Hello Bagerhat - হ্যালো বাগেরহাট

Hello Bagerhat - হ্যালো বাগেরহাট About Bagerhat

27/05/2023
বাগেরহাট জেলার সংক্ষিপ্ত তথ্যাবলী ও দর্শনীয় স্থান—বাগেরহাট দক্ষিণ পশ্চিম বাংলাদেশের একটি জেলা। এটি খুলনা বিভাগ এর অন্তর্...
19/05/2023

বাগেরহাট জেলার সংক্ষিপ্ত তথ্যাবলী ও দর্শনীয় স্থান—
বাগেরহাট দক্ষিণ পশ্চিম বাংলাদেশের একটি জেলা। এটি খুলনা বিভাগ এর অন্তর্গত। বাগেরহাট জেলা মোট ৯ টি উপজেলায় বিভক্ত। বাগেরহাটে প্রথম বসতি স্থাপন করে অনার্য শ্রেণীর মানুষ। এদের মধ্যে রয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চল হতে আসা অস্ট্রিক ও দ্রাবিড় এবং মঙ্গোলীয় আলপাইন প্রভৃতি। এ অঞ্চলে অনার্য প্রভাবের বড় নিদর্শন হল পৌন্ড্রক্ষত্রিয় সম্প্রদায়। এ জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে রামপাল উপজেলায় এ সম্প্রদায়ের লোক বেশী বাস করে। পৌন্ড্র শব্দের অপভ্রংশ পুড়া বা পোদ। পৌন্ড্র শব্দটি দ্রাবিড় শব্দজাত যার অর্থ ইক্ষু। অনার্য শ্রেণী ভূক্ত নমশূদ্র সম্প্রদায়ের মানুষ ও বাগেরহাটে প্রচুর বাস করে। এদের পূর্ব নাম চন্ডাল। এরা বরেন্দ্র অঞ্চল হতে এসে এখানে বসবাস করে । এছাড়া বাগেরহাটে এক শ্রেণীর মৎস্য শিকারী বা জেলে বসবাস করে যাদের আদি পুরুষ নিগ্রোবটু (নিগ্রয়েড)। এরা ভারত উপমহাদেশের আদিতম অধিবাসী। খ্রীষ্টের জন্মের প্রায় আড়াই হাজার বছর আগে মধ্য এশিয়া হতে এ অঞ্চলে আর্য তথা আদি নর্কিভ বা ইন্ডিভদের আগমন ঘটে। আর্য-অনার্যের শোণিত ধারাই এ অঞ্চলের অধিবাসীদের মধ্যে। বস্ত্ত পূজারী অনার্যগণ কৌমধর্ম (টাইবাল ধর্ম) অনুসরণ করত। শক্তি পূজারী আর্যরা নিয়ে আসে বৈদিক ধর্ম। সূর্য ও অগ্নি ছিল তাদের অন্যতম উপাস্য। আর্য ও অনার্য উভয় ধর্মের আচার অনুষ্ঠান রীতিনীতির মিশ্রণে প্রতিষ্ঠত হয় হিন্দুধর্ম। বাগেরহাটের অতি প্রাচীন স্থান পানিঘাটে প্রাপ্ত কষ্টি পাথরের অষ্টাদশ ভূজা দেবীমূর্তি, মরগা খালের তীরে খানজাহান আলী (রঃ) এর পাথর ভর্তি জাহাজ ভিড়বার স্থান জাহাজঘাটায় মাটিতে গ্রোথিত পাথরে উৎকীর্ণ অষ্টাদশ মহিষ মর্দিনী দেবীমূর্তি, চিতলমারী উপজেলাধীন খরমখালি গ্রামে প্রাপ্ত কৃষ্ণ প্রস্তরের বিষ্ণু মূর্তি ইত্যাদি নিদর্শন এখানে হিন্দু সভ্যতা বিকাশের পরিচয় বহন করে। ১৪৫০ খ্রিঃ খানজাহান আলী (রঃ) খাঞ্জেলী দীঘি খনন করান। এসময় অন্যান্য সাধারণ ধ্যাণী বৌদ্ধমূর্তি পাওয়া যায়। ১৯৭১ সালে বৌদ্ধ পুরোহিত বিশুদ্ধানন্দ মহাথেরো পাল আমলে নির্মিত ঐ বৌদ্ধমূর্তিটি কমলাপুর বৌদ্ধ বিহারে সংস্থাপন করেন। এটা এ অঞ্চলে বৌদ্ধ প্রভাবের পরিচয় বহন করে।

