Sumiaya's Album

Sumiaya's Album Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sumiaya's Album, Digital creator, Bagerhat.
(1)

and the Winter is coming!!✨🖤
20/10/2024

and the Winter is coming!!✨🖤

পাড়েরহাট রাজবাড়ী, পিরোজপুর। 👻☠️ভুতের সাথে সাক্ষাৎ করতে গেছিলাম।।
08/10/2024

পাড়েরহাট রাজবাড়ী, পিরোজপুর। 👻☠️

ভুতের সাথে সাক্ষাৎ করতে গেছিলাম।।

🌞✨🌿
06/09/2024

🌞✨🌿

August Sky ✨
31/08/2024

August Sky ✨

From 'bloody' July to 'floody' August..........2024.Bangladesh is not doing well at the moment.Pray for Bangladesh 🙂🤲
22/08/2024

From 'bloody' July to 'floody' August..........2024.

Bangladesh is not doing well at the moment.
Pray for Bangladesh 🙂🤲

05/08/2024

Geopolitical game has been started.
Please stay safe 🙏🏽

05/08/2024

FREEDOM IN THE AIR! FREEDOM IN THE AIR ✊

Gen-z🔥🔥

ইতিহাস সব টাইমলাইনে রাখতে হবে!💜৩রা আগস্ট ২০২৪কেন্দ্রীয় শহীদ মিনার,ঢাকা বিশ্ববিদ্যালয়!
03/08/2024

ইতিহাস সব টাইমলাইনে রাখতে হবে!💜
৩রা আগস্ট ২০২৪
কেন্দ্রীয় শহীদ মিনার,ঢাকা বিশ্ববিদ্যালয়!

পুরো জুলাই যেন ছিলো অভিশপ্ত,💔প্রতিটি সন্ধ্যা ছিল রক্তাক্ত আকাশ! 🙂
30/07/2024

পুরো জুলাই যেন ছিলো অভিশপ্ত,💔
প্রতিটি সন্ধ্যা ছিল রক্তাক্ত আকাশ! 🙂

"তবুও সন্ধ্যা "★মানজুলুল হক★বইটি গতবছর জন্মদিনে আমার বান্ধবী আমাকে দিয়েছিল। ওকে একদিন বলেছিলাম যে অনেকের বই পড়েছি তাহলে ...
14/07/2024

"তবুও সন্ধ্যা "
★মানজুলুল হক★

বইটি গতবছর জন্মদিনে আমার বান্ধবী আমাকে দিয়েছিল। ওকে একদিন বলেছিলাম যে অনেকের বই পড়েছি তাহলে এই Manjulul Haque - মানজুলুল হক ভাইয়ার বইটা কেনো পড়ছি না আমরা??আরও আমাদের পিরোজপুরের লেখক _!!

তারপর আমার জন্মদিনে বইটা গিফট করলো।অনেকদিন ঘরে বইটি পড়ে ছিলো পড়া হয়ে ওঠে নাই।কয়েকদিন আগেই বইটা পড়ে শেষ করলাম।

প্রথমে পড়ে তেমন আগ্রহ না পেলেও আস্তে আস্তে কেমন জটিলতা ঘিরে ধরছিল, শেষে যখন সবকিছু সামনে আসতে ছিলো তখন কেমন খারাপ লাগা কাজ করতে ছিলো। আর সবথেকে খারাপ লাগছিল শেষের অংশ পড়ে ---

সন্ধ্যা নেমে গেছে। বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ভিজছে সন্ধ্যা, নিশি আর আবিদও। আবিদ পিছন ফিরে নিশির দিকে আর তাকালো না। সে এতদিন পালাতে চেয়েছিল এই রায়েরপুর থেকে, বিষাক্ত স্মৃতি থেকে। আজ আর কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। কারও কষ্টই সে আজ আর বাড়াতে চায় না। পকেটে থাকা টিপের পাতা ছুড়ে ফেললো নদীর জলে যা এতদিন খুব যতনে আগলে রেখেছিল আবিদ। নিশির দিকে না তাকিয়ে নীরবে চলে যেতে লাগলো অচেনা কোনো পথিকের বেশে। হাঁটতে লাগলো গন্তব্যহীন। কিন্তু আবিদ যদি একটাবার ফিরে তাকাতো নিশির দিকে তাহলে দেখতো, নিশির পরনে সাদা শাড়ি, মাথায় নেই সিদুর, চুলগুলো আগোছালো, মুখখানা রুক্ষ, চোখে নেই কাজলের ছিটেফোঁটাও। চোখ থেকে অঝরে ঝরছে জল। সেই জল কীসের, হেরে যাবার নাকি হারাবার?

সারসংক্ষেপ: সব সমীকরণ কি মেলানো যায়? যায় না! জীবন কখনো সহজ আবার কখনোবা কঠিন। সন্ধ্যার তীরে বেড়ে ওঠা কিছু জীবনের জটিল ও কঠিন হিসেব নিকেশের গল্প নিয়েই এই উপন্যাস। যেখানে আছে অদ্ভুত সব জীবন সংগ্রামের গল্প। সন্ধ্যার ঢেউ বোঝা বড় কঠিন। যেমন বোঝা কঠিন

মানুষের মন, ভালো, খারাপ কিংবা মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা নিকৃষ্ট মানুষ অথবা অসহায় মানবতা। 'তবুও সন্ধ্যা' নদী ভাঙনে বিলীন হওয়া মানুষের গল্প, অমানবিকতাকে বরণ করে নেওয়া এক অসহায় নারীর গল্প। নিশি ও আবিদের গল্প। 'তবুও সন্ধ্যা' যেন এক অদ্ভুত সময়কে ধরার চেষ্টা। সময় কি ধরা যায়?


