ANIK360

ANIK360 Hi I'm anik....
(1)

15/10/2023

শ্যামা মা কি আমার কালো রে...শ্যামা সংগীত।

'' আমার বাবা আমাকে বলেছিলেন-খালি বল কন্ট্রোলিং(নিয়ন্ত্রন করা) শিখলে সেটা আমার পায়ের ক্ষমতা সম্পর্কে আরো বেশি ধারনা দিবে ...
11/05/2023

'' আমার বাবা আমাকে বলেছিলেন-
খালি বল কন্ট্রোলিং(নিয়ন্ত্রন করা) শিখলে সেটা আমার পায়ের ক্ষমতা সম্পর্কে আরো বেশি ধারনা দিবে আমাকে।
কিন্তু সত্য বলতে আমার বাবার পক্ষে আমাকে একজোড়া জুতো কিনে দেওয়ার সামর্থ ছিলো না।''
🗣️
🇧🇷 রোনালদিনহো গাউচো 🗣️
🗣️
''💫 যখন আমি ব্যালন ডি'অর জিতি,
তখন আমি খুশিতে কাঁদিনি,
কেঁদেছিলাম কারন তখন আমার বাবা বেঁচে ছিলেন না।'' 💔''

ছেলেটা শসা বিক্রি করছিল বাসের বাইরে থেকে।  এক যাত্রী শসা নিলেন। টাকাও দিলেন।  তবে বিশ টাকার নোট। ঠিক তখনই বাস ছেড়ে দিল। ...
11/05/2023

ছেলেটা শসা বিক্রি করছিল বাসের বাইরে থেকে। এক যাত্রী শসা নিলেন। টাকাও দিলেন। তবে বিশ টাকার নোট। ঠিক তখনই বাস ছেড়ে দিল। ছেলেটা বাকি দশটাকা যাত্রীকে ফেরত দিতে পারলো না।

এদিকে সে যাত্রীও সিট থেকে উঠে দাঁড়ালো জানালার ফাঁক দিয়ে টাকাটা ফেরত নেয়ার জন্য। কিন্তু বাসের স্পিড অনেক। লোকটা বললও- এই ছেলে, যাহ টাকা ফেরত দেয়া লাগবে না। চকলেট খেয়ে নিস।

কিন্তু শিক্ষার স্থায়িত্ব, মানবিক বিবেক আর ব্যক্তিত্বের স্থায়ীত্ব ছেলেটার এতই বেশি যে- সে তার মাথা থেকে শসার ডালা এক দোকানে রেখেই জানপ্রাণ ছেড়ে দৌড়াতে লাগলো বাসের পেছনে। তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। শসাক্রেতা সে যাত্রী বার বার বলছে- আহা রে থাম থাম। আসিস না। ফেরত দেয়া লাগবে না টাকা।
কিন্তু কে শোনে কার কথা! ছেলেটা অবিরাম দৌড়িয়েই যাচ্ছে। একে তে প্রচণ্ড গরম। তারওপর সে দৌড়াচ্ছে। বাস প্রায় আধা কিলোমিটারের মতো চলে এসেছে। এক পর্যায়ের বাসের যাত্রীরা ড্রাইভারকে বললেন, ড্রাইভার সাব দ্রুত বাস থামান। বাস থামলো। ছেলেটে এক লাফে বাসে উঠে সে যাত্রীর কাছে গিয়ে দশটাকা ফেরত দিল।
সবাই বিস্মিত। কী হলো এটা? সে যাত্রীও একটু বিরক্ত হলেন। বললেন, কতবার বললাম, টাকা ফেরত দেয়া লাগবে না। শুনলি না কেন!

ছেলেটা রীতিমতো হাফাচ্ছিল। দম নিয়ে বলল- নাহ স্যার। লাগবে না। আমি বাড়তি নেব না।
অন্য যাত্রীরা তার এই কাজে দারুণ মুগ্ধ হলো, অবাকতো হয়েছেই। এক যাত্রী তার ব্যাগ থেকে জুসের বোতল বের করে ছেলেটাকে দিয়ে বলল- প্লিজ একটু খা। ছেলেটা অল্প একটু মুখে দিল।
তার শরীরে ক্লান্তি, কিন্তু চোখেমুখে প্রশান্তি। যেন সে দীর্ঘদিনের একটা দায় মিটিয়ে ফেলল। বাস তাকে নামিয়ে দিয়ে ধীরে ধীরে আগাতে থাকলো। ছেলেটা ধীর পায়ে তার রেখে আসা শসার ডালার দিকে এগিয়ে যেতে পা বাড়ালো।

আহা সততা!

11/05/2023

🙂🙂

07/01/2023

Boss ❤

05/01/2023

শিক্ষক :- শিশুদের প্রথম শিক্ষা আসে পরিবারের গার্জিয়ানদের কাছ থেকে।

লে গার্জিয়ান:-

11/12/2022

09/12/2022

আর্জেন্টিনার জয় হোক।
শুভকামনা আর্জেন্টিনার জন্য।🇦🇷🇦🇷🇦🇷
🇧🇩🇧🇩🇧🇩

18/09/2022

শাপলা বিল....❤
আপনারাও আসতে পারেন ঘুরতে।খুবই দর্শনীয় স্থান।
সাতলা,উজিরপুর।

17/09/2022
08/09/2022

মায়ের কান্দন যাবতজীবন , দু চার মাস বোনের কান্দন রে.....!

