
16/08/2024
কারণ কি জানেন? কারণ হচ্ছে এইটা পার্বত্য অঞ্চল)। আমি একজন পাহাড়ে বসবাস করা একজন ছাত্র হিসাবে বর্তমানে পরিস্থিতি দেখে আমার নিজের প্রশ্ন এবং মনেরকথা ।
বর্তমানে খাগড়াছড়ি পরিস্থিতি অর্থাক পার্বত্য অঞ্চলে পরিস্থিতি দেখে নিজেকে বাংলাদেশের নাগরিক বলে মনে হচ্চে না ।
সমতলে স্বাধীন হলেও পাহাড়ে স্বাধীন নয়।😭 সেটা আমার/অপনার কথা নয়, পুরা পার্বত্য অঞ্চলে বসবাস করা জনগণে কথা । সেটা যদি বুঝতে চান নিচের লেখা গুলি পড়া অনুরোধ রইল। 🙏🥺
গত দিনগুলিতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ যখন কোটা সংস্কার বা নিজের অধিকার লড়াইয়ে নিয়ে আন্দোলনে নামছিল তখন ইউটিউবার মিডিয়া চ্যানেল বা টিভি মিডিয়া চ্যানেল সবগুলি একসাথে এক যোগ না হলেও যে যার পদক্ষেপ থেকে মিডিয়াতে যথেষ্ট সম্প্রচার করেছে। এবং যে যতটুকু পারে নিজের জায়গা থেকে সবাই এগিয়ে এসেছে অ্যাডভোকেট বলুক, শিক্ষক বলুক, মিডিয়া বলুক সবাই যে যার থেকে যতটুকু সম্ভব সাহায্য করে এসেছে।
কিন্তু এই কয়েকদিন ধরে দেখতেছি খাগড়াছড়িতে ঘটে যাওয়া বিষয়ে নিয়ে কেউ কারো থেকে একটা কথা পর্যন্ত উল্লেখ হচ্ছে না। সেটা আপনার থেকে হোক বা আমার থেকে । আমার থেকে তো দূরের কথা আমাদের বাংলাদেশের এইতো বড় বড় নিউজ চ্যানেল আছে তাদের থেকে একটা কথা বা একটা নিউজ পর্যন্ত দেখছি না খাগড়াছড়ি বিষয় নিয়ে কথা বলতে বা পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়া বিষয়ে।
এইটা কী আসলে স্বাধীন বাংলাদেশ?
ছাত্র সমাজ সত্যি কারের যদি স্বাধীন বাংলাদেশ চান তাহলে আপনাকে পার্বত্য অঞ্চলে থাকা প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।
স্বাধীন সমতল হয়েছে কিন্তু স্বাধীন বাংলাদেশ হতে পারিনি।
স্বাধীন বাংলাদেশ হতে হলে ধর্ম , জাতির ভেদাভেদ না রেখে এক সঙ্গে হয়ে পার্বত্য অঞ্চলকে রক্ষা করতে হবে এবং একটি দেশে একটি শাসন নিশ্চিত করতে হবে।
একটি দেশে দুটি শাসন কেন?
একটি দেশে দুটি শাসন চলবে না। চলবে না।
এগত্তর✊ এগত্তর✊ এগত্তর✊