ইয়াস মানবাধিকার -বান্দরবান জে

ইয়াস মানবাধিকার -বান্দরবান জে A Department of Humanrights-Eahs-
মানবাধিকার বহির্ভূত যে ?

16/10/2022

আল্লাহ ছাড়া কেউ আপন না!

তাই আল্লাহকেই সবচেয়ে বেশি ভালবাসুন।

Send a message to learn more.

👉বনপুর-ত্রিশডেবা বসবাসকারী সাধারণ মানুষের কষ্টের যেন শেষ নেই👈হবে হবে বলেও হচ্ছেনা আজও রাস্তার পাকা করার কাজ ,টেন্ডারের ব...
08/10/2022

👉বনপুর-ত্রিশডেবা বসবাসকারী সাধারণ মানুষের কষ্টের যেন শেষ নেই👈
হবে হবে বলেও হচ্ছেনা আজও রাস্তার পাকা করার কাজ ,টেন্ডারের বেড়াকলে আটকে আছে হাজারো মানুষের একটু সহজে চলাচলের স্বপ্ন।
রাস্তা কবে পাকা হবে,আধও কি হবে এ নিয়ে রয়েছে সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন😢 👈

মানবাধিকার রিপোর্ট - মুজিবুর রহমান সোহাগ

👉লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা,বনফুর,ওয়াক্রাপাড়া,বড়পাড়া,ছোট পাড়া,নয়াপাড়া,ঠান্ডাঝিরি, এবং ছোট -বড় আর ও বেশকিছু এলাকা মিলে আনুমানিক ২.৫-৩হাজার পরিবারের বসবাস।
এ সব এলাকার কৃষি জমি অর্থনীতির একটি বড় অংশ। এ সকল মানুষদের নিকটবর্তি বাজার(বনফুর হতে আনুমানিক ৯কিমি) ইয়াংছা আসা-যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম দূর্গম-পাহাড়ী আঁকাবাঁকা এই একটিমাত্র রাস্তা।
যে রাস্তাটি অনেক বছর পূর্বে ইট দিয়ে বানানো হয়েছিল বর্তমানে এটি ব্যবহার খুবকষ্ট সাধ্য। পুরো রাস্তাটিই বর্তমানে ভেঙে গেছে,ছোট -বড় অনেক গর্ত হয়েগেছে যেখানে বর্ষার মৌসুমে পানি জমাট হয়ে থাকে।
যার ফলে প্রতিনিয়ত ঘটে চলছে বাইক এক্সিডেন্ট। বিশেষ করে কালিরঝিরির পাহাড় নামক স্থানটি খুবই ডেঞ্জার। জনপ্রতিনিধিগন কোন ব্যবস্থা গ্রহণ করেন না মর্মে প্রশ্ন করলে উত্তরে স্থানীয় কয়েকজন বলেন আমাদের কে হবে হবে বলে আস্বস্ত করেন,কিন্তু বাস্তবে তা আর হয়না।
এ বিষয়টি নিয়ে ইউপি সদস্য জনাব আপ্রুচিং এর কাছে জানতে চাইলে তিনি বলেন রাস্তাটির টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে,আশাকরি খুব শিগগিরই রাস্তা পাকা করার কাজ শুরু হবে।

বান্দরবান আলীকদম উপজেলার এর ইউএনও এর ট্রপি ভাঙা একটা নিতান্তই ভুল বা অপরাধ। কিন্তু এই ট্রপি ভাঙা নিয়ে যে ট্রল হচ্ছে তা ন...
25/09/2022

বান্দরবান আলীকদম উপজেলার এর ইউএনও এর ট্রপি ভাঙা একটা নিতান্তই ভুল বা অপরাধ। কিন্তু এই ট্রপি ভাঙা নিয়ে যে ট্রল হচ্ছে তা নিয়ে যেন কোন সুবিধাভোগীরা সাত পাঁচ করার সু্যোগ না পায়।
ঘটনার সত্যতা যাচাই পূর্বক যেন ব্যবস্থা গ্রহণ করা হয় সেটার জন্য বিনীত অনুরোধ রইলো।

👉ইয়াস মানবাধিকার.
=সংগৃহীত ছবি

 #কনজাংটিভাইটিস #চোখ_ওঠাসকলকে সচেতন করার স্বার্থেঃ কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই র...
18/09/2022

#কনজাংটিভাইটিস
#চোখ_ওঠা
সকলকে সচেতন করার স্বার্থেঃ

কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই সবসময় চেষ্টা করবেন হাত, চোখ পরিষ্কার রাখতে। পরিষ্কার করা ছাড়া চোখে হাত দিবেন না। চোখকে ধুলাবালি থেকে মুক্ত রাখুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সাথে সাথে রাখুন। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা পরিহার করুন। এটি কিন্তু অতিমাত্রায় ছোঁয়াচে।

চোখ ওঠা রোগে কী করবেন?

চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, চোখ আপনার রোগের কথাও বলে। চোখের সাদা অংশটি লালচে হলে, চোখ দিয়ে পানি পড়লে, প্রদাহ হলে তাকে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস বলে।

চোখ ওঠার লক্ষণ ও উপসর্গ
১. চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া;
২. চোখের পাতা ফুলে যাওয়া;
৩. চোখ দিয়ে পানি পড়া;
৪. চোখে জ্বালাপোড়া করা, খচখচ করা;
৫. ঘুম হতে ওঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা;

কীভাবে চোখ উঠার জীবাণু ছড়ায়
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়। অপরিষ্কার হাত, আক্রান্ত ব্যক্তির স্পর্শে, আক্রান্ত ব্যক্তির তোয়ালে, গামছা ব্যবহারে চোখ উঠতে পারে।
২. অ্যালার্জি ধুলাবালির মাধ্যমে;

চিকিৎসা :-
যেসব কারণে চোখ ওঠে, সেসব বিষয় থেকে দূরে থাকতে হবে।
১. হালকা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে এবং চোখের পাতাগুলো খোলা রাখতে হবে।
২. চোখে কালো চশমা পরতে পারেন।
৩. পর্যাপ্ত বিশ্রাম ও ভিটামিনযুক্ত খাবার খান।


