CPHD ayurvedic & household products, kachua Branch

CPHD ayurvedic & household products, kachua Branch আয়ুর্বেদিক ঔষধ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন হিসাবে প্রমাণিত। যোগাযোগ করুন ইনবক্সে

21/10/2024
12/10/2024
09/10/2024
09/10/2024
30/09/2024
23/08/2024
 ুন_২০২৪ইং "জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর ২৮তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী"আগামী ২৭ শে জুন, রোজ-বৃহস্পতিবার; জাকের পার্...
25/06/2024

ুন_২০২৪ইং "জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর ২৮তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী"

আগামী ২৭ শে জুন, রোজ-বৃহস্পতিবার; জাকের পার্টি'র কেন্দ্রীয় কার্যালয়, বনানীতে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন- জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর ২৮ তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে "ছাত্র সমাবেশ ও আলোচনা সভা" অনুষ্ঠিত হবে ।

জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের মহা সম্মানিত সভাপতি ড. সায়েম আমীর ফয়সল-এর সভাপতিত্বে- উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন জাকের পার্টি'র মাননীয় চেয়ারম্যান- জননেতা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব।

দিনব্যাপী আয়োজিত উক্ত অনুষ্ঠানে আপনি/আপনারা স্ব-বান্ধব আমন্ত্রিত।

12/05/2024

বিশ্ব মা দিবসে বিনম্র শ্রদ্ধা

জন্ম থেকে মৃত্যু - সন্তানের সাথে ওৎপ্রোতভাবে জড়িয়ে আছেন মা।
আজ বিশ্ব মা দিবসে বিশ্বের সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অকুণ্ঠ ভালোবাসা।

08/05/2024

🙏 আদব বা শিষ্টাচারঃ আদব সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়, তাই তিনটি অংশে ভাগ করে আজকে প্রথম ভাগ আলোচনা করবো। ১. আদব কি? আদবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ২. আদবের সুফল ৩. বেয়াদবির কুফল।

পার্ট ( ১)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

✏ আদব অর্থ কি? আদব বলতে কি বুঝায় বা আদব কাকে বলে?

♦ আদব শব্দটি বাংলা ভাষায় বহুল ব্যবহৃত ও প্রচলতি শব্দ। অর্থ: বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা, নিয়মনীতি, পদ্ধতি ইত্যাদি। আদব-কায়দা মানে কাঙ্খিত শিক্ষা, সভ্যতা ও মার্জিত সংস্কৃিত দ্বারা আত্মগঠনের অনুশীলন করা।

ইবনু হাজার ‘আসকালানী রহ. বলেন:

الأدب: استعمال ما يحمد قولاً وفعلاً

কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকে আদব বলে।

কারো মতে-
الأخذ بمكارم الأخلاق

উত্তম চরত্রি লালন করাকে আদব বলে।

কেউ বা বলেন-
هو تعظيم من فوقك والرفق بمن دونك
আদব হলো ঊর্ধ্বতন ব্যক্তিকে সম্মান করা এবং অধনস্তকে সম্মান করা।

কেউ কেউ বলেন-

الأدب هو حسن الأخلاق وفعل المكارم

আদব মানে উত্তম চরিত্র এবং ভালো কাজ।



আর ইবনুল কায়্যিম রাহ. বলেন,

الأدب اجتماع خصال الخير في العبد

বান্দার মধ্যে উত্তম বৈশিষ্ট্যের সমাবেশ ঘটানোকে আদব বলে।

কারো মতে-:
والأدب هو الخصال الحميدة.

প্রশংসনীয় বৈশিষ্ট্যসমূহকেই আদব বলে।

কাজেই বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি, সুশিক্ষা, নৈতিকতা, মানবিকতা। নিয়মনীতি- ইত্যাদি গুণাবলী যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে, তাকে ‘মুয়াদ্দাব’ (শালীন, ভদ্র ও সুশক্ষিতি) বলে।

✏আদবের গুরুত্ব ও প্রয়োজনীয়তাঃ

♦ মানুষের জীবনে আদব-কায়দার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহুল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

إِنَّ الْهَدْىَ الصَّالِحَ، وَالسَّمْتَ الصَّالِحَ، وَالاِقْتِصَادَ جُزْءٌ مِنْ خَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ (أبو داود).

