১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি

১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি Prayer is the key to success in this life and the next.

05/12/2024

প্রশ্ন ০১. নষ্ট হওয়া স্বভাব যার – এক কথায় কী বলে?
উত্তর: ক) নশ্বর
প্রশ্ন ০২. ‘সাপের খোলস’- বাক্য সংকোচন কী হবে?
উত্তর: গ) নির্মোক
প্রশ্ন ০৩. ‘কমা’ কোথায় বসে?
উত্তর: গ) সম্বোধন পদের পর
প্রশ্ন ০৪. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয় না?
উত্তর: ক) সাৎ
প্রশ্ন ০৫. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তর: ক) ২০৩ সে.মি.
প্রশ্ন ০৬. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর: ক) মেসোপটেমীয় সভ্যতা
প্রশ্ন ০৭. বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
উত্তর: খ) পাটগ্রাম
প্রশ্ন ০৮. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?
উত্তর: খ) ইউনেস্কো
প্রশ্ন ০৯. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তর: গ) চাঁপাইনবাবগঞ্জ
প্রশ্ন ১০. FAO এর সদর দপ্তর কোথায়?
ত্তর: গ) রোম
প্রশ্ন ১১. ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?
উত্তর: ঘ) জাপান

01/12/2024

আসুন শিখি এবং অন্যকে শেখার সুযোগ করে দেই😍
প্রশ্ন ১. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
উত্তর: গ) লেখ্য
প্রশ্ন ২. ভাষার মৌলিক অংশ কয়টি?
উত্তর: খ) চারটি
প্রশ্ন ৩. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?
উত্তর: ঘ) কোলন
প্রশ্ন ৪. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
উত্তর: গ) ভিজা বিড়াল
প্রশ্ন ৫. ‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কী?
উত্তর: ক) চুরি করা
প্রশ্ন ৬. নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তর: “বাতিল করা হয়েছে”
প্রশ্ন ৭. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
উত্তর: গ) বিবিধ জিনিস কিনলাম
প্রশ্ন ৮. অনুবাদে পারদর্শিতা মূলত কীসের ওপর নির্ভরশীল?
উত্তর: ক) অভ্যাসের
প্রশ্ন ৯. He is out of luck এর অর্থ কী?
উত্তর: গ) তার পোড়া কপাল
প্রশ্ন ১০. ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: খ) বন + পতি
প্রশ্ন ১১. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
সঠিক উত্তর: ক) হিমালয়
প্রশ্ন ১২. ‘আকাশে চাঁদ উঠেছে’। এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ?
উত্তর: খ) ঐকদেশিক অধিকরণ
প্রশ্ন ১৩. ‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: খ) কর্মে ৭মী
প্রশ্ন ১৪. পূর্বপদ প্রধান সমাস কোনটি?
উত্তর: খ) অব্যয়ীভাব
প্রশ্ন ১৫. কোনটি নিত্য সমাস?
উত্তর: ঘ) জলমাত্র
প্রশ্ন ১৬. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
উত্তর: গ) জেলেনি
প্রশ্ন ১৭. ‘শৈশব’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর: ক) শিশু + ষ্ণ
প্রশ্ন ১৮. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
উত্তর: ক) ডাইনি
প্রশ্ন ১৯. ‘মরদ’-এর বিপরীত লিঙ্গ কোনটি?
উত্তর: খ) জেনানা
প্রশ্ন ২০. ‘খাতক’-এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর: গ) মহাজন

25/11/2024

প্রশ্ন ১. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে?
উত্তর: ঘ) রাঙামাটি
প্রশ্ন ২. বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
উত্তর: ক) পলাশীর যুদ্ধে
প্রশ্ন ৩. কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে?
উত্তর: গ) AB রক্ত গ্রুপকে
প্রশ্ন ৪. ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী?
উত্তর: খ) যমুনা
প্রশ্ন ৫. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
উত্তর: ঘ) ইউরিয়া
প্রশ্ন ৬. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর: গ) 20.71%
প্রশ্ন ৭. চট্টগ্রামের নাম ‘ইসলামাবাদ’ কে রাখেন?
উত্তর: খ) শায়েস্তা খান
প্রশ্ন ৮. কত সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়?
উত্তর: খ) ১৮৫৬
প্রশ্ন ৯. জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে?
উত্তর: গ) ৭টি
প্রশ্ন ১০. বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: গ) ঢাকার আগারগাঁয়ে
প্রশ্ন ১১. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর: ঘ) ভিটামিন ‘ডি’
প্রশ্ন ১২. বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত-
উত্তর: ক) ভেড়ামারা
প্রশ্ন ১৩. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
উত্তর: খ) প্রতিধ্বনি
প্রশ্ন ১৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে?
উত্তর: ক) ১৯১৩ সালে
প্রশ্ন ১৫. পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
উত্তর: খ) চট্টগ্রাম
প্রশ্ন ১৬. সূর্য উদয়ের দেশ কোনটি?
উত্তর: ক) জাপান
প্রশ্ন ১৭. ১৯৫২ সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত-
উত্তর: খ) ভাষা আন্দোলন
প্রশ্ন ১৮. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় –
উত্তর: ক) ৫ জুন

