Josim Uddin BA

Josim Uddin BA video creator

وَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ ۖ وَعَسَىٰ أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ ۗ وَاللَّهُ ...
27/07/2023

وَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ ۖ وَعَسَىٰ أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ২১৬)

আমরা অনেক সময় কিছু বিষয়ের প্রতি অসন্তুষ্ট থাকি এবং বলে থাকি যে এটা আমার জীবনে কেনো আসলো, এটা কেনো আল্লাহ আমাকে দিলো, আমার সাথে এমনটা কেনো হলো! এমন অনেক বিষয়ে আমরা প্রশ্ন তুলি... আসলে এটা আমাদের উচিত নয় কারন আল্লাহ যখন যা দেন আমাদের কল্যানের জন্যই দেন কিন্তু আমরা বুঝি না কারন আমাদের জ্ঞান কম আল্লাহ সর্ব জ্ঞানী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ

23/07/2023

ছোট ভাই কাপায় দিছে পুরো 😆😅😅🤣

22/07/2023

ভারতে বন্নায় ভয়াবহ অবস্থা 😮‍💨আল্লাহ মাফ করেন

06/07/2023

বৃষ্টির দিনে কোরআন পড়ার মজাই অন্য রকম❣️

02/06/2023

অসাধারণ একটা #দৃশ্য

01/06/2023

আল্লাহর রহমতের #বৃষ্টি নয়নাভিরাম |



কথা কিন্তু বাস্তব 😁
29/05/2023

কথা কিন্তু বাস্তব 😁

12/05/2023

কথাগুলো কলিজায় লাগে সত্যিই 😓🥀।



11/05/2023

এইডা কি...? 🙂🙂🤭


11/05/2023

আসুন এক ছাগলের ওয়াজ শুনি ছাগল কি বলে😁
দশজন আলেমের ওয়াজ শুনা জায়েজ নাই

08/05/2023
07/05/2023

আমাদের ফরিদাবাদে দাওরায় দরসের প্রস্তুতি চলছে ইনশাআল্লাহ আগামিকাল ইবতেদায়ি দরস অনুষ্ঠিত হবে।

06/05/2023

কি সুন্দর প্রকৃতি প্রান জুরিয়ে যায় |🥰 | rain nature so beautiful.



মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না ।
26/04/2023

মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না ।

26/04/2023

প্রিজনভ্যান থেকে হাদীসের দরস দিচ্ছেন
হাদীসের মুকুট হীন সম্রাট
কারা নির্যাতিত মজলুম জননেতা শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ




25/04/2023

ভিডিওটা পুরো দেখে যান ❤️❤️

25/04/2023

হাফিজুরকে উচিত জবাব দিলেন জি*haদের অপব্যখ্যা দেওয়ার কারনে | শায়েখ আলি হাসান উসামা হাফিঃ






24/04/2023

18/04/2023

আমি পারি না আর পারি না আমি কেন মরি না | ওবায়দুল কাদেরের কন্ঠে গান |







- কারাবন্দি ও মজলুম আলিমদের নিয়ে মারাত্মক বিদ্রূপ - ইসলামের ফরজ বিধান জি/হা/দের ভয়াবহ অপব্যাখ্যা এবং এর পরিপ্রেক্ষিতে নি...
17/04/2023

- কারাবন্দি ও মজলুম আলিমদের নিয়ে মারাত্মক বিদ্রূপ

- ইসলামের ফরজ বিধান জি/হা/দের ভয়াবহ অপব্যাখ্যা এবং এর পরিপ্রেক্ষিতে নিজেকেও মু/জা/হি/দ বলে দাবি করা

- তার নিরাপদ অবস্থানে থাকাকে হকের দলিল এবং বিপদাক্রান্ত উলামায়ে কেরামের মুসিবতকে বাতিল ও রবের পাকড়াওয়ের শিকার হওয়ার দলিল হিসাবে উপস্থাপন

- যে সমস্ত আলিম গরম ও অনলবর্ষী বয়ান করেন, তাদেরকে চরম বাজেভাবে উপস্থাপন এবং তাদের ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার

- ১৭ রমজান ঐতিহাসিক ব/দ/র/যু/দ্ধের দিন নিয়েও ব্যঙ্গ করা

- যারা জি/হা/দ নিয়ে বয়ান করেন, তারা ইমাম, পীর, তাবলিগি, শিক্ষক, বক্তাসহ সবাইকে নাকি তা/গু/ত মনে করেন এমন উদ্ভট কথা প্রচার করা

- হাটহাজারী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সকল আলিম ও তালিবুল ইলমকে বাতিল বলে ঘোষণা এবং তারা নাকি শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রাহ.-কে তা/গু/ত মনে করত এমন কিম্ভূতকিমাকার দাবি করা


এ সবই চরমোনাইপন্থি কুয়াকাটার হুজুরের রমজানে প্রদত্ত সাম্প্রতিক বয়ান থেকে নেওয়া। যে মাহফিলে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি হাফি., মাওলানা আরিফ বিন হাবিব হাফি.-সহ অনেক খ্যাতিমান আলোচক তার আগেপরে উপস্থিত ছিলেন। মিডিয়া ইচ্ছাকৃতভাবে তার আলোচনার এই বিতর্কিত অংশটা চেপে গেছে। দুয়েকটা মিডিয়া বিচ্ছিন্নভাবে খানিকটা অংশ আপলোড করেছে। আমার কাছে একাধিক ভাই তার পুরো আলোচনাই পাঠিয়েছে। আমাকে সবচে বেশি আহত করেছে, মাওলানা মামুনুল হক ও মাওলানা হারুন ইজহার (ফাক্কাল্লাহু আসরাহুমা)-সহ অন্য অনেক মজলুম আলিমকে ইন্ডিকেট করে বলা তার বিদ্রূপাত্মক কথাগুলো। আর জি/হা/দ নিয়ে অপব্যাখ্যার যে ফিরিস্তি খুলেছে, তা তো গোলাম আহমদ কাদিয়ানির কথার সঙ্গে ৮০% সাদৃশ্যপূর্ণ। বেচারা কাদিয়ানি বেঁচে থাকলে বড়ই খুশি হতে পারত।

যেসব কথা ছিল বরাবরের মতোই মূর্খতাসুলভ, তাতে ততটা কষ্ট পাইনি, যতটা কষ্ট পেয়েছি খাঁচাবন্দি সিংহদের নিয়ে করা বিদ্রূপগুলোর মধ্যে। এই হিংসাত্মক বিদ্রূপাত্মক চরম বিদ্বেষমূলক কথাগুলো থেকে তিনি যদি তাওবা করেন, আলহামদুলিল্লাহ। আর যদি তিনি ও তার সাঙ্গপাঙ্গরা অহংকার দেখিয়ে নিজেদের অবস্থানের ওপরই অটল থাকেন, তাহলে আখিরাতে শুধু নয়, দুনিয়াতেও তাকে এর জন্য পুরোপুরি মাশুল দিতে হবে। আল্লাহ তাআলা ছাড় দেন; কিন্তু ছেড়ে দেন না।

 #অধিকাংশ_লোক_কোন_দলিল_নয়‼️ ★কুরআন ও সুন্নাহ ইজমা ও সহীহ কিয়াস একমাত্র দলীল!🟥 অধিকাংশ লোক মিলাদ পড়ে।🟥 অধিকাংশ লোক বেনামা...
15/04/2023

#অধিকাংশ_লোক_কোন_দলিল_নয়‼️
★কুরআন ও সুন্নাহ ইজমা ও সহীহ কিয়াস একমাত্র দলীল!

🟥 অধিকাংশ লোক মিলাদ পড়ে।
🟥 অধিকাংশ লোক বেনামাজি।
🟥 অধিকাংশ লোক পীর ভক্ত।
🟥 অধিকাংশ লোক অন্ধ ভাবে মাযহাব মেনে চলে।
🟥 অধিকাংশ লোক পর্দা করে না।
🟥 অধিকাংশ লোক চল্লিশা করে।
🟥 অধিকাংশ লোক মাজারে যায়
🟥 অধিকাংশ লোক নেশাদার দ্রব্য পান করে।
🟥 অধিকাংশ লোক বিভিন্ন তরিকা অনুসরন করে।
🟥 অধিকাংশ লোক টাখনুর নিচে প্যান্ট পড়ে।