কখন চিকিৎসকের কাছে যাবেন:-
১. যখন আপনার চোখ থেকে ঘন হলুদ কিংবা সবুজাভ হলুদ রঙের ময়লা পদার্থ বের হয়;
২. চোখ ব্যথা থাকলে;
৩. চোখে ঝাপসা দেখতে পেলে অথবা দেখতে সমস্যা হলে;

৪. চোখের সাদা অংশ ফুলে উঠলে কিংবা লাল হয়ে গেলে।

যা করবেন না :-
১. কোনো চিকিৎসকের অনুমতি ছাড়া চোখের ড্রপ ও ওষুধ ব্যবহার করা যাবে না।

প্রতিকার :-
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের থেকে অন্যজনের হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই কাপড়, তোয়ালে ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহার করুন।
২. চোখে হাত দেবেন না;
৩. ঘন ঘন সাবান দিয়ে হাত ভালোমতো পরিষ্কার করুন;
৪. যেসব জিনিসে অ্যালার্জিক তা থেকে দূরে থাকুন;
৫. সাথে জ্বর সর্দি কাশি থাকলে তার চিকিৎসা নিন।
৬. আক্রান্ত হলে ঘরে বিশ্রাম নিন।

ভাইরাস দ্বারা আক্রান্ত চোখ কিছুদিন পর ভালো হয়ে যায় ঠিক, কিন্তু আশপাশে অনেককেই আক্রান্ত করে বা করতে পারে। তবে চোখ ওঠা রোগী মূলত সে তার নিজের জন্য সমস্যা নয়, বরং অন্যের জন্য সমস্যা। সর্বপরি সাবধানে থাকার চেষ্টা করুন।

আর আক্রান্ত যারা যাচ্ছেন তারা সবসময় চোখে সানগ্লাস ব্যাবহার করুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু/রুমাল রাখুন।বিনা প্রয়োজনে চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন। কনজাংটিভাইটিস কিন্তু অতিমাত্রায় ছোয়াছে। হাত সবসময় পরিষ্কার রাখুন। আর আপনার ব্যাবহৃত রুমাল/টিস্যু যেখানে সেখানে ফেলা থেকে বিরত রাখুন।

সর্বপরি সবাই সাবধানে থাকার চেষ্টা করুন।

জনস্বার্থে প্রচার ⬇️

ইয়াস পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থা

14/09/2022

আগামীকাল থেকে এস,এস,সি ও দাখিল সমমানের পরিক্ষা শুরু হতে যাচ্ছে,বান্দরবান জেলা ও বাংলাদেশের সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা রইল।

বান্দরবান এর লামা উপজেলার  ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম -২০২২ এর রেজিষ্ট্রেশন কেন্দ্রের নাম ও ছবিসহ বায়োমেট্রিক...
13/09/2022

বান্দরবান এর লামা উপজেলার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম -২০২২ এর রেজিষ্ট্রেশন কেন্দ্রের নাম ও ছবিসহ বায়োমেট্রিক সংগ্রহণ এর তারিখ।
শেয়ার করার অনুরোধ রইলো!

😰মানবিক আবেদন।বান্দরবান জেলার লামা উপজেলার কুমারী এলাকার এক মধ্যবিত্ত পরিবারের ছেলেমোহাম্মদ নাইমুল করিম মানিক(২৬)পিতা ছৈ...
06/09/2022

😰মানবিক আবেদন।

বান্দরবান জেলার লামা উপজেলার কুমারী এলাকার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে
মোহাম্মদ নাইমুল করিম মানিক(২৬)
পিতা ছৈয়দ অালম নাগু গত ০৪/০৯/২০২২ইং তারিখে
গাড়ি এক্সিডেন্ট করে মাথায় মারাত্মক আঘাত পেয়ে বর্তমানে চট্টগ্রাম পার্কভিউ হাস্পাতালে ICU তে জীবন -মরণের সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসা খরচ পরিবারের সামর্থের বাইরে চলে যাওয়া বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন করছেন তার পরিবার।
একটি জীবন বাঁচাতে যে যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মোহাম্মদ রাসেল
০১৭১২৮৫৮৯৬৪ (বিকাশ পার্সোনাল)
সোহাগ -০১৮৪১৮০১৮০৫(নগদ পার্সোনাল)
কুমারী বাজার,লামা,বান্দরবান
👉শেয়ার করার অনুরোধ রইলো।

বাম দিকের এক্সরেটি একটি ৪ বছরের শিশুর হাতের এক্সরে। ডান দিকের এক্সরেটি একটি ৭ বছরের শিশুর হাতের এক্সরে।পার্থক্য টি দেখুন...
24/08/2022

বাম দিকের এক্সরেটি একটি ৪ বছরের শিশুর হাতের এক্সরে। ডান দিকের এক্সরেটি একটি ৭ বছরের শিশুর হাতের এক্সরে।
পার্থক্য টি দেখুন।
চার বছরের বাচ্চাদের হাড় গুলো ডেভোলপিং পর্যায়ে থাকে। পরিপূর্ণভাবে এজন্য তারা সব কাজ করতে পারেনা যেটি সাতবছরের বাচ্চাদের অনেকেই করতে পারে।

অনেক বাবা মা চারবছর এর শিশুকে লিখা শিখানোর জন্য উঠে পড়ে লাগেন, বাচ্চা লিখতে না পারলে মারধর করেন। এটি আপনার বাচ্চার কোন সমস্যা না, সৃষ্টিগতভাবেই ওদের শরীর তখনো পরিপূর্ণভাবে শক্তিশালী থাকে না। এই লিখাটি পড়ার পর থেকে একটু সতর্ক হন।

আপনার চার বছরের বাচ্চাকে মুখে মুখে ছড়া শেখান। বুদ্ধিবৃত্তি বৃদ্ধি পায় এমন কাজ বা এমন খেলাগুলো বেশি করতে দিন। যেমন বিভিন্ন রঙ চেনানো, গুনতে শিখানো, একই রকম আকৃতি একসাথে জড়ো করার খেলা শিখানো, জীব-জন্ত চেনানো, ইত্যাদি। খুব বেশি চাপ দিবেন না। এতে করে বাচ্চাটির উপর মারাত্মক প্রভাব পড়বে এমনকি মানসিক ভারসাম্য পর্যন্ত হারাতে পারে।

