Mehedi Sohag

Mehedi Sohag Entrepreneur || Co-Owner || Yellow Chilli

27/12/2024

রাতে Request Accept করছি ,সকালে আমি খাইনি কেন তাই বকা দিচ্ছে 🫣🙆‍♀️
এখন আমার কি করা উচিৎ ?

26/12/2024

বাঁচিনা শীতে আবার ধরে মুতে🥶🫣

💞আমার দৃষ্টিতে দেবদাস মুভি এবং একটি ভালবাসার আত্মকাহিনী🖤 "দীর্ঘদিনের অপেক্ষা, নিখুঁত ভালবাসা এক আকাশসম প্রেমের বিশালতা ন...
26/12/2024

💞আমার দৃষ্টিতে দেবদাস মুভি এবং একটি ভালবাসার আত্মকাহিনী🖤

"দীর্ঘদিনের অপেক্ষা, নিখুঁত ভালবাসা এক আকাশসম প্রেমের বিশালতা নিয়ে দেবদাসের জন্য নিজেকে ধরে রাখা পার্বতীও উপেক্ষিত হয়েছিল।
পুরো সিনেমায় পার্বতীর জন্য কোনো স্ট্যান্ড নিতে দেবদাসকে দেখা যায়নি। পার্বতী এক যুগ অপেক্ষা করেছিল
দেবদাসের ফেরার, এরপর দেবদাসকে নিজের করে পাওয়ার। মাস সেকেন্ড ঘন্টা দিন হিসাব করে রাখার মতো মানুষকেও কখনো সিরিয়াসলি নেয়নি দেবদাস।
রাতের অন্ধকারে দেবদাসের সাথে দেখা করে নিজের গায়ে কলঙ্কও মেখেছিল। এতো এতোবেশি ছোটো হওয়ার পরেও তার চোখেমুখে স্পষ্টত দেখা যেত কখন তার দেবা এসে তাকে বলবে, পারো চল দুনিয়ার সব অপ্রয়োজনীয় অনিয়ম ভেঙে ফেলি।
কিন্তু না!
দেবদাস কোনো নিয়ম ভাঙেনি। শেষ পর্যন্ত পারোকে অন্যের হাতে তুলে দিয়েছিল।
তবে ভুলতেও দেয়নি সেসময় পারোর কপালে একটা দা*গ দিয়েছিল। যাকে দেবদাস কলঙ্ক বলেছিল। পার্বতীকে ভালবাসার দাবি করতো আবার পার্বতীর রূপ সহ্য হয়নি তার।
নিজে হাত ধরে পার্বতীকে অন্য পুরুষের হাতে দিয়ে এসেছিল।
এরপর চন্দ্রমুখীর সাথে তার দেখা হয়েছিল। কিন্তু সে চন্দ্রমুখীর জীবনও নষ্ট করেছে। অবলীলায় চন্দ্রমুখীকে ছেড়ে চলে এসেছিল। ভাগ্য তাকে এবার সুযোগ দিলেও উদাসীনতা তাকে পরাজিত করেছিল।
কি অদ্ভুত! দুই দুইটা নারী নিজের সর্বোচ্চ দিয়েও দেবাকে বুঝাতে পারেনি ভালবাসা কি! শেষ মুহুর্তে চন্দ্রমুখীকে সারাজীবনের বিতৃষ্ণা দিয়ে পারোকে আর একবার জীবনভর ধুকেধুকে ম*রার জন্য পারোর দরজায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
দেবদাস জানতো এই আর বেশি সময় নেই। অথচ পার্বতীর শ্বশুরবাড়ির এলাকাতেও তার বদনাম রটাতে কিছু বাদ রাখেনি। কি দরকার ছিল পারোর দরজায় এসে ম*রার?
যে পারোকে ভালবাসা দিতে পারেনি সেই পারোকে প্রত্যেকটা মুহূর্তে কলঙ্ক আর অপমান ঠিকই দিয়ে গেছে!
এতোবার উপেক্ষিত হওয়ার পরেও যে নারী ভালবাসে সেই নারীকে শেষ মুহুর্তে এমন আফসোস দেবদাসের মতো লোকেরাই দিতে পারে।
কারন তারা সহজে পেয়ে গিয়ে সস্তা মনে করে। শখের হলেও সস্তা মনে করে নিজেও কাছে রাখেনা। আবার অন্যের কাছেও ভাল থাকতে দেয়না।
আমার কাছে দেবদাস সিনেমায় সবচেয়ে বিরক্তিকর চরিত্র ছিল দেবদাস। একজন ভয়ংকর বিনষ্টকারী মানুষ। দেবদাস নিজের শ*ত্রু নিজেই ছিল। আর পার্বতীর জীবনে অভিশাপ।
ভালবাসাকে সে এতোটাই সস্তা মনে করেছিল যেন শুকনো পাতা। ঝড়ে পড়লেও সমস্যা নাই, ডাস্টবিনে ফেলে দেয়া যায়। দেবদাসের শেষ পরিণতি আমাকে কখনো ভাবায়নি, আমাকে ভাবিয়েছে পার্বতীর প্রগাঢ় ভালবাসা, চন্দ্রমুখীর একবুক সাধনা।
দেবদাস সিনেমায় স্পষ্টতই ফুটে উঠেছিল পুরুষ তার স্বেচ্ছাচারীতার সামনে কোনোকিছুরই মূল্যায়ন করেনা। কেয়ারলেস পুরুষ তোমাকে বদনাম দিবে, সম্মান না। "

