Mohona Lindas blog

Mohona Lindas blog ❤️❤❤️
(26)

06/12/2023

বাবা ভাবে বাবারাই সব কষ্ট লুকায়, মা ভাবে মায়েরাই সব কষ্ট লুকিয়ে রাখে কিন্তু জানেন কি?কিছু সন্তান আছে যারা কিন্তু অনেক কষ্ট লুকিয়ে রাখে শুধু মা বাবাকে খুশী রাখার জন্য।
সন্তান কে বোঝার চেষ্টা করুন।

যেখান থেকে তোমাকে বিয়োগ দেওয়া হবে, সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করো না। কারণ, বিয়োগ হওয়া স্থানে তুমি যোগ হলেও তোমার ...
05/12/2023

যেখান থেকে তোমাকে বিয়োগ দেওয়া হবে, সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করো না। কারণ, বিয়োগ হওয়া স্থানে তুমি যোগ হলেও তোমার মূল্য সেখানে শূন্য...🌸

সব অজুহাত মিথ্যা, যে তোমাকে চায় সে তোমার জন্য লড়বে।❤️‍🩹
05/12/2023

সব অজুহাত মিথ্যা, যে তোমাকে চায় সে তোমার জন্য লড়বে।❤️‍🩹

05/12/2023
03/12/2023

মাটির গর্তেই যদি আখেরি স্থান হয়।
তাহলে মাটির উপর এত লাফালাফি কেন.?
মাটির দিকে তাকিয়ে বিনয়ী হোন অন্তত মাটি আপনার প্রতি সদয় হবে..!

💕 Hello dear ladies /Gentel man good news for everyone... 💕I want to promote new page cosmetics  / skin care products /f...
02/12/2023

💕 Hello dear ladies /Gentel man good news for everyone... 💕

I want to promote new page cosmetics / skin care products /food items / dress items/ girls jewellery items..

Each Promote price are very reasonable.. Advance full payment system.. Plz inbox us this page or contact us whats app 01718-005105

💕 Hello dear ladies /Gentel man good news for everyone... 💕I want to promote new page cosmetics  / skin care products /f...
02/12/2023

💕 Hello dear ladies /Gentel man good news for everyone... 💕

I want to promote new page cosmetics / skin care products /food items / dress items/ girls jewellery items..

Each Promote price are very reasonable.. Advance full payment system.. Plz inbox us or contact us...

💝একজন আলেম বলেছিলেন,“যখন তুমি তোমার বাবা কে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষটিকে দাফন করে আসলে যার...
28/11/2023

💝একজন আলেম বলেছিলেন,
“যখন তুমি তোমার বাবা কে দাফন করে ফিরে আসবে তখন জানবে যে তুমি এমন সর্বশেষ মানুষটিকে দাফন করে আসলে যার চিন্তা-চেতনায় সর্বদা এটাই থাকত, যেন তোমাকে তার চেয়েও ভালো অবস্থায় দেখে।”

পিতার জন্য দোআ, মৃত কিংবা জীবিত।
“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।” رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا

খেয়াল করে দেখবেন,সংসারে যে মানুষটা শান্তিপ্রিয়,সবসময় ঝামেলা এড়িয়ে চলতে চায়,পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চ...
27/11/2023

খেয়াল করে দেখবেন,
সংসারে যে মানুষটা শান্তিপ্রিয়,সবসময় ঝামেলা এড়িয়ে চলতে চায়,পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়,বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক কোন্দলের টার্গেট তাকেই করা হয়!

পৃথিবীতে যে যতটা সরল হয়ে বেঁচে থাকতে চায়,তাকে ঠিক ততটাই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।যারা জটিল স্বভাবের মানুষ,তাদের সাথে মানুষ কম ঝামেলায় জড়াতে চায়।কেননা তাদের সাথে কখনো পেরে ওঠা যায় না সহজে।

সংসারে যারা সরল হয়ে থাকে,যারা সংসারে মায়ায় আবদ্ধ করে নিজেকে,তর্কে জড়ায় না,মূলত তারাই রেষারেষির শিকার হয়!

অকারণে,অযথা নানান অশান্তি সৃষ্টি করে তাদের মানসিক শান্তিটুকুও কেড়ে নেয়া হয়!সামান্য গুরুত্ব পেলে যারা সংসারকে মাথায় তুলে রাখে,তাদের অবজ্ঞা করা হয়!