হাত-পায়ের পেশি সুগঠিত হওয়ার জন্য তাকে খেলতে দিন। পুষ্টিকর খাবার খাওয়ান। বাচ্চাকে ভালোবাসুন। সারাক্ষণ সমাজের চোখে বড় হওয়ার জন্য বাচ্চাকে ঘোড়ার মত রেইসে লাগিয়ে রাখবেন না। কারণ এই বাচ্চা বড় হয়ে দুয়া করবে-
"হে আমার প্রতিপালক, তাদের প্রতি সেভাবে দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন।"

অতএব আপনি কিভাবে লালন পালন করছেন আপনার সন্তানকে সেদিকে খেয়াল করুন।

- ডা. ইমতিয়াজ হোসেন

আন্তজার্তিক বাজারে তেলের ব্যরেল মুল্য=৯০ ডলার ১ডলার=১১০ টাকা ৯০ ডলার =৯৯০০ টাকা১ব্যরেল=১৫৯ লিটার ১৫৯ লিটার তেলের মুল্য= ...
19/08/2022

আন্তজার্তিক বাজারে তেলের ব্যরেল মুল্য=৯০ ডলার
১ডলার=১১০ টাকা ৯০ ডলার =৯৯০০ টাকা
১ব্যরেল=১৫৯ লিটার ১৫৯ লিটার তেলের মুল্য= ৯৯০০টাকা হলে ১ লিটার তেলের মুল্য=৬২.২৬টাকা পরিবহনও অন্য অন্য খরচ ১০% যোগকরলে ১লিটার তেলের মুল্য দাঁড়য় =৬৮.৪৯ টাকা

তাহলে এই অসাভাবিক মুল্য বৃদ্ধির কারণ কী?
দাম কি কমবে না?

17/08/2022

২০০৫ সালের ১৭ই আগস্টের বোমা হামলার প্রতিবাদে আলীকদম উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র সমাবেশে আওয়ামীলীগের অঙ্গ সংঘটনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ানো হলো বাস ভাড়া।👉 সব মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। আর দূরপাল্...
07/08/2022

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ানো হলো বাস ভাড়া।

👉 সব মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। আর দূরপাল্লার বাসে বেড়েছে ৪০ পয়সা। রাজধানীর বনানীতে সড়ক পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ সংক্রান্ত বৈঠকে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। আগামীকাল থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে।

বিআরটি এর সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা।
এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। রো্ববার থেকেই কার্যকর হবে নতুন ভাড়া। বৈঠকে জানানো হয়, নতুন এই ভাড়া মনিটরিং করবে বিআরটিএ -পরিবহন মালিকরা।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং পরিবহন খাত সংশ্লিষ্ট প্রতিনিধি বৈঠকে উপস্থিতি ছিলেন।

এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে সর্বশেষ দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল এবং মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছিল।

ব্রেকিং নিউজ :আজ সকাল ১০টায় ইয়াংছা আর্মি ক্যাম্পের একটু আগে টমটম দুর্ঘটনায় আহত তাসমিন আক্তার (১৬) চকরিয়া উপজেলা স্বাস্থ্...
06/08/2022

ব্রেকিং নিউজ :

আজ সকাল ১০টায় ইয়াংছা আর্মি ক্যাম্পের একটু আগে টমটম দুর্ঘটনায় আহত তাসমিন আক্তার (১৬) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু(১১টায়) বরন করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সে মালুমঘাট আইডিয়াল স্কুলের ২০২২সালের মানবিক বিভাগের এস এস সি পরীক্ষার্থী।

নিহত তাসমিন আক্তার এর বাড়ি ডুমখালী ২নং ওয়ার্ডের আব্দু রহিম(বাদশা মিয়া)ও রুমা আক্তার এর মেয়ে।

06/08/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
** বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়ল
** রাত ১২টা থেকে কেরোসিন ও ডিজেল ১১৪ টাকা লিটার
** অকটেন ১৩৫ আর পেট্রলের দাম বেড়ে ১৩০ টাকা লিটার
** সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
** কেরোসিন, ডিজেল, অকটেন ও পেট্রলের দাম বাড়ল

04/08/2022

😢😢বান্দরবান এর আলীকদমে বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্ভিত্তরা।

#মানবাধিকার #সংবাদ

👉 আলিকদম উপজেলার সদর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ইউনুস মেম্বার পাড়া(কেলার ঝিরি) তে গত রাত আনুমানিক রাত ১ঃ৩০মিনিটে এক অসহায় ট্রাক্টর চালক -তুফাজ্জল হোসেন,পিতা:সাদেক হোসেন
এর এক মাত্র থাকার আশ্রয়স্থল
বসত বাড়িটি পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্ভিত্তরা।
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে -কয়েকদিন পুর্বে তোফাজ্জল এর স্ত্রী তার বাপের বাড়িতে বেড়াতে যায়,গতকাল তিনি (তুফাজ্জল) স্ত্রী সন্তানদের আনার শশুর বাড়ি একই উপজেলার নয়াপাড়া মংচাপাড়া যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে এই মার্মান্তিক ঘটনা ঘটায় দুর্ভিত্তরা। তারা আর ও বলেন,আমরা এখন সম্পুর্ন নিঃস্ব হয়ে গেছি,আমাদের আর কিছুই রাখেনি দুর্ভিত্তরা। আমরা বাড়িতে থাকলে হয়তো আমাদের কে ও পুড়িয়ে মেরে ফেলতো ওরা।
আর ও জানান কিছুদিন আগে থেকে একই এলাকার মান্না ও তাহার ছেলে নুরুল ও শাহাব উদ্দিনের সাথে জমিনের সীমানা নিয়ে বিরুধ চলে আসছিল,গত রমজানের ঈদে তাদের সাথে মারামারির ঘটনা ও ঘটে, এমন কি তাদের নামে কোর্টে মামলা ও করেন বলে জানান।
তাদের ধারনা মতে ওনারাই হয়তো শত্রুতার জেরে এই ঘটনা ঘটিয়েছেন বলে জানান।
কেনোনা,এর পূর্বে ও ভুক্তভোগী পরিবারের টিউবওয়েলের ভিতরে কেরোসিন,পুড়া মুবিল
দেয় বলে জানান।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এবং এর সুষ্টু বিচার দাবি করছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন সাহেবের সাথে কথা বললে তিনি ভুক্তভোগী পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আস্বস্ত করেন।

"অভিনন্দন"বান্দরবান জেলার নবাগত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম মহোদয়। আপনাকে জানায়...ইয়াস পরিবেশ ও মানবাধিকার সংস...
03/08/2022

"অভিনন্দন"

বান্দরবান জেলার নবাগত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম মহোদয়। আপনাকে জানায়...

