Jaw chai

Jaw chai আর এসো না।🙏🙏
নিজেকে একটু শান্তিতে রাখতে চাই।🙂
আমার পাওনা আমি পাইসি অনেক। খারাপ😁 ভালো 🤣 সব পেয়েছি আর চাই না। 🙏🙏

কারণ কি  জানেন? কারণ হচ্ছে এইটা পার্বত্য অঞ্চল)। আমি একজন পাহাড়ে বসবাস করা একজন ছাত্র হিসাবে বর্তমানে পরিস্থিতি দেখে আম...
16/08/2024

কারণ কি জানেন? কারণ হচ্ছে এইটা পার্বত্য অঞ্চল)। আমি একজন পাহাড়ে বসবাস করা একজন ছাত্র হিসাবে বর্তমানে পরিস্থিতি দেখে আমার নিজের প্রশ্ন এবং মনেরকথা ।
বর্তমানে খাগড়াছড়ি পরিস্থিতি অর্থাক পার্বত্য অঞ্চলে পরিস্থিতি দেখে নিজেকে বাংলাদেশের নাগরিক বলে মনে হচ্চে না ।
সমতলে স্বাধীন হলেও পাহাড়ে স্বাধীন নয়।😭 সেটা আমার/অপনার কথা নয়, পুরা পার্বত্য অঞ্চলে বসবাস করা জনগণে কথা । সেটা যদি বুঝতে চান নিচের লেখা গুলি পড়া অনুরোধ রইল। 🙏🥺
গত দিনগুলিতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ যখন কোটা সংস্কার বা নিজের অধিকার লড়াইয়ে নিয়ে আন্দোলনে নামছিল তখন ইউটিউবার মিডিয়া চ্যানেল বা টিভি মিডিয়া চ্যানেল সবগুলি একসাথে এক যোগ না হলেও যে যার পদক্ষেপ থেকে মিডিয়াতে যথেষ্ট সম্প্রচার করেছে। এবং যে যতটুকু পারে নিজের জায়গা থেকে সবাই এগিয়ে এসেছে অ্যাডভোকেট বলুক, শিক্ষক বলুক, মিডিয়া বলুক সবাই যে যার থেকে যতটুকু সম্ভব সাহায্য করে এসেছে।
কিন্তু এই কয়েকদিন ধরে দেখতেছি খাগড়াছড়িতে ঘটে যাওয়া বিষয়ে নিয়ে কেউ কারো থেকে একটা কথা পর্যন্ত উল্লেখ হচ্ছে না। সেটা আপনার থেকে হোক বা আমার থেকে । আমার থেকে তো দূরের কথা আমাদের বাংলাদেশের এইতো বড় বড় নিউজ চ্যানেল আছে তাদের থেকে একটা কথা বা একটা নিউজ পর্যন্ত দেখছি না খাগড়াছড়ি বিষয় নিয়ে কথা বলতে বা পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়া বিষয়ে।
এইটা কী আসলে স্বাধীন বাংলাদেশ?
ছাত্র সমাজ সত্যি কারের যদি স্বাধীন বাংলাদেশ চান তাহলে আপনাকে পার্বত্য অঞ্চলে থাকা প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।
স্বাধীন সমতল হয়েছে কিন্তু স্বাধীন বাংলাদেশ হতে পারিনি।
স্বাধীন বাংলাদেশ হতে হলে ধর্ম , জাতির ভেদাভেদ না রেখে এক সঙ্গে হয়ে পার্বত্য অঞ্চলকে রক্ষা করতে হবে এবং একটি দেশে একটি শাসন নিশ্চিত করতে হবে।
একটি দেশে দুটি শাসন কেন?
একটি দেশে দুটি শাসন চলবে না। চলবে না।
এগত্তর✊ এগত্তর✊ এগত্তর✊

মাহাঃ সাংগ্রাই মাহ্ ক্রোছো বারেপ্রত্যেক বৌদ্ধধর্মলম্বীদেরকে জানায় মাহাঃ সাংগ্রাইউ পলক্ষ্যে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...
14/04/2024

মাহাঃ সাংগ্রাই মাহ্ ক্রোছো বারে
প্রত্যেক বৌদ্ধধর্মলম্বীদেরকে জানায় মাহাঃ সাংগ্রাইউ পলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
(২০২৩ সালের স্মৃতি)
Everyone Highlight

31/03/2024

আমরা রোয়াংছরি অন্ত্যেষ্টক্রিয়া অনুষ্ঠানে ।। Jaw chai
Everyone Highlight

26/03/2024

সাহায্য করতে না পারলে ও শেয়ার করে সাহায্য করুন
kirti marma Blog
Everyone

14/03/2024

Content creator দের জীবন হচ্ছে আপনরা মানে Followers রা। তাই আমার পেজে Followers দেরকে আমার মন থেকে ধন্যবাদ জানাই। Content creator জীবনে আপনারা আমার শক্তি, আমার প্রেরণা।
Highlight Everyone