সুন্দরবনের হাট বাগেরহাট
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণের একটি উপকূলীয় জেলা বাগেরহাট। প্রাচীন সমতটের এই জনপদের সমৃদ্ধির ইতিহাস উপমহাদেশের বহু প্রাচীন জনপদের সমকালীন ও সমপর্যায়ের। ইউনেসকো ঘোষিত বাংলাদেশে যে তিনটি বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে, তার দুটির গর্বিত অবস্থান এই বাগেরহাটে। এর একটি হচ্ছে – ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদসহ খানজাহান (রহ:) এর কীর্তি, অন্যটি প্রকৃতির অপার বিষ্ময় সুন্দরবন। বাগেরহাটকে বলা হয় ঐতিহাসিক মসজিদের নগরী। যা বর্তমানে সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যের অংশ। মধ্যযুগে নির্মিত মুসলিম স্থাপত্য নিদর্শণগুলোর জন্য বাগেরহাট নাম টির সঙ্গে সব সময় মিশে থাকবে হযরত খান জাহান (রহ:) এর (খান উল আযম উলুঘ খান-ই-জাহান) স্মৃতিবিজড়িত গৌরবময় কীর্তি। বিশ্বের হারিয়ে যাওয়া ১৫টি শহরের তালিকায় (ফোর্বস) রয়েছে এই জেলার নাম। খুলনা থেকে ১৫ মাইল দক্ষিণ পূর্ব দিকে এবং ঢাকা থেকে ২০০ মাইল দক্ষিণ পশ্চিশে বাগেরহাট জেলার অবস্থান।

খ্রীষ্টিয় চৌদ্দ শতকে সুলতানী আমলে আজকের বাগেরহাট ছিলো খলিফাতাবাদের রাজধানী। খান-উল-আযম উলুঘ খান-ই-জাহান গৌড়ের সুলতানদের প্রতিনিধি হিসেবে বর্তমান যশোর, খুলনা ও বাগেরহাটের বড় একটি এলাকা নিয়ে গঠিত এই খলিফাতাবাদ শাসন করতেন। সমসাময়িক সময়ের পর্তুগীজদের তৈরি এই অঞ্চলের মানচিত্রে কিউপিটাভাজ নামে যে নগর রাষ্ট্রের উপস্থিতি আছে সেটিকেই ঐতিহাসিকেরা খান জাহানের খলিফাতাবাদ বলে স্থির করেছেন।

