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে!

৩. গভীর সমূদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না, মাছ তাকে হজম করতে না পেরে আবার তাকে তীরে ফিরিয়ে দিবে!

৪. ইব্রাহীম (আঃ) জানতেন না প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!

৫. কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না যে, ধারালো ছুরি তাকে হত্যা করতে পারবে না।

৬. আইয়ুব (আঃ) জানতেন না যে, পোকায় খেয়ে ফেলা তাঁর শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!

তারা প্রত্যকেই নিশ্চিত জানতেন তাদের একজন দয়াময় রব আছেন। আর রবের উপর ছিলো তাদের প্রত্যেকের পূর্ণ তাওয়াক্কুল। নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।

মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে শোকর ও সবর করার তাওফিক দান করুন।

আমিন... 🤲

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত ...
24/03/2024

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে।

রমাদান মাসে সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদত মশগুলে সময় পার করে সেখানে বাংলাদেশের অনেকেই কিভাবে একে অন্যকে ঠকানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে। আমাদের দেশে সবাই মুসল্লি। মসজিদ মুসল্লিতে ভরপুর। কিন্তু ঈমানী শক্তিতে আমাদের মনোবল খুবই দুর্বল।

আমাদের দেশে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে সর্বদা নিজেকে ইসলামি ব্যক্তি হিসাবে সবখানে জাহির করে সেও সুযোগ পেলে সাধারণ কিছু টাকা-পয়সার কাছে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলে। এজন্য বলি যে মৃত্যু চিরসত্য সে মৃত্যু নিয়ে আমরা খুব কমই চিন্তা করি।

আমাদের সততা সাধারণ টাকার কাছেই প্রতিনিয়ত হেরফের হয়ে যায়। অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না, আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না, এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তা করতাম না। মহান প্রভু সবাইকে এই বিষয়টি উপলব্ধির সুযোগ দিন। জাযাকাল্লাহ খাইরান।
Collected

এবছরের রোজা এতটাই আরামদায়ক, নাই পানির পিপাসা, নাই গরমের কষ্ট, নাই কোন ক্লান্তিআলহামদুলিল্লাহ ❤️
23/03/2024

এবছরের রোজা এতটাই আরামদায়ক,
নাই পানির পিপাসা, নাই গরমের কষ্ট,
নাই কোন ক্লান্তি
আলহামদুলিল্লাহ ❤️

20/03/2024

একটা অর্ধপচা খেজুর পড়ে ছিলো। রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম পচা অংশটা পরিষ্কার করলেন। আবদুল্লাহ্ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলেন, খাবে?...

তিনি জবাব দিলেন, না, ইয়া রাসুলুল্লাহ্।

রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেন," তোমার কাছে এটা খাওয়া না খাওয়ার ব্যাপার।" অথচ আজ চারদিন হলো তোমার রাসুলের পেটে কিছু পড়েনি।

সীরাত পড়ুন!
ঢংয়ের দুনিয়াকে কন্ট্রোল করুন!

18/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!

-ফখরুল ইসলাম

🍁প্রয়োজনীয় টিপস 🍁১: সেহেরির খাবার খাওয়ার পর এক পিস এলাচ চিবিয়ে রস টুকু খেয়ে নিন দেখবেন রোজা অবস্থায় পানির পিপাসা কম লাগব...
04/03/2024

🍁প্রয়োজনীয় টিপস 🍁

১: সেহেরির খাবার খাওয়ার পর এক পিস এলাচ চিবিয়ে রস টুকু খেয়ে নিন
দেখবেন রোজা অবস্থায় পানির পিপাসা কম লাগবে

২: মাংস রান্নায় ঝোল ঘন করতে চাইলে রান্নায় পেয়াজ বাটা ব্যবহার করুন
পাতলা ঝোল করতে চাইলে পেয়াজ কুচিয়ে ব্যবহার করুন

৩: মোমোর ডো/খামিরের ময়দার সাথে সামান্য বাটার ব্যবহার করলে মোমো ভাপিয়ে নেওয়ার পর এর উপরের আবরণ চকচকে হয়

৪: ঘরে কোন প্রকারের সস্ না থাকলে টক দইয়ের সাথে সামান্য বিট লবন ও অল্প চিনি দিয়ে মিশিয়ে নিন দেখবেন মজাদার দই সস্ তৈরি হয়ে যাবে

বি:দ্র: টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই হলে চিনির পরিবর্তে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে হবে

৫: রান্নায় দই লাগবে ঘরে দই নেই কি করবেন?
গুড়া দুধের সাথে সামান্য লেবুর রস / ভিনেগার মিশিয়ে কিছুক্ষন রেখে দিলেই দইয়ের মতোই উপকরণ তৈরি হয়ে যাবে

৬: রান্নায় ঝাল বেশি হয়ে গেলে রান্নার সাথে পেঁয়াজ বেরেস্তা বেটে রান্নায় ব্যবহার করুন ঝাল কমে যাবে

৬: বিরিয়ানি রান্নার উপকরণের সঙ্গে শাহী জিরা ব্যবহার করলে বিরিয়ানির সুগন্ধ ছড়ায় বেশি

