আমাদের গ্রাম

আমাদের গ্রাম "পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।"

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১...
20/12/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================

১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================

১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================

১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================

১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================

১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================

কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।

কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা

উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।

আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে।

যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট
CS/RS

স্বাস্থ্যকর খাবার
19/12/2024

স্বাস্থ্যকর খাবার

গাড়ির নাম্বার প্লেটের বর্ণমালা ও তাদের ক্যাটাগরি:প্রতিটি গাড়ির নাম্বার প্লেট অনেকটা একইরকম দেখতে হলেও সেগুলোর নাম্বার আল...
22/11/2024

গাড়ির নাম্বার প্লেটের বর্ণমালা ও তাদের ক্যাটাগরি:

প্রতিটি গাড়ির নাম্বার প্লেট অনেকটা একইরকম দেখতে হলেও সেগুলোর নাম্বার আলাদা। সাদা এবং সবুজ এই দুই রঙের নাম্বার প্লেট আছে। সাদা রঙের নাম্বার প্লেট ব্যক্তিগত গাড়িতে এবং সবুজ রঙ ভাড়ায় চালিত যানবাহনে ব্যবহার হয়। যেমন- ঢাকা মেট্রো- গ ৪৫-৭৬৫৯, ঢাকা মেট্রো- খ ৩১-২৫০২ ইত্যাদি। এখানে "ঢাকা মেট্রো" বলতে বোঝানো হয়েছে, গাড়িটি ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন। পরবর্তী ‘৪৫’ হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং ‘৭৬৫৯’ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার।

#নাম্বার প্লেট লেখার ফরম্যাট:
ক্যাটাগরি অনুসারে গাড়ির নাম্বার নির্ধারণ করার জন্য বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি) কর্তৃক একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। ফরম্যাটটি হল:
- শহরের নাম
- গাড়ির ক্যাটাগরি
- গাড়ির নাম্বার

এই ফরম্যাটের মাঝের অংশে গাড়ির ক্যাটাগরি বুঝাতেই বাংলা বর্ণগুলো ব্যবহার করা হয়ে থাকে।

#গাড়ির ২১টি ক্যাটাগরি:
1. ক: প্রাইভেটকার, ৮০০ সিসি
2. খ: প্রাইভেটকার, ১০০০-১৩০০ সিসি
3. গ: প্রাইভেটকার, ১৫০০-২০০০ সিসি
4. ঘ: এসইউভি, ক্রসওভার
5. চ: ব্যক্তিগত এমপিভি, ভ্যান (মাইক্রোবাস)
6. ছ: ভাড়ায় চালিত ভ্যান বা মাইক্রোবাস (সবুজ রঙের নাম্বার প্লেট)
7. জ: ছোট বাস বা মিনিবাস
8. ঝ: বড় বাস বা কোস্টার বাস
9. ট: ট্রাক
10. ঠ: কমার্সিয়াল ডাবল কেবিন পিকআপ ট্রাক
11. ড: মাঝারি সাইজের ট্রাক
12. ন: ছোট পিকআপ
13. প: ট্যাক্সি ক্যাব
14. ভ: ২০০০ সিসির অধিক ব্যক্তিগত গাড়ি
15. ম: পণ্য পরিবহন ও ডেলিভারি পিকআপ
16. দ: প্রাইভেট বা নিজস্ব সিএনজি
17. থ: ভাড়ায় চলিত সিএনজি
18. হ: মোটরবাইক (৮০-১২৫ সিসি)
19. ল: ১৩৫ সিসির অধিক মোটরবাইক
20. ই: ভটভটি টাইপের ছোট ট্রাক
21. য: প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি

রাসেল'স ভাইপার সাপ সম্পর্কে কিছু ভুল ধারণা।তথ্য: ড. আব্দুল্লাহ আবু সাঈদ, সমন্বয়ক ও গবেষক, বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টার,...
21/06/2024

