Hafiz Abdul rakib Hussain

Hafiz Abdul rakib Hussain ইসলামী কিছু কথা

প্রকৃতি নিজেকে রিক্ত করে দান করে,আর আমারা বেইমানরা খালি গাছ কেটে ফেলি।
09/05/2024

প্রকৃতি নিজেকে রিক্ত করে দান করে,আর আমারা বেইমানরা খালি গাছ কেটে ফেলি।

আহারে জীবন!
09/05/2024

আহারে জীবন!

30/03/2024

নিজের স্বামী বা স্ত্রীকে ঠকিয়ে যারা পরকিয়া করে তাদের জীবনে কোনোদিন ভালো হয় না। তাই কখনোই বিবাহিত মানুষদের সাথে প্রেমের সম্পর্ক গড়া উচিত নয়, এই নীতি মেনে চলা উচিত।

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও ...
19/03/2024

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!
প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।
কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!
রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]
তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]
অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।
বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।
আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।
রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]

আমাদের কিসের এত অহংকার। আমাদের এই সমাজে অনেকেই অনেক কিছু নিয়ে অহংকার করে। যেমন কেউ টাকার অহংকার  করে,কেউ সম্পত্তির, কেউ ...
05/01/2024

আমাদের কিসের এত অহংকার।
আমাদের এই সমাজে অনেকেই অনেক কিছু নিয়ে অহংকার করে।

যেমন কেউ টাকার অহংকার করে,কেউ সম্পত্তির, কেউ আবার ক্ষমতা অহংকার করে, কেউ আবার বংশ কে নিয়ে অহংকার করে, কেউ শক্তির অহংকার করে। আসলে পৃথিবীতে আমরা যা কিছু অর্জন করি না কেন সব কিছুই কিন্তু এই পৃথিবীতে রেখে যাব। আজকে যে মানুষ বিশ্ব ধনী ১০০ বছর পর থাকে কেউ চিনবে ও না। কয়েক দিনের বাসিন্দা মাত্র আমরা। অহংকার একমাত্র আল্লাহর সাজে।

তাই আসেন অহংকার মুক্ত সমাজ গড়ি। ইগু অতিরিক্ত অহংকার, কার চাইতে কে বড় হবে অন্য কে ছোট করে কথা বলে নিজে মহা পন্ডিত সাজা এই সব প্রতিযোগিতা বন্ধ করি।
যার যার অবস্থান থেকে সবাই কে সম্মান জানিয়ে কথা বলা উচিৎ। আল্লাহ যেন আমাকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করেন।

04/01/2024
02/01/2024

সুবহানাল্লাহ

*সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত।

সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার।

১/ আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।

২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।

৩. রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন।

৪. মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।

৫.আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন।আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।

৬. ৬৬বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।

৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।

৮.জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী।প্রত্যেক মহলে ৭০ হাজার দরজা থাকবে।

৯/ ২০০০ রাকাত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।

১০.যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন।(সুবহানআল্লাহ)

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে যানার বুঝার এবং আমল করার তাওফিক দান করুক।আমিন-ইয়া রব।
আমিন।

(রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন সহীহুল বুখারীঃ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ১৪৬১ আহমাদঃ১০৬৬৯ সহীহ আল জামি আস সগীরঃ৬৪৭২)

Address

Bakarganj

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Abdul rakib Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share