ভোরের আলো

  • Home
  • ভোরের আলো

ভোরের আলো photography

❤❤❤
02/02/2025

❤❤❤

ফুলের রাজ্যে,,,
01/02/2025

ফুলের রাজ্যে,,,

শরনখোলা
25/01/2025

শরনখোলা

সুন্দরবন,,,
24/01/2025

সুন্দরবন,,,

সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন? যত্ন🙂কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন!কেউ তার কথা শুনবে সেই যত্ন!প্রচন্ড...
19/01/2025

সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন?
যত্ন🙂
কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন!
কেউ তার কথা শুনবে সেই যত্ন!প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দিবে সেই যত্ন🙂

এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয়।
ছুটি নেই, ছাড় নেই,চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের!
এই আগ্রহকে কি যেন বলে?
বোকা একটা নাম আছে এই আগ্রহের!

মায়া!
নিজেকে নিঃষেশ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া"!
অথচ তার জন্যই কারো মায়া হয় না!
কেমন অদ্ভুত না ব্যাপার!💔

পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারো থেকে সব কেড়ে নেয়। 🖤😅
19/01/2025

পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারো থেকে সব কেড়ে নেয়। 🖤😅

বেঁচে থাকতে স্ত্রী কে একটি ঘর উপহার দিন ❤️যদি একটি ঘর দিতে না পারেন তাহলে তাকে মাথা তুলে দাড়াবার সুযোগ অনন্ত করে দিন,তাক...
16/01/2025

বেঁচে থাকতে স্ত্রী কে একটি ঘর উপহার দিন ❤️
যদি একটি ঘর দিতে না পারেন তাহলে তাকে মাথা তুলে দাড়াবার সুযোগ অনন্ত করে দিন,
তাকে স্বাবলম্বী হবার পথ দেখিয়ে দিন। ভালোবাসায় যে মানুষটিকে সবসময় আপনার বুকে জায়গা করে রেখেছেন আপনার অবর্তমানে যেন তাকে পথে গিয়ে দাড়াতে না হয়। আপনার উপস্থিতি যেমন তাকে সাহস,শক্তি দেয় আপনার অনুপস্থিতিও যেন তাকে ভাঙতে না পারে সেটার খেয়াল রাখুন। কারন দিন শেষে সব ছেড়ে আসা মেয়েটি আপনার মুখের দিকেই কিন্তু তাকিয়ে থাকে ,তাকে আগলে রাখুন !❤️!

13/01/2025

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মারাত্নকভাবে এক্সিডেন্ট করলাম। আল্লাহ দরবারে হাজার শুকরিয়া মারাত্মক বিপদ থেকে আমরা বেঁচে ফিরলাম। তরী আম্মু অনেক টা আঘাত পেয়েছে ।ইনশাআল্লাহ আম্মু টা সুস্থ হয়ে যাবে। সবাই দোয়া করবেন।

খুলনা
12/01/2025

খুলনা

08/01/2025
আপনাকে ভেঙ্গে দেবার জন্য হাজার মানুষ থাকবে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে একাই চলতে হবে। নিজেকে এমনভাবে গড়তে শিখুন য...
06/01/2025

আপনাকে ভেঙ্গে দেবার জন্য হাজার মানুষ থাকবে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে একাই চলতে হবে। নিজেকে এমনভাবে গড়তে শিখুন যে যতবার বাধা আসবে ততবার হাসিমুখে মোকাবেলা করুণ, যাতে বাধা দেখলেও আপনাকে ভয় পায়।

ঠান্ডা 🤡🤡🤡
05/01/2025

ঠান্ডা 🤡🤡🤡

এক কাপ শান্তি 😋😚
04/01/2025

এক কাপ শান্তি 😋😚

অপ্রকাশিত দুঃখের ওজন ভীষণ ভারী হয়ে থাকে..!
04/01/2025

অপ্রকাশিত দুঃখের ওজন ভীষণ ভারী হয়ে থাকে..!

পুরুষদের বলছি বাবা মা ভাই বোন আত্নীয় স্বজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন,, তাহলে ...
04/01/2025

পুরুষদের বলছি বাবা মা ভাই বোন আত্নীয় স্বজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন,,

তাহলে পোস্টটি পড়ুন ।

বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিৎ নয়,কারন তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল ।
ছেলে হিসেবে আপনার উচিৎ তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা,,

তার মানে এটা নয় যে স্ত্রীর সুখটা কেরে এনে আপনি তাদের দিবেন,,

বাবা মায়ের টা বাবা মাকে দিন আর স্ত্রীর টা স্ত্রীকে দিন,, উভয়কে সমান ভাবেই সুখি করুন ।

এরপরে আসি ভাইয়ের কাছে,,

ভাই - ভাই যতই ভাব ভালোবাসা থাকুক না কেন,, স্বার্থে আঘাত লাগলে প্রানের ভাইও আপনাকে চিনবে না,, নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে,,,
তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো,,একসাথে থেকে আমায় এই সংসারে বেশি টাকা দিতে হয়,,,