রাসেল'স ভাইপার সাপ সম্পর্কে কিছু ভুল ধারণা।

তথ্য: ড. আব্দুল্লাহ আবু সাঈদ, সমন্বয়ক ও গবেষক, বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টার, চট্টগ্রাম।

ফ্যাক্টচেক: টিম বিজ্ঞানপ্রিয়।

রাসেল ভাইপারঃএই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম...
15/06/2024

রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।

এই সাপ দেখতে অনেকটা অজগর সাপের মত কিন্তু রাসেল ভাইপার সাপ অনেক বিষধর এবং খেয়াল করে দেখলে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় যেমন অজগর সাপের উপরের দাগগুলি অনেকটা ডোরাকাটা থাকে আর রাসেল ভাইপার সাপের উপরের ত্বকে ছোপছোপ গোল গোল দাগ থাকে।

পশুর ওজন জানুন সহজে।
11/06/2024

পশুর ওজন জানুন সহজে।

--একদিন হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আলী (রাঃ) কে বলেছিল "ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতিরাতে করবে"১..৪ হাজার দিনার সদকা করব...
07/06/2024

--একদিন হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আলী (রাঃ) কে বলেছিল "ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতিরাতে করবে"
১..৪ হাজার দিনার সদকা করবে।
২..একটি কুরআন খতম করবে।
৩..জান্নাতের মূল্য পরিশোধ করবে।
৪..দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাইলে সেই রাগ ভাঙ্গিয়ে তাদেরকে খুশি করে তুলবে।
৫..একবার হজ্জ করবে, তারপর ঘুমাতে যাবে।
---হযরত আলী (রাঃ) তখন বললেন "হে রাসূলুল্লাহ! এটা তো মনে হচ্ছে অসম্ভব,আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো?

--তখন হযরত মুহাম্মদ (সাঃ) বললেন:

১.. "সূরা ফাতিহা ৪বার পড়লেই চার হাজার দিনার সদকা করার সমপরিমাণ সাওয়াব পাবে"

২.. "সূরা ইখলাস ৩বার পড়লে একটি কুরআন খতমের সাওয়াব পাবে"

৩.. "তিনবার যেকোনো একটি দরুদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মুল্য পরিশোধ করার সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে। যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"

৪.."যেকোনো ইস্তাগফার বা আস্তাগফিরুল্লাহ ১০বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সাওয়াব পাবে"

৫.."সর্বশেষ কালেমা শাহাদত চারবার পাঠ করলে একটি হজ্জ সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে"

সুবাহানাল্লহ,,,
হে আমাদের রব সবাই কে এই আমল গুলো করার তৌফিক দান করুন,,, আমিন।

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?➥১. পর্চা বা খতিয়ান। ➥২. দলিল। ➥৩. ম্যাপ বা নকশা।এই ডকুমেন্টগুলো ছাড়া ...
18/05/2024

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ পাবেন

With Obyadullah – I just got recognized as one of their top fans! 🎉
17/05/2024

With Obyadullah – I just got recognized as one of their top fans! 🎉

12/05/2024
07/05/2024

বাংলাদেশ ভূমি পরিমাপের আদর্শ এককসমূহ
Calculation of area of land in Bangladesh



# Formula of P**i, Bigha and Decimal:

1 P**i = 1 Bigha = 33 Decimal
1 Decimal = 1 Shotangsho (Shotok) = 435.6 Sq Feet (approx)
1 Kattah (or Cottah) = 1.65 Shotangsho (approx)
1 Katha = 165 Ojutangsho (approx)

1 Shotangsho = 100 Ojutangsho
1 Katha = 720 Sq Feet (approx)
20 Katha = 1 Bigha
3 Bighas = 1 Acre approx. (1600 square yards)
4 Kora = 1 Gonda
20 Gonda = 1 Kani
80 Kora = 1 Kani
120 Decimal = 1 Kani