দিনের পর দিন যারা সংসারের জন্য আত্মত্যাগ আর বিসর্জন দিয়ে যায়,দিনশেষে তাদের অবদান অবলীলায় ভুলে যাওয়া হয়।সামান্য অশান্তির জন্য আবার তাদের দিকেই সবার আগে আঙ্গুল তোলা হয়।

যুগ যুগ ধরে যারা শান্তিপ্রিয় মানুষ,তাদের অশান্তিতে রেখে কিছু মানুষ পৈশাচিক আনন্দ পায়!সংসারে তাদের অবদানকে অস্বীকার করা হয়,তাদের নুন্যতম মর্যাদা দেয়া হয় না।

যেমন করতাছেন তেমনই ফেরত পাইবেন।হয় আমার দ্বারা।নয় অন্যর দ্বারা।
27/11/2023

যেমন করতাছেন তেমনই ফেরত পাইবেন।হয় আমার দ্বারা।নয় অন্যর দ্বারা।

নারীর চুপ হয়ে যাওয়া খারাপ কিছুর বার্তা দেয়!🙂
27/11/2023

নারীর চুপ হয়ে যাওয়া খারাপ কিছুর বার্তা দেয়!🙂

দোয়া নিঃসন্দেহে কবুল হয়।।।
26/11/2023

দোয়া নিঃসন্দেহে কবুল হয়।।।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Abira Khan, Mostafizer Rahman, Eisha Isl...
26/11/2023

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Abira Khan, Mostafizer Rahman, Eisha Islam Eisha, Aniya Taniya Nasira Kasira, Meghbalika Meghla, Jakiya Aktar Jumka

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Abira Khan, Eisha Islam Eisha, Aniya Tan...
26/11/2023

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Abira Khan, Eisha Islam Eisha, Aniya Taniya Nasira Kasira, Meghbalika Meghla, Jakiya Aktar Jumka

26/11/2023

ফাগুনে পূনিমা রাতে

আল্লাহর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস আছে?দুয়া করার সময় কি মাঝে মাঝে দুয়ার ভাষা খুঁজে পাই না?দুয়ার মাঝে কীভাবে আল্লাহ...
22/11/2023

আল্লাহর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস আছে?

দুয়া করার সময় কি মাঝে মাঝে দুয়ার ভাষা খুঁজে পাই না?

দুয়ার মাঝে কীভাবে আল্লাহর নাম ব্যবহার করবেন, সেটা শিওর না?

মন খারাপ হলে কীভাবে আল্লাহর সাথে কানেক্ট করবো, ঠিক বুঝে উঠতে পারেন না?

আপনার সব প্রশ্নের উত্তর নিচের দুয়ার লিস্ট ডকুমেন্টে পাবেন ইন শা আল্লাহ। এই দোয়ার ডকুমেন্টটা সেইভ করে রাখুন।

🔸 স্পেশালি যারা আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করার চেষ্টা করছেন, যখনই মনে হবে ঈমান একটু লো হয়ে যাচ্ছে, অথবা মন খারাপ লাগছে, তখন এই ডকুমেন্টটা খুলে পড়া শুরু করবেন। মন খুলে আল্লাহর কাছে চাইবেন। শুরুতে দেখে দেখেই পড়েন 👇🏼

হঠাৎ ১/২ দিন পড়ার পরে একমাস পড়লাম না—এরকম না করে মোটামুটি নিয়মিত সপ্তাহে ৪-৫ বার করে পড়লে ফলটা কার্যকরী হবে ইনশাআল্লাহ।

আমরা যখন আল্লাহর সাথে কথা বলতে চাই, দুয়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে পারি এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারি।

এবং যখন আমরা চাই আল্লাহ আমাদের সাথে কথা বলুক, তখন কুরআন খুলে কুরআন পড়া শুরু করতে পারি, তাহলে আল্লাহ তাঁর কালাম দিয়ে আমাদের সাথে কথা বলবেন, দেখবেন একটু পর পর সান্তনা আয়াত পাচ্ছেন, জান্নাতের আয়াত পাচ্ছেন, ধৈর্যের আয়াত পাচ্ছেন।

আপনার ওই মুহূর্তে যা শোনা দরকার সেরকম একটা আয়াত পাচ্ছেন এবং কোনো না কোনোভাবে মিলে যাচ্ছে ইন শা আল্লাহ। আল্লাহতা'লার নাম তো আল মুজিব, তিনি সবসময় সাড়া দান করেন। আমাদের কাজ শুধু ডেকে যাওয়া এবং ভালো ধারণা পোষণ করতে থাকা।

Muslimah Dua List ইয়া আর-রহমান! ইয়া আর-রহিম! ইয়া রব্বুল আলামীন! আমি আপনাকে ডাকছি আপনার সুন্দর সুন্দর নামগুলো ধরে। আপনার যে .....