🖤ভালবাসা সুন্দর🖤


ছু'রি'র আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত মানুষকে বেশি ক্ষত বিক্ষত করে💔🖤
26/12/2024

ছু'রি'র আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত
মানুষকে বেশি ক্ষত বিক্ষত করে💔🖤


পাঁচশত টাকায় দেহ পাওয়ার যুগে,পুরুষ মানুষ আজও এক নারীর জন্য আ ত্ম হ ত্যা করে 😊💔ভালবাসা সুন্দর💞💔🖤
25/12/2024

পাঁচশত টাকায় দেহ পাওয়ার যুগে,
পুরুষ মানুষ আজও এক নারীর
জন্য আ ত্ম হ ত্যা করে 😊💔
ভালবাসা সুন্দর💞💔🖤



🚫সচেতনতামূলক পোস্ট🚫গলি-সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে, ভুল...
25/12/2024

🚫সচেতনতামূলক পোস্ট🚫
গলি-সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে, ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না। এটা একটা ফাঁদ।
মোবাইলের কেসিনের নীচে ম্যাচ (গ্যাস) লাইটারের ছোট্ট লাইট টি জ্বালিয়ে রেখে আপনাকে ফাঁদে ফেলার কৌশল এটি ।
ছিনতাই কারী আশেপাশে অবস্থান করে থাকে।
আপনি মোবাইল উঠানোর জন্য দাঁড়ালে সবর্স্ব ছিনিয়ে নিবে চোখের পলকে,
সাবধান থাকুন, সচেতন হয়ে পথ চলুন।

24/12/2024

লে........মা.......শা........ছং

"বেঁচে থাকা" আর "বাঁচিয়ে রাখা"এই দুটোর মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম হলেও গভীর।একটি হলো জীবনকে উপভোগ করা💞 আরেকটি হলো কেবল দ...
22/12/2024

"বেঁচে থাকা" আর "বাঁচিয়ে রাখা"
এই দুটোর মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম হলেও গভীর।একটি হলো জীবনকে উপভোগ করা💞 আরেকটি হলো কেবল দিন গোনা🖤
আমরা অনেক সময় বুঝতেই পারি না,
জীবনকে আসলে বাঁচছি, নাকি কেবল বাঁচিয়ে রাখছি💔❤️‍🩹


