Munni Khatun

Munni Khatun I Hate Love

কখনো ছেড়ে যাবো না বলা মানুষ টা একদিন সবার আগে ছেড়ে চলে যায় 🥺
03/03/2025

কখনো ছেড়ে যাবো না বলা মানুষ টা একদিন সবার আগে ছেড়ে চলে যায় 🥺

20/02/2025

আসসালামু আলাইকুম

হজরত আবু হুরায়রা রা. থেকে
বর্ণিত, তিনি বলেন, নবী সা. বলেছেন, 'কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইলম ওঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে।

ফিতনা প্রকাশ পাবে, হারজ বৃদ্ধি
পাবে। (হারজ অর্থ খুনখারাবী) তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে ।
(বুখারি, শরীফঃ- ৯৭৯)

এ ছাড়াও কিয়ামতের আগে মানুষের
মধ্যে যে ৫৬ আচরণের প্রকাশ ঘটবে।

১. নামাজের প্রতি মানুষের গুরুত্ব
থাকবে না।
২. আমানতের খেয়ানত করবে।
৩. সুদের লেনদের করবে।
৪. মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে।
৫. সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে।
৬. উচু উচু ভবন নির্মাণ করবে।

৭. আত্মিয়তার সর্ম্পক ছিন্ন করবে।
৮. ইনসাফ উঠে যাবে।
৯. জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে।

১০. তালাক বেড়ে যাবে।
১১. আকস্মিক মৃত্যু বেড়ে যাবে।
১২. সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে।

১৩. দুর্নীতি পরায়ন মানুষদের সেবক
মনে করা হবে।
১৪. অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে।
১৫. লোকেরা সন্তান নেয়া বন্ধ করে দিবে।
১৬. নীচ লোকেরা সম্পদশালী হবে।

১৭. ভদ্রলোকেরা নিষ্পষিত, লাঞ্চিত হবে।
১৮. আমানতের খেয়ানত হবে।
১৯. শাসক শ্রেণির লোকেরা অহরহমিথ্যা কথা বলবে।

২০. নেতৃবর্গ জালেম হবে।
২১. আলেম ও কারিগণ বদকার হবে।
২২. স্বর্ণের দামকমে যাবে এবং রুপার দাম বেড়ে যাবে।

২৩. গুনাহের পরিমাণ বেড়ে যাবে।
২৪. জান মালের নিরাপত্তা কমে যাবে।
২৫. শরিয়তের দন্ড বিধি অকার্যকর হবে।
২৬. ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে।
২৭. কোরআন শরিফ সঞ্জিত করা হবে।
২৮. দাসি স্বীয় মুনিবকে ভর্ৎসনা দিবে।
২৯. নিচু শ্রেণির লোকেরা দেশের শাসক বনে যাবে।

৩০. নারী-পুরুষ কাধে কাধ মিলিয়ে কাজ করবে।
৩১. পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে।
৩২. গাইরুল্লাহর নামে শপথ করা হবে।
৩৩. মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে।
৩৪. সম্মানের রেওয়াজ উঠে যাবে।

৩৫. দুনিয়া লাভের আশায় দ্বীন ইলম
শিক্ষা করা হবে
৩৬. আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে।
৩৭. জাতীয় ও রাষ্ট্রিয় সম্পদকে নিজের মনে করা হবে।

৩৮. আমানতের মালকে লুটের মাল
মনে করা হবে।
৩৯.সমাজের নিচ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে।
৪০.সন্তান পিতা-মাতার অবাধ্য হবে।
৪১. বন্ধু বন্ধুর ক্ষতি করবে।

17/02/2025

-আমাকে ভালোবাসতে হলে সারা..! -জীবনের সময় নিয়ে আসবেন...!
-কারণ আমি কাউকে মাঝ রাস্তায়..!
- আর কেউ আমাকে ছেড়ে দিক...
- এটা আমি পছন্দ করি না....!
😇🥰😇

14/02/2025

...🥀অভিমান কমিয়ে যে প্রথম নত হয়
সে সস্তা নয়,, তার কাছে ইগোর চাইতেও
সম্পর্কের প্রয়োরেটি বেশি.... 🥰🥀

13/02/2025

- সেই পুরুষ টা অসম্ভব সুন্দর; যেই পুরুষ'টা নিজের শখের নারীর মেসেজ এর রিপ্লাই ১ সেকেন্ডে দেয়।

- সেই পুরুষ টা অসম্ভব সুন্দর; যেই পুরুষ টা নিজের শখের নারীকে অন্য কোন পুরুষ এর সাথে সামান্য কথা বলতে দেখলেই ফেটে পরে।