‘নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুয়্যাতের পঁচিশ ভাগের এক ভাগ সমতুল্য।’

ইবনে আব্বাস রাঃ বলনে-

اُطْلُبْ الْأَدَبَ فَإِنَّهُ زِيَادَةٌ فِي الْعَقْلِ، وَدَلِيلٌ عَلَى الْمُرُوءَةِ، مُؤْنِسٌ فِي الْوَحْدَةِ، وَصَاحِبٌ فِي الْغُرْبَةِ، وَمَالٌ عِنْدَ الْقِلَّةِ. (ذَكَرَهُ الْحَاكِمُ فِي تَارِيخِهِ).

‘তুমি আদব অন্বষেণ কর; কারণ, আদব হলো বুদ্ধির পরিপূরক, ব্যক্তিত্বের দলীল, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ বন্ধু, প্রবাসজীবনের সাথী এবং অভাবের সময়ে সম্পদ।’

ওমর রাদয়িাল্লাহু ‘আনহু বলেন:
تَأَدَّبُوا ثُمَّ تَعَلَّمُوا

“তোমরা আগে সুসভ্য হও, তারপর জ্ঞান অর্জন কর।’

আল-কারাফী তাঁর ‘আল-ফারুক’ গ্রন্থে বলেন-

وَاعْلَمْ أَنَّ قَلِيلَ الْأَدَبِ خَيْرٌ مِنْ كَثِيرٍ مِنْ الْعَمَلِ

‘আর জেনে রাখবে, অনেক বেশি কাজের চেয়ে অল্প আদব অনেক বেশি উত্তম।’

আবদুল্লাহ ইবনুল মুবারক রাহ. বলনে-

لَا يَنْبُلُ الرَّجُلُ بِنَوْعٍ مِنْ الْعِلْمِ مَا لَمْ يُزَيِّنْ عِلْمَهُ بِالْأَدَبِ

‘ব্যক্তি কোনো প্রকার জ্ঞান দ্বারা মহৎ হতে পারবে না, যতক্ষণ না সে তার জ্ঞানকে আদব দ্বারা সৌর্ন্দযম-িতি করবে।’

তিনি আরও বলেন:

نَحْنُ إلَى قَلِيلٍ مِنْ الْأَدَبِ أَحْوَجُ مِنَّا إلَى كَثِيرٍ مِنْ الْعِلْمِ

“আমরা অনেক বেশি জ্ঞানের চেয়ে কম আদবকে
অনেক বেশি জরুরি বা প্রয়োজন মনে করতাম।”

কোনো কোনো দার্শনিক বলেন-

لَا أَدَبَ إلَّا بِعَقْلٍ، وَلَا عَقْلَ إلَّا بِأَدَبٍ

‘আকল (বুদ্ধি) ছাড়া আদব হয় না; আবার আদব ছাড়া আকলও হয় না।’ অর্থাৎ একটি আরেকটির পূরিপূরক।

আর জনৈক সৎব্যক্তি তার ছেলেকে উদ্দেশ্য করে বললেন-
اجْعَلْ عَمَلَك مِلْحًا وَأَدَبَك دَقِيقًا

‘তুমি তোমার আমলকে মনে করবে লবণ, আর তোমার আদবকে মনে করবে ময়দা।’
অর্থাৎ তুমি আমলের চেয়ে আদবকে এত বেশি গুরুত্ব দিবে, লবণ ও ময়দার স্বাভাবিক মিশ্রণে উভয়ের অনুপাত যেভাবে কম বেশি হয়।

মাওলানা জালাল উদ্দিন রুমি (রহ.) তাঁর রচিত গ্রন্থ মসনবি শরীফে উল্লেখ করেন যে, ‘আয় খোদা জুইয়াম তাওফীকে আদব, বে আদব মাহরুম গাশত আয ফজলে রব।

অর্থাৎ- হে খোদা তুমি দয়া করে, আমাকে আদব ভিক্ষা দাও। কেননা বে-আদব আল্লাহর রহমত হইতে বঞ্চিত থাকে।

জালাল উদ্দিন রুমী আরো বলেন, বে-আদব বা তা খোদরা দাশতে বদ বালকে আতেশ দারহামা আফাক যাক।

অর্থাৎ- বে-আদব শুধু নিজেকেই ক্ষতি করে না বরং সে পৃথিবীতে আগুন জ্বালিয়ে দেয়। বা আদব বা নসীব এবং বে আদব বে নসীব। ইমাম শাফেয়ী রাহ. ইমামে আযম আবু হানিফা রাহ. এর দরবারে গিয়ে উনার মাযহাবের প্রতি আদব দেখিয়ে নামাযে রাফেয়াদাইন করেননি। এটা আদব।

