Glow Marketing Agency

Glow Marketing Agency Glow marketing agency is a one-stop solution for giving your business a marketing facelift.

We are provides content marketing, social media marketing, web design, graphic design and more.

26/04/2023

ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট এডভার্টাইজিং,আপনি যাই বলে থাকেন না কেন আপনার কোম্পানি বা সংস্থাকে অনলাইনে মার্কেটিং বা পরিচিত করে তোলা বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।

⏹️ যে কোন প্রয়োজনে কল করুনঃ
📞 +880 1612-686765 (হোয়াটসঅ্যাপ)

21/04/2023

Let this Eid be the occasion of sharing the love and caring for the people who need to be loved and cared. Eid Mubarak to all!

25/12/2022

⏹️ফেসবুক বিজ্ঞাপনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Glow Marketing Agency ⏹️
⏹️ প্রফেশনাল বুস্টিংয়ে সেল বাড়ান দ্বিগুণ।
✅✅ বুস্ট করাবেন বা পেইজ লাইক নিতে চাচ্ছেন??
✅ অথোরাইজড ডলার দিয়ে বুষ্ট করুন।
✅ আমরা Httpool Bangladesh Limited এর নিবন্ধিত এজেন্সী ।।
✅ Httpool এর AD Account দিয়ে বুস্ট করি।
✅ আপনার বিজ্ঞা'পন"টি সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের।
⏹️ প্রয়োজনে কল করুনঃ
📞 +880 1612-686765 (হোয়াটসঅ্যাপ)

বু"স্ট করুন, সে"ল বাড়ান 📈 ডি'জি'টাল মার্কে'টিং এজে'ন্সির মাধ্যমে আপনার ব্যবসা'কে করুন আরও প্রসারিত।☎️ যোগাযোগঃ 01612-686...
28/06/2022

বু"স্ট করুন, সে"ল বাড়ান 📈
ডি'জি'টাল মার্কে'টিং এজে'ন্সির মাধ্যমে আপনার ব্যবসা'কে করুন আরও প্রসারিত।
☎️ যোগাযোগঃ 01612-686765
✅সঠিক প্রচার'ণার মাধ্যমেই সে'ল বাড়ে, আর সেই প্রচারণার দায়িত্বটা যদি পরে এক্সপা'র্ট মার্কে'টার এর হাতে তাহলে তো আর কথাই নেই।
✅ আপনার বিজ্ঞা'পন"টি সঠিক কাস্টমারের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের।
✅ বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন।
☎️ মোবাইলঃ +8801612-686765 (WhatsApp)

বর্তমানে আমাদের দেশে যারা অনলাইন বিজনেস করে, বিশেষ করে ফেসবুক নির্ভর যে বিজনেস গুলো তারা প্রায়ই  অভিযোগ করে অনেক এড দেই,...
28/03/2022

বর্তমানে আমাদের দেশে যারা অনলাইন বিজনেস করে, বিশেষ করে ফেসবুক নির্ভর যে বিজনেস গুলো তারা প্রায়ই অভিযোগ করে অনেক এড দেই, পোস্ট দেই কিন্তু রেজাল্ট পাচ্ছিনা, সেল পাচ্ছিনা । এড দিয়ে কোনো লাভ হয়না।
সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট / সার্ভিসের মূল সমস্যা দুইটা হতে পারে,
১। আপনার প্রোডাক্ট/সার্ভিসের মান ভালো না কিংবা মার্কেট ডিমান্ড নাই
২। আপনি সঠিক অডিয়েন্সের কাছে, সঠিক মার্কেটিং ম্যাসেজ পৌছাতে পারছেন না
আজকে আমরা কথা বলব অডিয়েন্স এবং মার্কেটিং ম্যাসেজ কেমন হওয়া উচিত সেটা নিয়ে।
আশা করি পুরো লেখা পড়লে আপনার অডিয়েন্স টার্গেটিং এবং মার্কেটিং ম্যাসেজ কেমন হওয়া উচিত সেটা নিয়ে ক্লিয়ার একটা ধারনা পাবেন। চলুন শুরু করা যাক।
ফেসবুক মার্কেটিং থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অডিয়েন্স টার্গেটিং যে One of the most important thing এটা আমরা সবাই জানি।
আপনি যখন এড দেন বিভিন্ন অডিয়েন্স টার্গেট করেন এবং টেস্ট করেন কোন অডিয়েন্সটা ভাল পারফর্ম করছে। যে অনুযায়ী আপনি পরবর্তীতে এড দেয়ার সময় সে অডিয়েন্স নিয়ে কাজ করেন, ডুপ্লিকেট করেন এডসেট, বাজেট বাড়িয়ে দেন ইত্যাদি ইত্যাদি।
কিন্তু অডিয়েন্স টার্গেটের ক্ষেত্রে সব চেয়ে গুরত্বপূর্ণ যে বিষয়টিকে আমরা অনেকেই মাথায় রাখিনা সেটা হলো অডিয়েন্সদের Pain Point or Motive বুঝা। আপনি যে অডিয়েন্সদের জন্য এড দিচ্ছেন আপনি কি তাদের Motive, তাদের Desire কি সেটা সম্পর্কে অবগত আছেন?
সব ধরনের অডিয়ন্সের জন্য একই ধরনের মার্কেটিং ম্যাসেজ কাজ করবেনা এটাই স্বাভাবিক।
আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস তাদের অফার করছেন সেটা তাদের কিভাবে কাজে আসবে?
কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, একজন কেন আমার প্রোডাক্ট বা সার্ভিসটি কিনবে?
হয় তারা কোনো সমস্যা কিংবা অসুবিধায় আছে যেটার সমাধান আমার প্রোডাক্ট বা সার্ভিস তাদের দিবে, অথবা এই প্রোডাক্ট বা সার্ভিসটি তাদের বর্তমান অবস্থা থেকে আরও ভালো পর্যায় নিয়ে যাবে।
তাহলে আমার অডিয়েন্স হল দুই ধরনের,
যাদের অলরেডি কোনো একটা সমস্যা, পেইন পয়েন্ট আছে যেটা আমার প্রোডাক্ট বা সার্ভিস দূর করবে।
দ্বিতীয় ধরনের অডিয়েন্স হলো তারা , যারা আমার প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করে তাদের বর্তমান যে অবস্থা আছে তার থেকে নিজেদের আরও ব্যাটার পর্যায় নিয়ে যেতে পারে।
তাহলে চিন্তা করেন এই দুই ধরনের অডিয়েন্সের জন্য কি সেইম ধরনের মার্কেটিং ম্যাসেজ কাজ করবে??
না, করবেনা।
ধরেন আপনি কোনো হেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করেন।
আপনার প্রোডাক্ট ব্যবহারে চুল পড়া সমস্যার সমাধান হয়, চুল ঘন কালো হয়, চুল লম্বা আর সিল্কি হয়।
তাহলে ভাবেন আপনার যে অডিয়েন্স তাদের Pain Point কি, আর Desire কি।
আপনার এক ধরনের অডিয়েন্স হল যারা চুল পড়া সমস্যায় ভোগছে। তারা সেই সমস্যার সমাধান খুজছে।
আরেক ধরনের অডিয়েন্স আছে তাদের চুল পড়া সমস্যা হয়ত নেই কিন্তু তারা চায় তাদের চুল আরও ঘন কালো সুন্দর হোক। এটা হচ্ছে তাদের Desire.
এখন আপনি যখন এড দিবেন আপনি যদি দুই ধরনের অডিয়েন্সের জন্য সেইম এড দেন সেটা কি কাজ করবে? বেশির ভাগ ক্ষেত্রেই করবেনা।
অডিয়েন্সের Pain Point এবং Desire যখন আপনি বুঝতে পারবেন আর সে অনুযায়ী আপনার মার্কেটিং ম্যাসেজ দিতে পারবেন তখনই আপনি ভালো রেজাল্ট পাবেন।
আশা করি কনসেপ্টি আপনাদের ক্লিয়ার হয়েছে।
তাই এড দেয়ার আগে আপনার অডিয়েন্স বুঝার চেষ্টা করুন। তাদের Pain Point, Motive, Desire গুলো কি সেটা বুঝার চেষ্টা করেন।
সে অনুযায়ী ভিডিও বানান, গ্রাফিক্স বানান, এড কপি লিখুন তাহলেই দেখবেন ভালো ফলাফল পাবেন।
ভালো থাকবেন সবাই।
#মার্কেটিং #ডিজিটাল_মার্কেটিং #বিজনেস