ইয়াস পরিবেশ ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নানার হাতে নির্যাতিত নাতির চিকিৎসা দিলেন লামা থানার ওসি।এস এম আকাশ>মানবাধিকার নিউজ আব্দুল মালেক মানিক মিয়া কর্তৃক নাতি ক...
27/07/2022

নানার হাতে নির্যাতিত নাতির চিকিৎসা দিলেন লামা থানার ওসি।

এস এম আকাশ>মানবাধিকার নিউজ

আব্দুল মালেক মানিক মিয়া কর্তৃক নাতি কে বেধড়ক মারধরের ঘটনায় ঘটেছে, এতে করে চরমভাবে মানবাধিকার লংঘন হয়েছে। আহত শিশু তামজিদ এর চিকিৎসাসহ সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন লামা থানাব ওসি জনাব শহিদুল ইসলাম ।

এই ঘটনায় আব্দুল মালেক মানিক মিয়া কে আটক করেছে লামা থানা পুলিশ।

ইয়াস পরিবেশ ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো,  অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও এর চেয়ে কত ভালো ছেলে পাবে কারন তোমার ...
26/07/2022

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো, অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও এর চেয়ে কত ভালো ছেলে পাবে কারন তোমার চাকুরী আছে।আমিও ভেবে দেখেছিলাম তাই তো!কিন্তু বাস্তবতা উল্টো যত ভালো জবই থাকুক না কেন?

দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে হয় সে আপনাকে করুনা করবে না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনার রাজি হয়ে যেতে হবে দায়মুক্তির জন্য।
ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে বলল ভাই বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও প্রতিনিয়ত এখন খোটা দেয় আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো,
আমি খারাপ ইত্যাদি কিন্তু এখন এসব সহ্য করে সংসার করে যেতে হবে।
আগের যে ফ্রীডম ছিল এখন তা নাই
মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারিনা, সব সময় নিজেকে ছোট মনে হয়।
দ্বিতীয় পুরুষের ছোয়ায়
প্রথম স্বামীর অনুভূতি গুলো মনের পরার মত
এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়।
স্বামী স্ত্রীসম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন, তৃতীয় কোন ব্যাক্তির পরামর্শ নিবেন না।

আপত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাবো, বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে।
সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুনায় আপনার জীবন তখন আরও অতিষ্ট হয়ে যাবে।
#পরামর্শ একটাই স্বামী স্ত্রীর সর্ম্পকের ভুল বুঝাবুঝি
হলে নিজেদের মধ্যে
সমাধান করুন
আর আপনি শিক্ষিত/ব্যবসায়ী নারী
নিজের আত্মঅহংকারের কথা চিন্তা করে
স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন
মানসিকতার পরিবর্তন করুন।
মনে রাখবেন
আপনি নারী।
আর সে পুরুষ আল্লাহ
পুরুষদের কে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন
আপনাকে না।
👉Collected from Bangladesh police law page

22/07/2022

লেখাটা পড়তে গিয়ে শরীরের লোম দাড়িয়ে গেছে :

জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন।এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে।তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।

তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত।বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে।এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো।তারপর আরো আলো ।

জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’

না, আমরা সে পথেই ছুটছি।ফেরেস্তা বলবেন ।

হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -

* আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *

আল্লাহ সুবহানাহু তায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।

খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!

আল্লাহু আকবার ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে
তখন জান্নাতীরা বলবেন,

আল্লাহুম্মা আনতাস সালাম,ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।

হে আল্লাহ!আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,

তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?

ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !

জান্নাতীরা জবাব দিবেন ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,

তোমাদের আর কি চাই ?

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) বলবেন-
আর কিছু চাই না ।

আল্লাহ বলবেন না না।আজ তো দেয়ার দিন।
আমি আরও দিব।বলো কি চাই ।

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) সমস্বরে বলে উঠবেন-

ও আল্লাহ,আমরা আপনাকে দেখতে চাই ।

আপনাকে দেখি নি কখনও।আপনাকে আমরা ভালবাসি ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।

সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি।চোখ বন্ধ করে একটু চিন্তা করুন। সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন।যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন।কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন।খুব বিপদে কেউ নেই পাশে,কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন।কত চাওয়া,মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।

কত অপরাধ করেছি, কেউ দেখে নি।একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন।বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন।মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি ...

সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন,পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি ,আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব। ইনশাআল্লাহ ।

আল্লাহকে দেখাই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ !

ইয়া আল্লাহ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন।
আমিন.. আমিন.. সুম্মা আমিন॥
কালেক্টেড

👉👉👉সাবধান👈👈👈৮ হাজার পদে চাকুরির ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণা: নগদ ১৯ লক্ষ টাকাসহ ৩ প্রতারক গ্রেফতার “ফেয়ারফ্যাক্স ...
15/07/2022

👉👉👉সাবধান👈👈👈

৮ হাজার পদে চাকুরির ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারণা: নগদ ১৯ লক্ষ টাকাসহ ৩ প্রতারক গ্রেফতার
“ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প” ও “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট”

এ অসাধু চক্রটি আমেরিকার বেসরকারি গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্স এর অর্থায়নে “ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প” নামে ৬৪৭২ টি পদের বিপরীতে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
তারা আবার “বাংলাদেশ প্রতিবন্ধি কল্যাণ ট্রাস্ট” নামের প্রতিষ্ঠানে ১৯৪৪ টি পদের বিপরীতে নিয়োগের জন্য নিজস্ব ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে যা সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
উভয় বিজ্ঞপ্তিতে তাদের দেওয়া নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে আগ্রহী প্রার্থীকে ১৫০-৫০০ টাকার পে অর্ডার করার জন্য বলে।
চাকুরি প্রত্যাশীরা নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করলে কিছুদিন পর কোন একটা কারণ দেখিয়ে সেই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করে দিয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এভাবে তারা অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে।

