Anas Ahamed Azan

Anas Ahamed Azan Amjad & Sharmin Baby :)

29/01/2025

Vai bon er dustami

 #সাবধানবর্তমান সময়ে ডিভোর্স   পেছনে মেয়েরা দায়ী মা বাবা নই। কারণ ৯০% মেয়েরা টুকাইকে পছন্দ করে পালিয়ে বিয়ে করে মা বাবার ...
19/01/2025

#সাবধান
বর্তমান সময়ে ডিভোর্স পেছনে মেয়েরা দায়ী মা বাবা নই। কারণ ৯০% মেয়েরা টুকাইকে পছন্দ করে পালিয়ে বিয়ে করে মা বাবার অবাধ্য হয়ে/ অপমানিত করে। এবং বর্তমান বেশির ভাগ মেয়েরা টুকাইর লম্বা লম্বা চুল, পাটা ছিটা প্যান্ট,গায়ের চামড়া সাদা, আর মাদকাসক্ত, আর কারো কাছ থেকে একটা বাইক ধার নিয়ে যখন চালায় তার সখের নারীর সামনে তখন ঐ সখের নারী তার প্রতি আসক্তি হয়ে যায়.।
তখন সেই মেয়ে মনে করে সেই একজন নায়ক তার উপরে পৃথিবীতে আর কেহ নেই কিন্তু যে ছেলেটা পৃথিবীর সব চেয়ে নিকৃষ্ট ব্যাক্তি। বিয়ের পর হারে হারে বুঝতে পারে যখন অন্য নারী প্রতি আসক্তি থাকে.. পরকীয়া করে.সব থেকে বড় পারিবারিক সমস্যা তো থাকেই বর্তমানে ৯০%মেয়েদের মাথায় এই জিনিসটা না থাকায় আজ খুব খারাপ পরিণতি হচ্ছে । মা বাবার সম্মানকে লাতি দিয়ে তার সখের ছেলের সাথে পালিয়ে যায়। এই একটা ভুল সিদ্ধান্তে মেয়েদের সারাজীবনের কান্না। সব মেয়েদের এই বিষয়ে সচেতন হওয়া উচিত!।🖤🥀 একটা সন্তানের ভালো নিজের মা/বাবা থেকে বন্ধু বান্ধবী বেশি কখনো বুঝবে না.. তোমার যদি কেনো ছেলে/মেয়ে কে ভালো লাগে আগে পরিবার কে জানাও আর সব থেকে
বড় আল্লাহ আমার জন্য যাকে লিখে রাখবে সে আসবেই তাই ধৈর্য ধরা উত্তম 🤞

মেয়ে হয়ে আমার কখনোই কোনো আফসোস ছিল না। কিন্তু বেটা মানুষের একটা জিনিস নিয়ে আমি সব সময়ই প্রচুর জে'লাস ফিল করি। এরা সিঙ্গে...
18/01/2025

মেয়ে হয়ে আমার কখনোই কোনো আফসোস ছিল না। কিন্তু বেটা মানুষের একটা জিনিস নিয়ে আমি সব সময়ই প্রচুর জে'লাস ফিল করি। এরা সিঙ্গেল মিঙ্গেল ধনী গরিব যে অবস্থাতেই থাকুক না কেন এদের আড্ডা দেবার জন্য সব সময় এক দল বন্ধু থাকবে। বিয়ের আগে যেমন তারা আড্ডা দেয় গল্পে মাতে ঠিক বিয়ের পরে পোলাপাইনের বাপ হয়ে গেলেও এই বন্ধু মাতানী তাদের বন্ধ হয় না। সুযোগ পেলেই একসাথে এরা চিল করবে, ঘুরবে, খাবে। কিন্তু মেয়ে মানুষের এই একটা জায়গায় বাধা। গৃহিনী হোক বা কর্মজীবি সংসার শুরু হবার পর বন্ধুমহল তাদের কোথায় হারিয়ে যায়! যুগ যুগ চলে যায় দেখা হয় না। কথা বলার সুযোগ হয় না। খুব কম সংখ্যকই থাকে যারা পুরোনো বান্ধুবীদের ধরে রাখতে পারে। আর একসাথে ট্যুরের চিন্তা করা তো বিলাসিতা।🙂