- সেই পুরুষ টা অসম্ভব সুন্দর; যেই পুরুষ টা নিজের শখের নারী রাগ করলে তার রাগ ভাঙায়।

- সেই পুরুষ টা অসম্ভব সুন্দর; যেই পুরুষ এর সামনে হাজারো নারী থাকা সত্ত্বেও সে নিজের শখের নারীর চোখ কে বেছে নেয় সারাজীবন তাকিয়ে থাকার জন্য।

- সেই পুরুষ টা অসম্ভব সুন্দর; যে একজন নারীকে সম্মান করতে জানে ভালবাসতে জানে!'😊🌸

05/02/2025

অফিস থেকে ফিরে এসেই দেখি বউ টিভিতে সিরিয়াল দেখছে।
আমি চুপচাপ জামা কাপড় খুলতে খুলতে ওকে বললাম, রান্না করছো?
বউঃ-- হুমমম
আমিঃ-- খেয়েছো?
বউঃ--- তুমি খাইয়ে দিবে না?
আমিঃ--- নামাজ পড়েছো সারাদিনে?
বউঃ--- না পড়তে পারিনি।

কেন নামাজ পড়েনি বললে? নানা রকম মিথ্যা কারন দেখায়। শুনেছি ভালোবাসার মানুষের জন্য উত্তম শাস্তি হচ্ছে ভালোবাসাটুকু কেড়ে নেওয়া। ভালোবাসাটুকু কেড়ে নিলেই, তখন বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিলো। আমিও এখন থেকে তাই করবো।

বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাসার নিচে দোকানে গিয়ে, সিগারেট কিনে ঘরে এসে ধরালাম। সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে বউ লাফিয়ে এলো।
বউঃ-- তুমি সিগারেট খাচ্ছো?
আমিঃ--- হ্যা, তো?
বউঃ---- তুমি না আমাকে প্রমিস করে ছিলে?
আমিঃ--- মিথ্যা ছিলো।
বউঃ ---- সিগারেট ফেলে দাও বলছি!
আমিঃ--- বেশ বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো।
বউঃ---- না আমি খাবো না।
আমিঃ--- খুব ভালো কথা, আমার এক বেলা খাবার বেঁচে যাবে।
বউঃ---- ও তাই না? তা হলে কালই আমি আমার বাপের বাড়ি চলে যাবো।
আমিঃ---- যা না! আটকে রাখছে কে? তুমি গেলে তোমার জায়গায় আরেকটা চলে আসবে।
এখন সর....মুখের সামনে থেকে।

রাগ দেখিয়ে বাসা থেকে চলে আসলাম।
ঘন্টা খানেক পর, আবার রুমে ঢুকে দেখলাম, বউটা বিছানায় শুয়ে কাঁদছে। জানি খায় নি,
আমিও না খেয়ে বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম।

কিছুক্ষণ পর,
আমিঃ--- এই ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না।
বউঃ--- টেবিলের উপর খাবার রাখা আছে। (কাঁদতে, কাঁদতে)
আমিঃ-- তোর ওই জঘন্য রান্না খাওয়া যায়?
আমি সন্ধায় ফেরার সময় হোটেলে খেয়ে এসেছি।

কিছু বললো না। একটু পর বউটা আস্তে করে আমার গায়ে হাত রাখলো, আর বললো-
বউঃ--- কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি?
আমিঃ --- না তোমাকে আর আমার ভালো লাগে না।
বউঃ---- তাহলে আমি কি করবো? মরে যাবো?
আমিঃ---- হ্যা যা, মরে আমাকে উদ্ধার কর।

এবার হয়তো বাড়াবাড়ি হয়ে গেলো। সে জোরে কেঁদে দিলো, কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম।

সকাল বেলায় ওকে ঘুমন্ত অবস্থায় রেখেই অফিসে চলে গেলাম। ৯টার দিকে ফোন করলো-
আমিঃ--- কি হয়েছে? এতো ফোন কিসের?
বউঃ--- নাস্তা না করে চলে গেলে কেন?
আমিঃ---- তোমার হাতের খাবার খেতে আমার বমি আসে বমি। এখানে এসে খেয়েছি। আমার সহকারী মুনতাহা নাস্তা নিয়ে এসেছে।
বউঃ--- ওই মেয়ের সাথে তুমি..........
আমিঃ--- হুমমম, ওকে আমি পছন্দ করি, ভালোবাসি। আর ফোন দিবে না সারাদিনে।

