Mymensingh Crushes and Confession's

Mymensingh Crushes and Confession's - আসসালামু আলাইকুম🥰
(1)

 :- 52To- Abihaতুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!একটা বিকালের গল্প হতো— বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতোকয়েকটা বৃষ্টির ...
09/12/2024

:- 52

To- Abiha

তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!

একটা বিকালের গল্প হতো—

বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো

কয়েকটা বৃষ্টির গল্প হতো—

বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালোবাসাবাসি হতো!

তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো

আমাদেরও মাঝেমধ্যে সামান্য ঝগড়া হতো!

একটা নির্ঘুম রাতের গল্প হতো—

জোনাকির আলোয় দুজনে অভিমান জমাতাম।

কিন্তু তুমি হয়তো অন্য কাউকে চাও,
আমাকে তো চাইলা না💔

-দূর হতে চেয়ে যাওয়া কাছের কেউ💞

 :- 51To: জানি না। From:....  অসীমা, অসীমা নামে ডাকলে কি খুব রাগ করবেন? কিংবা মাইন্ড করবেন? আপনার নাম তো জানি না।তাই এ ন...
06/12/2024

:- 51

To: জানি না।

From:....


অসীমা,

অসীমা নামে ডাকলে কি খুব রাগ করবেন? কিংবা মাইন্ড করবেন? আপনার নাম তো জানি না।তাই এ নামেই সম্বোধন করলাম। এভাবে ছবি তোলার জন্যও আন্তরিকভাবে দুঃখিত। প্রতি শুক্রবার আমরা যে জায়গাটায় বসি ব্রহ্মপুত্রের নদের পাড়ে চা খেতে, ঠিক তার আশেপাশেই আপনারা বসেন। আমরা বলতে আমরা দুই বন্ধু।বন্ধুর হয়ে কনফেশন লিখছি। চা খাবেন একসাথে? আমরা কিন্তু মানুষ মন্দ না। চা খেতে খেতে নাকি মানুষের চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝা যায়! আজ শুক্রবার (৬/১২/২৪) আপনার হাতে গোলাপ দেখে আমার বন্ধু চমকে উঠলো! গোলাপ কি আপনার? নাকি সাথে থাকা মেয়েটার? সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারতেছি না সীমাবদ্ধতার জন্য! কেমন সীমাবদ্ধতা তা আপনাকে ফেসবুকে খুঁজে পেলে হয়তো ক্লিয়ার করা যেত! তবে যাই হোক, আমার বন্ধু মানুষ হিসেবে মন্দ না। আপনাদের মানাবে বেশ! বন্ধুর হয়ে কনফেশন লিখছি, এতে অনেকেই অবাক হবেন! তাহলে বুঝুন কেমন আমাদের বন্ধুত্ব! আর হ্যাঁ শুনুন, “পেছনের গল্প” নামে একটা গল্প লিখা আছে ফেসবুকে যেটা আমার লিখা, বন্ধুর না। এই গল্পের নায়িকার নামও কিন্তু অসীমা! চাইলে পড়তে পারেন! ক্লু দিলাম কেন জানেন? যাতে এই স্বীকারোক্তি আপনার কাছে পৌঁছালে এডমিনের সাহায্য ছাড়াই আমাদের খুঁজে পেতে পারেন। বাকি অন্যদের কাছে সবিনয় অনুরোধ, এই ক্লুর মাধ্যমে আপনারা আমাদের খুঁজবেন না! যদি খুঁজে পান, জিতবেন কিন্তু, ঠকবেন না। আবারও কোনো শুক্রবারে আপনাদের সাথে দেখা হবে নিকট-দূরত্ব হতে, কিন্তু কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে না সীমাবদ্ধতার জন্য! ভাল থাকবেন। আর হ্যাঁ হাসবেন মন খুলে।বন্ধু বলেছে আপনার হাসি নাকি ভীষণ সুন্দর…..!