09/07/2022

এই অসহায় মানুষ গুলোর কোন প্রতিকার হবে কি?
👉তাদের জান-মালের নিরাপত্তা যেনো আজ শুন্যের কোটায়।
ডাকাতের ভয়ে কেউ ছেড়েছেন শখের স্বপ্নে গড়া আশ্রয়স্থল।

প্রশাসনের রাত জাগা শত পরিশ্রমকে ফাঁকি দিয়ে ও করে চলেছে আবিরাম ডাকাতি।
হয়তো রোড়ে বেরিক্যাট দিয়ে,অথবা বাড়িতে। গরু,ছাগল ও রেহায় পাচ্ছেনা ডাকাতদের কবল থেকে।

প্রতিদিন ডাকাতরা ডাকাতি করেই চলছে আবিরাম।
আজ রাত আনুমানিক ১২:৫০ এর সময় ইয়াংছা এলাকার একটু পশ্চিমে ৫ মাইল নামক
একটি বড় গাড়ি বেরিক্যাট দিয়ে ডাকাতি করে। ট্রাক ড্রাইভার কোন রকম পালিয়ে এসে কুমারী পুলিশ ক্যাম্পেকে খবর দিলে তৎক্ষনাৎ ক্যাম্প ইনচার্জ পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে পৌছান। ততক্ষণে ডাকাত দল জংগলে পালিয়ে যায়।অনেক্ষন অপারেশন করেন,পরে শুনতে পান যে, কুমারী ফেতাইন্নাছড়া নামক স্থানে আবার ও ডাকাতি করছে। পুলিশ আবার সাথে সাথে ওখানে চলে জান। ততক্ষণে ডাকাতরা ২টি পরিবারকে মারধর করে, টাকা,মোবাইল সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়। তখন রাত ৩:০।
লামা থানা পুলিশকে খবর দিলে, তৎক্ষনাৎ থানা থেকে এস আই সূদন এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে আসেন।
ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়,৮ সদস্যের দল ছিল,তাদের হাতে লম্বা বন্দুক, ছোট বন্দুক ও দেশিয় অস্ত্র ছিল।তাদেরকে অস্ত্রের মুখে ঠেকিয়ে মারধর করে নগদ টাকা, মোবাইল নিয়ে যায়।ভুক্তভোগী বেলাল সওদাগর এবং পেটানের বাড়ির লোকজন সহ
আরো এর আগে ভুক্তভোগী পরিবারের মর্মাহত মানুষ গুলো অবুজ শিশুর মতো কান্না বিজড়িত কন্ঠে চিৎকার করছিল, আর বলছিল আমাদের এই দুর্দশার শেষ কি কখনো হবেনা!
কে দিবে আমাদের মা বোনের নিরাপত্তা!
কে দিবে একটু আমাদের রাতের শান্তির ঘুম।

আসুন সত্যটা জানিগতকাল রাত থেকে বান্দরবান জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লামা উপজেলার একটি প্রবেশ পত্র ফেসবুকে ভাইরাল হয়। উম...
08/07/2022

আসুন সত্যটা জানি

গতকাল রাত থেকে বান্দরবান জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লামা উপজেলার একটি প্রবেশ পত্র ফেসবুকে ভাইরাল হয়। উম্মে সালমা নামে এই প্রার্থীর প্রবেশ পত্রে জেলা বান্দরবান লেখা থাকলেও উপজেলা ও পূর্ণাঙ্গ ঠিকানা চকরিয়ার। অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তোলাটা স্বাভাবিক।

বিষয়টি নিয়ে সরজমিনে আজ ফাঁসিয়াখালী ইউনিয়নে আসলাম। কথা হয় মেয়ের বাবা সিরাজুল হক এর সাথে।

সিরাজুল হক বলেন, আমি আমার পরিবার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারগাজা গ্রামে বসবাস করি। সহকারী শিক্ষক পদে আবেদনের সময় অনলাইন আবেদনটি ডুলহাজারা বাজার থেকে করি৷ সেখানে আবেদনের সময় ভুলে বর্তমান ঠিকানা ডুলহাজারা লেখা হয়। যা কম্পিউটার মিসটেক এবং অনাকাঙ্ক্ষিত একটি ভুল।

আমি ও আমার মেয়ের রাজার সার্টিফিকেট সহ স্থায়ী বাসিন্দা প্রমাণের সব ধরনের কাগজপত্র আছে। আমরা বসতবাড়ি নিয়ে অর্ধশত বছর যাবৎ পার্বত্য এলাকার বসবাস করি। আমার নামে ভূমি অফিসে জায়গা জমি তৌজিভুক্ত আছে।

সবাইকে বিষয়টি ভুল না বুঝতে অনুরোধ করেন সিরাজুল হক।

👉সাংবাদিক রফিকুল ইসলাম সাহেব এর টাইম লাইন থেকে নেওয়া।

আজ মিনার উদ্দেশ্য মক্কা ছাড়বেন হাজিরা।আল্লাহ সকল মুসলমানদের  জীবনে একবার হলেও মক্কা মদিনা চোখে দেখার তৌফিক দান করো--আমিন...
07/07/2022

আজ মিনার উদ্দেশ্য মক্কা ছাড়বেন হাজিরা।
আল্লাহ সকল মুসলমানদের জীবনে একবার হলেও মক্কা মদিনা চোখে দেখার তৌফিক দান করো--আমিন।

"সন্ত্রাস দমনে কোন ধরনের নমনীয়তা দেখানো হবেনা" নবাগত জোন কমান্ডার(আলীকদম)লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি।ইয়াস এর পক্...
07/07/2022

"সন্ত্রাস দমনে কোন ধরনের নমনীয়তা দেখানো হবেনা" নবাগত জোন কমান্ডার(আলীকদম)লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি।
ইয়াস এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি।

রাত দিন মানবতার সেবাই কাজ করে চলেছেন লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুল হোছাইন...
06/07/2022

রাত দিন মানবতার সেবাই কাজ করে চলেছেন লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুল হোছাইন চৌধুরী মহোদয়।
ইয়াস পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
আশাকরবো সবসময় নিজেকে মানবতার সেবাই নিয়োজিত রাখবেন।