02/03/2022

Glow marketing agency is a one-stop solution for giving your business a marketing facelift.

We Provide:
➡️ Facebook Boosting
➡️ Facebook Advanced Ad Campaign
➡️ Social Media Marketing
➡️ Web Design
➡️ Any kinds of Graphic Design

We have experienced & Dedicated team members.
We ensure best results and customers satisfaction.

ফেইসবুক বুস্ট/এড থেকে ভালো ফলাফল পেতে কি কি জানা জরুরী? বর্তমানে অনলাইনে বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হব...
24/02/2022

ফেইসবুক বুস্ট/এড থেকে ভালো ফলাফল পেতে কি কি জানা জরুরী?
বর্তমানে অনলাইনে বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেকোনো ধরনের বিজনেস এর প্রচারণার জন্য অন্যতম প্ল্যাটফর্ম হলো ফেইসবুক।
বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষ ফেইসবুক ব্যবহার করে!
আপনি যেকোনো ধরনের বিজনেসই করেন না কেন আপনার কাস্টমার ফেইসবুকে তাদের সময় কাটায়।
তাই ফেইসবুকে বিজনেস প্রোমোট করে আপনার বিজনেসের জন্য অডিয়েন্স গ্রো করা, ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানো থেকে শুরু করে সেলস জেনারেট করার জন্য ফেইসবুজ এড খুবই কার্যকরী।
আপনি চাইলে খুবই অল্প বাজেটে এড দিয়েও আপনার অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস পৌছে দিতে পারেন।
কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে এড দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়।
ফেইসবুকে এড দেয়ার আগে যেই বিষয় গুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবেঃ
🟢 পোস্ট বুস্ট না করে বিজনেস ম্যানেজার থেকে এড দিন। বুস্ট হচ্ছে একদম বেসিক লেভেলের এড। এখানে প্রোপার টার্গেটিং করা যায়না। তাই পোস্ট বুস্ট না করে এড ম্যানেজার থেকে এড দিলে ভালো রেজাল্ট পাবেন।
🟢 এডের ছবি/ভিডিও হতে হবে আকর্ষনীয় এবং প্রফেশনাল। এডের ছবি/ভিডিও হবে আপনার এডের প্রতি মানুষের প্রথম ইমপ্রেশন। যদি ছবি/ভিডিও ভালো না হয় তাহলে এড থেকে ভালো রেজাল্ট আসবেনা মোটামোটি নিশ্চিত।
🟢 ছবিতে ২০-৩০% এর বেশি লেখা দেয়া যাবেনা। ছবিতে লেখা যত বেশি হবে সেই এডের রিচ ততো কম হবে।
🟢 পোস্টের ডেস্ক্রিপশন হতে হবে এমন যাতে সেটি পড়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে মানুষ পরিষ্কার ধারনা পায়। সঠিক কল টু একশন থাকতে হবে পোস্টে । আপনার এড দেখার পর মানুষকে কি করাতে চাচ্ছেন সেটা উল্লেখ করুন যাতে মানুষ সহজেই কনভার্ট হয়।
🟢 আপনার টার্গেট লোকেশন এবং কাস্টমার সিলেক্ট করে নিন। সবার কাছে আপনার এড যাওয়ার দরকার নাই। আপনি কাদের কাছে এড পৌছাতে চান তাদের জেন্ডার, বয়স, লোকেশন সঠিক ভাবে সিলেক্ট করে নিন।
🟢বাজেট বেশি দিয়ে, মিনিমাম ৫-৭ দিনের এড দিতে চেষ্টা করুন। কেননা যত বেশি সময় ধরে এড চলে ততো ভালো রেজাল্ট পাওযা যায়।
🟢 এড দেয়ার আগে আপনার পেইজটা প্রফেশনাল ভাবে গুছিয়ে নিন। পেইজে বিজনেস এর সকল তথ্য যুক্ত করুন। প্রফেশনাল প্রোফাইল, কভার ফটো যুক্ত করুন। এড দেখার পর মানুষ আপনার পেইজ ভিজিট করতে পারে যদি পেইজ প্রফেশনাল ভাবে গুছানো না থাকে তাহলে কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট বা সার্ভিস নিতে আগ্রহ হারিয়ে ফেলবে।
🔴 কম টাকায় বুস্ট দিয়ে পেইজের ক্ষতি করবেন না। তারা বিভিন্ন কুপন ইউজ করে যার কারণে পেইজের রিচ কমে যাবে, আপনার পেইজ আনপাবলিশ ও করে দিতে পারে।
🟢 নিজে যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং এড দেয়ায় অভিজ্ঞ হয়ে থাকেন উপরের বিষয় গুলো ফলো করে এড দিন তাহলে ভাল ফলাফল পাবেন আশা করি। যদি নিজে এড দিতে না চান তাহলে প্রফেশনাল কাউকে দিয়ে এড দিন।
আপনার বিজনেস এর জন্য প্রফেশনাল মার্কেটিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রফেশনালি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিজনেসের জন্য এড দিয়ে আসছি । আমাদের আছে অভিজ্ঞ মার্কেটিং এক্সপার্ট যারা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
যেকোনো প্রয়োজনে আমাদের থেকে নিতে পারেন পরামর্শ।
মাসিক ভিত্তিতে ফেইসবুক মার্কেটিং, বুস্ট, প্রমোট, কন্টেন্ট ইত্যাদি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগ করতে পেইজে ম্যাসেজ করুন অথবা কল করুন
Whatsapp: https://wa.me/qr/W3ZHLMQU66ANA1
01612-686765 (Whatsapp or Call)