অনেকের মতে, মুঘল আমলে বাখরগঞ্জের প্রতিষ্ঠাতা (বরিশালের শাসক) আগা বাকেরের নামানুসারে এই স্থানের বা হাটের নামকরণ করা হয়েছিল বাকেরহাট। কালক্রমে তা বাগেরহাট-এ পরিণত হয়। আবার অনেকের মতে পাঠান জায়গীরদার বাকির খাঁর নাম থেকে বাগেরহাট। তবে এসব ক্ষেত্রে উপযুক্ত যুক্তির সংকটও রয়েছে। অনেকের মতে, প্রাচীণ কালে বর্তমান বাগেরহাট ছিলো সুন্দরবনের অংশ। তখন এখানকার কোন লোকালয়ে বাঘের উপদ্রব ছিলো। আর সেজন্যই হয়তো কোন রসিক ব্যক্তি এই স্থানকে বাঘের হাট বলে নাম দিয়েছিলেন। বাঘের সেই হাটের অপভ্রংশ রূপই আজকের বাগেরহাট।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাট জেলা ছিল ৯ নং সেক্টরের অধীন। ২১ এপ্রিল পাকসেনারা খালিশাখালী ও বাবুগঞ্জ বাজারে প্রায় ২০০ লোককে হত্যা করে। মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজাকারদের লড়াইয়ে ৩৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং তারা শরণখোলা উপজেলার ত্যাঁড়াবাঁকা খালের মধ্যে শতাধিক লোককে হত্যা করে। ৩ মে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের শাখারিকাঠী হাটে পাকসেনারা ৪২ জন লোককে হত্যা করে। ২১ মে রাজাকারেরা রামপাল উপজেলার বেশসংখ্যক লোককে হত্যাসহ ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। ২৫ আগস্ট ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের মানসায় পাকসেনা ও রাজাকারেরা মিলিতভাবে ৯ জন এবং ১৫ অক্টোবর কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ভাসা বাজার থেকে ৭০ জন নিরীহ বাঙালীকে ধরে নিয়ে গ্রামের ভাসারহাট পুলের কাছে হত্যা করে। এছাড়াও স্বাধীনতাযুদ্ধের সময় মোল্লাহাটের চাকুলিয়া (চরকুলিয়া) নামক স্থানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকসেনাদের লড়াইয়ে একজন ক্যাপ্টেনসহ ২০০ পাকসেনা নিহত হয়।

ইংরেজদের অধিকারে আসার পর, এই অঞ্চল প্রথমে ইষ্ট-ইন্ডিয়া কোম্পানি এবং পরে ব্রিটিশ শাসনে চলে যায়। ১৭৮৬ খ্রিষ্টাব্দে লর্ড কর্ণওয়ালিসের শাসন আমলে যশোরকে জেলায় পরিণত করা হয়। ১৮৪২ সাল পর্যন্ত খুলনা ছিল যশোর জেলার একটি মহকুমা এবং বাগেরহাট ছিল খুলনা মহকুমার অন্তর্গত একটি থানা। ১৮৪৯ সালে মোরেল উপাধিধারী দুজন ইংরেজ বাগেরহাটে মোরেলগঞ্জ’ নামক একটি বন্দর স্থাপন করেন। ১৮৬১ সালের (খ্রিষ্টাব্দ) ২৬শে নভেম্বর মোড়েল-রহিমুল্লাহ নামক এক রক্তক্ষয়ী সংঘর্ষ (নীল বিদ্রোহ) হয়। এই সময় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই সংঘর্ষের কারণেই তিনি প্রশাসনিক প্রয়োজনে বাগেরহাটে একটি মহকুমা স্থাপন করার সুপারিশ করেন। এই সুপারিশের সূত্রে ১৮৬৩ সালে বাগেরহাট যশোর জেলার অন্তর্গত একটি মহকুমায় রূপান্তরিত হয়। ১৮৮২ সালে খুলনা, সাতক্ষিরা ও বাগেরহাট মহকুমা নিয়ে গঠিত হয় খুলনা জেলা। আর বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৮৪ সালের ২৩ ফেব্রুয়ারী বাগেরহাট জেলা হিসেবে উন্নীত হয়।

বাগেরহাট জেলা সাধারণ তথ্য
আয়তন: ৩,৯৫৯.১১ বর্গকিলোমিটার।
পৌরসভা: ৩টি: বাগেরহাট পৌরসভা (বাগেরহাট সদর), মোংলা পোর্ট পৌরসভা (মোংলা) এবং মোড়েলগঞ্জ পৌরসভা (মোড়েলগঞ্জ)
জেলায় মোট ইউনিয়নের: সংখ্যা ৭৫টি।
গ্রামের সংখ্যা : ১,০৪৭ টি।
নদ-নদী সংখ্যা: ৩২ টি।
৯ টি উপজেলা: এগুলো হলো: কচুয়া,চিতলমারী,ফকিরহাট,বাগেরহাট সদর,মোংলা,মোড়েলগঞ্জ,মোল্লারহাট,রামপাল এবং শরণখোলা।