 :- 50From:চিনবেন না To:Md Imran Hasan Rakib   আসসালামু আলাইকুম,জানিনা আমার এই লেখাটা আপনি অব্ধি পৌছে কিনা তবে লিখে রাখল...
06/12/2024

:- 50

From:চিনবেন না
To:Md Imran Hasan Rakib

আসসালামু আলাইকুম,
জানিনা আমার এই লেখাটা আপনি অব্ধি পৌছে কিনা তবে লিখে রাখলাম।আপনাকে আমি চিনিনা,জানিওন না কিন্তু একদিন জয়নুল আবেদিন এ দেখেছিলাম,মাথার চুল ঊষ্কু খুষ্কু ছিলো খুব এই একটু ভবগুরে আরেকটু ব্যাতিক্রম। তখন থেকেই ভালো লাগছে অনেক খুঁজছি পাইনি একদিন এক কমেন্ট এ আইডি পাইছি,রিকোয়েস্ট ও দিছি কিন্তু এক্সেপ্ট করলেন না। আমি যায়গা পেলাম না তবে ব্যাপার না আপনাকে আমার ভালো লাগে,লাগবে সব সময়।ভালোবাসি বলবোনা তবে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন।দেখতে তহ প্রো বিড়িখোর লাগে তাউ খুব মায়ায় টানে। জানিনা এই হুট করে দেখে ভালোলাগা টাকে কি বলে তবে সত্যিই আপনাকে ভালো লাগে খুব আমার।

ভালো থাকবেন।😌

 :- 49From: চিনিনাTo:অজেনা কেউ একজন।  আসসালামু আলাইকুম,জানিনা আমার এই লেখাটা আপনি অব্ধি পৌঁছাবে কিনা, তবে লিখে রাখলাম। আ...
02/12/2024

:- 49

From: চিনিনা
To:অজেনা কেউ একজন।

আসসালামু আলাইকুম,
জানিনা আমার এই লেখাটা আপনি অব্ধি পৌঁছাবে কিনা, তবে লিখে রাখলাম। আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আপনাকে আমি চিনিনা,জানিও না কিন্তু গত ২১/১১/২০২৪ জয়নুল আবেদিন পার্কে ঘুরতে যেয়ে আপনাকে প্রথম দেখেছিলাম, চশমা পরা ছিল, আমি যা দেখছি আপনি একটু ব্যাতিক্রম। সেই কখন থেকে আপনার পিছু নিয়ে আপনার সামনে বসে চা খেলাম,হয়তো আপনি আমাকে দেখেছেন,চা খাওয়ার শেষে আপনি যখন উঠে যান তখন আবার পিছু নেই এবং সেই সময় আপনি হয়তো আমাকে সুযোগ দিয়ে ছিলেন।কিন্তু দুঃখের বিষয় আপনাকে বলতে পারি নাই।আর হ্যাঁ আপনারা তিনজন ছিলেন, আমরাও তিনজন ছিলাম, আপনার বিশেষ করে সাদা হিজাব পড়া ছিলো, যায়গা পেলাম না তবে ব্যাপার না আপনাকে আমার ভালো লাগে,লাগবে সব সময়।ভালোবাসি বলবোনা তবে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন। জানিনা এই হুট করে দেখে ভালোলাগা টাকে কি বলে তবে সত্যিই আপনাকে ভালো লাগে খুব আমার।

ভালো থাকবেন।

 :- 48তুমি কে আমি জানি না কিন্তু তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছেশয়নে, স্বপনে শুধু তোমাকে দেখতে পাইতোমার ওই লাজুক চ...
19/11/2024

:- 48

তুমি কে আমি জানি না কিন্তু তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছে
শয়নে, স্বপনে শুধু তোমাকে দেখতে পাই
তোমার ওই লাজুক চোখের চাওনি এখনো আমাকে মুগ্ধ করে
তুমিকে সত্যিই অনেক ভালো লেগে গিয়েছে

 :- 47From : তোমার কাছের কেউ To : লিভাআমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না, তবু কিছু কথা না বললে নয়! মায়া কাকে বলে তোমা...
18/11/2024

:- 47

From : তোমার কাছের কেউ
To : লিভা

আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না, তবু কিছু কথা না বললে নয়! মায়া কাকে বলে তোমার চোখের দেখে বুঝছি। শুধু চোখ নয় তোমাকে বাক্য ধারা বিশ্লেষন করলে বাক্যের শেষ হয়ে যাবে। তোমার মধ্যে অদ্ভুত এক মায়া 🥹 আমি তোমার বিষয়ে কিছু যানি না আর জানতে চায় ও না শুধু জানি তোমাকে চাই। তুমি সেই আমার জেগে জেগে স্বপ্ন দেখা dream girl🥹 তোমাকে Fast time পার্কে দেখি কিন্তু পরে খুঁজে পাই না তারপর হটাৎ তোমার id সামনে আসে Request দেই তুমি accept করো না😵‍💫 এই মোহের যুগে নব্বই দশকে মতো সারা জীবন তোমার সাথে পথ চলতে চাই।
কিছু তো একটা বলো?? তোমার বফ আছে কি না তা জানি না 🙄 না থাকলে ভালো 🖤।।।।।।।।।।।।।।।। কমেন্ট এ তুমার উওরের অপেক্ষায় থাকবো 🙂