21/12/2024

Best Honey by Yellow Chilli 🌼🐝

🌼🐝💛
20/12/2024

🌼🐝💛

যে আঘাত দেয়,সে কখনো বুঝে না য'ন্ত্র'ণা ঠিক কোথায় হয়!😅💔
14/12/2024

যে আঘাত দেয়,সে কখনো বুঝে না য'ন্ত্র'ণা ঠিক কোথায় হয়!😅💔

ঘটনা বাস্তব🙁🙁বর্তমান পরিস্থিতি🖤🖤
14/12/2024

ঘটনা বাস্তব🙁🙁
বর্তমান পরিস্থিতি🖤🖤

হে যুবক! হতাশার কিছু নেই। এই আবাল যেহেতু সাংবাদিক হতে পেরেছে🤣😁তোমার কপালেও প্রেম হবে, বিয়ে হবে,বাচ্চা হবে💞💕ভেঙে পড়ার কি...
14/12/2024

হে যুবক! হতাশার কিছু নেই।
এই আবাল যেহেতু সাংবাদিক হতে পেরেছে🤣😁
তোমার কপালেও প্রেম হবে, বিয়ে হবে,বাচ্চা হবে💞💕
ভেঙে পড়ার কিছু নেই🖤নিরাশ হইয়ো না💞💕

অভিমান এক অদ্ভুত জিনিস!কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।অভিমানের কারণ খুঁজে সে...
10/12/2024

অভিমান এক অদ্ভুত জিনিস!
কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।

অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর ইচ্ছে ঠিক ক'জনের থাকে? অভিমান টাকে ইগোর কাছে বন্দী করে, কত মানুষ অবলীলায় ছেড়ে যায়।

অভিমান ভাঙ্গানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে, যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময়ের পর তা অভিযোগে রূপ নেয়।

অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙ্গালে কেবলই দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় এতটাই বিছিন্ন হয়ে যায় দু'জন। যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দু মাত্র অনুভূতি থাকে না।

সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়।

যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে, সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়!!🌼🌼🖤🖤


যদি একজন নারী নিজে তোমার কাছে আসেতাহলে তার জন্যপ্রাণ বিসর্জন দেওয়া তোমার দায়িত্বকারণ কোন নারীইএকজন পুরুষের প্রতি ততক্ষ...
09/12/2024

যদি একজন নারী নিজে তোমার কাছে আসে
তাহলে তার জন্য
প্রাণ বিসর্জন দেওয়া তোমার দায়িত্ব
কারণ কোন নারীই
একজন পুরুষের প্রতি ততক্ষণ আগ্রহ নয়
যতক্ষণ না সে তার চোখে
পৃথিবীর সব পুরুষের চেয়েও
তোমাকে আলাদা না দেখে
তার এতোটুকু বিশ্বাস জন্মায়
সে তোমার কাছে আসলে ভালো থাকবে
এবং একটু আদর যত্ন পাবে
যখন এতোটুকু বিশ্বাস তার ভিতর জন্মায়
তখনই সে সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে আসে
একবারও হিসেব করে না
তুমি হাত ছেড়ে দিলে সে কোথায় গিয়ে দাঁড়াবে
কলঙ্কের আঁচড় লাগবে গায়
জেনেও হাত বাড়ায়
কতটা আত্মবিশ্বাসী হয়ে তোমার কাছে আসে
শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য
মায়ার বন্ধনে জড়িয়ে থাকার জন্য
কত মায়া ত্যাগ করে তোমার কাছে ছুটে আসে

কিন্তু তবে এই পথে
কিছু নারী হাসলেও
বেশিরভাগ নারী চোখের জলে ভাসে................🥀

মায়ায় পরা মানুষ কুত্তা র সমান,তাড়িয়ে দিলেও বার বার ফিরে আসে..!😅💔
09/12/2024

মায়ায় পরা মানুষ কুত্তা র সমান,
তাড়িয়ে দিলেও বার বার ফিরে আসে..!😅💔

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Sohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Sohag:

Videos

Share

Category