24/11/2024

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান স্কুল ও কলেজ পর্যায়:-
প্রশ্ন ১. অনুবাদের অর্থ কী?
উত্তর: গ) ভাষান্তরকরণ
প্রশ্ন ২. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
প্রশ্ন ৩. ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
সঠিক উত্তর: গ) সংস্কৃত
প্রশ্ন ৪. ’ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে?
সঠিক উত্তর: ঘ) খয়ের খাঁ
প্রশ্ন ৫. ‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
সঠিক উত্তর: গ) পৃপ
প্রশ্ন ৬. কোনটি পারিভাষিক শব্দ?
সঠিক উত্তর: খ) নথি
প্রশ্ন ৭. অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি?
সঠিক উত্তর: ক) প্রাচীন
প্রশ্ন ৮. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
সঠিক উত্তর: ক) মানব

23/11/2024

প্রশ্ন ১. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

প্রশ্ন ২. ইতর-এর বিপরীত শব্দ কোনটি?
সঠিক উত্তর: ঘ) ভদ্র

প্রশ্ন ৩. নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?
সঠিক উত্তর: খ) মানপত্ৰ

প্রশ্ন ৪. ‘অর্ণব’ এর প্রতিশব্দ —
সঠিক উত্তর: ঘ) সমুদ্র

প্রশ্ন ৫. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
সঠিক উত্তর: ক) মানব

প্রশ্ন ৬. অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি?
সঠিক উত্তর: ক) প্রাচীন

প্রশ্ন ৭. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
সঠিক উত্তর: ঘ) ষট্‌ + ঋতু

প্রশ্ন ৮. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
সঠিক উত্তর: ক) হাইফেন

প্রশ্ন ৯. This collar is too limp এর অর্থ-
সঠিক উত্তর: গ) এই কলারটি বড্ড নরম

প্রশ্ন ১০. ‘বক্তব্য’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
সঠিক উত্তর: ঘ) √বচ্‌ + তব্য

প্রশ্ন ১১. ‘উপভাষা’ কোন সমাসের উদাহরণ?
সঠিক উত্তর: গ) অব্যয়ীভাব সমাস

21/11/2024

প্রশ্ন ১. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
সঠিক উত্তর: খ) ভাষা
প্রশ্ন ২. “ফুলে ফুলে ঘর ভরেছে।’ কোন কারকে কোন বিভক্তি?
সঠিক উত্তর: গ) করণ কারকে সপ্তমী বিভক্তি
প্রশ্ন ৩. নিচের কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর: খ) চক্ষুষ্মান
প্রশ্ন ৪. নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
সঠিক উত্তর: গ) পাতা
প্রশ্ন ৫. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
সঠিক উত্তর: ঘ) সতীন
প্রশ্ন ৬. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না?
সঠিক উত্তর: ক) উপমিত কর্মধারয়
প্রশ্ন ৭. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
সঠিক উত্তর: ক) দুধে-ভাতে
প্রশ্ন ৮. ‘পঙ্কজ’-এর সমার্থক শব্দ কোনটি?
সঠিক উত্তর: ঘ) কুসুম
প্রশ্ন ৯. ‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
সঠিক উত্তর: গ) নিষেধ
প্রশ্ন ১০. ‘উজানের কৈ’-এই বাগধারাটির অর্থ কী?
সঠিক উত্তর: খ) সহজলভ্য
প্রশ্ন ১১. ‘নূপুরের ধ্বনি’ এক কথায় কী বলে?
সঠিক উত্তর: ঘ) নিক্কন
প্রশ্ন ১২. নিচের কোনটি শুদ্ধ বানান?
সঠিক উত্তর: ঘ) রুগ্ণ
প্রশ্ন ১৩. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?
সঠিক উত্তর: খ) কমা
প্রশ্ন ১৪. উক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
সঠিক উত্তর: ঘ) √বচ্+তি
প্রশ্ন ১৫. অনুবাদের অর্থ কী?
সঠিক উত্তর: গ) ভাষান্তরকরণ

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Alamgir Hosain Shuvo, Siraj Udden Alm...
24/09/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Alamgir Hosain Shuvo, Siraj Udden Almas Siraj, Md Jamal Hossain

🎉 Facebook recognised me as a top rising creator this week!
23/09/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

21/09/2024

I gained 422 followers, created 144 posts and received 4,100 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

16/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

সবার কাছে প্রশ্ন! এটা হত্যা নাকি আত্মহত্যা...?
14/09/2024

সবার কাছে প্রশ্ন! এটা হত্যা নাকি আত্মহত্যা...?

11/09/2024

ইত্যাদির মাধ্যমে শেরপুর জেলার জানাঅজানা অনেক ইতিহাস সুন্দরভাবে তুলে ধরেছেন।

11/09/2024

একজন মানুষ কতোটা সাবলীলভাষায় কতো সুন্দরকরে কথাগুলো বললেন।একবার শুনেই দেখুন।

09/09/2024

শুভ সকাল🤗🥰
صباح الخير 🥰
Good Morning 🌷🌳🌹
আজ সোমবার
০৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ
০৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
এখন শরৎকাল☂️🌧🌱
আজকের সূর্যোদয় ৫.৪২
এবং সূর্যাস্ত ৬.০৭ মিনিটে
দিনটি শুরু ক‌রি এক‌টি ভালো কাজের মাধ্যমে,
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন💙❤💜"""

05/09/2024

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিকে কী আপনি সমর্থন করেন?

Address

Banani Model Town
1213

Alerts

Be the first to know and let us send you an email when ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share