Sharmin Mitu by RM

Sharmin Mitu by RM আসসালামু আলাইকুম, আমি এই পেজে বিভিন্ন ভিডিও শেয়ার করবো আপনারা সবাই লাইক ,ফলো দিয়ে আমার পাশে থাকবেন।
(10)

16/11/2024
16/11/2024

আসসালামু আলাইকুম
সবার কি অবস্থা🌸🌸

15/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

15/11/2024

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি সবাইকে🥰

29/09/2024

Support each other
Count me in

28/09/2024

Supporting each other
Count me in

14/09/2024

Let's go
Supporting each other
Count me in

13/09/2024

JUMMA MUBARAK ❤️❤️

10/09/2024

Let's go
☘️☘️☘️☘️
Drop your pages here
Count me in

08/09/2024

Please everyone support me

23/08/2024

🔴🔴🔴সবাই এলার্ট🔴🔴🔴

ধারনা করা হচ্ছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বন্যার সাক্ষী হতে যাচ্ছি! কাপ্তাই হ্রদের (চট্টগ্রাম) পানি বিপদসীমার ওপরে বাড়ছে, কাপ্তাই বাঁধ খুলে দেয়া হতে পারে!
কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাউজান ও চট্টগ্রাম শহরের আশেপাশের নিচু এলাকার সকল বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এই মুহুর্তে কাপ্তাই বাধের পানি 104 ফিট এ আছে, 109 হলে কাপ্তাই বাধও খুলে দিবে। প্রতি ১০০ পয়েন্টে ১ ইঞ্চি ধরা হয়, ঘন্টায় ৩০ পয়েন্ট করে পানি বৃদ্ধি পাচ্ছে।
ফারাক্কা বাঁধও খুব অল্প সময়ের মাঝে খুলে দিতে পারে।
ফেনী সম্পূর্ণ পানির নিচে,নোয়াখালীর অবস্থাও ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে।। হবিগঞ্জ, সিলেটের অবস্থা ক্রমশ অবনতির দিকে।

আল্লাহ আপনিই একমাত্র হেফাজতের মালিক।।
ফি-আমানিল্লাহ।

লাইকটাইক বাদ দিয়ে কপি পেস্ট করেন। কেউ না কেউ দেখবেই। সবাইকে সতর্ক করুন।।।
কপি পোস্ট

❤️❤️
22/09/2023

❤️❤️

15/09/2023

স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে!

একদিন গোসল করে বের হয়েই ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনলাম … শ্বাশুড়ী ওকে বলছে
- বৌ মা কি তোকে বেতন থেকে টাকা দেয়? তোর খালাও ঐদিন বলতেছে বাজারে যেই দাম সবকিছু! দুইজনের ইনকাম ছাড়া কি কিছু হয়?

আমি পর্দায় আড়াল করে গেলাম নিজেকে।
ও উত্তরে বলল

- আর বইলোনা আম্মা। প্রতিমাসে ও বেতন পাওয়ার পর পরই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয়।

শ্বাশুড়ী খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো

- বলিস কি? ঝগড়া করে?

- হ্যাঁ আম্মা। প্রত্যেক মাসে সে বেতন পেয়েই আমাকে সাধে। আমি প্রতি মাসে তাকে বকা দেই। বলো তো আমাকে টাকা দিতে হবে কেন? ও যখন ছিলো না আমি কি সংসার চালাতে পারি নাই? সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে?

শ্বাশুড়ী মুখ গোমড়া করে বললেন
- জিনিস পত্রের যেই দাম!

- মা একজন আর কি বেশি খায়? এজন্য ওর কাছ থেকে টাকা নিবো? ও তো দিতে চায়। আমিই নেই না। আব্বা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নানীর বাড়ি উঠতে হইসিলো। কতই না কষ্ট হইসে। আল্লাহ না করুক আমার কিছু হলে যেনো তনুর এর ওর কাছে হাত না পাততে হয় সেজন্য তার সেভিংস করা দরকার। আমি চাই ও ভবিষ্যতের জন্য কিছু জমাক। আর আমার কোন সমস্যা হলে ও ই আমাকে সাহায্য করবে। অর্থ দিয়ে হোক বা মনের সাহস দিয়ে। আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মত কষ্ট করুক।

শ্বাশুড়ী শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। ওর মাথায় হাত দিয়ে বলল

- আল্লাহ তোমাদের অনেক সুখী করুক বাবা। তুমি আর বৌমা দুইজনই দুইজনই দীর্ঘজীবি হও।

সেদিন পর্দার আড়ালে আমিও দুইফোটা কেঁদেছিলাম। এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে যারা স্ত্রীকে সবার কাছে উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে।
আমি অনেক ভাগ্যবতীই বলায় চলে।

মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িংরুমে প্রবেশ করলাম।
দুইজনই আমাকে দেখে নড়েচড়ে বসলো যেন এতক্ষণ তাদের মধ্যে কোন কথাই হয় নি।

আমি এগিয়ে বললাম

- একটু চা করে দেই আপনাদের?

- হুম বৌমা। একটু লাল চা করো। আমিও তোমাকে সাহায্য করতে আসছি।

- না মা আপনারা বসেন। কথা বলেন। আমিই বানাচ্ছি।

আমি রান্নাঘরে গিয়েও একপ্রকার ঘোরে ছিলাম। সেদিন নিজের কলিজা খুলে রান্না করে দিলেও কম পরত মনে হচ্ছিলো। কারণ স্বামীর দেওয়া সম্মান অনেক বড় সম্পদ। নিজেকে অনেক ধনী মনে হচ্ছিলো আমার প্রতি তার চিন্তাভাবনা শুনে। স্বামী যেভাবে তার পরিবারে স্ত্রীকে পরিবেশন করবেন সবাই তাকে সেভাবেই চিনবে। এটাই স্বাভাবিক। এমন একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। ভালোবাসা যায় |😊😊😊


(Collected))

05/09/2023

সুরা আল ফাতিহা(সুচনা)❤️❤️

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Mitu by RM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharmin Mitu by RM:

Videos

Share