# Formula of Square Feet and Kani:

17280 Square Feet = 1 Kani
1619 Square Meter = 1 Kani
40000 Square Links = 1 Kani
7680 Square Hat = 1 Kani
1936 Bargogoz = 1 Kani
40 Acore = 1 Kani

# Formula of 8 Hat nol :

12 Nol * 10 Nol = 120 Bargonol

Kani and Gonda as square feet:

17280 Square Feet = 1 Kani = 20 Gonda ( Measurement of 8 Hat nol )
864 Square Feet = 1 Gonda = 4 Kora
216 Square Feet = 1 Kora = 3 Kransti/Kontho
72 Square Feet = 1 Kransti = 20 Til
3.6 Square Feet = 1 Til

# Formula of Square Feet and Acore:

1 Chain = 66 Feet
10 Square Chain = (66*660) or 1 Acore = 43560 Square Feet
1 Acore or 100 Shotok = 43200 Square Feet

# Formula of Square Link, Acore and Shotok:

1 Chain = 100 Link, So 1 Square Chain = 100*1000 =100,000 Square Link = 1 Acore
1 Acore Or 100 Shotok = 1,00,000 Square Link
1 Shotok = 1,000 Square Link
100 Link = 66 Feet

# Formula of Kani and Gonda as Square Link:

1 Kani Or 20 Gonda = 40,000 Square Link
1 Gonda Or 4 Kora = 2000 Square Link
1 Kora Or 3 Kanti = 500 Square Link
1 Kranti Or 20 Til = 160.66 Square Link
1 Til = 8.33 Square Link

# Formula of 8 Hat Nol as Square Hat:

1 Kani Or 20 Gaz/Yard = 7680 Bargo Hat
1 Gonda Ot 4 Kora = 384 Bargo Hat
1 Kora Or 3 Kanti = 96 Bargo Hat
1 Kranti Or 20 Til = 32 Bargo Hat
1 Til = 1.6 Bargo Hat

# Formula of Kani and Gondar fo 8 Hat Nol as Square Feet:

1 Kani Or 20 Gonda = 17280 Square Feet
1 Gonda Or 4 Kora = 864 Square Feet
1 Kora Or 3 Kontho/Kranti = 216 Square Feet
1 Kontho Or 6 Donto = 72 Square Feet
1 Dondho Or 7 Dhul = 12 Square Feet
1 Dhul Or 30 Renu = 1.71 Square Feet
1 Renu = 0.057 Square Feet

# Formula of Kani and Gondar as Bargo Gaz/Yard:

1 Kani Or 20 Gonda = 1936 Bargo Gaz (Square Yard)
1 Gonda Or 4 Kora = 96.8 Bargo Gaz (Square Yard)
1 Kora Or 3 Kranti = 24.2 Bargo Gaz (Square Yard)
1 Kranti Or 20 Til = 8.06 Bargo Gaz (Square Yard)
1 Til = 0.40 Bargo Gaz (Square Yard)

# Formula of Kani and Gondar as Square Meter:

(40.47 * Meter * 39.67 = 1605 Square Meter)
1 Kani Or 20 Gonda = 1605 Square Meter
1 Gonda Or 4 Kora = 80.25 Square Meter
1 Kora Or 3 Kranti = 20.06 Square Meter
1 Kranti Or 20 Til = 6.68 Square Meter
1 Til = .334 Square Meter

# Formula of Acore and Shotok:

Length 10 Chain * Width 1 Chain = 10 Square Chain = 1 Acore
1 Chain = 66 Feet = 44 Hat = 22 Gaz/Yard = 20.12 Meter = 792 Inchi = 100 Link
1 Acore = 10 Square Chain
1 Acore = 100 Shotok
1 Acore = 43560 Square Feet
1 Acore = 19360 Square Hat
1 Acore = 4840 Borgo Gaz (Square Yard)
1 Acore = 4047 Square Meter
1 Acore = 1,00,000 Square Link
1 Acore = 3 Bigha 8 Chotak
1 Acore = 60.5 Kattah
1 Acore = 2 Kani 10 Gonda (Accoding to 40 Shotok Kani)
1 Acore = 432.6 Square Feet
1 Acore = 1 Gonda

