নানুর নাতীন- nanur natin

নানুর নাতীন- nanur natin আসসালামু আলাইকুম
(2)

03/11/2023

YouTube কর্তৃপক্ষের কাছে অনুরোধ,
Sad Song শোনার সময় দয়া করে Add দেবেন না, কাঁদতে অসুবিধা হয়।

 # ***বৃহস্পতি গ্রহে দেখা গেল বিদ্যুতের ঝলকানি, অবাক নাসার বিজ্ঞানীরা***নাসার যান এখন একাধিক গ্রহে নজর রাখছে। নানা তথ্য ...
22/07/2023

# ***বৃহস্পতি গ্রহে দেখা গেল বিদ্যুতের ঝলকানি, অবাক নাসার বিজ্ঞানীরা***

নাসার যান এখন একাধিক গ্রহে নজর রাখছে। নানা তথ্য সংগ্রহ করছে। আর তা করতে গিয়েই এক গ্রহে বিদ্যুতের ঝলকানি দেখে ফেলল নাসার যান। মঙ্গলগ্রহে নাসার যান ঘুরে বেড়াচ্ছে। অন্য কোনও গ্রহে সেটা এখনও সম্ভব হয়নি। তবে গ্রহের কাছে পৌঁছে তাকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করছে নাসার যান।

যেমন বৃহস্পতি গ্রহের চারপাশে চক্কর দিচ্ছে নাসার যান জুনো। শুধু প্রদক্ষিণই করছে না, বহু তথ্য প্রতিটি প্রদক্ষিণ থেকে তুলে দিচ্ছে বিজ্ঞানীদের ঝুলিতে। যা থেকে বৃহস্পতিকে খুব কাছ থেকে অনেক ভাল করে চিনতে পারছেন বিজ্ঞানীরা।

নাসা এবার এমন চমকে দেওয়ার মত ছবি ও তথ্য সামনে আনল। যদিও ছবিটি ২০২০ সালে তুলেছিল জুনো। বৃহস্পতি গ্রহকে ৩১ বার প্রদক্ষিণ শেষে এই ছবি সে পাঠিয়েছিল নাসার কাছে। সেই ছবি ২০২২ সালে খতিয়ে দেখেন বিজ্ঞানী কেভিন গিল। তারপরই যাবতীয় তথ্য সামনে এসেছে।

ছবিতে দেখা গেছে পৃথিবীর মতই বৃহস্পতিতেও বজ্র বিদ্যুতের ঝলক। অতি উজ্জ্বল সেই আলোর ঝলকানি ৩২ হাজার কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করা জুনোর ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছিল।

প্রসঙ্গত পৃথিবীতে জল জমে বরফ হয়ে তার সংঘর্ষে বিদ্যুৎ ঝলকে ওঠে। বৃহস্পতিতে কিন্তু জল নয়, অ্যামোনিয়া জলের মিশ্রণ থেকে এই জমাট মেঘ ও তার সংঘর্ষে বিদ্যুতের ঝলক দেখা যায়। যার তীব্রতা নজরকাড়া।

পৃথিবীতে যেমন বিষুবরেখার কাছে বেশি বিদ্যুতের ঝলক দেখা যায়, বৃহস্পতিতে ঠিক উল্টো। সেখানে আবার মেরু অঞ্চলের কাছে বেশি বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যায়।

Source: Zoom Bangla

17/07/2023

হিরো আলম বস্তি, টো-কাই সব মানলাম কিন্তু তাই বলে তাকে রাস্তায় এভাবে পি-টাবেন? আপনার বিপক্ষে যে থাকবে তাকেই এমন করবেন! আজ যারা হিরো আলমের অবস্থা দেখে হাসতেছেন৷ মনে রাইখেন এক মাঘে শীত যায় না!💔🙂

