Shamim Khan

Shamim Khan study at signature mind Institute

23/06/2023

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৩
পর্ব-১
ফ্রিল্যান্সিং কি? – What is Freelancing

ফ্রিল্যান্সিং মানে মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে নিজের মত স্বাধীনভাবে কাজ করা। বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটি দ্বারা কন্ট্রাক্ট-ভিত্তিক কাজকে বোঝানো হয়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তি নিজেই তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোনো একটি সার্ভিস প্রদান করে থাকেন।

সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি নিজের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেই একাধিক ক্লায়েন্ট এর কাজ করে, তখন ওই কাজকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যে ব্যাক্তি ফ্রিল্যান্স কাজ করেন, তিনিই হচ্ছেন একজন ফ্রিল্যান্সার।

বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রিল্যান্সিং এর কাজগুলো ঘর থেকেই করা যায়। তবে অনেক কাজেক্লায়েন্টের অফিসে গিয়েও কাজ করার প্রয়োজন হতে পারে। ফ্রিল্যান্স এর জন্য ক্লায়েন্টরা কাজ আউটসোর্স করিয়ে থাকেন।

20/06/2023

আসসালামু আলাইকুম ভাই/বোনেরা।

সর্বপ্রথম সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনাদেরকে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু ট্রিপস দেয়ার কথা ছিল। আমার ব্যক্তিগত কিছু কারণে পেইজে এক্টিভ থাকতে পারি নাই। তাই আর কোন পোস্ট করা হয় নাই। ইনশাআল্লাহ এখন থেকে আবার পেইজে আপনারা পোস্ট পাবেন।

আর একটা বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে "ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২২ " এর আলোকে কিছু বিষয় তুলে ধরার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন পেইজে এক্টিভ না থাকায় তা হয়ে উঠে নি। তাই এখন আবার এই বিষয়ে "ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৩" দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2022ফ্রিল্যান্সিং শব্দটি আমরা এখন প্রায় শুনে থাকি। কিন্তু এই ফ্রিল্যান্সিং আসলে কি সেটা আমরা ...
25/05/2022

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2022

ফ্রিল্যান্সিং শব্দটি আমরা এখন প্রায় শুনে থাকি। কিন্তু এই ফ্রিল্যান্সিং আসলে কি সেটা আমরা অনেকেই জানি না। এক কথায় ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত ও স্বাধীন পেশা। আপনার যদি ঘরে বসে ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে হবে? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? কিভাবে কাজ করবেন? এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে।

আমরা যারা চাকরিজীবী তারা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি প্রতিদিন কাজ করি। আর আমাদের এই কাজ প্রত্যেকদিন একই সময়ে করতে হয়। এভাবে প্রতিদিন কাজ করার ফলে আমাদের মধ্যে একঘেয়েমি চলে আসে। আমরা যারা স্বাধীন চিন্তাধারার মানুষ তারা এই একঘেয়েমি থেকে বের হতে চাই। তাই আমরা অন্য কোন পেশার খোঁজ করি। আমাদের স্বাধীন চিন্তাধারার মানুষদের জন্য ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা। যেখানে আমরা আমাদের নিজেদের একঘেয়েমি কাটাতে পারব এবং নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হব।

তাই আমি আপনাদের মাঝে ফ্রিল্যান্সিং সম্পর্কে পর্ব হিসেবে কিছু বিষয় বিস্তারিত তুলে ধরব। যাতে আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পান। ফ্রিল্যান্সিং করে আপনাদের চাহিদা এবং দেশের মাথাপিছু আয় বৃদ্ধি করতে পাবেন।

আসুন দেখে নেয়া যাক ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২২ পর্ব গুলোতে কি কি থাকছে।

১ম পর্ব : ফ্রিল্যান্সিং কি? | What is freelanceing?
২য় পর্ব : ফ্রিল্যান্সিং কেন করবেন?
৩য় পর্ব : ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?
৩:১ বেসিক নলেজ।
৩:২ ইন্টারমিডিয়েড নলেজ।
৪র্থ পর্ব : ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ?
৫ম পর্ব : ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন?
৬ষ্ঠ পর্ব : ফ্রিল্যান্সিং ওয়েবসাইট /মার্কেটপ্লেস
৭ম পর্ব : ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো?
৮ম পর্ব : ফ্রিল্যান্সিং শেখার বই


 #লগডাউনে_ঘরে_বসে_অনলাইনে_ক্যারিয়ার_গঠন শেষ পর্বলেখক : শামিম খান আসাল্লামল্লাইকুম,,, বর্তমান পৃথিবীতে প্রতিটি মানুষের জী...
04/07/2021