06/07/2022

জাল দলিল এবং জবরদখল এর সর্বোচ্চ শাস্তি ৫ বছর জেল

মেইল ডেস্ক: কেউ জাল দলিল করলে ২ বছর এবং মালিকানার অতিরিক্ত জমি রেজিস্ট্রি করে নিলে ৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। কারও জমি জোরপূর্বক দখল করে নিলে জেল-জরিমানা হবে ৩ বছর। এভাবে ৩০টি ধারায় পৃথকভাবে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানার বিধান রেখে দেশে প্রথমবারের মতো ভূমি অপরাধ প্রতিরোধ আইন হচ্ছে। শাস্তি প্রদানের ক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি জরিমানার বিধান রাখা হয়েছে। ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২২’ শিরোনামে নতুন এ আইনের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়।

প্রস্তাবিত আইনের দ্বিতীয় অধ্যায়ের ৪ ও ৫ ধারায় বলা হয়েছে, ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য যদি কেউ সরকারি কিংবা বেসরকারি জমি জাল দলিলের মাধ্যমে নিজের নামে লিখে নেন তাহলে তাকে অনধিক ২ বছর এবং কমপক্ষে ৬ মাসের জেল বা ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করা হবে। অপরদিকে ৬(১) ধারা অনুযায়ী দাতার মালিকানা ও দখল না থাকা সত্ত্বেও কেউ অতিরিক্ত জমি লিখে নিলে ২ থেকে ৫ বছরের জেল এবং তিন থেকে দশ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ধরনের জালিয়াতি প্রতারণামূলক বেশ কিছু অপরাধকে করা হয়েছে জামিনঅযোগ্য।

যদি কোনো ব্যক্তি তার জমি পূর্বে বিক্রি বা হস্তান্তর করার তথ্য গোপন করে পুনরায় কোনো ব্যক্তির কাছে বিক্রি করেন তাহলে ৫ বছর কারাভোগের মুখোমুখি হতে হবে। একই শাস্তি হবে যদি কেউ একজনের সঙ্গে বায়না দলিল করার পর পুনরায় অন্য কারও সঙ্গে বায়না চুক্তি করেন। এছাড়া কেউ যদি কোনো ব্যক্তিকে ভুল বুঝিয়ে বা মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণামূলকভাবে কোনো জমির দান দলিল সৃষ্টি করেন তাহলে ২ বছরের কারাদণ্ড হবে।

যদি কেউ উত্তরাধিকারীকে বঞ্চিত করে নিজের প্রাপ্যতার বাইরে বেশি জমি নিজের নামে দলিল করে নেয় তাহলে তাকেও অনধিক ২ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া কেউ যদি বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও ব্যক্তি মালিকানাধীন বা সরকারি খাস জমিসহ সরকারি যে কোনো প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ সংস্থার মালিকানাধীন ভূমি জোরপূর্বক দখল করেন অথবা দখল অব্যাহত রাখেন তাহলে অনধিক ৩ বছরের কারাদণ্ড হবে।

কোনো ব্যক্তি বেআইনিভাবে সরকারি বা বেসরকারি ভূমি, নদীর পাড়, তলদেশ বা অন্য কোনো ভূমি ইত্যাদি হতে মাটি কাটেন বা কাটান, বালি উত্তোলন করেন বা করান, তাহলে প্রকৃত ক্ষতিসাধন হোক বা না হোক এই অপরাধের জন্য জড়িত ব্যক্তিকে অনধিক ২ বছরের জেল দেওয়া হবে। এছাড়া যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে মাটি ভরাট করে বা অন্য কোনোভাবে জলাবদ্ধতার সৃষ্টি করেন বা করান তাহলে ২ বছরের কারাদণ্ড হবে। কেউ যদি ভূমির উপরের স্তর হতে মাটি কেটে নেন, বা কাউকে দিয়ে করান তাহলেও তাকে অনধিক ২ বছরের কারাভোগ করতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো এলাকায় ভূমি অধিগ্রহণ করার বিষয়টি জানতে পেরে দাম বাড়ানোর উদ্দেশ্যে অধিগ্রহণের পূর্বে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে জমি রেজিস্ট্রি করেন তাহলে সেটি অপরাধ হিসাবে গণ্য হবে। এজন্য অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হলে তাকে অনধিক ২ বছরের জেল দেওয়া হবে।

কোনো ব্যক্তি জনসাধারণের ব্যবহার্য বা পাবলিক ইজমেন্ট, খেলার মাঠ, জলাশয় প্রভৃতি দখল করলে বা ওয়াকফ এস্টেট, দেবোত্তর, কবরস্থান, মসজিদ, মন্দির, গির্জা, ঈদগাহ, প্যাগোডা, মাজার শরিফ, দরগা, শ্মশান প্রভৃতির জমি দখল করলে অনধিক ২ বছরের জেল হবে। এছাড়া চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া, বিনোদন প্রভৃতি দাতব্য উদ্দেশ্যে উৎসর্গীকৃত জমি বেআইনিভাবে দখল করেন বা দখল গ্রহণে সহায়তা করলেও একই শাস্তি হবে। মালিকানা না থাকা সত্ত্বেও পাহাড় বা টিলার পাদদেশে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করে বসতি স্থাপন করলে ৩ মাসের কারাদণ্ড হবে।

আইনের ২০ ধারায় বলা আছে, রিয়েল এস্টেট কর্তৃক জমি, ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে একটি জমি একাধিক ব্যক্তির বরাবর দলিল সম্পাদন করলে, চুক্তি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রাপ্তির পর ঘোষিত সময়ের মধ্যে জমির দখল হস্তান্তর করতে ব্যর্থ হলে, ফ্ল্যাট বিক্রির পর ঘোষিত সময়ের মধ্যে হস্তান্তর করতে না পারলে এবং ফ্ল্যাট হস্তান্তর করার পর ফ্ল্যাটের দলিল হস্তান্তর করতে ব্যর্থ হলে অনধিক ২ বছরের জেল দেওয়া হবে। কমপক্ষে ৬ মাসের জেল। এছাড়া জরিমানার বিধান রাখা হয়েছে ১০ থেকে ২০ লাখ টাকা। ক্ষেত্র বিশেষে উভয় দণ্ড হতে পারে। এছাড়া এ আইন বাস্তবায়নের সময় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০ এর সঙ্গে যাতে এই আইনের সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয় সেটি আইনে বিবেচনায় নেওয়া হয়েছে।