#তবুওসন্ধ্যা
#মানজুলুলহক

"তোমাকে"_★★হুমায়ূন আহমেদ ★★আবার বইটা পড়লাম,লাস্ট বোধহয় ২০২২ এর শেষে অথবা ২০২৩ এর শুরুতে পরেছিলাম।   এক মধ্যবিত্ত পরিবারে...
11/07/2024

"তোমাকে"_
★★হুমায়ূন আহমেদ ★★

আবার বইটা পড়লাম,লাস্ট বোধহয় ২০২২ এর শেষে অথবা ২০২৩ এর শুরুতে পরেছিলাম।

এক মধ্যবিত্ত পরিবারের কত সুখ, দুঃখের গল্প। নীলু, বিলু, সেতারা তিনবোনের গল্প। যাদের মা সংসার ছেড়ে অন্য একজনের ভালোবাসায় চলে গেলেন, বাবা হয়ে পড়লেন বিধ্বস্ত, মাতাল।নীলু,বিলুর স্কুল থেকে কলেজ ওঠার যাত্রা। তাদের মানসিকতা পরিবর্তনের ধাপ।সবকিছু সাবলীল ভাষায় অসাধারণ।

বিলুকে খুব ভালোলাগে আমার, কিরকম নিঃসঙ্গ ছিমছাম একটা মেয়ে, নীলুকে বোধহয় সবারই বেশি পছন্দ, সেতারা সুন্দর গান করে।

বইটার সবচেয়ে সুন্দর দিক হলো, শুধুমাত্র একজন সদস্য সরে যাওয়ার কারণে খুব ধীরে ধীরে পুরো পরিবারের পরিবর্তন

আসে, সেটা এত সুন্দর অনুভব করা যায়। এমন যদি হতো! আহা এমন যদি না হতো! এসব ভেবে ভেবে এক বসাতেই বইটা শেষ করা যায়। এই সুন্দর বিষণ্ণতায় ঘেরা বইটা আমার প্রিয়।

পুনশ্চঃ বইটার ফ্ল্যাপে লিখা" চারদিকে শুনশান নীরবতা। আমি বসে আছি চুপচাপ। আমার পাশেই ভালোবাসার একটি নীল চিঠি। আমি হাত বাড়িয়ে চিঠিটি স্পর্শ করলাম।"

#তোমাকে #হুমায়ূনআহমেদ

"She and Her Cat"Book by Makoto Shinkai and Naruki Nagakawaঅনুবাদক : সোহানা রহমান গল্পটি চারজন মেয়ের এবং চারটি বিড়ালের। ...
07/07/2024

"She and Her Cat"
Book by Makoto Shinkai and Naruki Nagakawa

অনুবাদক : সোহানা রহমান

গল্পটি চারজন মেয়ের এবং চারটি বিড়ালের। এবং গল্পটি হাসি-কান্নার ও আনন্দ-বেদনার। ছোট্ট অথচ মিষ্টি এই গল্পটি বলে জীবনের কথা, মনুষ্যত্বের কথা এবং বন্ধুত্বের কথা।

জীবনে যখন বিপর্যয় আসে, যখন মনে হয় সবকিছু ভেঙে পড়ছে, তখনও কোথাও থেকে যায় আশার আলো। এমনকি নরম তুলোর বলের মতো একটা বিড়ালও হয়ে উঠতে পারে প্রিয়তম সঙ্গী। সম্পর্কগুলো সবসময় আত্মারই তো হয়, তাই তো টোকিওর এক শহরতলীতে দেখা যায় রাস্তায় জন্ম নেওয়া কিছু বিড়ালের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে তাদের মালিকদের জীবন।🌸✨

I loved the book and it's great to read her and the cat, even more so when they two meet each other, I love it aaaaaa...☆♡

।।


বাসাটা কার আমি জানি না। তবে এই বাসার সামনে থেকে আমি যখনই যাতায়াত করি, এ-ই বাসাটার দিকে আমি মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকি।আর ম...
21/05/2024

বাসাটা কার আমি জানি না। তবে এই বাসার সামনে থেকে আমি যখনই যাতায়াত করি, এ-ই বাসাটার দিকে আমি মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকি।আর মনে হয় আমি তো বেশি কিছু চাই না জীবনে!!! এমন একটা সবুজে ঘেরা ছোটো টিনের চালের বাড়ি। বৃষ্টির সময় এই রকম বাড়ির পরিবেশ কতই না মনোমুগ্ধকর হয়। কেমন শান্তি লাগে!! যে সুন্দর করে রেখেছেন বাসাটা,, অবশ্যই সে সুন্দর মনের অধিকারী।।✨✨

অবশ্য, যাদের বাসা তাদের অনুমতি ছাড়া ছবি গুলো তুলেছি!!আসলে লোভটা সামলাতে পারছিলাম না!!

23/04/2024

Tried something new..for the first time!!

|| আমার কোনো বন্ধু নেই ||
_ "সাদাত হোসাইন "

Please pardon my mistake..!!

Sunflower!! "🌻🌻"
09/03/2024

Sunflower!! "🌻🌻"

বসন্তের স্নিগ্ধতা!! "🌼🧡"।।।💫🍂
08/03/2024

বসন্তের স্নিগ্ধতা!! "🌼🧡"

।।।💫🍂

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumiaya's Album posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumiaya's Album:

Videos

Share