13/03/2024

গত ০৭ তারিখে অন্তেষ্টক্রিয়া অনুষ্ঠানে কিছু অংশ এবং ঋজুক ঝর্ণা কিছু দৃশ্য।
Highlight Everyone

Congratulations on achieving 6k followers on your page.Highlight Everyone  Best of luck 🤞
05/02/2024

Congratulations on achieving 6k followers on your page.
Highlight Everyone
Best of luck 🤞

Finally 6k family members ❤️🙏

অবশেষে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আমার ফেসবুক পেজে 6k পরিবারে সদস্য পূর্ণ হলো। 😊❤️
আপনাদেরকে যতবারই ধন্যবাদ জ্ঞাপন করি না কেন সেটা আপনাদের ভালোবাসা থেকে অনেক ছোটো। 😔❤️
আপনারা এভাবে সবসময় আমাকে ভালোবাসা আর সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। 🙏❤️
আপনাদেরকে আমার আন্তরিকতা থেকে অসংখ্য ধন্যবাদ।❤️ আর সালাম 🙏🙏
Everyone

পাহাড়ে স্মৃতি পাহাড়ে রয়ে থাকবে। মনটা চাই শুধু পাহাড়ে  ঘুরে বেড়ায়।স্থান: এগারো মাইল।  Highlight Everyone
03/01/2024

পাহাড়ে স্মৃতি পাহাড়ে রয়ে থাকবে।
মনটা চাই শুধু পাহাড়ে ঘুরে বেড়ায়।
স্থান: এগারো মাইল।
Highlight Everyone

04/11/2023

আগের ছোট কালের সময় অনেক এই সুর গুলো শুনতে পেতাম। আর দেখতে পেতাম আমাদের সমাজে ৫০বছর বয়সে উপড়ে বুড়ারা তারা এই সুর শুনতে পেয়ে খুব আনন্দ আর উপভোগ করত। কিন্তু এখন সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এমনকি নিজেদের থেকেও তা হারিয়ে ফেলছে। সবাই পরিবেশে সাথে তাল মিলিয়ে যাচ্ছে আর নতুন নতুন আধুনিক সংস্কৃতি সাথে যুক্ত হচ্ছে।
এভাবে চলতে থাকলে সব কিছু হারিয়ে থাকবে আমাদের সমাজে সংস্কৃতি, আচার, নিয়ম রীতিনীতি। শুধু সংস্কৃতি নয় সাথে হারিয়ে যাবে আমাদের নিজেদের জাতি।
তাই জাতিকে বাচিয়ে রাখতে হলে নিজের সংস্কৃতি, আচার, নিয়ম রীতিনীতি সবকিছুকে পালন করতে হবে।
Everyone Jaw Chai

জাতি হিসেবে আমরা মার্মা জাতি।❤️❤️ধর্ম হিসেবে বৌদ্ধধর্মলম্বি। 🙏🙏তাই আপনি যে জাতি হোক না কেন, নিজের জাতিকে বাচিয়ে রাখতে হ...
03/11/2023

জাতি হিসেবে আমরা মার্মা জাতি।❤️❤️
ধর্ম হিসেবে বৌদ্ধধর্মলম্বি। 🙏🙏
তাই আপনি যে জাতি হোক না কেন, নিজের জাতিকে বাচিয়ে রাখতে হলে নিজের সংস্কৃতিকে পালন করতে হবে।
স্মৃতি❤️❤️
Everyone Jaw Chai

আগামি মাসে ১তারিখে জন্য আমাদের চেষ্টা কোনো কমতি নাই। অগ্রিম প্রবরণা পূর্ণিমা শুভেচ্ছা জানাই সবাইকে। সবাইকে অনুষ্ঠানে আসা...
27/10/2023

আগামি মাসে ১তারিখে জন্য আমাদের চেষ্টা কোনো কমতি নাই।
অগ্রিম প্রবরণা পূর্ণিমা শুভেচ্ছা জানাই সবাইকে। সবাইকে অনুষ্ঠানে আসার অমন্ত্র রইল।
স্থান: রুমা বাজার, বান্দরবান
Everyone Jaw Chai

06/10/2023

Hello people ❤️
আজ রাত ৯টাই লাইভে আসছি। মূল বিষয় হচ্ছে: একটা বই সন্ধানে। অবশ্যই আপনারা আমাকে সেই বই পাবার সাহায্য করবেন। 🙏🙏

15/09/2023

হাড্ডি কখনো গোস্ত হয় না।
পাহাড়ি কখনো বন্ধুত্ব হয় না।
কি অদ্ভুত একটা লাইন কি একটা ছোটো লাইন তাই না। কিন্তু এই ছোটো লাইনটা যে পুরো আদিবাসী জাতিকে নিছ করে ফেলেছে সেটা ভাবার যাই না।

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when Jaw chai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaw chai:

Share

Category