➊ ওয়ার্ডপ্রেস কি?ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা বর্তমান পৃথিবীর প্রায় ৩৫% ওয়েবসাইট কাভার করে আছে।...
23/02/2022

➊ ওয়ার্ডপ্রেস কি?
ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা বর্তমান পৃথিবীর প্রায় ৩৫% ওয়েবসাইট কাভার করে আছে।প্রায় ৬০ মিলিয়ন মানুষের কাছে ওয়ার্ডপ্রেস পেয়েছে প্রথম প্রাধান্য।এই পরিসংখ্যান ই বলে দিচ্ছে বর্তমান কিংবা আগামীতে ওয়ার্ডপ্রেস এর অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে।
➋কেন ওয়ার্ডপ্রেস এর এত চাহিদা?
ওয়ার্ডপ্রেস দিয়ে আন্তর্জাতিক মানের দারুণ সব ওয়েবসাইট বিল্ড করা যায় কোনো রকম প্রোগ্রামিং নলেজ ছাড়াই(!) এই সিএমএস এর এত বেশি চাহিদা হবার পেছেনের শক্ত কারণ গুলোর মধ্যে এটি একটি বলা যায়।তাছাড়াও ওয়ার্ডপ্রেস সিএমএস এর এত চাহিদার কারণ গুলো বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন কেন এই সিএমএস বর্তমান ওয়েব সেক্টরে এত বেশি পপুলার!
‣রেসপন্সিভ সাইট ডিজাইন
‣মোবাইল ফ্রেন্ডলি ইন্টারফেস
‣কাস্টমাইজেবল ডিজাইন
‣SEO ফ্রেন্ডলি থিম
‣হাই পারফরমেন্স
‣ক্লিন এডমিন প্যানেল
‣নো সিকিউরিটি ইস্যু
‣পাওয়ারফুল মিডিয়া ম্যানেজমেন্ট
➌ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন
ওয়ার্ডপ্রেস দিয়ে সুন্দর এবং প্রফেশনাল সাইট রেডি করার জন্য wordpress. org সহ আরো কিছু মার্কেটপ্লেসে অনেক ধরনের ফ্রী এবং প্রিমিয়াম থিম পাওয়া যায় যা দিয়ে আপনি আপনার পছন্দের সাইট টি রেডি করে নিতে পারবেন।আপনার সাইটের ধরণ অনুযায়ী পাওয়া যাবে আরো কিছু প্লাগিন যা আপনার কাজকে আরো সহজ করে দিতে পারে।ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন দুটোই PHP ল্যাংগুয়েজ ব্যবহার করে বানানো হয়।বর্তমানে প্রায় ৫৫,০০০ প্লাগিন ডেভেলপার রা তৈরি করে রেখেছে যা দিয়ে নিমিষেই আপনি আপনার সাইটের বিভিন্ন ফিচার নিয়ে আসতে পারবেন।
➍ ওয়ার্ডপ্রেস নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণাঃ
বর্তমানে আমাদের আশে পাশে অনেক কেই বলতে শুনি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করলে সাইট অপ্টিমাইজড হয়না তাই লোড নিতে সময় নেয় বেশি।এটি আসলে ফিক্স করার বিষয়।আপনার সাইটকে অপ্টিমাইজ করে নেয়ার দায়িত্ব আপনার কিংবা আপনার ডেভেলপারের।আপনি যদি সঠিক ভাবে আপনার সাইটকে অপ্টিমাইজ করতে পারেন তাহলে স্পিড নিয়ে আপনাকে খুব একটা ভোগান্তি পেতে হবেনা।তাছাড়াও আপনি যাদের থেকে হোস্টিং নিচ্ছেন তাদের থেকে ভালো হোস্টিং টা নেয়ার চেষ্টা করুন কেননা সাইট স্পিডের সাথে হোস্টিং প্রোভাইডার দের একটা সম্পর্ক থেকেই যায়।
➎বাজেট সমস্যার সমাধানঃ
আপনি যখন একটি সাইট PHP Laravel ফ্রেমওয়ার্ক দিয়ে করতে যাবেন সেক্ষেত্রে আপনার সাইটের ফিচার বুঝে ডেভেলপার আপনার কাছে মোটা অংকের বাজেট চাইতেই পারে যা পুরোপুরি যুক্তিযুক্ত।কেননা ঐ ফ্রেমওয়ার্ক দিয়ে সাইট তৈরি করতে গেলে তাকে সবকিছু raw code করে সাইট ডিজাইন করে নিয়ে আসতে হবে।সেখানে যদি আপনার বাজেট সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে আপনার জন্য বিকল্প অপশন হবে ওয়ার্ডপ্রেস।দেখা যাবে ফ্রেমওয়ার্কের বাজেটের তুলনায় প্রায় অর্ধেক কিংবা তার চেয়েও কম বাজেটে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য সুন্দর এবং ইউনিক একটি সাইট রেডি করে ফেলতে পারছেন।কারণ স্টার্ট আপ বিজনেসে বাজেট অবশ্যই একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায়।
Glow Marketing Agency ইতিমধ্যেই ওয়ার্ডপ্রেস নিয়ে বেশ কিছু কাজ সম্পন্ন করেছে এবং বর্তমানে আরো দুটি সাইটের কাজ আন্ডার প্রসেসিং এ আছে।ক্লাইন্টের ডিমান্ড এবং রিকুয়ারমেন্ট ঠিক রেখে সময় মতো আমরা তাদের প্রজেক্ট তাদেরকে হ্যান্ড ওভার করেছি।যারা যারা ভাবছেন একটি সাইট বিল্ড করবেন তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে।আমাদের টিম সর্বোচ্চ সাপোর্ট দেয়ার ট্রাই করবে আপনাদের।
© Glow Marketing Agency

লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের শুভেচ্ছা সবাইকে।সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি তাদের, যাদের জন্য এ পতাকা পেলাম।
15/12/2021

লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের শুভেচ্ছা সবাইকে।সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি তাদের, যাদের জন্য এ পতাকা পেলাম।

ফেসবুক মার্কেটিং নিয়ে দুচিন্তার দিন শেষ।ফেসবুক অথরাইজড এড একাউন্টে, মার্কেটিং হবে নিশ্চিন্তে।- এড চলাকালীন সময়ে মাঝপথে এ...
30/11/2021