সরকারি-বেসরকারি জমি দখল করে সেখানে কেউ স্থাপনা গড়ে তুললে তাহলে জড়িত ব্যক্তিকে ২ বছরের কারাভোগ করতে হবে। সঙ্গে থাকছে জরিমানা। নদী, হাওড়, বিল ও অন্যান্য জলাভূমির শ্রেণি পরিবর্তন করলে শাস্তির বিধান রাখা হয়েছে। আইনের ২৩ ধারায় এ বিষয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে এসব স্থান থেকে মাটি, বালি বা আবর্জনা দ্বারা বা অন্য কোনো উপায়ে আংশিক বা পরিপূর্ণ ভরাট করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। কেউ আংশিক ভরাট করলে অনধিক ১ বছর এবং পরিপূর্ণ ভরাট করলে অনধিক ২ বছর সাজা প্রদানের বিধান রাখা হয়েছে।

কেউ যদি একক বা দলগতভাবে অবৈধভাবে ভূমির দখল গ্রহণ করেন এবং দখল বজায় রাখতে অস্ত্র প্রদর্শন কিংবা ব্যবহার করেন তাহলে এ অপরাধের জন্য ৩ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া এটি হবে জামিনঅযোগ্য অপরাধ।

এই আইনের অধীনে কেউ একই অপরাধ পুনরায় করলে তাকে নির্ধারিত ধারায় দ্বিগুণ শাস্তি দেওয়া যাবে। এখানেও বিচারের ক্ষেত্রে জামিন পাবেন না। এছাড়া ধারা ৬-এ বর্ণিত দলিল বা কাগজ যদি এক একর অপেক্ষা বেশি হয় বা বিষয়টিতে ল্যান্ড ডেভেলপার বা রিয়েল এস্টেট জড়িত থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির অনধিক সাজা হবে ৫ বছর। কমপক্ষে ২ বছর।

এদিকে আইনে সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৩৪ ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে যা কিছু থাকুক না কেন, এ আইনের অধীন কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দোষী সাব্যস্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট অপরাধের জন্য এই আইনে অনুমোদিত যে কোনো অর্থদণ্ড আরোপ করতে পারবেন।

এই আইনের অধীন অপরাধের তদন্তভার পাওয়ার পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দ্রুত তদন্ত শুরু করতে হবে। দায়িত্ব নেওয়ার ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে।

লামায় বিভিন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি  মহোদয়।
02/07/2022

লামায় বিভিন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।

সংশ্লিষ্ট মহোদয় গণের প্রতি সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরুধ রইল।
01/07/2022

সংশ্লিষ্ট মহোদয় গণের প্রতি সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরুধ রইল।

30/06/2022

এমন হওয়া কি সমীচীন নয়?

✍️শিক্ষকরা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাইভেট পড়াতে পারবেনা।
✍️ডাক্তাররা যেই উপজেলায় চাকুরী করেন সেই উপজেলার রোগী প্রাইভেট দেখতে পারবেন না।
✍️উকিলরা নিজেদের আত্বীয়দের পক্ষে আইনী লড়াই করতে পারবেনা।
✍️ রাজনৈতিক নেতারা কোন সুপারিশ করতে পারবে না।
✍️ দল ক্ষমতায় থাকলে কর্মীরা ঠিকাদারি করতে পারবে না।
✍️ব্যবসায়ীরা একটার বেশী অন্য ব্যবসা দিতে পারবে না।
✍️জনপ্রতিনিধিরা সেই এলাকায় কোন ব্যবসা করতে পারবে না।

😜কপি পোস্ট।

শোক সংবাদ -লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের এর সাবেক ৩ বারের সফল এম ইউ পি সদস্য,ও ইউনিয়ন আওয়ামীগের সাধারণ স...
25/06/2022

শোক সংবাদ -
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের এর সাবেক ৩ বারের সফল এম ইউ পি সদস্য,ও ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক জনাব আলমগীর চৌধুরী চট্টগ্রামের একটি প্রাইভেট হাস্পাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পথে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

22/06/2022

লামা থানার কুমারী এলাকায় আবার ও ডাকাত দলের হানা।অভিযান চালাচ্ছেন কুমারী ক্যাম্প, লামা থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণ।

ইয়াস পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থার সম্মানিত মহাসচিব জনাব জাহিদ হাসান স্যার খুব অসুস্থ। দেশবাসীর প্রতি স্যারে দ্...
22/06/2022

ইয়াস পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থার সম্মানিত মহাসচিব জনাব জাহিদ হাসান স্যার খুব অসুস্থ।
দেশবাসীর প্রতি স্যারে দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আর্জি রইলো।

লামা উপজেলার কুমারী নামক স্থানে আবার ও ডাকাতি। মানবাধিকার সংবাদ-মুজিবুর রহমান সোহাগ গতরাত্রে লামা উপজেলার কুমারী এলাকায় ...
19/06/2022

লামা উপজেলার কুমারী নামক স্থানে আবার ও ডাকাতি।

মানবাধিকার সংবাদ-মুজিবুর রহমান সোহাগ

গতরাত্রে লামা উপজেলার কুমারী এলাকায় কয়েকটি বাড়িতে ফের ডাকাতির ঘটনা ঘটছে। ভুক্তভোগী একটি পরিবারের (নুরুল কাদের এর বাড়ি) কাছে জানতে চাইলে তারা বলেন গতরাত প্রায়ই ১১:০০ সময় মুখোশধারী ১০- ১২জন সদস্যের ডাকাত দল ডাকাতির জন্য তাদের বাড়িতে ঢুকে, মোবাইল, টাকা পয়সা, বেশ কিছু কাপড় নিয়ে যায় বলে জানান। একই অভিযোগ আর ও কয়েকটি ভুক্তভোগী পরিবারের।
তারা আর ও জানান আমাদের সবসময় এই বিপদের ভয়ে থাকতে হয়,প্রায়ই সময় ডাকাতি হয়,হয় রাস্তায় নয়তো বাড়িতে। ভয়ে উপরেই চলছে আমাদের জীবন।
উল্লেখ্য যে,কিছুদিন আগে একই এলাকার একটু পাশে ডাকাতি করার সময় আটক করে কয়েকজন ডাকাত সদস্যকে৷
পুলিশ ও স্থানীয় জনগণের ও সহযোগিতায় আটক করা হয়।
আটকের পর থেকে কিছুদিন চুপ থাকলে ও আবার ও তৎপর হয়ে উঠছে ডাকাত দলেরা।