ইমাম গাজ্জালি রাহ. বলেন- আমি আদব শিখেছি বেয়াদবের কাছে। আমার দোষ তুমি আমাকেই বল। আদব-কায়দা তথা ভদ্রতা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। ভদ্রতা পারিবারিক শিক্ষা।

ইমাম মালিক রাহ. বলেন’

أمي تقول لي : اذهب إلى ربيعة فتعلم من أدبه قبل علمه‘.

‘আমার আম্মা আমাকে বললেন- (ইমাম) রবীআর নিকট যাও, এরপর তার থেকে তার ইলম শিক্ষার আগে তার আদব শিখে নাও।’ (মাদারেক ১/১৩০)

আব্দুল্লাহ ইবনুল মুবারাক রাহ. বলেন:

"طلبت الأدب ثلاثين سنة، وطلبت العلم عشرين سنة، وكانوا يطلبون الأدب قبل العلم".

”আমি ৩০ বছর আদব শিখেছি আর ২০ বছর ইলম শিখেছি এবং সালাফে সালেহীনরা ইলম শেখার আগে আদব শিখতেন।’ (গায়াতুন নিহায়া ১/১৯৮)

ইমাম ইবনুল জাওযি রাহ. বলেন-

"كاد الأدب يكون ثلثي العلم".

আদব হচ্ছে ইলমের এক তৃতীয়াংশ।" (সিফাতুস সফওয়াহ ১/৪৫)

ইমাম আব্দুল্লাহ ইবনু ওয়াহহাব রাহ. বলেন-

"ما تعلَّمنا من أدبِ مالكٍ أكثرُ مما تعلّمنا من علمه".

‘আমরা মালেকের ইলম অপেক্ষায় তার আদব সবচেয়ে বেশি শিখেছি।’ (সিয়ারু আ’লা মিন নুবালা ৮/১১৩)

রাসূলুল্লাহ সা. বলেন, বাবা তার সন্তানের জন্য যেই শ্রেষ্ঠ সম্পদ রেখে যেতে পারে তা হচ্ছে- "সন্তানকে উত্তম আদব-নৈতিকতা তথা শিষ্ঠাচার শিক্ষাদান।

প্রিয় নবীজি (দঃ) আরও বলেন, আদব বা শিষ্টাচার স্বর্ন রুপার চেয়েও মূল্যবান সম্পদ।

শেখ সাদি (রহঃ) একজন সুফি সাধক হিসেবে পৃথিবীখ্যাত। সেই মহান ব্যক্তিকে একদিন একজন প্রশ্ন করলেন, জনাব আপনি এত আদব কীভাবে শিখলেন? তিনি জবাব দিলেন, দুনিয়ার সকল বেয়াদবদের দেখে-দেখে আমি আদব শিখেছি। আবার প্রশ্ন- কীভাবে? তিনি জবাব দিলেন, যখন বেয়াদবরা তাদের বেয়াদবি আচরণ করে আর দুনিয়ার মানুষ সেটাকে ঘৃণা করে তখন বুঝে নিই এই আচরণটা আমার করা উচিৎ নয়। এভাবেই আমি বেয়াদবদের কাছ থেকে আদব শিখি।

✏ তরীকতের প্রথম শিক্ষাই হচ্ছে আদব। আখেরি মুজাদ্দেদ আখেরি মুর্শেদ বিশ্ব ওলী হজরত মাওলানা খাজাবাবা শাহসূফী ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেব আদবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, "পীরের হাতে তুমি তেমন থাকো যেমন ধৌতকারীর হাতে মুর্দা থাকে। " তাই আসুন বিশ্ব ওলীর পবিত্র বানী বক্ষে ধারন করে, তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার, মহান আল্লাহ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি, এ জামানায় খোদাতায়ালার রহমতের দরজা, আদব শেখানোর সুনিপুণ কারিগর, বিনয় নম্রতার মুর্ত প্রতীক, মুসলিম উম্মাহ এবং শান্তিকামী বিশ্ব মানবতার মহান নেতা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা ♥মোস্তফা আমীর ফয়সল ♥ মুজাদ্দেদী ছাহেবের আনুগত্যের শপথ গহন করি
🙏🙏🙏 তিনার হুকুমের উপর আদবের সাথে জাকের পার্টির মহান খেদমতে আত্মনিয়োগ করি। ইনশাআল্লাহ আমদের ইহকাল পরকাল সুন্দর হবে, স্বার্থক হবে, এবং চির শান্তিময় হবে। আমিন ছুম্মা আমিন।