ফেসবুক মার্কেটিং নিয়ে দুচিন্তার দিন শেষ।
ফেসবুক অথরাইজড এড একাউন্টে, মার্কেটিং হবে নিশ্চিন্তে।
- এড চলাকালীন সময়ে মাঝপথে এড বন্ধ হওয়ার ঝামেলা 2% এর কম ।
- প্রতিটি পেইজের জন্য আলাদা এড একাউন্ট(শর্ত সাপেক্ষে)।
- প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী এডভান্স টার্গেট অডিয়েন্স সেটআপ করবে আমাদের মার্কেটিং টিম।
- সার্ভিস নেওয়ার পর যেকোনো ইস্যুতে পাবেন ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট।

সরাসরি কথা বলতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেঃ 01612-686765 (10am-11pm)

৩য় ধাপঃকিভাবে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে হয়ঃব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং হল কাস্টমারের কাছে আপনার প্রতিশ্রুতি। হাজারো...
29/11/2021

৩য় ধাপঃ
কিভাবে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে হয়ঃ
ব্র্যান্ডিং কি?
ব্র্যান্ডিং হল কাস্টমারের কাছে আপনার প্রতিশ্রুতি। হাজারো প্রোডাক্ট ও সার্ভিস এর মধ্যে কাস্টমার কেন আপনার ই-কমার্স সাইট থেকে প্রোডাক্ট ক্রয় করবে তা নির্ভর করে আপনার ব্র্যান্ডিং এর উপর। প্রতিদ্বন্দ্বীদের থেকে আপনাকে এগিয়ে রাখতে ও কাস্টমারদের নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেতে ব্র্যান্ডিং অপরিহার্য।
ব্র্যান্ড প্রতিষ্ঠার যাত্রাটা খুব একটা সহজ নয়। অনেকটা পথ পাড়ি দিয়ে, অনেকটা সময় বিনিয়োগ করে নিরলসভাবে পরিশ্রম করে ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করতে হয়।
আপনার ই কমার্স বিজনেস টিকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে এই কৌশলগুলো অবলম্বন করুন –
১. প্রথমে আপনার প্রতিষ্ঠানের জন্য একটি সুন্দর রং ও ডিজাইন সম্বলিত লোগো তৈরি করুন। অনেক সময় আমরা কোম্পানীর নাম না দেখে শুধু লোগো দেখে বুঝে যাই যে পণ্য কোন প্রতিষ্ঠানের। লোগো যে খুব আহামরি কিছু হতে হবে এমন নয় । কিন্তু এমন একটি লোগো তৈরী করুন যেটা দেখে সহজেই কাস্টমার আপনাকে অন্যদের থেকে আলাদা করতে পারে ।
২. লোগোর রং এর সাথে সামঞ্জস্য বজায় রেখে আপনার ই-কমার্স ব্যবসার জন্য একটি পরিচ্ছন্ন, সহজে ব্যবহারযোগ্য ও মানসম্মত একটি ওয়েবসাইট তৈরী করুন।
ই-কমার্স ওয়েব সাইটের কিছু অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য থাকে যেমন – কার্ড ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, প্রমোশন বা অফার ম্যানেজমেন্ট । এগুলো তে নজর দিন।
৩. আপনার ওয়েবসাইট এ প্রথমেই সব কিছু সেল করার চেষ্টা না করে সুনির্দিষ্ট কিছু পণ্য সেল করুন। যেমন: রকমারি। তারা কিন্তু প্রথমে শুধু মাত্র বই বিক্রি করতো। বর্তমানে বই এর পাশা পাশি তারা অন্যান্য পণ্যও সেল করে।
৪. সঠিক মাধ্যমে আপনার ই কমার্স ওয়েবসাইটের সঠিক প্রচারণা চালান যাতে সবাই আপনার পণ্য সম্পর্কে জানতে পারে। এজন্য বেছে নিতে পারেন ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসএমএস মার্কেটিং ।
৫. ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পণ্যের মোড়কের ভূমিকাও একেবারে কম নয়। সুন্দর মোড়কে, গুণগত মানসম্পন্ন পণ্য দৃষ্টিনন্দন হয়ে উঠে। তাই চেষ্টা করুন পণ্যের মোড়কে একটু বৈচিত্র আনতে। খুব সহজেই কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।
৬. সর্বদা পণ্যের গুণগত মান বজায় রাখুন। কথায় এবং কাজে এক থাকুন। আপনার মনে হবে আপনি লাভ করতে পারছেন না বা লস হচ্ছে। দীর্ঘ মেয়াদে গুণগত মান সম্পন্ন পণ্য আপনার ব্যবসা টিকিয়ে রাখবে।
৭. কাস্টমার সার্ভিস হল ই কমার্স বিজনেসের প্রাণ। একটি ই কমার্স বিজনেস কতদুর সফল হবে সেটি নির্ভর করে কাস্টমার সার্ভিস কোয়ালিটির উপর। তাই চেষ্টা করুন একটু এক্সট্রা সার্ভিস দিতে।
Zappos এর নাম শুনেছেন? তারা তাদের ব্যবসায় বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে শুধুমাত্র তাদের কাস্টমার সার্ভিস এর কারনে।
নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্র্যান্ডিং এর গুরুত্ব
খুব স্বল্প পরিসরে আপনি হয়ত ই-কমার্স ব্যবসা শুরু করবেন, ভাবছেন প্রাথমিকভাবে ব্র্যান্ডিং আপনার ব্যবসার জন্য কতটুকু সহায়ক হবে বা আদৌ এর প্রয়োজন রয়েছে কিনা, অথবা হয়তো আপনি ইতিমধ্যে ই-কমার্স ব্যবসার সাথে যুক্ত আছেন, কিন্তু সফলতার মুখ দেখা হয়ে ওঠেনি এখনো।
ব্যবসায় সফল হওয়ার অনেক কারণ হয়ত যাচাই করছেন, কখনো কি অবসরে ভেবে দেখেছেন যে আপনার ব্র্যান্ডিং সঠিকভাবে করা হয়েছিল কিনা।
বাজারে বহু কোম্পানির মিনারেল ওয়াটার বোতলজাত করে বিক্রি হয়ে থাকে। সব বোতলেই রয়েছে সেই একই স্বচ্ছ ও পরিষ্কার পানি, আপনি এত প্রতিষ্ঠানের মাঝে কোন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মিনারেল ওয়াটার কিনে থাকেন। কেন বলতে পারেন?! উত্তরটা সহজ শুধুমাত্র ব্রান্ডিং এর কারণে।