#লগডাউনে_ঘরে_বসে_অনলাইনে_ক্যারিয়ার_গঠন
শেষ পর্ব
লেখক : শামিম খান

আসাল্লামল্লাইকুম,,,
বর্তমান পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনধারণের জন্য অনলাইন পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানব জীবনের উপর করাল থাবার মত নেমে এসেছে কোভিড (COVID) মহামারীর প্রকোপ।এই অবস্থায় শারীরিক দূরত্ব যেখানে মুক্তির পথ, বাড়িতে বসে অনলাইনে অর্থ উপার্জন করাই সুস্থ জীবনযাপনের একমাত্র উপায় হয়ে উঠেছে।

ফ্রিল্যান্সিং

আমরা Freelancing সম্পর্কে প্রত্যেকেই কমবেশি শুনেছি বা পড়েছি। তবে এই কাজের প্রণালী বা গঠন সম্পর্কে বিশেষ ধারণা বহু মানুষেরই নেই। তাই আমাদের প্রথমে এই কাজটির সম্পর্কে জানতে হবে।

Freelancing হল কোনো একজন স্বাধীন উদ্যোক্তার নির্দিষ্ট কাজ, যিনি কোনো একটি নির্দিষ্ট কোম্পানির অধীন নয়, শুধুমাত্র নিজের কাজ বিভিন্ন কোম্পনিতে একই সময়ে প্রদান করে উপার্জন করতে পারেন। তিনি কোনো কোম্পানির স্থায়ী কর্মচারী হিসেবে নিযুক্ত নন। তাঁর কাজের জন্য আলোচনা সাপেক্ষ পূর্বনির্ধারিত সময়সীমা ও পারিশ্রমিকের চুক্তির ভিত্তিতে তিনি কাজ করেন। অর্থাৎ ঘরে বসে উপার্জনের একটি কার্যকর পেশা এই Freelancing.

যে সকল সর্বাধিক বেতনের Freelancing, যা আপনি বাড়ি থেকে করতে পারেন সেগুলি হল,

১. ভিডিও ক্রিয়েটিং এবং এডিটিং (Video Creating and Editing)

২. ভিডিও মার্কেটিং (Video Marketing)

৩. ফ্রিল্যান্স রাইটিং (Freelance Writing)

৪. কপিরাইটিং (Copy Writing)

৫. SEO বিশেষজ্ঞ

৬. সম্পাদনা এবং Proof Reading

৭. গ্রাফিক ডিজাইন (Graphic Design)

৮. সেলসফোর্স অ্যাডমিনিস্ট্রেশন। (Salesforce administration)
এইসব বিষয়ের ওপর দক্ষতা থাকলে একজন মানুষের পক্ষে অনলাইনে আয় করা সম্ভব।

এই ফ্রিল্যান্সিং করে অনেক মানুষ আজ স্বাবলম্বী হয়েছেন। নিজের স্বপ্ন পূর্ণ করতে সক্ষম হয়েছে।

আপনি যদি আপনার স্বপ্নগুলো বাস্তব রূপে দেখতে চান তাহলে আর দেরি কেন এখনি লেগে পরুন ফ্রিল্যান্সিং এ।

যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছু তারা যোগাযোগ করুন এই লিংকে: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfSazTlU5En0qgiLmGnndVNmwqH5LU9jdRvOteTHuCNaKv3Mg/viewform?usp=pp_url

 #লগডাউনে_ঘরে_বসে_অনলাইনে_ক্যারিয়ার_গঠন। পর্ব:২লেখক : শামিম খান আসাল্লামল্লাইকুম,,, আপনারা সবাই জানেন যে করোনা মহামারিতে...
03/07/2021

#লগডাউনে_ঘরে_বসে_অনলাইনে_ক্যারিয়ার_গঠন।
পর্ব:২
লেখক : শামিম খান

আসাল্লামল্লাইকুম,,,
আপনারা সবাই জানেন যে করোনা মহামারিতে আমাদের দেশের অনেক মানুষ তাদের কর্ম হারিয়ে আজ তারা অসহায়।অপর দিকে লগডাউনের কারণে মানুষ আজ গৃহ বন্দি হয়ে আছে।এই লগডাউনে মানুষ চাইলে ঘরে বসে অনলাইনে আয় করতে পারে।

আবার আমাদের বাংলাদেশে চাকুরীর বাজার খুবই নাজুক অবস্থায় আছে। বিশাল শিক্ষিত জনগোষ্ঠী বেকার জীবন-যাপন করছে আমাদের এই দেশে। যে পরিমান জনশক্তি গড়ে উঠছে সেই পরিমান কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না।