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নে...
18/01/2025

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নেচেছিলো তারা কেও পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ঐ অবলা নারী তার স্ত্রী। যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিলো, মানুষের কথায় তার উপর মানসিক, শারীরিক নির্যাতন করেছিলো।

পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী।

একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততোদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না।

আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে কোনোকিছুতে সে খুশি অখুশি হতে পারে না।

সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আকঁড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়।কত-শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়।

শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মিলেনা। সেই অবহেলিত, অযাচিত নারীই আপনার শেষ বয়সে আপনাকে বাহুড়োরে বেঁধে রাখে বিপদে-আপদে, সুখে দুঃখে।

আজ থেকেই সতর্ক হোন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন, শেষ বয়সে অন্ততঃ লজ্জিত হতে হবে না তার কাছে।

17/01/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।🖤

17/01/2025

゚viralfbreelsfypシ゚viral

17/01/2025
🤣    ゚viralfbreelsfypシ゚viral
14/01/2025

🤣 ゚viralfbreelsfypシ゚viral

06/01/2025
06/01/2025

05/01/2025

05/01/2025

RCVD:
সচেতন থাকুন যে একদল লোক অভ্যন্তরীণ বিষয়ের কর্মচারী হওয়ার ভান করে ঘরে ঘরে যাচ্ছে। তাদের কাছে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস থেকে নথি এবং লেটারহেড রয়েছে এবং দাবি করে যে তাদের পরবর্তী আদমশুমারির জন্য প্রত্যেকের বৈধ পরিচয়পত্র আছে কিনা তা পরীক্ষা করতে হবে এবং তারপরে তারা ডাকাতি করে। তারা সর্বত্র এবং আড়ম্বরপূর্ণ চেহারা. কেউ আপনার বাড়িতে এসে বলবে আমি আপনার ছবি/আঙুলের ছাপ নিতে চাই। তাদের কাছে একটি ল্যাপটপ, একটি বায়োমেট্রিক ডিভাইস এবং সমস্ত নামের তালিকা রয়েছে। তারা তালিকা দেখান এবং এই সমস্ত তথ্য চান। জেনে নিন সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। জেনে রাখুন এই সব মিথ্যা। তাদের কোনো তথ্য দেবেন না। সবাইকে সজাগ ও সচেতন হতে হবে। আপনার এলাকার সমস্ত গ্রুপে এটি পাঠান। আপনার পরিবার এবং বন্ধুদের জানান. বিশেষ করে সেনানিবাসের বাইরে অবস্থানরত কর্মীদের সতর্ক ও সতর্ক থাকতে হবে।
Copied from Maj Monjur

24/12/2024

মনে রাখো, মানিয়ে নেওয়া মানেই সেখানে তোমার জায়গা আছে এমন নয়।

জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে তোমাকে মনে হতে পারে তুমি মানিয়ে নিচ্ছো, কিন্তু আসলে সেখানে তোমার সত্যিকারের কোনো স্থান নেই। প্রতিটা মানুষই তার নিজের জায়গা ও পরিবেশ খুঁজে পাওয়ার যোগ্য।

তাই নিজের সুখকে প্রাধান্য দাও। এমন কিছু করো যা তোমার মনকে শান্তি ও আনন্দ দেয়। সবসময় অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে উপেক্ষা কোরো না।

নিজের ওপর ফোকাস করো, নিজের লক্ষ্য আর স্বপ্নগুলোকে গুরুত্ব দাও। সত্যিকারের আত্মিক শান্তি তখনই পাওয়া যায়, যখন তুমি এমন কিছু করো যা তোমার জীবনকে অর্থবহ করে তোলে।

সবসময় নিজের প্রতি সৎ থেকো, কারণ যেখানেই তোমার সত্যিকার জায়গা, সেখানে তোমাকে কখনো মানিয়ে নিতে হবে না—তোমাকে এমনিতেই গ্রহণ করা হবে।

Address

Bandarban

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anas Ahamed Azan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share