১. ব্র্যান্ডিং কাস্টমারকে আপনার ই-কমার্স সাইটের পণ্য সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেয়।
২.সঠিকভাবে ও কৌশলগত উপায়ে ব্র্যান্ডিং করা হলে তা আপনার বিক্রয়ের পরিমাণ বাড়িয়ে দেয় বহুলাংশে।
৩. ব্র্যান্ডিং এ সফলতার সাথে সাথে ব্যবসার যেমন উত্তোরত্তর উন্নতি ঘটতে থাকে, ঠিক তেমনি বিভিন্ন বিনিয়োগকারী ও স্টেকহোল্ডার এমন সফল ব্যবসায় বিনিয়োগের জন্য আগ্রহী হয়ে উঠে।
৪. ব্র্যান্ডের কারণে অসাধু ব্যবসায়ীরা আপনার পণ্য নকল করে বাজারজাত করলেও আপনার বিজনেস ক্ষতিগ্রস্ত হয় না। বরং কাস্টমাররা আসল পণ্য কেনার জন্য আপনার উপর নির্ভর করে। ফলে বেচাকেনা বেড়ে যায়।
৫.আপনি আপনার ব্র্যান্ডকে যেই উচ্চতায় দেখতে চান, সেই অনুযায়ী পণ্যের গুনগত মান ধরে রাখুন এবং প্রোডাক্ট ডেলিভারির প্রতি সময় সচেতন হোন। মানুষ আপনার পণ্য ও সেবার উপর ভরসা রাখতে শুরু করবে।
৬. মানুষ স্বভাবসুলভ কারণেই ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, কারণ ব্র্যান্ড শব্দটার সাথে একটা ভরসা জড়িয়ে থাকে। আপনার পণ্যের সঠিক ব্র্যান্ডিংই পারে আপনাকে হাজারো প্রতিদ্বন্দ্বীর মাঝে একটি ভরসার জায়গা হয়ে উঠতে।
৭. আমরা যখন কোন প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করে উপকৃত হই, তখন গল্পচ্ছলে তা অন্যের কাছে বলে থাকি বা তাকে তা ক্রয়ে উৎসাহিত করে থাকি। এভাবে ব্র্যান্ডিং কাস্টমারকে আপনার ই-কমার্স সাইটের পণ্যের প্রতি অনুরাগী করে তোলে।
৮. যত বেশী মানুষের কাছে আপনার ব্র্যান্ডের নাম পরিচিত হবে, বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা তত বাড়বে। তাই প্রত্যেক কাস্টমারকেই সর্বোচ্চ সার্ভিস দেয়ার চেষ্টা করুন ।
ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি কী কী কৌশল অবলম্বন করবেন
কৌশল অবলম্বন সম্পাদন করা কোন সাধারণ কাজে সফলতায় অনন্য হয়ে উঠে। কখনো কখনো প্রায় অসম্ভব কাজও সুপরিকল্পিত ও বুদ্ধি খাটিয়ে করলে কাঙ্ক্ষিত ফল অর্জিত হয়। যেখানে প্রতিদ্বন্দ্বিতা প্রকট, সেখানে কৌশল অবলম্বন টিকে থাকা এবং ভালো করার একমাত্র উপায় ।
ছোটবেলায় একটি তৃষ্ণার্ত কাকের কলসি থেকে জল পানের গল্প আমরা কমবেশি সবাই পড়েছি। কলসের তলে পড়ে থাকা অল্প কিছু পানি কাকের পক্ষে কখনোই পান করা সম্ভব হত না, যদি না সে বুদ্ধি খাটিয়ে টুকরো টুকরো নুড়ি ফেলে সেই জলের স্তর উপরে তুলে না আনত।
ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে
১. আপনার ই-কমার্স ব্যবসার লক্ষ্য নির্ধারণ করুন। একটু দীর্ঘ মেয়াদে চিন্তা করুন আগামী তিন বা পাঁচ বছরে আপনি নিজের ব্যবসা কে কোথায় দেখতে চান ।
২. টার্গেট কাস্টমার নির্ধারণ করুন,খুঁজে বের করুন কাদের কাছে আপনার প্রোডাক্ট ও সার্ভিস পৌঁছে দিতে চান।
৩. মার্কেটিং এর জন্য বাজেট নির্ধারণ করুন । মার্কেটিং হলো একটি বিজনেস এর মূল চালিকা শক্তি। মার্কেটিং ছাড়া আপনি কখনো ব্র্যান্ড হয়ে উঠতে পারবেন না ।
৪. ঠিক করুন, কোন যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্ট এর প্রচারণা করতে চান।
৫. পণ্যের মান বজায় রাখুন। পরিকল্পনা করুন, কিভাবে দ্রুততম সময়ে আপনি গ্রাহকের কাছে প্রোডাক্ট বা সার্ভিস পৌঁছে দিবেন।
৬. ভার্চুয়াল জগতে যথেষ্ট তথ্য না পেলে কাস্টমার কোন কিছু ক্রয় করতে দ্বিধা করে। তাই কন্টেন্ট মার্কেটিং এর উপর জোর দিন। তথ্যবহুল কিন্তু চিত্তাকর্ষক কন্টেন্ট তাদের সামনে উপস্থাপন করুন।
৭. ইমেইল মার্কেটিং এ গুরুত্ব দিন। অনেকেই এই ব্যাপারটাতে কম গুরুত্ব দেয়, কিন্তু ইমেইল মার্কেটিং এ প্রতি ১ টাকা খরচের বিপরীতে প্রায় ৩২ টাকা রিটার্ন পাওয়া যায়।
৮.কাস্টমারদের অফার, ডিসকাউন্ট ও প্রদান করুন। তাদের কে আপনার প্রোডাক্টের প্রতি আকর্ষণ করার উদ্দেশ্যে বিভিন্ন আয়োজন করুন এবং ভালো সামাজিক উদ্যোগের সাথে আপনার ব্যবসাকে জড়িত করুন।
৯. আপনার ফেসবুক বা গুগল পেজ এ আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে কাস্টমারদের রিভিউ নিন। এর ফলে অন্য কাস্টমাররা সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে।
বর্তমান সময়ে গড়ে প্রতিদিন একটি করে নতুন ই-কমার্স সাইট তৈরি হচ্ছে । যেহেতু ই-কমার্স বিজনেস ইনভেস্টমেন্ট কম দরকার ও বড় কোন লসের ঝুঁকি থাকে না তাই অনেকেই এই ব্যবসায় আগ্রহী হয়ে উঠছে।
সফল রিটেইলার ব্যবসায়ীরাও ই কমার্স বিজনেসের গুরুত্ব উপলব্ধি করে রিটেইল শপের পাশাপাশি ই-কমার্স ব্যবসায় আসছেন । তাই প্রতিদ্বন্দ্বিতার বাজারে ব্র্যান্ডিং-ই পারে কেবল আপনাকে সকলের মাঝে পরিচিত করে তুলতে।

২য় ধাপঃBranding  এর ধাপ সমূহ  নিয়ে  আজকের আলোচনাঃস্ট্রাটেজি :বাংলাদেশে  অনেকেই তার প্রতিষ্ঠানের জন্য কার্যকর মার্কেটিং স...
29/11/2021

