16/06/2024
ছোট্ট সুপ্রভাকে যখন মা বলল তুই ম'র'তে পারিস না! ছাদে গিয়ে লা'ফ দে। সুপ্রভা তাই করলো। উপন্যাস থেকে বিদায় দেওয়া হলো সুপ্রভা চরিত্রটি।
ছোট্ট সুপ্রভা! তোমার প্রসঙ্গ 'অপেক্ষা' উপন্যাসে আর কখনো আসবে না। কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে না। "মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য!" এই চরম সত্যটা না জেনেই তুমি হারিয়ে গেলে।
বই: অপেক্ষা
লেখক: হুমায়ুন আহমেদ