# Formula of Acore and Shotok as Square Link:

1 Chain = 100 Link
1 Square Chain = 100 * 1000 = 1,00,000 Square Link = 1 Acore
1 Acore Or 100 Shotok = 1,00,000 Square Link

# Formula of Acore and Shotok as Square Feet:

1 Chain = 66 Feet
10 Square Chain = 66 * 66
Or 1 Acore Or 100 Shotok = 43569 Square Feet
1 Shotok = 435.6 Square Feet

# Formula of Kani and Gonda as Acore and Shotok:

1 Shotok = 435.6 Square Feet
1 Kani Or 40 Shotok = 435.6 * 40 = 17424 Square Feet
1 Kani Or 20 Gonda = 17424 Square Feet
1 Gonda Or 4 Kora = 871.2 Square Feet
1 Kora Or 3 Kranti = 217.8 Square Feet
1 Kranti Or 20 Til = 72.6 Square Feet
1 Til = 3.63 Square Feet

# Formula of Acore and Shotok as Borgo Hat:

1 Chain = 88 Hat
10 Square chain = 44 * 440 = 19360 Borgo Hat (1 Acre)
1 Acre Or 100 Shotok = 19360 Borgo Hat
1 Shotok = 193.6 Borgo Hat
40 Shotok Or Kani = 193.6 * 40 = 7744 Square Hat

# Formula of Acore and Shotok as Borgo Gaz/Yard:

1 Chain = 22 Gaz/Yard
10 Square Chain Or 1 Acre = 220 * 22 = 4840 Borgo Gaz (Square Yard)
1 Acre Or 100 Shotok = 4840 Square Gaz
1 Shotok = 48.40 Barogo Gaz
1 Kani Or 40 Borgo Gaz/ Square Yard = 48.40 * 40 = 1936 Bargo Gaz (Square Yard)

# Formula of Acore and Shotok as Square Meter:

1 Chain = 2012 Meter
10 Square Chain Or 1 Acre = 201.2 * 20.12 = 4047 Square Meter
1 Acre Or 100 Shotok = 4047 Square Meter
1 Shotok = 40.47 Square Meter

# Formula of Bigha and Kattah:

1 Bigha = 80 Hat
1 Bigha = 80 * 80 6400 Square Hat
1 Bigha = 20 Kattah
1 Bigha = 33 Shotok
1 Bigha = 33000 Square Link
1 Bigha = 6400 Square Hat
1 Bigha = 1600 Borgo Gaz (Square Yard)
1 Bigha = 14400 Square Feet
1 Bigha = 1338 Square Meter
1 Bigha = 16 Gonda 2 Kora 2 Kranti

# Formula of Bargohat and Bigha:

1 Bigha or 20 Kattah = 6400 Bargohat (Square Hat)
1 Kattah or 16 Chotak = 320 Bargohat (Square Hat)
1 Chotak = 320 Bargohat (Square Hat)

# Formula of Bigha and Kattah:

4 Kak = 1 Kora
4 Kora = 1 Gonda
16 Chotak = 1 Kattah
20 Kattah = 1 Bigha
20 Gonda = 1 Chotak
6 Bigha = 1 Gonda

# Formula of Bigha, Kattah and Hat:

1 Bigha or 20 Kattah = 80 Hat
1 Kattah or 16 Chotak = 4 Hat
1 Chotak or 20 Gonda = .25 Hat
1 Gonda or 4 Kora = .0125 Hat
1 Kora or 4 Kak = .0031 Hat
1 Kak = .0007 Hat