আর সবচেয়ে বড় পয়েন্ট এখানেই,,

ভাই- যতই র*ক্তের সম্পর্কের হোক না কেনো,,
তার ভালোবাসা কতটা খাটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে,,

আপনার ভাবে ১ ইঞ্চি বেশি আসলেই বুঝে যাবেন ভাই কতটা আপন,,,

এবার আসি বোনের কাছে,,

বোন সেতো বিয়ে দিলেই পরের বাড়ির বউমা,,
তাই তার কাছে আশা করা বোকামি যে সে সারাজীবন পাশে থাকবে,,

আত্নীয়স্বজন ,,,,

এরা তখনই আপনাকে সরন করবে যখন আপনার ম্যানিব্যাগটা ভর্তি থাকবে,, বা যখন আপনাকে তাদের খুব প্রয়োজন হবে,,

বন্ধু বান্ধবী,,,

যতদিন ট্রিট নামক ভালোবাসা ঢেলে দিবেন ততদিন তারা আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে,,,

রইলো বাকি স্ত্রী,,

আপনি তাকে সম্পূর্ণ উজার করে ভালোবাসা ঢেলে দিন,, কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না,,
তাকে শুধু বুঝান আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ,,,

তার মুখের হাসির কারন হউন,,,
দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অব্দি থেকে যাবে,,,,

তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত করবেন না,,
বার বার বুঝাবেন না সে পরের বাড়ির মেয়ে,,,

তাকে বুঝান সব তোমার - এমনকি আমিও তোমার,,,

আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা যত্ন সম্মান সাপোর্ট,, এগুলো পায়না দেখেই বিচ্ছেদের সংখ্যা অন্যতম,,,

তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হউন আর সেটাও হউন নিজের স্ত্রীর জন্য,,,

যেনো আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করতে পারে ।
সংগৃহীত

একটি সাপ একটি জোনাকি পোকাকে তাড়া করতে শুরু করেছিল, যেটি শুধুমাত্র তার আলোতে বাঁচত। জোনাকি পোকাটি থেমে গিয়ে সাপটিকে বলল:"...
03/01/2025

একটি সাপ একটি জোনাকি পোকাকে তাড়া করতে শুরু করেছিল, যেটি শুধুমাত্র তার আলোতে বাঁচত। জোনাকি পোকাটি থেমে গিয়ে সাপটিকে বলল:

"আমি কি আপনাকে তিনটি প্রশ্ন করতে পারি?"

সাপটি বলল, "হ্যাঁ।"

"আমি কি আপনার খাদ্য চেইনের অংশ?"
সাপটি বলল, "না।"

"আমি কি আপনাকে কিছু করেছি?"
সাপটি বলল, "না।"

"তাহলে কেন আমাকে খেতে চাও?"
সাপটি বলল, "কারণ আমি তোমাকে আলো দিতে দেখতে পারি না।"

গল্পের নৈতিকতা:

অনেক সময়, কিছু মানুষ তোমার সাফল্য বা আলোকিত হওয়া সহ্য করতে পারে না, এবং ঠিক এজন্য তারা সাপের মতো আচরণ করে—নিঃশব্দে, তীক্ষ্ণ দৃষ্টিতে এবং তোমাকে ধ্বংস করার জন্য প্রস্তুত থাকে।

সংগৃহীত

শুভ জন্মদিন বন্ধু। শতবার ফিরে আসুক এই শুভক্ষণ তোমার জীবনে। তোমার জীবন সুন্দর হোক ও ভাল কাটুক প্রতিক্ষন ।অনেক অনেক শুভেচ্...
02/01/2025

শুভ জন্মদিন বন্ধু। শতবার ফিরে আসুক এই শুভক্ষণ তোমার জীবনে। তোমার জীবন সুন্দর হোক ও ভাল কাটুক প্রতিক্ষন ।অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা,,,,❤️

Happy New Year2025নতুন সূর্যের উদয়ে স্বাগত 2025 ।নতুন বছর, নতুন স্বপ্ন নিয়ে দিনের সূচনা।পেছনে ফেলে আসা আনন্দ -বেদনা, প...
01/01/2025

Happy New Year
2025
নতুন সূর্যের উদয়ে স্বাগত 2025 ।নতুন বছর, নতুন স্বপ্ন নিয়ে দিনের সূচনা।পেছনে ফেলে আসা আনন্দ -বেদনা, প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব; সরল অংকের মত মিলে যায় না সব। জীবনের এ যুদ্ধ চলবে, ,,যতদিন পর্যন্ত বেচেঁ আছি,,,,তবুও এগিয়ে যাবার আকাঙ্ক্ষা তো মানুষের আজন্ম লালিত ।
নতুন বছরের শুরুতে তাই সবারই প্রত্যয় ভালো থাকুক,,,, ভালো থাকুক প্রতিটি প্রাণ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোরের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share