The Daily shatgombuj

The Daily shatgombuj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Daily shatgombuj, Media/News Company, Bagerhat Town.

22/06/2023
সদ্য সমাপ্ত এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী অনেকের হাতে রয়েছে এখন প্রচুর সময়। তাদের এই সময়টা অর্থবহ করতে আস-সুন্নাহ...
02/06/2023

সদ্য সমাপ্ত এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী অনেকের হাতে রয়েছে এখন প্রচুর সময়। তাদের এই সময়টা অর্থবহ করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজন করছে ‘মৌলিক ইসলামী জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতা-২০২৩’।

দৈনন্দিন জীবনে ইসলাম পালনের জন্য প্রয়োজনীয় দীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরয। অথচ অনেকেরই ফরয পরিমাণ জ্ঞানের ঘাটতি থেকে যায়। এই পাঠ ও প্রতিযোগিতায় আন্তরিকভাবে অংশগ্রহণ করলে একান্ত প্রয়োজনীয় দীনি ইলমের অনেকখানিই অর্জিত হবে ইন-শা-আল্লাহ।

🟩 এই প্রতিযোগিতা এবছর এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ছেলে-মেয়ে সবার জন্য উন্মুক্ত। নিবন্ধনের প্রয়োজন নেই।

🟩 সিলেবাস:
✅ ঈমান সম্পর্কিত ১০০ টি প্রশ্নোত্তর;
✅ কুরআন কারীমের শেষ ১০ টি সূরা;
✅ জীবনঘনিষ্ঠ ২০ টি হাদীস;
✅ নিয়মিত আমলযোগ্য ৩০ টি দোয়া ও যিকর;
✅ সীরাত সম্পর্কিত ১০০ টি প্রশ্নোত্তর;
✅ ফিকহ ও মাসায়েল সম্পর্কিত ১০০ টি প্রশ্নোত্তর।

উপর্যুক্ত বিষয়সমূহ অধ্যয়নের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রস্তুতকৃত সিলেবাসের পিডিএফ ফাইল উন্মুক্ত করা হলো। প্রতিযোগিতার প্রশ্ন এই সিলেবাস থেকে করা হবে এবং এই সিলেবাসের আলোকে উত্তর দিতে হবে।

🟩 প্রতিযোগিতার সময়:
✅ প্রথম পর্বের পরীক্ষা: ২৩ জুন, শুক্রবার, সকাল ৮ টা।
✅ দ্বিতীয় ধাপের পরীক্ষা: ২৫ জুন, রবিবার, সকাল ৮ টা; (আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর, ঢাকা অফিসে)

🟩 প্রতিযোগিতার ধরন:
✅ মোট ২ পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
✅ প্রথম ধাপে উপর্যুক্ত সিলেবাস থেকে গুগল ফরমের মাধ্যমে ১৫০ নম্বরের (১৫০˟১) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পেজসহ অন্যান্য পেজে গুগল ফরম উন্মুক্ত করা হবে। এই ধাপে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১০০ জনকে চূড়ান্ত ধাপের জন্য নির্বাচিত করা হবে।
✅চূড়ান্ত ধাপে ১০০ নম্বরের (সরাসরি) মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

🟩 পুরস্কার:
চূড়ান্ত ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের সবাইকে পুরস্কৃত করা হবে।

✅ প্রথম পুরস্কার: নগদ ২০ হাজার টাকা (৫ জন)
✅ দ্বিতীয় পুরস্কার: নগদ ১০ হাজার টাকা (১০ জন)
✅ তৃতীয় পুরস্কার: ৫০০ টাকার রকমারি কুপন অথবা সমমূল্যের বই (চূড়ান্ত ধাপে উত্তীর্ণ সবার জন্য)
✅ বিশেষ পুরস্কার: প্রথম পর্বে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫০০ জন ‘নসীহা ও উচ্চশিক্ষা বিষয়ক দিক-নির্দেশনা’ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। যেখানে উপস্থিত থাকবেন শায়খ আহমাদুল্লাহ-সহ বরেণ্য ইসলামিক

দ্যা ডেইলি ষাটগম্বুজ
২ জুন ২০২৩

ছুটিতে বিদেশ যাচ্ছেন হারুন——————————————তের দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম...
02/06/2023