# Formula of Bargolink/Square link, Bigha:

1 Bigha or 20 Kattah = 33000 Bargolink/Square link
1 Kattah or 16 Chotak = 1650 Bargolink/Square link
1 Chotak = 103.125 Bargolink/Square link

# Formula of Bargofut/Square Feet and Bigha:

1 Bigha or 20 Kattah = 14,400 Bargofut/Square feet
1 Kattah or 16 Chotak = 720 Bargofut/Square feet
1 Chotak = 45 Bargofut/Square feet

# Formula of Bargogaz/Square Yard and Bigha:

1 Bigha or 20 Kattah = 1600 Bargogaz/Square yard
1 Kattah or 16 Chotak = 80 Bargogaz/Square yard
1 Chotak = 5 Bargogaz/Square yard

# Formula of Bargometer/Square meter and Bigha:

1 Bigha or 20 Kattah = 1338 Bargometer/Square meter
1 Kattah or 16 Chotak = 66.9 Bargometer/Square meter
1 Chotak = 4.18 Bargometer/Square meter

# Formula of Ayer/ayor and Hector:

1 Hector = 10,000 Bargometer/Square meter
1 Hector = 11960 Bargogaz/Square yard
1 Hector = 2.47 Acre
1 Hector = 100 Ayer
1 Ayer = 28.9 Bigha (Approx)

# Formula of Bargometer/square meter, Ayer and Hector:

1 Hector or 100 Ayer = 10,000 Bargometer/Square meter
1 Ayer = 100 Bargometer/Square meter

# Formula of Shotok, Ayer and Hector:

147.105 Shotok = 1 Hector or 100 Ayer
247.105 Shotok = 1 Ayer

# Formula of Bargohat, Ayer and Hector:

4789.528 Bargohat/Square Hat = 1 Hector
478.39528 Borgohat = 1 Ayer

# Formula of Bargofut, Ayer and Hector:

107639 Bargofut/Square feet = 1 Hector or 100 Ayer
1076.39 Bargofut/Square feet = 1 Ayer

# Formula of Square Yard/ Bargogaz, Ayer and Hector:

11959.882 Gaz/Yard = 1 Hector or 100 Ayer
119.59882 Gaz/Yard = 1 Ayer

# Formula of Bigha, Kattah, Ayer and Hector:

7.47494 Bigha = 1 Hector or 100 Ayer
0.0747494 Bigha = 1 Ayer


@@ More measurement units:

1 Kattah = 1.65 Shotangsho (approx)

1 Kattah = 165 Ojutangsho (approx)

1 Bigha = 33 Shotangsho.

©ULC

21/04/2024

দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ
১। তাড়াহুড়া করে নামায পড়ার কারণে।
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে।
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে।
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে।
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে।
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে।
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে।

*সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ
১। আল কুরআন তিলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের
সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা
ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে।
তিরমিজি (৫৫৬৭৩)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দান করুন, আমিন!
©সংগৃহীত

আরবি ২৯টি বর্ণ। আপনার টাইমলাইনে শেয়ার করে ছড়িয়ে দিন।
29/03/2024

আরবি ২৯টি বর্ণ। আপনার টাইমলাইনে শেয়ার করে ছড়িয়ে দিন।

08/03/2024

রমাদান মাসের জন্য চূড়ান্ত রুটিন!!

সম্ভব হলে এখন থেকেই নিয়মিত রুটিন টা ফলো করতে পারলে আল্লাহর অশেষ রহমতের ভাগিদার হতে পারবো!!
ইনশা'আল্লাহ।

🕕প্রথম কথা: যা-ই ইবাদত করবো অবশ্যই মনোযোগ সহকারে সময় নিয়ে ধীরে-সুস্থে করবো, তাড়াহুড়া করবো না, অর্থ বুঝে নামাজ ও জিকির করবো ইনশা'আল্লাহ!

🕕অবশ্যই দিনে পাঁচবার আযানের জবাব দিবো, আযানের পর বেশি বেশি দোয়া করবো!

