Krishna Katha-কৃষ্ণ কথা

Krishna Katha-কৃষ্ণ কথা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishna Katha-কৃষ্ণ কথা, Media, Bagerhat.

★ শাখা কাহিনী ★🙏🏼🙏🏼🙏🏼🙏🏼জানেন কি সনাতন ধর্মে বিবাহিত নারীদের কখন থেকে শাঁখা ব্যবহারের প্রচলন হয়?শাস্ত্রমতে একবার দেবসভায়...
23/04/2022

★ শাখা কাহিনী ★

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

জানেন কি সনাতন ধর্মে বিবাহিত নারীদের কখন থেকে শাঁখা ব্যবহারের প্রচলন হয়?

শাস্ত্রমতে একবার দেবসভায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে শিব-পার্বতীও আমন্ত্রিত হন। কিন্তু পার্বতীর কাছে অনুষ্ঠানে পরার মতো কোনো অলংকার ছিল না।

তিনি পড়লেন মহাসংকটে। স্বর্গলোকের সকল দেবীর দেহে যেখানে অলংকার শোভা পাবে, সেখানে তিনি নিরাভরণ বেশে যান কেমন করে? বিব্রত শিব বিশ্বকর্মার কাছে সহায়তা চাইলেন।

কিন্তু বিশ্বকর্মা শিবকে জানালেন যে, পৃথিবীর সব রত্ন আগেই আহৃত হয়েছে এবং সেসব রত্নের অলংকার পরেই দেবীরা স্বর্গলোকের অনুষ্ঠানে যাবেন। একমাত্র সিন্ধুতলের শঙ্খই অবশিষ্ট আছে, যা দিয়ে তিনি পার্বতীর জন্য উৎকৃষ্ট অলংকার তৈরি করে দিতে পারবেন।

অগত্যা শিব তাতেই রাজি হলেন। পার্বতী যখন শঙ্খ-অলংকার পরে দেবসভায় গেলেন, তখন শঙ্খের উজ্জ্বল শুভ্র আলোয় দেবীদের রাশি রাশি মণিমাণিক্য ম্লান হয়ে গেল। তখন থেকেই বিবাহিতা হিন্দু নারীর শ্রেষ্ঠ অলংকার হলো একজোড়া শাঁখা।
🌿 ওঁ নমঃ শিবায় 🌿

🌼🌼পঞ্চতত্ত্ব পরিচয়🌼🌼গৌড়ীয় বৈষ্ণবধর্মমতে, পঞ্চদশ শতকে এই পৃথিবীতে ঈশ্বর স্বয়ং (কৃষ্ণ) পাঁচটি অবতারে প্রকাশ হয়েছিলেন ...
15/04/2022

🌼🌼পঞ্চতত্ত্ব পরিচয়🌼🌼
গৌড়ীয় বৈষ্ণবধর্মমতে, পঞ্চদশ শতকে এই পৃথিবীতে ঈশ্বর স্বয়ং (কৃষ্ণ) পাঁচটি অবতারে প্রকাশ হয়েছিলেন তাকেই বলা হয় পঞ্চতত্ত্ব। এরা হলেন চৈতন্য মহাপ্রভু,নিত্যানন্দ,অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর।

পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম্।
ভক্তিবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম্।।

🙏(১) ভক্তরূপে - স্বয়ং শ্রীগৌরাঙ্গ।
🙏(২) ভক্তস্বরূপ - শ্রী নিত্যানন্দ।
🙏(৩) ভক্তাবতার - শ্রী অদ্বৈত আচার্য।
🙏(৪) ভক্তশক্তি - শ্রীগদাধর।
🙏(৫) ভক্তাখ্য বা শুদ্ধভক্ত - শ্রীবাসাদি।

শ্রীগৌরাঙ্গ প্রথম তত্ত্ব বুঝিতেই হয়।
নিত্যানন্দ তাঁর পরে সদা মনে রয়।।
তৃতীয়তে শ্রীঅদ্বৈত তত্ত্ব বুঝ সবে।
গদাধর পণ্ডিতেরে চতুর্থ ধরিবে।।
শ্রীবাস পঞ্চতত্ত্ব নাহি কেহ আর।
কেশবের পঞ্চতত্ত্ব ইহা জেন সার।।

🌻পঞ্চতত্ত্ব ভগবান কি জয়🌻

বছরের প্রথম দিন,"হরে কৃষ্ণ " নাম  দিয়ে শুরু হোক সবার জীবন।।👉শুভ নববর্ষ ১৪২৯👈 হে কৃষ্ণ সারা জীবন যেনো তোমার নাম স্মরণ করত...
15/04/2022

বছরের প্রথম দিন,"হরে কৃষ্ণ " নাম দিয়ে শুরু হোক সবার জীবন।।
👉শুভ নববর্ষ ১৪২৯👈
হে কৃষ্ণ সারা জীবন যেনো তোমার নাম স্মরণ করতে পারি আশীর্বাদ করো🙏🙏🙏
"জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৌত গদাধর শ্রীবাসাধী গৌর ভক্ত বৃন্দ "
"❣️হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ❣️"

Address

Bagerhat

Telephone

01919781954

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishna Katha-কৃষ্ণ কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishna Katha-কৃষ্ণ কথা:

Share

Category