ছুটিতে বিদেশ যাচ্ছেন হারুন
——————————————
তের দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম বার, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এর অনুকূলে নিজ এবং স্ত্রীর চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর গমনের অনুমতি এবং এতদুদ্দেশ্যে ৩-৬-২০২৩ তারিখ অথবা ছুটি ভোগের তারিখ হতে তের দিনের বহিঃ বাংলাদেশ ছুটি (অর্জিত) মন্জুর করা হলো। শর্ত অনুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।
————
দ্যা ডেইলি ষাটগম্বুজ
জুন ২, ২০২৩

আলহামদুলিল্লাহ ❤️আবারো তুরষ্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশ্ব মুসলিমদের প্রিয় নেতা এরদোয়ান।আল্লাহ তায়ালা প্রিয় মা...
28/05/2023

আলহামদুলিল্লাহ ❤️
আবারো তুরষ্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশ্ব মুসলিমদের প্রিয় নেতা এরদোয়ান।

আল্লাহ তায়ালা প্রিয় মানুষটিকে মুসলিম উম্মার কল্যাণে কবুল করুন, আমীন।

মোংলায় বজ্রপাতে একজন নিহত দুই জন আহত। আজ দুপুর সাড়ে ১২ টার সময় মোংলা উপজেলার বালুরমাঠ এলাকায় ড্রেজারে বালু উত্তোলনের...
27/05/2023

মোংলায় বজ্রপাতে একজন নিহত দুই জন আহত। আজ দুপুর সাড়ে ১২ টার সময় মোংলা উপজেলার বালুরমাঠ এলাকায় ড্রেজারে বালু উত্তোলনের সময় এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাদের উদ্ধার করে বন্দর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম ইনামুল ব্যাপারী, সে রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামে ফজলুল ব্যাপারীর ছেলে।

11/05/2023

আস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক রিক্সা বিতরন বাগেরহাট।

আস-সুন্নাহ ফাউন্ডেশন বাগেরহাটে।স্টাফ রিপোর্ট:শায়খ আহমাদুল্লাহ কতৃক পরিচালিত আস্ সুন্নাহ ফাউন্ডেশনের সাম্বলম্বীকরন প্রকল্...
10/05/2023

আস-সুন্নাহ ফাউন্ডেশন বাগেরহাটে।

স্টাফ রিপোর্ট:
শায়খ আহমাদুল্লাহ কতৃক পরিচালিত আস্ সুন্নাহ ফাউন্ডেশনের সাম্বলম্বীকরন প্রকল্প ২০২৩ এর সারাদেশে ২০০০ রিকশা বিতরনের ধারাবাহিকতায় বাগেরহাটে আগামিকাল বিতরন হবে ৪২টি রিকশা বিভিন্ন এলাকা থেকে আবেদন কৃত গরীব অসহায় মানুষের মধ্যে ৪৮ জন পাবে রিকশা। আগামীকাল আল ইসলাহ একাডেমী মাঠে বিতরণ কর্মসূচি পালিত হবে ।
https://www.facebook.com/assunnahfoundationbd/?mibextid=ZbWKwL

বাগেরহাটের চুলকাঠি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ে ছাঁই ৪ দোকান।স্টাপ রিপোর্ট : আবুল বাশার৯ মে ২০২৩ মঙ্গলবারবাগেরহাটের চুল...
09/05/2023

বাগেরহাটের চুলকাঠি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ে ছাঁই ৪ দোকান।

স্টাপ রিপোর্ট : আবুল বাশার

৯ মে ২০২৩ মঙ্গলবার
বাগেরহাটের চুলকাঠি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে আনুমানিক রাত ২-৩ টার মধ্যে আগুনের সূত্রপাত ঘটেছে।স্থানীয় সূত্র জানা যায় ফার্নিচার দোকান থেকেই আগুনের সূচনা হয় এবং ধীরে ধীরে আশেপাশের দোকান গুলিতে ছড়িয়ে পড়ে। অতঃপর স্থানীয় কিছু লোক ভয়াবহ আগুনের চিত্র দেখে ফায়ার সার্ভিস টিমকে কল করেন এবং তাঁরা দ্রুত দূর্ঘটনা কবলিত স্থানে হাজির হন এবং তাঁদের কর্ম দক্ষতা দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।আগুনে পোড়া দোকান ব্যবসায়ীরা জানান তাঁদের ক্ষয় ক্ষতির পরিমান প্রায় কোটি টাকার কাছাকাছি।বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ বলেন, তাঁর দোকানের মালামাল সহ সর্বমোট ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
(আরও,,,আসছে)