২য় ধাপঃ
Branding এর ধাপ সমূহ নিয়ে আজকের আলোচনাঃ
স্ট্রাটেজি :
বাংলাদেশে অনেকেই তার প্রতিষ্ঠানের জন্য কার্যকর মার্কেটিং স্ট্রাটেজি তৈরী নিয়ে কনফিউশনের মধ্যে থাকেন।একটি কার্যকরী মার্কেটিং স্ট্রাটেজির চারটি মূল নীতি আছে এবং এগুলোর উপর একটি প্রতিষ্ঠান লাভজনক হচ্ছে কিনা তা অনেকাংশে নির্ভর করে। নীতিগুলো হলো -
1. Specialization বা বিশেষীকরণ
আমরা অনেক সময়ই মনে করি একই সাথে অনেক ধরনের কাস্টমারকে বিভিন্ন ধরনের পণ্য বা সেবা দিয়ে এক সাথে টার্গেট করলে ব্যবসা তাড়াতাড়ি লাভজনক করা যাবে। কিন্তু আসলে ব্যাপারটা ঠিক তার উল্টা।আপনি যদি একটা মার্কেটের সকল কাস্টমাররের কাছে আপনার পণ্য বা সেবা নিয়ে পৌছাতে চান তাহলে কাউকেই আপনি ঠিকভাবে সন্তুষ্ট করতে পারবেন না। আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনার পণ্য বা সেবা নিয়ে মার্কেটের ঠিক কোন জায়গায় আপনি বিশেষজ্ঞ হবে।|উদহারণসরূপ ই-কমার্স প্রতিষ্ঠান আজকেরডিল সারা বাংলাদেশ জুড়ে সেইসব কাস্টমারদেরকে টার্গেট করছে যারা কম টাকায় অনলাইন একটি মার্কেটপ্লেস থেকে পণ্য কিনতে চায় যা কিনা তারা যে জায়গায় থাকে সেখানে সহজলভ্য নয়।
2. Differentiation বা পৃথকীকরণ
পৃথকীকরণ হলো কার্যকর মার্কেটিং স্ট্রাটেজি গড়ার পথে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান।বলুনতো আপনার পণ্য বা সেবার মুল্য কে ঠিক করে? আপনার নিশ্চয়ই মনে হচ্ছে আপনি বা আপনার প্রতিষ্ঠান করে! ভুল, মূল্য ঠিক করে আপনার প্রতিদ্বন্দী পণ্য বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।তাই আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে আপনার প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে।কেন আপনার আদর্শ কাস্টমার আপনার কাছ থেকে না কিনে আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছ থেকে কিনেছে? তারা আপনার থেকে আপনার প্রতিদ্বন্দ্বী দের কাছ থেকে কি উচ্চ মান পাচ্ছে এবং আপনি তাদের এই উপলব্ধি পরিবর্তনের জন্য কি করতে পারেন?
আপনার প্রতিষ্ঠানের ব্যবসাযিক সাফল্যের জন্য আপনাকে আপনার প্রতিদ্বন্দীদের দেয়া পণ্য বা সেবার মান থেকে ভালো এবং সম্পূর্ণ পৃথক সমাধান দিতে হবে কাস্টমারদের প্রয়োজন বা সমস্যার।এবং তা নিশ্চিত করার জন্য আপনাকে আপনার টার্গেট কাস্টমারদের সম্পর্কে সব কিছু জানতে হবে — তারা কে , তারা কি করে, তাদেরকে আপনার কাস্টমার বানাতে হলে কি করা লাগবে ইত্যাদি।
উদাহরণসরূপ মার্কেটে যখন ব্ল্যাকবেরি মোবাইল সেট বের হলো তখন স্টিভ জবস তার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারদের ডেকে নিয়ে বললেন — আমি এমন একটি অ্যাপল ব্রান্ডের মোবাইল ফোনে বানাতে চাই যা কিনা একটি বাটন দিয়ে চালু বা বন্ধ হবে, এছাড়াও সব ধরনের কাজ করা যাবে এবং খুব সহজে ব্যবহারযোগ্য হবে।ইঞ্জিনিয়াররা বলল এই ধরনের কোন ফোন তৈরী করা সম্ভব না, কিন্তু স্টিভ জবস লেগে থাকলেন, এবং তার ফলে সর্বপ্রথম এক বাটনের টাচস্ক্রিন যুক্ত অ্যাপল মোবাইল ফোন মার্কেটে আসলো| বাকি ইতিহাস আমাদের প্রায় সবারই জানা।
মানুষের ব্যস্ততা আর সময় স্বল্পতার কারণে ইট-পাথরের তৈরি দোকানগুলোর চেয়ে প্রযুক্তি নির্ভর অনলাইন দোকান অর্থাৎ ই-কমার্স সাইট গুলোতে মানুষের উপস্থিতি বেশী। তাই ই-কমার্স ব্যবসার জনপ্রিয়তা উত্তোরত্তর বেড়েই চলেছে।
ভ্যালু :
ব্যবসায় সফলতা নির্ভর করে উত্তম ক্রেতা ভ্যালু সরবরাহ করার উপর। মার্কেটিং এর অন্যতম প্রধান কাজ হলো ক্রেতা ভ্যালু তৈরি ও প্রদান করা। সর্বোচ্চ ক্রেতা ভ্যালু প্রদান করতে পারলে ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধি পাবে। ক্রেতা ভ্যালু কি? পণ্য বা সেবা গ্রহণ করে যে সুবিধা পায় এবং তার বিনিময় যে অর্থ ব্যয় করে এ দুইয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু(Customer Value) বলে। সুবিধার থেকে খরচ কম হলে ভ্যালু বৃদ্ধি পায়।এখানে, সুবিধা হলো কার্যভিত্তিক সুবিধা এবং আবেগময়ী সুবিধা। আর ব্যয় হলো অর্থ ব্যয়, সময় ব্যয়, শ্রম ব্যয় ইত্যাদি।