এটাই বাস্তবতা
অধিকাংশদের ব্যাপারে আল্লাহ্ বলেনঃ👇

■►তাদের অধিকাংশই মূর্খ।
(সূরা আনআম (আংশিক)-১১১)

■►আর তাদের অধিকাংশই বুঝে না।
(সূরা মায়িদাহ (আংশিক) ১০৩)

■►তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না।
(সূরা আনআম-১১৬)

■► কিন্তু তাদের অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না।
(সূরা বাকারাহ (আংশিক) ২৪৩)

■► অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়।
(সূরা ইউসুফ (আংশিক) ৬৮)

■►কিন্তু তাদের অধিকাংশ জানে না।
(সূরা আনআম (আংশিক) ৩৭)

■► আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না।
(সূরা আরাফ ১০২)

■► আর তাদের অধিকাংশ লোককে আমি অঙ্গীকার রক্ষাকারী পাইনি। বরং তাদের অধিকাংশকে আমি ফাসিক-ই পেয়েছি।
(সূরা আরাফ (আংশিক) ১৭)

■► কিন্তু তাদের অধিকাংশ জানে না।
(সূরা আরাফ-১৩১)

■► আর তুমি আকাঙ্খা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়।
(সূরা ইউসুফ-১০৩)

■► বরং তাদের অধিকাংশ ঈমান রাখে না।
(সূরা বাকারাহ (আংশিক) ১০০)

■► তাদের অধিকাংশই ফাসিক।
(সূরা আল ইমরান (আংশিক) ১১০)

■►আর নিশ্চয় তোমাদের অধিকাংশ ফাসিক।
(সূরা মা‘ইদাহ (আংশিক) ৫৯)

■►অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে।
(সূরা ইউসুফ-১০৬)

🕍🕍🕍(এরকম অসংখ্য আয়াত আছে)🕍🕍🕍
মহান আল্লাহ সকলকে সহীহ বুঝ দান করুণ!

15/04/2023

সদকাতুল ফিতিরের বিধান | মিজানুর রহমান আজহারী | Mijanur rahman ajhari |



একদিনের পাঞ্জাবীতে যদি বাঙালী হয়; তাহলে মাদ্রাসার ছাত্ররাই শ্রেষ্ঠ বাঙালী। একদিনের পান্তায় যদি প্রগতিশীল হওয়া যায়;তবে গ্...
14/04/2023

একদিনের পাঞ্জাবীতে যদি বাঙালী হয়;
তাহলে মাদ্রাসার ছাত্ররাই শ্রেষ্ঠ বাঙালী।
একদিনের পান্তায় যদি প্রগতিশীল হওয়া যায়;
তবে গ্রামের সাধারণ মানুষেরাই সবচেয়ে প্রগতিশীল।
শকুন প্যাঁচার মুখোশ পরেই যদি বিজ্ঞানী হওয়া যায়;
তবে বনের পশু-প্রাণীরাই সেরা বিজ্ঞানী।

আসলে এসব হচ্ছে রুচির বিকৃতি।
পশু সাজার মধ্যে পশুত্বের মহিমা থাকতে পারে,
মনুষ্যত্বের নয়।
পশুরা পশুর সাজসজ্জা নেয়, মানুষরা মানুষের।

14/04/2023

তেলের দাম বাড়ার আসল রহস্য ফাঁস |




13/04/2023

এতো কুয়াশা কেন আজকে?


30/03/2023

চরমোনাই পীর এবার খাইছে ধরা

25/03/2023

রমজানে আল্লাহ তায়ালা কি নির্দেশ দিলেন মানুষকে | ramadan mashe ki korbo | হাঃ মাওঃ জসিমউদদীন

24/03/2023

কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা নিয়ে বয়ান | হাঃ মাওঃ জসীম উদ্দিন বাগেরহাট | waz | islamic video |

Address

Bagerhat Chitalmary
Bagerhat
9361

Alerts

Be the first to know and let us send you an email when Josim Uddin BA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Josim Uddin BA:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Bagerhat

Show All

You may also like