বাগেরহাট জেলার দর্শনীয় স্থানসমূহ:
১. ষাট গম্বুজ মসজিদ ২. খান জাহান আলী -এর মাজার ৩. সুন্দরবন ৪. মংলা বন্দর ৫. রেজা খোদা মসজিদ ৬. জিন্দা পীর মসজিদ ৭. ঠান্ডা পীর মসজিদ ৮. সিংগাইর মসজিদ ৯. বিবি বেগুনি মসজিদ ১০. চুনাখোলা মসজিদ ১১. নয় গম্বুজ মসজিদ ১২. কোদলা মঠ ১৩. রণবিজয়পুর মসজিদ ১৪. দশ গম্বুজ মসজিদ ১৫. সুন্দরবন রিসোর্ট, বারাকপুর ১৬. চন্দ্রমহল, রনজিতপুর ১৭. খান জাহান আলী বেসামরিক বিমান বন্দর
#বাগেরহাট

19/05/2023

রাজনীতিতে আসার আগে কোন পেশায় ছিলেন কত টাকা বেতনে চাকরি করতেন শেখ তন্ময় এমপি।



Sheikh Tonmoy Zunaid Ahmed Palak

যদুনাথ স্কুল এন্ড কলেজ-এর শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী Zuna...
14/05/2023

যদুনাথ স্কুল এন্ড কলেজ-এর শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak ও বাগেরহাট-২ আসনের মাননীয় সাংসদ জননেতা Sheikh Tonmoy মহোদয়।

মনিগঞ্জ বাগেরহাট সদরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাবিত জায়গায় পরিদর্শন করেন মাননীয় আইসি...
14/05/2023

মনিগঞ্জ বাগেরহাট সদরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাবিত জায়গায় পরিদর্শন করেন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak ও বাগেরহাট-২ আসনের মাননীয় সাংসদ Sheikh Tonmoy মহোদয়।

তরুণ প্রজন্মকে কর্মমুখী করতে এবং দেশে কর্মস্থানের সুযোগ বাড়িয়ে তুলতে আজ বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘...
14/05/2023

তরুণ প্রজন্মকে কর্মমুখী করতে এবং দেশে কর্মস্থানের সুযোগ বাড়িয়ে তুলতে আজ বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘বাগেরহাট স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি।

এ অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের আয়োজনকে সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বাগেরহাট সদরের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ এবং বিভিন্ন স্থানে কার্যক্রম পরিদর্শন।
20/04/2023

বাগেরহাট সদরের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ এবং বিভিন্ন স্থানে কার্যক্রম পরিদর্শন।



কচুয়া সদর ইউনিয়ন, মঘিয়া, গোপালপুর ও বাধাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ...
03/04/2023

কচুয়া সদর ইউনিয়ন, মঘিয়া, গোপালপুর ও বাধাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার প্রদান।

আজ বাগেরহাটে জনতার মাঝে ইফতার বিতরণ।
03/04/2023

আজ বাগেরহাটে জনতার মাঝে ইফতার বিতরণ।

আজ বাগেরহাটে রাংদিয়া স্কুল এন্ড  কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে।
19/03/2023

আজ বাগেরহাটে রাংদিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে।




আজ বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে।
19/03/2023

আজ বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে।




বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম এর কন্যার বিবাহ অনুষ্ঠানে।
19/03/2023

বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম এর কন্যার বিবাহ অনুষ্ঠানে।




আজ বাগেরহাট খান জাহান আলীর মাজারে।
19/03/2023

আজ বাগেরহাট খান জাহান আলীর মাজারে।




Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello Bagerhat - হ্যালো বাগেরহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like