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
21/11/2023

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো কোনো...
21/11/2023

মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায়। খারাপ নজর লাগলে— নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয়।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্রভাব সত্য।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮)

বদ নজর থেকে বাঁচার দোয়া..
উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।

অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। (মুসলিম, হাদিস : ৫৫১২)

Credit: IRC

স্ত্রীর সাথে আচরণ ১.পরষ্পরকে সালাম করা এতে করে মোহাব্বত বৃদ্ধি পায়। ২.স্ত্রীর কাছে বিশেষ প্রয়োজনে যেতে চাইলেও অনুমতি নেও...
21/11/2023

স্ত্রীর সাথে আচরণ

১.পরষ্পরকে সালাম করা এতে করে মোহাব্বত বৃদ্ধি পায়।

২.স্ত্রীর কাছে বিশেষ প্রয়োজনে যেতে চাইলেও অনুমতি নেওয়া উত্তম।

৩.স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা,উত্তম আরচণের চেষ্টা করা।

৪.দুনিয়াতে স্ত্রীর থেকে ভালো বন্ধু কেউ আর নেই।
মনের কথা শেয়ার করুন।

৫.স্ত্রীর সাথে দুঃখ ভাগ করলে কমে যাবে আর আনন্দ ভাগ করলে বৃদ্ধি পাবে।

৬.সর্বদা স্ত্রীকে আগলে, যত্নে রাখবেন,কোন ভুল করলে উত্তম পন্থায় শিখিয়ে দিবেন।

৭.স্ত্রীর পছন্দনীয় খাবার, উপহার, চকলেট, ফুল দেওয়ার চেষ্টা করা ভালো।

৮.স্ত্রীরা অভিমান করবে আর স্বামীর কাজ হলো অভিমান ভাঙানো।

৯.রাগ করবেন না আর ভুলেও স্ত্রীর সাথে ঝগড়াই লিপ্ত হবেন।
এটা করলে শয়তান খুশি হয়।

১১.স্ত্রীকে হাতখরচ, ভরনপোষন দিতে কার্পন্য করবেন না।

১২.মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন।

১৩.অতীত জীবন নিয়ে খোটা না দেওয়া

১৪.স্ত্রীর মুখে এক গ্রাস খাদ্য দিলেও তা সদকা হবে এবং এতে স্বামীর নেক আমলে যুক্ত হয়।

১৫.স্ত্রীকে পর্দায় রাখুন এবং বেপর্দায় চলতে নিষেধ করুন।
সংসারে তৃতীয় ব্যক্তি থেকে সাবধান থাকুন।

১৬.সে উত্তম পুরুষ যে তার স্ত্রীর নিকট উত্তম।

Yes still im a baby 😊😊💕
21/11/2023

Yes still im a baby 😊😊💕

21/11/2023

আপনি খুব নরম মনের মানুষ। অল্প আঘাতেই ভিষণ কষ্ট পান। সবার সঙ্গে হাসি খুশি ভাবে মিশতে পছন্দ করেন। কেউ আপনার সাথে একটু মিষ্টি কথা বললে আপনার মন গলে যায়। আপনি অল্পতেই সবাইকে আপন ভাবতে শুরু করেন।

কিন্তু দিন শেষে দেখা যায়, কেউ আপনাকে আপন ভাবে না। বরং আপনার এই সরলতাকে তারা সস্তা ভাবে!আপনাকে দুঃখ কষ্ট দেয়। আপনাকে ছেড়ে যায়। কিন্তু আপনার হৃদয় নরম তাই তাদেরকে ক্ষমা করে দেন সহজেই।এইসবে আপনার কষ্ট লাগতে পারে। কিন্তু আপনার জন্য সুসংবাদ রয়েছে।

রাসুলুল্লাহ(স:) বলেছেন -
প্রতিটি নরম হৃদয়,, ভদ্র ও মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম” (মুসনাদে আহমদ-৩৯৩৮)

।।আলহামদুলিল্লাহ।।❤️

15/11/2023

walking time..

15/11/2023

Sea

Address

Azimpur
Azimpur
1211

Telephone

+8801533442446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohona Lindas blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohona Lindas blog:

Videos

Share