 :- 46নাম না জানা কেউ একজন! আজকে পার্ক এ দেখেছিলাম আনুমানিক ৩ টা বা ৪ সময় হবে.! ডাউনে যে ভাঙ্গা (ভাঙ্গা বলতে গর্ত) জায়গা...
17/11/2024

:- 46

নাম না জানা কেউ একজন!
আজকে পার্ক এ দেখেছিলাম আনুমানিক ৩ টা বা ৪ সময় হবে.! ডাউনে যে ভাঙ্গা (ভাঙ্গা বলতে গর্ত) জায়গায় আছে ঐইটাই মেইবি ৪থেকে৫ জন আড্ডা দিতাছিল.? তখন এদের মধ্যে একজন দুধ চা নিয়ে স্লিপ খেয়ে পরে গিয়েছিলো! ঐ মেয়ের সন্ধানে আছি। ও মেইবি MCC তে পড়ে যতটুকু বুঝতে পারলাম। সন্ধ্যা পর পর্যন্ত বসে ছিল।
আমিও ও-ই জায়গাই ছিলাম।কিন্তু এখন মেয়েটার কথা প্রচুর মনে পরতেছে.? কেউ যদি তাহারে ছিনে থাকেন তাহলে তাহার আইডি ম্যানশন দিবেন.!
প্লিজ হেল্প মি!

's

 :- 45FROM :- BAU er studentTo:- Sumya sharmin upoma Insta:- Blazing bird দেখো প্রথমেই তোমাকে বলেই তুমি আর তোমার বড় আপু...
17/11/2024

:- 45

FROM :- BAU er student
To:- Sumya sharmin upoma
Insta:- Blazing bird

দেখো প্রথমেই তোমাকে বলেই তুমি আর তোমার বড় আপু আমাদের ভার্সিটির পাশে ঘুরতে ছেলে তারপর জানতে পারলাম তোমার বাসা কেউট খালি তুমি সেখানেই থাকো কিছুদিন তোমার বাসার সামনে আসা-যাওয়া করতাম তুমি হয়তো বুঝেছিলে তোমার কিছু ছবি পেলাম ভাবলাম তুমি হয়তো আমার কনফেশনটা দেখবে তার জন্যই যদি তুমি আমার রিকোয়েস্ট ঝুলিয়ে না রাখতা না দেখতা আমি দিতামই না তাই তোমাকে এ কনফিউশনের মাধ্যমে জানানো যে তুমি তোমার মেসেঞ্জারে spam request গুলো দেইখো প্লিজ..একটা রিপ্লাই দিও হ্যাঁ তোমার অপেক্ষায় বাক্রিবের শিক্ষার্থী ..

'S

 :- 44প্রিয় :  মহারানিআজকে তোমাকে হঠাৎ নদীর পাড়ে দেখলাম🥰তুমি কি আমাকে ভালোবাসবে?  তোমার মেঘের মতো প্রেমিকদের জয় হোক নিমফ...
17/11/2024

:- 44

প্রিয় : মহারানি
আজকে তোমাকে হঠাৎ নদীর পাড়ে দেখলাম🥰

তুমি কি আমাকে ভালোবাসবে?