04/02/2025



✰ッ⇘༉༎𝚂𝚙𝙴𝚗𝙳 𝚢𝙾𝚞𝚁 𝚕𝙸𝚏𝙴 𝚒𝙽 𝚝𝙷𝚎 𝙿𝚊𝚃𝚑 𝙾𝚏 𝙰𝚕𝙻𝚊𝙷 𝚊𝙽𝚍 𝚈𝚘𝚄 𝚠𝙸𝚕𝙻 𝙽𝚎𝚅𝚎𝚁 𝚏𝙰𝚒𝙻༊༎⇖💔🌸🤲
🌺🌸🌺⇗༎༊𝐈𝐧𝐒𝐡𝐀 𝐚𝐋𝐥𝐀𝐡༊༎⇖🌺🌸🌺
🌸
🦋
🌸
✰ッ⇘༉༎জীবনটাকে༊আল্লাহর༊রাস্তায়༊ব্যয়༊করো༊কখনো༊ব্যর্থ༊হবে༊না༊༎⇖🥰🌻🌸
🌺🥰🌺⇗༎༊ইনশাআল্লাহ༊༎⇖🌺🥰🌺

-1- ۵ღ❛ 𝕚𝕗 𝕪𝕠𝕦 𝕕𝕠 𝕟𝕠𝕥 𝕦𝕟𝕕𝕖𝕣𝕤𝕥𝕒𝕟𝕕 𝕥𝕙𝕖 𝕗𝕖𝕖𝕝𝕚𝕟𝕘 𝕚𝕟 𝕒 𝕗𝕖𝕨 𝕨𝕠𝕣𝕕𝕤, 𝕨𝕣𝕚𝕥𝕚𝕟𝕘 𝕥𝕙𝕖 𝕖𝕤𝕤𝕒𝕪 𝕒𝕟𝕕 𝕥𝕙𝕖𝕣𝕖 𝕨𝕚𝕝𝕝 𝕓𝕖 𝕟𝕠 𝕡𝕣𝕠𝕗𝕚𝕥-1–🖤🦋—۵ღ❛অল্প ...
04/02/2025

-1- ۵ღ❛ 𝕚𝕗 𝕪𝕠𝕦 𝕕𝕠 𝕟𝕠𝕥 𝕦𝕟𝕕𝕖𝕣𝕤𝕥𝕒𝕟𝕕 𝕥𝕙𝕖 𝕗𝕖𝕖𝕝𝕚𝕟𝕘 𝕚𝕟 𝕒 𝕗𝕖𝕨 𝕨𝕠𝕣𝕕𝕤, 𝕨𝕣𝕚𝕥𝕚𝕟𝕘 𝕥𝕙𝕖 𝕖𝕤𝕤𝕒𝕪 𝕒𝕟𝕕 𝕥𝕙𝕖𝕣𝕖 𝕨𝕚𝕝𝕝 𝕓𝕖 𝕟𝕠 𝕡𝕣𝕠𝕗𝕚𝕥-1

–🖤🦋—۵ღ❛অল্প কথায় যে অনুভূতি বুঝে না তাকে রচনা লিখে দিলে ও 🥀ミ📝❥-༎❛❛কোনো লাভ হবে না_ღ۵༊💔🙂.......💔💝........

01/02/2025

— মৃত্যু একদিন এসে বলবে

𝐘𝐨𝐮𝐫 𝐭𝐢𝐦𝐞 𝐢𝐬...𝐎𝐯𝐞𝐫 𝐥𝐞𝐭'𝐬 𝐠𝐨•😅

—_–

-গুণবতী হেরে যায়    -রূপবতীর কাছে...!-আর রূপবতী হেরে যায়     -মায়াবতীর কাছে...!
30/01/2025

-গুণবতী হেরে যায়
-রূপবতীর কাছে...!
-আর রূপবতী হেরে যায়
-মায়াবতীর কাছে...!

29/01/2025

-যে হাসি নিরবে ব্যথা...!
-লোকাতে জানে...!
-সে হাসি বোঝার ক্ষমতা...!
সবার থাকে না😒

29/01/2025

-শূন্য বিকেলে পূর্ণ তুমি...!
তোমার হাসিতে মুগ্ধ আমি....!

"একরাশ মুগ্ধতায় জরাবেন যাকে,সেও ভুলে যাবে সন্ধ্যা নামার আগে"
27/01/2025

"একরাশ মুগ্ধতায় জরাবেন যাকে,সেও ভুলে যাবে সন্ধ্যা নামার আগে"

27/01/2025

__দেহের শান্তিটা ঔষধের দোকানে থাকলেও"...!!💊
__মনের শান্তিটা কিন্তু আল-কুরআন আছে"...!!📖
_আলহামদুলিল্লাহ, ❤️🌸
⎯͢⎯⃝🩷ヅ🩷

27/01/2025

═❥সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন!!.
❥!!✾-” ভালোবাসার জন্য রূপ না সুন্দর একটা মনের প্রয়োজন🖤🥀═❥

Amin
27/01/2025

Amin

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munni Khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share