24/03/2024
23/03/2024
21/03/2024
19/03/2024
18/03/2024
হযরত মাওলানা শাহ্সূফি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের অমিয় বাণীঃ-রমজান মহা পবিত্র ও মহা সম্মানিত মাস। রহম...
11/03/2024

হযরত মাওলানা শাহ্সূফি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের অমিয় বাণীঃ-

রমজান মহা পবিত্র ও মহা সম্মানিত মাস।
রহমত, মাগফেরাত ও নাজাতের মাস।
সাধনার মাস।
আত্মসংযমের মাস।
আত্মশুদ্ধির মাস।
নাফসের বন্ধন মুক্ত হওয়ার মাস।
নাফসের উপর ‘খুদী’র শাসন প্রতিষ্ঠার মাস।
দু’আ কবুলিয়তের মাস।
ছবরের মাস।
তাকওয়ার মাস।
কুরআন অবতরণের মাস।
কুরআন তেলাওয়াতের মাস।
সহানুভূতি ও সহমর্মিতার মাস।
আত্মত্যাগের মাস।
সৌহার্দ্য ও ভাতৃত্ব প্রতিষ্ঠার মাস।
কবরবাসীদের খুশীর মাস।
বিজয়ের মাস।
রমজান খোদাতায়ালার সন্তুষ্টি অর্জনের মাস।
পুণ্যের মাস।
বলা যায়, রমজান পুণ্যের বসন্তকাল।
কাজেই হে জাকেরান!
তোমরা যদি খোদাতায়ালার সন্তুষ্টি অর্জন করিতে চাও, স্বীয় নাফসের উপর রূহের শাসন প্রতিষ্ঠা করিতে চাও, নাফসকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখিতে চাও,
তবে যথার্থ সিয়াম সাধনায় রমজান মাস অতিবাহিত কর।
অংগ-প্রতঙ্গ সমূহকে পাপকর্ম হইতে এবং দেলকে পাপ চিন্তা হইতে বিরত রাখ।
তাহা হইলে হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, দেলের রোজা তথা সমস্ত সত্ত্বার রোজাসহ সর্বাঙ্গিন সুন্দর রোজা পালনে সক্ষম হইবে। আল্লাহপাক তোমাদিগকে দয়া করুন। আমীন!

-তথ্যসুত্রঃ- নসিহত নংঃ-১২৪. ২০তম খন্ড- রমজান ও ঈদ।

11/03/2024

রমজানুল মুবারক

জাকের পার্টি চেয়ারম্যানের বাণী

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, শুভ প্রবৃত্তি, ন্যায়নিষ্ঠতা ও মানবিক গুণাবলীতে মহীয়ান স্নিগ্ধ শান্তি ও কল্যাণমুখী জীবন গঠনে পবিত্র রমজানুল মুবারাকের গুরত্ব ও তাৎপর্য অপরিসীম।

পবিত্র রমজানুল মুবারক উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, বিরাজমান দুর্যোগময় পরিস্থিতি বিবেচনায় সকলে মহান রাব্বুল আলামীনের উপর আস্থা রেখে এক মাসের সিয়াম সাধনায় অশুভ, অকল্যাণকর ও ধর্মবিমুখ পথ,মত ও কর্মকাণ্ড পরিহারে ব্রতী হবেন। ধর্মীয় অনুরাগের সুরভিতে সরল, সহজ ও স্বাচ্ছন্দ্য ভরপুর প্রকৃত আলোকিত জীবন গঠনে দৃঢ় হবেন।

মোস্তফা আমীর ফয়সল একই সাথে বিরাজমান মহাশঙ্কা ও সংকটজনক পরিস্থিতি মুকাবিলায় সকলের নাগরিক দায়িত্ব ও কর্তব্যবোধ, পারষ্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কথাও স্মরণ করিয়ে দেন ।

জাকের পার্টি চেয়ারম্যান রমজানুল মুবারকের পবিত্রতা সমুন্নত রাখতে সকলের আন্তরিক প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।

Address

Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPHD ayurvedic & household products, kachua Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share