৭: খাসির মাংস রান্নার আগে কুসুম-গরম পানিতে সামান্য লবন মিশিয়ে ৩০ মি: মাংস গুলো ভিজিয়ে রাখুন তারপর ৩০মি:পর মাংস গুলো লবন পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে রান্না করলে মাংস থেকে দুর্গন্ধ ছড়াবে না

বি দ্র: দুর্গন্ধ বলতে খাসির নিজস্ব একটি গন্ধ আছে যা সবার কাছে ভালো লাগেনা তাই বুঝাতে চাচ্ছি

৮: ছোলা বুট তারাতাড়ি নরম করে সিদ্ধ করতে চাইলে বুট সিদ্ধ করার শুরুতে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে

৯:প্রতিদিন ইফতার তৈরির ঝামেলা এড়াতে রোজার আগেই কিছু কাজ গুছিয়ে নিতে পারেন যেমন জিরা,শুকনা মরিচ,টেলে গুড়া করে ঝারে সংরক্ষণ করে রেখে দিলে ইফতার তৈরিতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন

১০: কাঠের আসবাবপত্র একধরনের পোকা গর্ত করে ফেলে
এই গর্ত গুলোতে সামান্য উড পোডিং লাগিয়ে রাখুন তাহলে তেলাপোকা /কিট পতঙ্গ বাসা বাধতে পারবেনা

Aaira with her father❤️❤️❤️
29/07/2023

Aaira with her father❤️❤️❤️

😁😁শান্তি লাগবে শান্তি?? 😁😁এই গরমে শান্তি খুজছেন?? আমি শান্তির ফেরিওয়ালা!  কি ভাবছেন কিসের  শান্তি?? 🤔🤔এই গরমে প্রশান্তি ...
25/07/2023

😁😁শান্তি লাগবে শান্তি?? 😁😁

এই গরমে শান্তি খুজছেন??

আমি শান্তির ফেরিওয়ালা!

কি ভাবছেন কিসের শান্তি?? 🤔🤔

এই গরমে প্রশান্তি দিতে আপনাদের মাঝে চলে আসলাম।

এবার আবহাওয়া অত্যান্ত গরম, অতিরিক্ত লোডশেডিং জীবনকে আরও বিষিয়ে তুলছে। এই গরমে শীতলপাটি নিতে পারবে গরমে শান্তির পরশ।

যারা শীতলপাটিতে ঘুমিয়েছেন তারা সবাই আমার সাথে একমত হবেন

4000DS DSLR ক্যামেরা দুবাই থেকে নিয়ে আসা ব্যবহার হয়নি কেউ নিতে আগ্রহী হলে ইনবক্সে বিস্তারিত
12/07/2023

4000DS DSLR ক্যামেরা দুবাই থেকে নিয়ে আসা ব্যবহার হয়নি কেউ নিতে আগ্রহী হলে ইনবক্সে বিস্তারিত

Alhamdulillah ❤️❤️❤️❤️
23/05/2023

Alhamdulillah ❤️❤️❤️❤️

Chain hijab eassy to wear and comfort❤️
23/05/2023

Chain hijab eassy to wear and comfort❤️

Available
05/09/2021

Available

09/05/2021
Ghore baire porar upojogi comfortable onk
10/04/2021

Ghore baire porar upojogi comfortable onk

Party wear👌👌
11/02/2021

Party wear👌👌

lilen 3pis❤
23/01/2021

lilen 3pis❤

Cotton collection 😍😍
07/01/2021

Cotton collection 😍😍

New arrival
06/12/2020

New arrival

কাজ চলছে বেবি ড্রেস নিয়েও☺☺
06/09/2020

কাজ চলছে বেবি ড্রেস নিয়েও☺☺

তাঁতের থ্রিপিস💓💓💓
22/08/2020

তাঁতের থ্রিপিস💓💓💓

এই গরমে ইন্ডিয়ান রিসিকা সিল্ক গুলো অনেক আরামদায়ক হবে।😍😍
06/08/2020

এই গরমে ইন্ডিয়ান রিসিকা সিল্ক গুলো অনেক আরামদায়ক হবে।😍😍

পাকিজা ডিজিটাল প্রিন্ট ☺☺বেষ্ট কোয়ালিটি 👌👌👌👌 একটা ডিজাইন চারটা কালার ❤❤
02/08/2020

পাকিজা ডিজিটাল প্রিন্ট ☺☺
বেষ্ট কোয়ালিটি 👌👌👌👌
একটা ডিজাইন চারটা কালার ❤❤

Attracted color,good quality notun sob collections😍akkuni nite inbox korun We ensure the quality of goods and service 👌👌
22/07/2020

Attracted color,good quality notun sob collections😍
akkuni nite inbox korun
We ensure the quality of goods and service 👌👌

গরমে আারামদায়ক কাপড়গুলো যেমন সুন্দর তেমন সফ্ট। ❤❤
21/07/2020

গরমে আারামদায়ক কাপড়গুলো যেমন সুন্দর তেমন সফ্ট। ❤❤

Address

Bandarban

Telephone

+8801819950516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Bandarban

Show All