শোক সংবাদ!  লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও ৩  নং ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামিলীগ এর সিনিয়র স...
18/06/2022

শোক সংবাদ!
লামা উপজেলার ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামিলীগ এর সিনিয়র সহ-সভাপতি
আলহাজ্ব খায়রুল বশর সাহেব
চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ধারণা করা হচ্ছে এই বন্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ...
17/06/2022

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ধারণা করা হচ্ছে এই বন্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। মহান আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।

17/06/2022

লামা - আলিকদম সড়ক স্থানীয় জনগণের কাছে
প্রায়ই ২ ঘন্টা অবরুদ্ধ

#ইয়াস =মুজিবুর রহমান সোহাগ

গত ০১/০৬/২০২২ইং মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে লামা-চকরিয়া সড়কের ৫ মাইল নামক স্থানে লামামুখি একটি বাস গাড়ি চকরিয়া মুখি একটি সিএনজিকে চাপা দেয়।এসময় ৩ জন গুরুতর আহত হয়েছে। তন্মধ্যে একজনের পা ২টুকরো হয়ে যায়। অনুসন্ধানে জানা যায়,পা ২ টুকরো হওয়া মহিলা লামা থানার কুমারী নামক এলাকার বাস শ্রমিক নুরুল হকের স্ত্রী। পরোক্ষণে বাস মালিক সমিতির পক্ষ থেকে আহত ব্যক্তির সকল চিকিৎসা করবে বলে আশ্বাস প্রদান করে। কিন্তু আজ পর্যন্ত ১৫দিন অতিবাহিত হওয়ার পরও উক্ত গাড়ির মালিক ও সমিতি পক্ষ কোন প্রকার সহায়তা করেন নি। অনেক বার যোগাযোগ করার পরও তারা যখন কোন সিদ্ধান্ত গ্রহণ করেন নি,এ দিকে আহত রোগীর অবস্থা দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছে।তাই বাধ্য হয়ে স্থানীয় জনগণ লামা-আলীকদম সড়ক প্রায়ই ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর রাস্তা ক্লিয়ার দেয়া হয়।
স্থানীয় জনগণ ও আহত মহিলার স্বামি নুরুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন লামা উপজেলা চেয়ারম্যান মালিক সমিতির সাথে কথা বলে চিকিৎসা খরচ ও এ বিষয়ে সুরহা করবেন বলে আশ্বাস দেন। পরে জনগণ রাস্তা ছেড়ে দেন।

দেশ ও মানুষের কল্যাণে ইয়াস মানবাধিকার। সর্বদা মানুষের অধিকার নিশ্চিন্তে সমগ্র বাংলাদেশে  কাজ করে চলছে আবিরাম।নিজের অধিকা...
15/06/2022

দেশ ও মানুষের কল্যাণে ইয়াস মানবাধিকার।
সর্বদা মানুষের অধিকার নিশ্চিন্তে সমগ্র বাংলাদেশে কাজ করে চলছে আবিরাম।
নিজের অধিকার ও আপনার পাশে ভুক্তভোগী অসহায় মানুষের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন।
সৌজন্যে --ইয়াস মানবাধিকার

বাসের ধাক্কায় মালবাহী ট্রাক রাস্তার পাশে খাদেমানবাধিকার নিউজ-মুজিবুর রহমান সোহাগ ১৪ জুন ২০২২ইং ------------------লামা থে...
14/06/2022

বাসের ধাক্কায় মালবাহী ট্রাক রাস্তার পাশে খাদে

মানবাধিকার নিউজ-মুজিবুর রহমান সোহাগ

১৪ জুন ২০২২ইং ------------------
লামা থেকে চকরিয়া গামী যাত্রী বোঝাই বাসের বেপরোয়া গতিতে এসে চকরিয়া থেকে আসা লামামুখি মুদি মালামাল বোঝাই করা ট্রাকটিকে ধাক্কা দেই।ফলে মালবাহী ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এসময় ট্রাকটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা দিলে ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। মঙ্গলবার (১৪ জুন ২০২২ইং) আনুমানিক রাত ৯টায় লামা পৌরসভার মধুঝিরিস্থ পাবলিক হেল্থ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই বেপরোয়া গতিতে আসার বিষয়ে বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করলে বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর ও হেলপার মিলে ট্রাকের হেলপারকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানাই। এসময় প্রত্যক্ষদর্শীরা আহত ট্রাকের হেলপার মোঃ রাজু (২১) কে উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রাজু লামা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেওলারচর গ্রামের মোঃ কপিল এর ছেলে।

ট্রাকের হেলপার রাজুকে মারধর করে বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসের লাইসেন্স নাম্বার চট্টমেট্রো ব ০৫-০২৩৭। বাসটি লামা চকরিয়া সড়কের। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকের ড্রাইভার তার গাড়ির ক্ষতিপূরণ, হেলপার রাজুকে মারধরের সুবিচার প্রার্থনা করেন।
ইয়াস পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থার পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।

Big shout-out to my newest top fans!Congratulations! Please stay with us continue.. Rajuan Showrob Tawhid
13/06/2022

Big shout-out to my newest top fans!
Congratulations!
Please stay with us continue..

Rajuan Showrob Tawhid

13/06/2022

কক্সবাজারের চকরিয়া, হারবাং ট্রাক ও যাত্রীবাহী পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত।

এস এম আকাশ>মানবাধিকার নিউজ

আজ১০:৩০ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া হারবাং বুডির দোকান নামোক এলাকায় ছোট যাত্রীবাহী পিকাপ
গাড়িটি কে

অন্য দিক থেকে একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে রং সাইটে এসে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এই ঘটনায় দুইজন নিহত হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায় ট্রাকটি সম্পূর্ণ রং সাইডে যেয়ে বেপরোয়া গতিতে ছোট গাড়িটির ধাক্কা দিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে।

ইয়াস পরিবেশ ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এই ঘাতক ড্রাইভার কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর
দাবি জানাচ্ছি।

শেয়ার করে অন্যকে জানার জন্য সহযোগিতা করুন।ধন্যবাদ
12/06/2022

শেয়ার করে অন্যকে জানার জন্য সহযোগিতা করুন।ধন্যবাদ

Address

Bandarban
Bandarban

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইয়াস মানবাধিকার -বান্দরবান জে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইয়াস মানবাধিকার -বান্দরবান জে:

Videos

Share