আজ বিকাল ৩.৪৫মি: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (ODI) ম্যাচটি দেখতে পেজটি ফলো করে রাখতে পারেন।  https://www.facebook.com/TheD...
09/05/2023

আজ বিকাল ৩.৪৫মি: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (ODI) ম্যাচটি দেখতে পেজটি ফলো করে রাখতে পারেন।
https://www.facebook.com/TheDailyshatgombuj

চায়না বিশ্ব বাজারে এগিয়ে কেন?আন্তর্জাতিক ডেক্স:খুবই কর্মঠ, কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়; দুপুরে লাঞ্চের ...
05/05/2023

চায়না বিশ্ব বাজারে এগিয়ে কেন?

আন্তর্জাতিক ডেক্স:
খুবই কর্মঠ, কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়; দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য ১ ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, সবাই যাতে ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য বিশেষ ধরনের চেয়ার দেয়, পরিবেশ বানিয়ে দেয়।

কেন?

তারা কি বোঝেনা যে ৭ দিনে ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মী কে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে?

এই প্রশ্নটি আমি এক চাইনিজ কে করেছিলাম; তিনি উত্তর দিয়েছিলেন ৭ দিনে ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটিয়ে তুমি শুধু গা-ধা পালবে; কোয়ালিটি পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে, যার ব্রেনকে তুমি যত বৈচিত্র দিতে পারবে, প্রয়োজনমত রেস্ট দিতে পারবে ; ক্রিয়েটিভ আউটপুট পাবে।

তোমার কোম্পানির কাজ যদি গা-ধার কাজ হয় ; মানে বুদ্ধিমত্তা দরকার নাই শুধুমাত্র মাল বহন করতে পারলেই হলো, তাহলে ৭ দিনে পারলে ৭ দিনই কাজ করাও; যখন আর মাল বহন করতে পারবেনা তখন একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে নাও।

কিন্তু যদি বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, তাহলে তাকে দুইদিন ছুটি, দুপুরে ঘুম, পেইড ভ্যাকেশন ইত্যাদি দিতে হবে।

বিশ্ব নেতৃত্বে শিবিরডেস্ক রিপোর্ট :বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর...
30/04/2023

বিশ্ব নেতৃত্বে শিবির

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতি ড. মোস্তফা ফয়সাল পারভেজ IIFSO'র জেনারেল সেক্রেটারি মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, বিশ্বের ষাটের অধিক দেশের ১০৫টি ছাত্র ও যুব সংগঠন IIFSO (International Islamic Federation of Student Organizations) সদস্যপদ নিয়ে কাজ করছে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ছাত্র ও যুবকদের জাতিসংঘ বলে পরিচিত, সকল ইসলামিক সংগঠনের মাদার অর্গানাইজেশন হিসেবে কাজ করছে।

ইস্তাম্বুলে চলমান দুইদিনব্যাপী IIFSO General Assembly এর দ্বিতীয় দিনে অংশগ্রহণকৃত ৬০টি দেশের ছাত্র ও যুব প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে আগামী ৪ বছরের জন্য সেক্রেটারি জেনারেল নির্বাচিত হোন ড. মোস্তফা ফয়সাল পারভেজ। সেক্রেটারি জেনারেল ইফসোর সর্বোচ্চ ব্যক্তি।

ফকিরহাটে বাস, ভ্যান ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত -১ফকিরহাট উপজেলা প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথ...
29/04/2023

ফকিরহাটে বাস, ভ্যান ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত -১

ফকিরহাট উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভ্যানযাত্রী নিহত এবং বাইসাইকেল চালক ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) বাগেরহাট সদর উপজেলার উজলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাইসাইকেল ও ভ্যানটি ফলতিতা থেকে ফকিরহাটের দিকে আসছিল। এসময় ঢাকাগামী রবি এক্সপ্রেস নামক যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইসাইকেলকে ও পরে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত বাইসাইকেল চালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখ (৫০) কে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সবুজ শেখ জানান, ভ্যানচালক লাভলু শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। আহতের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, ভ্যানযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

21/04/2023

  ২৮ রমজান (২০ এপ্রিল’২৩) বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দাল কোরেশি,অভিভাবকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং শ.....