তোমার মেঘের মতো প্রেমিকদের জয় হোক নিমফুল;
তোমার নিস্তবতায় আমার আয়ুষ্কালের বেলা গড়িয়ে সন্ধ্যে ছুঁইছুঁই।কচ্ছপের মতো রাতগুলোতে যখন নক্ষত্রের ও ঘুম পায়,
মরা চাঁদের আলোর সঙ্গী চিরব্যথিত শুকতারার নিদারুণ আহাজারিতে যুক্ত হয় নিদ্রাহীণ একজোড়া চোখ।
নিমফুল ,
তোমাকে তোমার রঙিন প্রেমিকদের সঙ্গেই বড্ড ভালো মানায়,
তোমার চোখের হাসির চেয়ে মূল্যবান আমার কাছে আর কিচ্ছুটি নেই।
তোমার ইচ্ছে কাওকে অন্ধকারে রাখতে চাও না।
জীবিত মানুষকে চিতায় তুলে পোড়াতে জম্পেশ পৈশাচিক আনন্দ ঠিকই পাও । তাই অন্ধকারে নয় চিতার অনলে পুড়ছে আমার শব। আমা হৃদযন্ত্রে যে ব্লকেজ টা রেখে গেছো ওটা সরিয়ে নাও। বোকাঁ মেয়ে হৃদযন্ত্র বন্ধ হলে কেও বাচঁতে পারে তুমি থাকো তোমার রঙিন প্রেমিকদের সাথে , তোমাকে পেতেই হবে? মনস্থির করি আর নয়–ফের নিজেকে বোঝাই সময় তো চলেই যাচ্ছে থাকি না আর কিছুক্ষণ, যতক্ষণ থাকবো ততক্ষণই তো কাছ থেকে দেখা। তারপরই ঘুটঘুটে আঁধার, আলো নিভে যাবে।

আর কোনো পিছুটান বাকি নেই।

মরতে তো হবেই একটু জ্বলে পূড়ে মর;
আমি তোমাকে চাইলাম।
হঠাৎ করেই
বিশ্বাসের দুয়ারে আঘাত -
কাঁচের মতো ভেঙে পড়লে তুমি!
আমি জুড়তে গেলাম, রক্তাক্ত হলাম সহস্রবার।
জীবন আমাকে উপহার দিলো
নির্ঘুম রাত, একঝাঁক একাকিত্ব, মৃত্যুর মতো হাহাকার আর একটা অমীমাংসিত যুদ্ধ।
অথচ
আমি নিঃস্বার্থ ভাবে তোমাকে চেয়েছিলাম!

তোমাকে একটা কথা বলার ছিলো,
শুনবে–
অন্ততঃ একবার আমার মতো করে কাউকে ভালোবেসো....

বিঃদ্রঃ হৃদযন্ত্রে ব্লকটার জন্য আমি শব্দ সংকটে পরে গেছি। একজনের শব্দ ধার করতে হয়েছে।

ইতি
বিরক্তিকর নিম পাতা

শুধু একবার বলো ভালবাসি 💯
যদি আমার জন্য বিন্দু পরিমান ভালোবাসা থাকে তাহলে জানিয়ে দিও কমেন্ট বক্সে?

's

  :- 43From-----একতরফা ভালোবাসার সাগরে ডুবে যাওয়া প্রেমিকা।To---- Mrinmoy krrish {Junior Afridi}প্রিয় প্রথম দেখায় তোমার ...
15/11/2024

:- 43

From-----একতরফা ভালোবাসার সাগরে ডুবে যাওয়া প্রেমিকা।
To---- Mrinmoy krrish {Junior Afridi}

প্রিয় প্রথম দেখায় তোমার পার্সোনালিটির প্রেমে পড়েছি।
আমি প্রতিদিন নিয়ম করে তোমার আইডি ক্রল করি।
কোনো কথা নাই তবু তোমাকে একবছর থেকে ভালোবাসি ,জানি না এর থেকেও বেশি কিভাবে ভালোবাসা যায়।
এখন আমরা ফেসবুক ফ্রেন্ড কিন্তু এর আগে থেকেই আমি তোমার আইডি মনিটরিং করতাম যে তুমি কি স্টোরি বা পোস্ট করো।
জানি না পাবো কি না তোমাকে ,তবে এইটুকু বলতে পারি অনেক ভালোবাসি তোমাই।
আর শেষ পযর্ন্ত ভালোবাসবো।
আমি তোমার পরিচিত আবার অপরিচিত কেউ।
আমাদের মধ্যে অনেক সম্পর্ক কিন্তু সেইসব এখনো প্রকাশ পায়নি।
তোমাকে নিয়ে কিছু বলতে পারছি না, অস্থির অস্থির লাগছে।
শুধু এইটুকুই তোমার উপর আমি ফিদা।
ইতি ,
অতি পরিচিত কেউ একজন।

's

22/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

  :- 42from : মুমূর্ষু প্রেমিকাTo     : Ikramul Hasan Arjuতুমি কি জানো, কত সুন্দর তুমি? তোমার এই সৌন্দর্যতা দেখে তোমার প...
27/06/2024