🕕সারাদিন কাজের ফাকে অনবরত জিকির-ইস্তেগফার, তাসবীহ, তাহলীল, দরুদ পাঠ করবো!

🕕হারাম! গীবত! পরনিন্দা! হিংসা! শিরক! এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবো! বেশি একাকি অবস্থান করা,খুব কম কথা বলবো!

🕕সামর্থ্য অনুযায়ী দান-সদকা করা,,প্রতি দিন নূন্যতম ১০ টাকা,,আমাদের রাসূল (সাঃ) এতটা দানবীর ছিলেন রমজান মাস আসলে বেশি বেশি দান করতেন, সুবহানাল্লাহ!

🕕অবশ্যই পর্দা মেন্টেইন করতে হবে! কারণ, দাইয়্যুস এর কোনো আমল আল্লাহর আরশে আজিমে পৌছায় না,,নিচেও নামে না মধ্যবর্তী অবস্থানে ঝুলন্ত থাকে,,

🕕অতিরিক্ত Facebook স্ক্রলিং থেকে বিরত থাকবো,, কারণ Facebook ইলম দিচ্ছে ঠিকই, কিন্তু কেড়ে নিচ্ছে আমাদের আমল করার মূল্যবান সময়,,অতিরিক্ত Facebook স্ক্রলিং নামাজের এবং আমল ইবাদতের মনোযোগ শেষ করে দেয়,,

🕕রমাদান এর আগেই সব কাজ কর্ম শেষ করে নেবো ইনশা'আল্লাহ,,রমাদান হচ্ছে আমলের মাস ইবাদতের মাস,, রমাদান আসে আত্মশুদ্ধি করার জন্য,,ইবাদত করার জন্য,,ইফতারে হরেক রকমের আইটেম করার জন্য নয়!

🕕পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবো আওয়াল ওয়াক্তে,,

🕕অযু করে অবশ্যই তাহিয়্যাতুল অযুর নামাজ পড়তে ভুলবো না ইনশা'আল্লাহ,,

🕕ফজরের নামাজ, কোরআন তিলাওয়াত, ইস্তেগফার, তাসবীহ, তাহলীল!

🕕ইশরাকের নামাজ,,
(অত:পর কিছুক্ষণ ঘুমাবো)

🕕কোরআন তিলাওয়াত (অর্থ বুঝে পড়বো ইনশা'আল্লাহ)!

🕕যোহর নামাজ সুন্নত সহ পড়তে হবে,,

🕕কোরআন তিলাওয়াত ১-২ পারা যত বেশি পড়া যায় পড়বো,,কেননা পিরিয়ড এর কারণে পিছিয়ে যেতে হয়! তাই যত বেশি পড়ে রাখা যায়,,

🕕নফল নামাজ (তারাবীহ, তাহাজ্জুদ)!
🕕বেশি থেকে বেশি ইস্তেগফার ও দোয়া!
🕕 পরিবারের সকলের সাথে সাহরী করা!
🕕 পরিবারের সকলের সাথে ইফতার করা!
ইন শা আল্লাহ্!

সংগৃহীত

اَللَّهُمَّ سَلِّمْنـِيْ إِلَى رَمَضَانَ وَسَلِّمْ لِـيْ رَمَضَانَ وَتَسَلَّمْهُ مِنِيْ مُتَقَبَّلاً.

হে আল্লাহ! রমাদ্বান পর্যন্ত আমাকে সহিহ সালামতে রেখো, রমাদ্বানকে আমার জন্য সহিহ সালামতে রেখো, আর আমার থেকে তা কবুল করো,,

- লাতা'ইফুল মা'আরিফ, ১৪৮, ইবনু রজব হাম্বলী رحمه الله
❝হে আল্লাহ! তুমি আমাদের জন্য শা’বান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও।❞
আমিন ইয়া রব।

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের গ্রাম:

Videos

Share