তুরস্কে একবছর বিনামূল্যে গ্যাস দেওয়ার ঘোষণা প্রেসিডেন্ট এরদোয়ানের!প্রায় তিনবছর আগে আবিস্কৃত গ্যাস গতকাল জাতীয় গ্রীডে যোগ...
21/04/2023

তুরস্কে একবছর বিনামূল্যে গ্যাস দেওয়ার ঘোষণা প্রেসিডেন্ট এরদোয়ানের!

প্রায় তিনবছর আগে আবিস্কৃত গ্যাস গতকাল জাতীয় গ্রীডে যোগ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এক সারপ্রাইজ দেন প্রেসিডেন্ট এরদোয়ান। বাসা-বাড়ীতে রান্না-বান্না এবং গরম পানির জন্য ব্যবহৃত গ্যাস আগামী একবছর ফ্রি দেওয়ার ঘোষণা দেন। যদিও শীতকালে রুম হিটারের জন্য ব্যবহৃত গ্যাসের জন্য মূল্য পরিশোধ করতে হবে। তবে এখানেও সারপ্রাইজ আছে, আগামী একমাস সকল ধরনের গ্যাসই বিনামূল্যে হবে।

আন্তর্জাতিক ডেস্ক

খানজাহান শিল্পীগোষ্ঠী বাগেরহাট এর ইফতার মাহফিল সম্পন্নডেস্ক রিপোর্ট ২৮ রমজান (২০ এপ্রিল’২৩) বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্...
21/04/2023

খানজাহান শিল্পীগোষ্ঠী বাগেরহাট এর ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
২৮ রমজান (২০ এপ্রিল’২৩) বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সুরকার,গীতিকার, মোড়ল শরিফ,শিল্পী হানিফ শেখ নুর, অভিভাবক মন্ডলী,শুভাকাঙ্ক্ষী এবং শিল্পীদের উপস্থিতিতে খানজাহান শিল্পীগোষ্ঠী বাগেরহাট এর ইফতার মাহফিল সম্পন্ন হয়।

শিল্পী রবিউল ইসলাম ফয়সালের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোঃ মুয়াজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানজাহান শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক ও চেয়ারম্যান জনাব মাহফুজুল্লাহ মিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক, ঐতিহ্যবাহী সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্য শিল্পী হাদিউজ্জামন বুলবুল,সাবেক পরিচালক শিল্পী ইকবাল হোসাইন,সাবেক পরিচালক শিল্পী নাজমুল হাসান এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মল্লিক সাংস্কৃতিক সংসদ উপশাখার পরিচালক মুশফিকুর রহিম, ইশতেহাদ শামিল সিন্দিদ প্রমুখ।

এ সময় রমজানের শিক্ষা, ঈদের অগ্রিম শুভেচ্ছা সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরিশেষে প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয়।

জার্মানিতে প্রায় ৪০ লাখ মুসলমানের বসবাস৷ জার্মান সেনাবাহিনীতে রয়েছে প্রায় হাজার খানেক মুসলমান সৈন্য৷ বিশেষ ব্যবস্থা হিসে...
19/04/2023

জার্মানিতে প্রায় ৪০ লাখ মুসলমানের বসবাস৷ জার্মান সেনাবাহিনীতে রয়েছে প্রায় হাজার খানেক মুসলমান সৈন্য৷ বিশেষ ব্যবস্থা হিসেবে রোজার সময় মুসলমান সৈন্যদের জন্য রাতেও ক্যান্টিন খোলা রাখা হয়৷

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানাফকিরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন বাজারে ভ্রা...
12/04/2023

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য পণ্যের তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৭টি দোকানে জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও বিক্রির অপরাধে ১টি খাবার হোটেল, ১টি গরুর মাংসের দোকান, মূল্য তালিকা না থাকায় ৩টি মুরগীর মাংসের দোকান, ১১টি মুদি দোকান সহ ১৯টি দোকানে মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী এসব দোকান মালিকের বিরুদ্ধে ১৭ মামলায় এ জরিমানা করেন। এরমধ্যে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় উপজেলা পরিষদ আইনে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, পেশকার মো. মিজানুর রহমান, এএসআই মো. খলিলুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অফরদিকে, সোমবার (১০) এপ্রিল বিকেলে উপজেলার মানসা বাজারে খাদ্য দ্রব্য মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মুদি দোকানে মোট ৪ হাজার ৭শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, প্রতিদিনই বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Address

Bagerhat Town
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily shatgombuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share