:- 42

from : মুমূর্ষু প্রেমিকা
To : Ikramul Hasan Arju
তুমি কি জানো, কত সুন্দর তুমি? তোমার এই সৌন্দর্যতা দেখে তোমার প্রেমে পড়েছি আমি।

আপনারে না ছুঁইয়্যা, না দেইখ্যা যতখানি ভালোবাসছি, ততখানি ভালো আমি আমারেই কোনদিন বাসি নাই। কাছে আইলেন না, পাশে বইলেন না, কোনদিন চক্ষে চক্ষু রাইখ্যা হাসলেন না। তবুও দ্যাখেন, আপনারে ক্যান যেনো 'আমার আমার লাগে। ক্যান এমন লাগে কইতে পারবেন?

নগর থেকে নগর দু'চক্ষের দূরে আপনি, চক্ষু দুইখান বন্ধ করলেই, আপনারে দু'চক্ষুর সামনে মুচকি মুচকি হাসতে দেহি। ইহা পাগলামো না আপনি কন!

সাঁতার না যাইনা প্রেম নদীতে ঝাঁপ দিলাম, চিমটিখান মায়া কইরা হাতখানা বাড়াইয়্যা দিলেন না। আমি মরলাম তো মরলাম, আপনার প্রেম নদীতে ডুইবা ডুইবা মরলাম। কি মায়ায় বান্ধিলেন আমারে! এহন যেদিতে তাকাই, শুধু আপনারে দেহি। চক্ষের মধ্যে কি লেন্স লাগাইয়্যা দিলেন, শয়নে সপনে শুধু দুইখান চক্ষের মধ্যে আপনি থাহেন।

আপনি আমার মনের মধ্যে ঢুইক্কা, এক্কাদুক্কা খেইলাও আমার হইলেন না। আপনার লাইগ্যা কতখানি কলিজাডা পুড়ে, আপনারে বুঝাইতে পারলাম নাহ। ধরেন একখান মানুষ মরতাছে, শেষ নিঃশ্বাস ছাড়োনের আগে 'যদি তার ফুসফুস কেউ কুঠুরি দিয়া কুপায়, হের যেইখান কষ্টখান আইবো, ওইরকম কষ্ট কিংবা তারচে বেশি কষ্ট, আমার হইতাছে। দ্যাখেন,
আপনি কিন্তু এর কিছুই জানলেন নাহ।

ভাবছিলাম, ঐ হাতখানা একবার ধরতে পারলে, জনম গেলেও ছাড়ুম নাহ। ভাগ্যের কি পরিহাস দ্যাখেন, না ছুঁইলাম, না ধরলাম, না কইলাম আপনারে কিছুখান কথা। আপনি স্মৃতির পাতায় কলমের কালির মতোই সুন্দর। মাঝেমধ্যে সপনে স্মৃতিতে আইস্যা আমারে একখানা ছুঁইয়ে দিয়েন। আপনার আলতো ছুঁয়ায় আমি 'মরণের আগে, জনমের মরা মইরা যাইমু।

  :- 42To:ShimantoFrom: Unknownঅন্য রকম ভালো লাগে আপনাকে💜
27/06/2024

:- 42

To:Shimanto
From: Unknown
অন্য রকম ভালো লাগে আপনাকে💜

 :- 41From:- অজানাই থাকুকTo:- চিনি না😁এক দিন দেখেছিলাম আপনাকে  I E L অফিস এর নিচে তারিখ ছিলো ৩-২-২৪ সাথে একটা লোক ছিলো আ...
10/06/2024

:- 41
From:- অজানাই থাকুক
To:- চিনি না😁
এক দিন দেখেছিলাম আপনাকে I E L অফিস এর নিচে তারিখ ছিলো ৩-২-২৪ সাথে একটা লোক ছিলো আর্মির ড্রেস পরা।
অনেক দিন পরে আজকে আবার দেখলাম আপনাকে আমি আপনাকে পছন্দ করি।
ইতি খুজে নিয়েন 🌸🫶

  :- 40From:someone deeply loves youTo:Mouaz khanTomar jonno eta amr second confession... Ager confession ta tumi dekho ...
07/03/2024