যেই দেশে বিসিএসের মত একটা ফালতু মুখুস্থ বিদ্যা সিস্টেমে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় সেই দেশে এমন দূর্ঘটনা ঘটতেই থাকবে। কার...
19/08/2022

যেই দেশে বিসিএসের মত একটা ফালতু মুখুস্থ বিদ্যা সিস্টেমে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় সেই দেশে এমন দূর্ঘটনা ঘটতেই থাকবে। কারন, এখানে চাকুরী পাওয়ার জন্য ইঞ্জিনিয়াররা মুখস্থ করে আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, পদ্মা সেতুর পিলার কয়টি, কয় বস্তা সিমেন্ট লেগেছে সেতু নির্মাণে এসব আজগুবি প্রশ্নের।

→অথচো তাকে প্রশ্ন করা উচিত ছিলোঃ

🔸 ৫২ টন ওজনের একটি লোড সরাতে কত টন ক্যাপাসিটির ক্রেন ব্যাবহার করতে হবে?

🔹 উক্ত ক্রেনের পিক পয়েন্ট হতে লোড সেগ পয়েন্টের ডিসট্যান্স কত হতে হবে? ক্যালকুলেশন করে দেখান।

→তাকে প্রশ্ন করা উচিত ছিলো,

জনবহুল এলাকায় এ ধরনের ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করার পূর্বে কি ধরনের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে হবে?

Collected.

13/08/2022

Jetuku Somoy Tumi Thako Pashe...💑

12/08/2022

Heart touching song.❤

10/08/2022

আজ এই বৃষ্টির কান্না দেখে....🥀🥀🥀

কথাঃ কাওসার আহমেদ চৌধুরী।
গানটি ভাল লাগলে অবশ্যই পেইজটি Follow করুন।

09/08/2022

তেল কেনা সম্ভব না।

04/08/2022

নাচই যাদের জীবন ও জীবিকা নির্বাহের মাধ্যম।

29/07/2022

আটঘর কুরিয়ানা ভ্রমন ২০২২.

08/07/2022

বিদেশ যাইয়া ডুবাই।

29/06/2022

আমার বিদেশী বাইক চালানোর অভিজ্ঞতা।

21/06/2022

খাচ্ছিদাচ্ছি আর পেট ফুলিয়ে হাটছি।

৫ বছর ধইরা cng চালাই ঢাকায়। প্রত্যেকদিন সকালে cng নিয়া বাহির হই, দিন শেষ হইলে বাড়ি যাই খাই, ঘুমাই। আমার জীবনটা এমন পাইনশ...
06/06/2022

৫ বছর ধইরা cng চালাই ঢাকায়। প্রত্যেকদিন সকালে cng নিয়া বাহির হই, দিন শেষ হইলে বাড়ি যাই খাই, ঘুমাই। আমার জীবনটা এমন পাইনশা হইতো না যদি তাহেরার সাথে প্রেম না করতাম।

কেলাস নাইনে এ থাকতে প্রেম শুরু করি তাহেরার সাথে, ভালই যাইতে ছিল, হঠাৎ কইরা তাহেরা আমার কাছে বিভিন্ন জিনিস আবদার করা শুরু করলো, আমি না করতে পারতাম না তাই জিনিস গুলা কিনা দিতাম।

যখন টাকা থাকত না তখন বাপের দোকানের ড্রয়ার থেইকা টাকা নিয়া কিনা দিতাম। একদিন তাহেরা কয় কক্সবাজার যাইবো, আমি না করলাম, তারপর সে কয় না নিয়া গেলে আমার সাথে থাকব না। আমি অনেক কষ্ট কইরা বাপের দোকান আর আলমারি থেইকা ৪০হাজার টাকা চুরি করি। ৭দিন তাহেরার সাথে কক্সবাজার থাইকা আসি।

আসার পর আমার বাপ আমার সাথে ঝগড়া শুরু করে, ঝগড়া করার সময় সে stroke কইরা মারা যায়। তার ২সপ্তাহ পরে তাহেরা আমারে ছাইরা চইলা যায়। 🥺

আমার পরা লেখা বন্ধ হয়া যায়। আস্তে আস্তে সব শেষ হয়া যায়। এখন পেটের দায়ে cng চালাই। তাহেরার লগে ১সপ্তাহ আগে দেখা হইসিলো সে এখন আমারে চিনেও না। প্রেম জিনিসটা ভাল না আমগর মত ছোট লোকগোর লেইগা।😓🥺

একজনে বাস্তব জীবনের গল্প।
©রেজা সিদ্দিক

19/05/2022

আমার জীবিকা নির্বাহের গল্প...🌸🌸🌸

18/05/2022

আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।...🥀🥀🥀
Anupam Roy

17/05/2022

বকুলের মালা শুকাবে,রেখে দেবো তার সুরভি,,,❤

19/04/2022

চেষ্টা করলাম।

Address

Banaripara

Alerts

Be the first to know and let us send you an email when ANIK360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANIK360:

Videos

Share



You may also like