~ Rahat Ahmed Tulon

17/07/2023

বাসার ৪ তালায় একটা ভাইয়া থাকে দেখতে মাশাআল্লাহ!'
ওনার উপর সেই লেভেল কেরাস খেয়ে ফেলছিলাম!' উনি সবসময় ১১ টা আর বিকাল ৪/৫ টার দিকে ছাদে যায় সি-গা-রে-ট খাইতে!'
আমিও সকালে জামা কাপড় ধুয়ে নিয়ে যাই ছাদে মেলে দিতে!'আবার বিকালে উনি গেলে আমিও যাই জামাকাপড় নিয়ে আসতে!'এগুলা শুধু বাহানা ওনারে দেখার জন্য!'
মাঝেমধ্যে ধোয়া জামাকাপড় ও আবার ধুই ছাদে দেওয়ার জন্য!'তো উনি আজকে সকালে যথারীতি সি-গা-রে-ট খাইতেছে আর আমি জামা কাপড় মেলে দিতেছি!'হুট করে আমার সামনে এসে বলে "নাম কি?" ভয়ে ভয়ে উত্তর দিলাম!'আর কিছু জিজ্ঞেস না করে ঠাস করে বলে ফেলছে আমি আগামী সাপ্তাহ জবে জয়েন্ট করবো,ছাদে আসা হবেনা শুক্রবার ছাড়া!'তো আপনি জামাকাপড় নিয়ে কষ্ট করে ছাদে না এসে বারান্দায় মেলে দিয়েন!'

লে আমি : 🙂💔

17/07/2023

মার্ক ৪০

১.কক্সবাজার ভ্রমণ ১০

২. সেন্ট মার্টিন ভ্রমণ ১০

৩. বান্দরবান ভ্রমণ ১০

৪. সাজেক ভ্রমণ ১০

৫. জাফলং ভ্রমণ ১০

৬. সুন্দরবন ভ্রমণ ১০

৭. সীতাকুণ্ড ভ্রমণ ১০

৮. ভাটিয়ারি ভ্রমন ১০

৯. লালবাগকেল্লা ভ্রমণ ৫

১০. আহসান মঞ্জিল ভ্রমণ ৫

১১. জাদুঘর ভ্রমণ ৫

১২. চিড়িয়াখানা ভ্রমণ ৫

16/07/2023
এভাবে ব্ল্যা*কমেইল করে আমার ভোটটা নিয়ে নিলো🥹
15/07/2023

এভাবে ব্ল্যা*কমেইল করে আমার ভোটটা নিয়ে নিলো🥹

11/07/2023

দেখি শিয়রে দাঁড়িয়ে কে কড়া নাড়ে
মৃত্যুর দুয়ার খুলে গেছে
সময় হলো হিসেব মেলাবার 🥀

02/07/2023

প্রতিবার হা করে যে পরিমাণ গোশত মুখে দিচ্ছি তার ক্যান্টিনমূল্য ৳১৮০

বাঙ্গালী 🥱🥱
09/06/2023

বাঙ্গালী 🥱🥱

ওমান থেকে বাংলাদেশে আসা কয়লার প্রথম চালান..🤗🤟
07/06/2023

ওমান থেকে বাংলাদেশে আসা কয়লার প্রথম চালান..🤗🤟

05/06/2023

এই তীব্র গরমে আমার মত কালো মানুষের পুড়ে কয়লা কালার হতে বেশি দেরি নেই। শুধু শুধু বিদ্যুৎ উৎপাদনে বাইরে থেকে কয়লা আমদানির কি দরকার!

04/06/2023

তেল মারা লাগে বলে..
জাতীয় ফল ঐ খায় না😎

আর তুই কোন বা*ল

03/06/2023

আজ থেকে বাংলাদেশের মানুষের জন্য দুর্বিষহ দিন শুরু হতে যাচ্ছে । দেশে মোট বিদ্যুৎ এর চাহিদা ১৩০০০ মেগাওয়াট হলেও উৎপাদনের পরিমাণ ছিলো ১০০০০ মেগাওয়াট । কিন্তু ডলারের অভাবে কয়লা কিনতে না পারায়, আজ দেশের সর্ববৃহৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্র অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাবে। তাই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন না হওয়ার কারণে সারাদেশে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এর দেখা দিতে পারে যা স্মরণকালের সবথেকে বড় বিদ্যুৎ বিভ্রাট হিসাবে বিবেচিত হবে এবং দেশের মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছাবে বলে মনে করছেন দেশের বিশিষ্ট জনেরা.....🥀🥀🥀

03/06/2023

তৈ তৈ তৈই আমার জানতুস সোনা কই🙂🤧

গ্রামের দুই চাচাতো ভাই যখন ভিডিও কলে কথা বলে! '🌸
03/06/2023

গ্রামের দুই চাচাতো ভাই যখন ভিডিও কলে কথা বলে! '🌸

03/06/2023

যদি পাঙ্গাস মাছের এক মিলিয়ন ফ্যান থাকে, তাহলে তার মধ্যে আমি একজন। যদি পাঙ্গাস মাছের একজন ফ্যান থাকে, তাহলে আমিই সেই জন! কিন্তু লোকল'জ্জার ভয়ে বলতে পারিনা পাঙ্গাস মাছ আমার খুউবব ভাল্লাগে! 😋❤️

জোনাকির পাছা 😑😑
03/06/2023

জোনাকির পাছা 😑😑

03/06/2023

যেসব পোলাপাইন সারাদিন ফেসবুকে ৯০ দশক ৯০ দশক বলে চিল্লাইতো, কুল সাজতো তারা এখন বিদ্যুৎ নাই কারেন্ট নাই বলে চিল্লায় কেন! ৯০ দশকে তো বিদ্যুৎ ছিল না তখন কিভাবে সহ্য করছে?