ট্রাস্ট বা বিশ্বাস কি :
ট্রাস্ট হচ্ছে মূলত ভরসা বা বিশ্বাসের জায়গা। সহজ ভাষায় বলতে গেলে ধরুণ আপনি একটি কোম্পানির প্রতিষ্ঠাতা। তাহলে আপনার বিম্বাস বা ভরসার জায়গা হবে, আপনার কর্ ও আপনার ক্লাইন্ট। অর্থাৎ আপনার কোম্পানিকে এমন স্থানে নিয়ে যেতে হবে যাতে করে আপনার ক্লাইন্ট আপনার কোম্পানিকে ভরসা করে, বিশ্বাস ও আস্থা রাখে আপনার ব্র্যান্ড তথা আইডেন্টিটির উপর।
আইডেন্টিটি :
আপনি ব্র্যান্ড তৈরি করলেন, প্ল্যান করলেন আপনি কোন গ্রুপ এর মানুষ এর কাছে আপনার ব্র্যান্ড তুলে ধরবেন, তাহলে তো আপনাকে প্রচার করতে হবে, আপনাকে আপনার কোম্পানি অথবা প্রোডাক্টকে মার্কেট এ, জনগনের মধ্যে পরিচয় করিয়ে দিতে হবে, এর নাম ই হচ্ছে আইডেন্টিটি।
লোগো ::
লোগো একটি গ্রাফিক্স চিহ্ন বা প্রতীক যা দ্বারা কোন কোম্পানিকে বা প্রতিষ্ঠানকে ফুটিয়ে তোলা হয়।
লোগো একটা ব্যান্ড এর পরিচয়,লোগোর মাধ্যমে দর্শক বুঝবে সেই কোম্পানিটা কি ধরনের, তার কাজ কি।
একটা সুন্দর লোগোতে সবসময় একটা মেসেজ থাকতে হয়, যেমন কোম্পানি কি করতে চায় সেটা একটা সিম্বল এর মাধ্যমে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে হবে। লোগো তৈরী করা সহজ ব্যাপার না। কিছু শেপ কালার আর ফ্রন্ট দিয়ে একটা ডিজাইন করলেই লোগো ডিজাইন হয়ে যায় না। লোগো একটা ব্যান্ড এর পরিচয় তাই ডিজাইন এ টেকনিকাল দক্ষতার পাশাপাশি আপনাকে সৃজনশীল হতে হবে।
বিজ্ঞাপন : বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করে পণ্য ও সেবা কিংবা নতুন ধারণা সম্পর্কে ভোক্তা বা ব্যবহারকারী সকলকে জানানোর একটি ব্যবস্থা বিজ্ঞাপন । এটি শুধু জানানোতেই সীমাবদ্ধ থাকে না, সম্ভাব্য ক্রেতা বা ব্যবহারকারীদের কাছে এসবকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে, সেগুলো ক্রয়ে উদ্বুদ্ধ, এমনকি কখনো কখনো প্ররোচিত করে। আর এই কাজটি করে থাকে বিক্রেতা তথা উৎপাদনকারী নিজে, তার প্রতিনিধি কিংবা বিপণনে নিয়োজিত প্রতিষ্ঠান বা ব্যক্তি।
যে মাধ্যমেই বিজ্ঞাপন প্রচার হোক, এর জন্য বিজ্ঞাপনদাতাকে ব্যয় বহন করতে হয়। বিজ্ঞাপনের ধরন নির্বাচন, তার জন্য কথা বা ছবি সাজানো এবং তার উপস্থাপনা, প্রকাশনা, প্রচারণা ইত্যাদি অতীতে ব্যক্তিগতভাবে বা বিক্রেতা প্রতিষ্ঠানের নিজ স্থাপনা ও জনবলের সাহায্যে সম্পাদিত হলেও এখন এসব একটি সুসংগঠিত পেশার কাজ এবং এসবের জন্য আছে ছোট বড় বিভিন্ন বিশেষায়িত বিজ্ঞাপনী প্রতিষ্ঠান।
মার্কেটিং:
আমরা মধ্যে অনেক ব্যবসায়ী মার্কেটিং নিয়ে একটা ভুল ধারণা রাখি। আর সেটা হচ্ছে মার্কেটিং মানেই হচ্ছে প্রসার, যত বেশী মানুষের কাছে যত বেশী পণ্য প্রসার করা যায় সেটাই হচ্ছে মার্কেটিং। মূলত মার্কেটিং তা নয়। অবশ্যই মার্কেটিং এ প্রচার এবং প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনি ডিজিটাল বা ট্রেডিশনাল মার্কেটিং করুন, একজন মার্কেটার হিসাবে আপনার দ্বায়িত্ব হচ্ছে যথাযথ রিসার্চ, এনালাইসিস করে সঠিক মানুষের কাছে সঠিকভাবে আপনার পণ্যের প্রচার এবং প্রসার করা।
আর এই কাজটা শুরু হয় মূলত কোন একটি পণ্য বাজারে বা মার্কেটে আসার পরে নয় বরং আগে থেকে। রিসার্চ করে দেখতে হয় আদো মার্কেটে পণ্যটির চাহিদা আছে কিনা, থাকলে কি রকম চাহিদা, কতজন পণ্যটা কিনতে পারে, কারা বর্তমানে একই ধরণের পণ্য দিচ্ছে, কিভাবে দিচ্ছে, মার্কেটে কিসের ঘাটতি রয়েছে যা দিয়ে আপনি আপনার কম্পটিটিটরদের পিছনে ফেলে আপনার কাস্টমারকে বোঝাতে সক্ষম হবেন যে আপনার পণ্য বা সেবাটিই হচ্ছে তাদের জন্য উপযুক্ত।
ইনশাল্লাহ আগামি পর্বে থাকবে
“ব্র্যান্ডিং” এবং ই-কমার্স ব্যবসায় ব্র্যান্ডিং এর পরিধি ও গুরুত্ব নিয়ে আলোচনা করবো ।
প্রথম অংশে থাকছে – কিভাবে একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে হয়।
দ্বিতীয় অংশে থাকছে – নতুন উদ্যোক্তা এবং নিযুক্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্র্যান্ডিং এর গুরুত্ব।
এবং শেষ অংশে থাকছে – ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি কী কী কৌশল অবলম্বন করবেন।