ফলে বিশাল শিক্ষিত বেকার জনগোষ্ঠী সৃষ্টি হচ্ছে আমাদের দেশে। আমরা ইচ্ছে করলে হঠাৎ করেই এই বিশাল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থান করতে পারবো না বা হুট করে করাও সম্ভব না।

ফলে ক্ষুধা লাগলে পূর্ণিমার চাঁদ যেমন ঝলসানো রুটি মনে হয় তেমন করেই এত এত শিক্ষিত বেকারের দেশে বিকল্প পেশা বা আয়ের পথ হিসেবে ফ্রিল্যান্সিং /আউটসোর্সিং বা অনলাইন পেশা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সত্যিকার অর্থেই ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং বা অনলাইন পেশায় বাংলাদেশ বেশ ভাল করছে এবং এই খাতের সম্ভাবনাও বিশাল।

ফ্রিল্যান্সিং/আউটসোসিং বা অনলাইন পেশায় যেমন বিশাল সম্ভাবনা আছে তেমনি এই বিষয় নিয়ে প্রচুর ভুল ধারনার পাশাপাশি যথাযথ গাইড লাইনের অভাবে অনেক মানুষ আর্থিকভাবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

কিভাবে এই আর্থিক বা মানসিক ক্ষতি থেকে দূরে থেকে এই সেক্টরে নিজেকে মেলে ধরতে হবে সেই বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করবো।

প্রথমেই আপনাকে বিশ্বাস রাখতে হবে কোন কাজেই খুব সহজে সফলতা আসেনা। যেকোন কাজে সফলতার দ্বারপ্রান্তে আমাদের পৌঁছাতে হলে অবশ্যই পরিকল্পনা অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে যেতে হয়।

অনলাইন ক্যারিয়ারের বিষয়টা অন্য সকল ক্যারিয়ারের মতই তবে তুলনামূলকভাবে আরো সুন্দরভাবে ভেবে-চিন্তে পরিকল্পনা করে শুরু করা উচিত।

01/07/2021

#লগডাউনে_ঘরে_বসে_অনলাইনে_ক্যারিয়ার_গঠন।
পর্ব-১
লেখক : শামিম খান

আসাল্লামল্লাইকুম,,
বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাস এর প্রকোপ শুরু হওয়ার পর থেকে লকডাউন শব্দটির সাথে আমরা ভাল ভাবে পরিচিত হয়েছি। কিন্তু এই লকডাউন এর অভিজ্ঞতা আমাদের জন্য খুবই বিরক্তির হয়ে দাঁড়িয়েছে। ঘরে বসে, টিভি দেখে , গেইম খেলে আর কত সময় কাটাবেন? ফেসবুকই বা আর কতক্ষণ চালানো যায়! তাই আপনি খুঁজছেন এমন কিছু কাজ যা বাসায় বসে বসে করতে পারেন। যা দিয়ে আপনার ক্যারিয়ার উন্নত হয়।

লকডাউনের কারণে কিন্তু অনেকেরই আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। তাদের জন্য এখন অনলাইনে আয়ের মাধ্যম খুঁজে বের করা জরুরি। আর অন্যরাও কিছু এক্সট্রা ইনকাম করতেই পারেন এই সময় ঘরে বসে। অনেক অপশন আছে এখন ঘরে বসে অনলাইনে আয় করার। এই লকডাউনে অনকেই অনলাইন ব্যবসা শুরু করেছেন বিভিন্ন প্লাটফর্মে। ঘরে তৈরি খাবার থেকে শুরু করে, নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন। অনলাইনে ক্রেতার ও এখন অভাব নেই। অনলাইন ব্যবসা ছাড়াও আছে ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইউটিউবিং, অনলাইন টিউশন সহ আরো অনেক কিছু। আপনার সাধ্যের মধ্যে আছে এমন কাজ করে অনলাইনে আয় করার চেষ্টা করতে পারেন।

এছাড়াও অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কাজ করার বিষয়টি সবচেয়ে জনপ্রিয়। বিভিন্ন ফ্রিল্যান্সারের দক্ষতার ওপর ভিত্তি করে ফ্রিল্যান্স কাজের সুযোগ দেয় কয়েকটি ওয়েবসাইট। সেখানে অ্যাকাউন্ট খুলে দক্ষতা অনুযায়ী কাজের জন্য আবেদন করতে হয়। কাজদাতা তাদের প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করে ফ্রিল্যান্সারকে কাজ দেয়।

27/06/2021

আসাল্লামল্লাইকুম,,
আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকে আমরা জানবো কি?

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় ।ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে ব্যবসায় সফলতার জন্য আগে আমাদেরকে জানতে হবে Digital Marketing কি? অল্প কথায় Digital Marketing হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে।

Address

Baghaichhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Baghaichhari

Show All