03/06/2023

আমার মেয়ে নার্সিং চান্স পাইছে,মেডিকেলেও চান্স পাইছে, আবার ভার্সিটিতেও চান্স পাইছে
কিন্তু মেডিকেলে,নার্সিং এ ভালো সাবজেক্ট পাইনি বলে ভার্সিটিতে ভর্তি হয়ছে - (বাণীতে পাশের বাসার আন্টি)🙂🙂

03/06/2023

সবুর করুন! আল্লাহ যখন দেওয়া শুরু করবে; তখন দুই হাত ভরে নিয়েও কমাতে পারবেন না!❤️😊

03/06/2023

মনডাই কইতাছে আমার ঘা'ম দিয়া বিদ্যুৎঅফিস এর বেডারারে এক গ্লাস সরবত বনাইয়া খাওয়াইতাম। 🙂

আমি খাইতে গেসি দেইখা মনেহয় এই কার্ড !😶
12/05/2023

আমি খাইতে গেসি দেইখা মনে
হয় এই কার্ড !😶

05/04/2023

Active আছি
দ্রুতো ফলো দিন ব্যাক বুঝে নিন
Back to Back

30/01/2023

”থাক পরে একসময় কিনবো” কথাটি বলে যে মানুষটা সামনের দিকে হেঁটে চলে সে মধ্যবিত্ত 🙂

30/01/2023

সবার কাছে থেকে সবকিছু আশা করা যায় না রে পাগলা🙂।এখন তো অন্তত বাস্তবমুখী হওয়া উচিৎ।এটা সবার বোঝা প্রয়োজন 🖤।

30/01/2023

-"শুকরিয়া"-ওই রবের প্রতি যিনি ঘুম নামক "মৃত্যু" থেকে জাগিয়ে সকাল দেখান!-🖤🌸

30/01/2023

সঠিক সময়ের অপেক্ষার প্রহর গুনতে গুনতে কারোর বয়স বেড়েই চলেছে। আবার কেউ সঠিক সময়ের অপেক্ষা করতে না পেরে মাঝরাস্তা থেকে ফিরে এসেছে। 🌸

-ভবঘুরে

30/01/2023

অন্যের কথায় প্রভাবিত না হয়ে, নিজের মনের ভাব'কে বোঝার চেষ্টা করুন এবং যা ঠিক মনে হবে তাই করুন।🌸❤️

ভবঘুরে

30/01/2023

- বাহ্যিক সৌন্দর্য একটি উপহার মাত্র;-
-তবে অভ্যন্তরীণ সৌন্দর্য একটি অর্জন!-🖤🌼

30/01/2023

নিঃশ্বাস নামক যন্ত্রটি বন্ধ হয়ে গেলেই সব আক্ষেপ,আবেগ,ভালোবাসা,চাওয়া-পাওয়া শেষ হয়ে যাবে।🙂

30/01/2023

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারায় ফেলবে।

সেদিন খুব বেশি অবাক হইয়েন না। কারণও জিজ্ঞেস কইরেন না।

কারণ, বেশিরভাগ সময়ই তাদের বিশেষ কোন কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনঃপূত হবে না।

মানুষের পছন্দ, অপছন্দ কোন কারণ ছাড়াই পরিবর্তনশীল। এটা মেনে নেন, জীবন সহজ হবে।

30/01/2023

এই রুদ্ধশ্বাস সমাজে মানুষ শান্তিতে বাঁচবে কিভাবে? 🥺🙂

আমি আগেই কইছিলাম বাঙালির উপরে বেস্ট কোনো প্লেয়ারই নাই। তারা সব দিক দিয়া বাউন্ডারি খেলে।
29/01/2023

আমি আগেই কইছিলাম বাঙালির উপরে বেস্ট কোনো প্লেয়ারই নাই। তারা সব দিক দিয়া বাউন্ডারি খেলে।

Address

সরারচর, বাজিত পুর, কিশোর গন্জ
Bajitpur
2752

Website

Alerts

Be the first to know and let us send you an email when নানুর নাতীন- nanur natin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share