 #ব্র্যান্ডিং কি এবং কেন জরুরী এবং কি করে একটি পেজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো যায় ?ব্র্যান্ড” (Brand) শব্দটির সাথে আপনি/ ...
20/10/2021

#ব্র্যান্ডিং কি এবং কেন জরুরী এবং কি করে একটি পেজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো যায় ?
ব্র্যান্ড” (Brand) শব্দটির সাথে আপনি/ আমরা হয়তো কমবেশি পরিচিত। ব্র্যান্ড বলতে এমন কোন নাম, শব্দ, ডিজাইন, প্রতীক বা অন্য কোন ফিচার বোঝায় যা কোন একজন বিক্রেতার পণ্য বা সেবাকে অন্যান্য পণ্য বা সেবা থেকে সম্পূর্ণ আলাদাভাবে উপস্থাপন করে |অর্থাৎ এটি মূলত বাজারে আপনার প্রোডাক্ট বা প্রতিষ্ঠানের জন্য নিজস্ব জায়গা তৈরি করে।
ব্র্যান্ডিং মানে শুধু প্রতিষ্ঠান বা প্রোডাক্টের লোগো বা নামকে চেনানো নয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রতিনিয়ত আপনার চোখের সামনে বিভিন্ন বিজ্ঞাপন আসে। সামাজিক মেলামেশাতেও অনেক প্রোডাক্টের নাম শুনে থাকেন আপনি। এগুলো ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে। এছাড়া প্রোডাক্ট প্যাকেজিংয়ের ধরন বা প্রোডাক্ট ব্যবহারের অভিজ্ঞতাও ব্র্যান্ডিং।
একটা উদাহরণ দেয়া যাক। আপনাকে কয়েকটি সাবানের ব্র্যান্ডের নাম বলতে বলা হলে এর মধ্যে ‘লাক্স’ সাবানের নাম থাকার সম্ভাবনা অনেক। আবার আপনি জানেন যে, এর সাথে ত্বকের সৌন্দর্য রক্ষার সম্পর্ক রয়েছে। এ ধারণাটি লাক্স সাবানের ব্র্যান্ডিংয়ের একটি অংশ।
বিভিন্ন প্রতিষ্ঠান কেন ব্র্যান্ডিংয়ের জন্য বড় আকারের বিনিয়োগ করে, তার কয়েকটি কারণ রয়েছে।
ব্র্যান্ডিংয়ের গুরুত্ব
১. ব্র্যান্ডিং আপনার পণ্য বা প্রতিষ্ঠানকে মানুষের মধ্যে আলাদাভাবে পরিচিত করে।
একজন মানুষের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। তার আচার-আচরণ, পছন্দ-অপছন্দ, জামাকাপড়ের ধরন, বন্ধুবান্ধব, কাজ ইত্যাদির মাধ্যমে তার একটি স্বকীয় পরিচয় আমাদের মাঝে তৈরি হয়। একটি পণ্য বা প্রতিষ্ঠানেরও এমন কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলোর মাধ্যমে আপনি একে চিনতে পারেন।
২. ব্র্যান্ডিং ব্যবসায়িক প্রতিযোগিতায় আপনার পণ্য বা প্রতিষ্ঠানকে আলাদা অবস্থান দেয়।
বাজারে একই ধরনের বিভিন্ন পণ্য পাওয়া যায়। কিন্তু যেসব পণ্যের ব্যাপারে মানুষের ইতিবাচক ধারণা বেশি, সেগুলোর বিক্রির হারও বেশি। যেমন, জুতার বাজারে ‘বাটা’ ব্র্যান্ডের আলাদা কদর রয়েছে।
৩. কাস্টমারদের সাথে আপনার পণ্য বা প্রতিষ্ঠানের একটি সম্পর্ক তৈরি হয় ব্র্যান্ডিংয়ের মাধ্যমে।
শুনতে অদ্ভুত শোনালেও এটা সত্যি! কোন পণ্য বা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ভালো হলে কাস্টমারদের আস্থা অর্জন করা সহজ হয়। এতে করে তারা বারবার আপনার পণ্যের কাছেই ফিরে আসবে।
৪. প্রতিষ্ঠানে ভালো কর্মী আকৃষ্ট করতে আপনাকে সহায়তা করে ব্র্যান্ডিং।
ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আপনার পণ্য বা প্রতিষ্ঠানের একটি সামাজিক মূল্য তৈরি হয়। এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে কাজ করার জন্য মানুষের আগ্রহ বেড়ে যায়। যেমন, মাইক্রোসফট বা গুগলের কথা ধরা যাক। ব্র্যান্ড হিসাবে তাদের পরিচিতি এত ভালো যে পৃথিবীর সবচেয়ে দক্ষ ও মেধাবী কম্পিউটার ইঞ্জিনিয়ারদের স্বপ্ন থাকে এ কোম্পানিগুলোতে কাজ করার।
ব্র্যান্ড আক্ষরিক অর্থেই আমাদের পছন্দকে বদলে দিতে পারে।
অন্য পোস্টে আমরা আলোচনা করবো ্র্যান্ডিংয়ের ধাপ সমূহ নিয়ে ।

🔅পেজ এ লাইক কেনো বাড়াবেন?🔅🔥 ভাল এঙ্গেজমেন্ট🔥 ভাল সেলস🔥 ট্রাস্ট অর্জন 🔥 বুস্ট এ ভাল রিস ও এঙ্গেজমেন্টবেসিক ও টার্গেট দুই ...
02/10/2021

🔅পেজ এ লাইক কেনো বাড়াবেন?🔅
🔥 ভাল এঙ্গেজমেন্ট
🔥 ভাল সেলস
🔥 ট্রাস্ট অর্জন
🔥 বুস্ট এ ভাল রিস ও এঙ্গেজমেন্ট
বেসিক ও টার্গেট দুই ধরনের পেজ লাইকএই ইম্পরট্যান্ট
নিয়ম মেনে ফেসবুক মার্কেটিং করে ,
আপনার পেইজ ও বিজনেস নিরাপদ রাখুন।
☎️ বিস্তারিতঃ 01303-368737

বু-স্ট( BO-OST ) বাটনে ক্লিক করে মার্কে-টিং করছেন?বর্তমানে বাংলাদেশে প্রায় ১ লক্ষের বেশি এক্টিভ বিজ-নেস পেই-জ রয়েছে যাদে...
02/10/2021

বু-স্ট( BO-OST ) বাটনে ক্লিক করে মার্কে-টিং করছেন?
বর্তমানে বাংলাদেশে প্রায় ১ লক্ষের বেশি এক্টিভ বিজ-নেস পেই-জ রয়েছে যাদের প্রায় ৭০% বিজ্ঞাপন দাতাই BOO-ST বাটনে ক্লিক করে সাধারণ সেটিংস সম্পন্ন করে সরাসরি সনাতন পদ্ধতিতে মা-র্কেটিং করে।
কিন্তু বর্তমানে অনলাইন মা-র্কেট প্লেসে নির্দিষ্ট কাস্টো-মারের কাছে আপনার প্রোডা-ক্ট / সার্ভি-স সেল করা দিন দিন কমপ্লি-কেটেড হচ্ছে। সফল ভাবে ব্যাবসা করে টিকে থাকতে হলেঃ || কি-ওয়ার্ড রিসার্চ || পি-ক্সেল ও টা-র্গেট অডি-য়েন্স সেটাপ || ক্রিয়ে-টিভ কনটেন্ট ম্যানে-জমেন্ট || এড-ভান্স লেভেল মা-স্টার কার্ড বুস্টিং || এবং এড ম্যানেজার থেকে সঠিক ভাবে বিজ্ঞা-পন দেওয়া গুরুত্বপূর্ণ।
আপনার বিজনে-সকে প্রো লেভেলে এগিয়ে নিতে চাইলে একজন প্রফেশ-নাল ডিজি-টাল মার্কে-টিং কনসাল-টেন্ট হিসেবে আমরা আছি আপনার পাঁশে ।
ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপঃ 01612 68 67 65📞

অভিনন্দন, বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দল।
03/08/2021

অভিনন্দন, বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দল।

Address

Badda
1212

Alerts

Be the first to know and let us send you an email when Glow Marketing Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Glow Marketing Agency:

Videos

Share