:- 40

From:someone deeply loves you
To:Mouaz khan
Tomar jonno eta amr second confession... Ager confession ta tumi dekho ni💔...Tumi hoyto jano na tomake ami kotto valobasi...you can't figure out my feelings for you🥹..Nirobe jokhoni thaki ochetone keboli tomari Kotha mone pore...Tomar friendlist e jhule asi ajibon...amar friend request ki accept kora jay na...sedin tomake Stadium e dak dilam..but tumi chole gele...Hoyto tomake ami pabo na priyo...tobe tomake ami ajibon valobashbo💖....kal k tomake abar notun bazar dekhe ki j valo lagsilo....iccha korsilo chute jai tomar kase.... Tobe tomar sathe kisu fd thakay bolte pari ni....hoyto tumi onno karo.... But ami sudhu tumar proti ashokto....valo theko priyo...tomar jonno ek buk valobasha 🥰

  :- 39From : প্রথম দেখায় ভালোবেসে ফেলা কেউ 🥹To : Tanimএতো প্যাচাইয়া কথা বলতে পারিনা আমি। শুরুতেই বলে রাখি তোমায় প্রথম দ...
24/02/2024

:- 39

From : প্রথম দেখায় ভালোবেসে ফেলা কেউ 🥹
To : Tanim

এতো প্যাচাইয়া কথা বলতে পারিনা আমি। শুরুতেই বলে রাখি তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তোমায় প্রথম দেখেছিলাম পার্কে। তোমার সাথে আর ৭*৮ জন বন্ধু ছিলো তোমার, কিন্তু আমি তো শুধু মুগ্ধ হয়ে তোমার দিকেই তাকিয়ে ছিলাম। ওদিনের পর আর কোথাও তোমায় দেখতে পাইনি। অনেক খোজাখুজির পর RIMT এর কলেজ গ্রুপে তোমারটা পাই কিন্তু তবুও কোনো লাভই হলোনা 😞 কিছু না ভেবেই তোমাকে মেসেজ দিয়ে রাখলাম কিন্তু এখনো কোনো রেসপন্স করোনি 🙂 কিন্তু কালকে আকস্মিক ভাবে তোমায় আবার মেডিকেল কলেজে দেখতে পাই Blood collect centre এর সামনে। কারো জন্য হয়তো অপেক্ষা করছিলে দেখে যা বুঝলাম। তোমার সামনে দিয়ে কয়েকবার হেঁটে গেলাম আবার একটু দূরেই অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম তবুও একটা বারও তাকাও নি আমার দিকে। ২ দিন দেখা হয়েছে কখনোও তুমি আমার দিকে তাকালে না। তোমার আইডির পোস্ট দেখেই আমার দিন কেটে যাচ্ছে, প্লিজ পোস্টটা দেখলে এডমিনের কাছ থেকে আইডিটা নিয়ে মেসেজ দিও 🙂💝 তোমার যদি কারো সাথে রিলেশন থেকে থাকে তাহলে ওর সাথে ব্রেকআপ হোক আর আমার সাথে রিলেশন হোক 🥹💜

ভালো থেকো। তোমার উওরের প্রত্যাশায় রইলাম কিন্তু, শুন্য হাতে ফিরিয়ে দিও না 😓

  :- 38From : খুজে পেলে পরিচয় দিবTo:Crush(নাম জানি না)আজ দুপুরের দিকে (শেরপুর,খওয়ার পার, সি এন জি স্ট্যান্ড) এর ঐখানে দা...
24/02/2024

:- 38

From : খুজে পেলে পরিচয় দিব

To:Crush(নাম জানি না)

আজ দুপুরের দিকে (শেরপুর,খওয়ার পার, সি এন জি স্ট্যান্ড) এর ঐখানে দাঁড়িয়ে ছিল| কেউ চিনলে দয়া করে জানাবেন | যিনি উনাকে খুঁজে বের করতে পারবে তার কাসে সারাজীবন ক্রিতজ্ঞ থাকবো | প্রথম দেখাতেই পাগল হইয়ে গেছি এখন বুঝতে পারছি না কুথায় খুজে পাব উনাকে তাই এইখানে সবার কাছে সাহায্য চাইতেসি | কেউ চিনলে কমেন্টে জানাবেন plzzzzzz...

ইতি,
তোমার জন্য অপেক্ষায়🌹

Address

Baipail

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Crushes and Confession's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh Crushes and Confession's:

Videos

Share