Mubarak Sipon

Mubarak Sipon নেগেটিভ মন্তব্যকে রাস্তার ময়লা হিসেবে ভাবুন।সমালোচনা কানে নিতে নে, এতে আপনার যাত্রাপথ বিলম্ব হয়।

প্রতিদিন প্রার্থনা করি যেন এই অভাবী জীবন আল্লাহ নেয়ামতে পরিপূর্ন করে দেয়।
14/11/2023

প্রতিদিন প্রার্থনা করি যেন এই অভাবী জীবন আল্লাহ নেয়ামতে পরিপূর্ন করে দেয়।

14/11/2023

Bangladeshi Street food

আগে জানলে কখনো বসে বসে কাজ শিখতাম না
14/11/2023

আগে জানলে কখনো বসে বসে কাজ শিখতাম না

01/11/2023

যার লজ্জা নেই সেই পৃথিবীর সুখী মানুষ

30/10/2023

রাজনীতিবিদরা মনে করেন, হরতালের চেয়ে অবরোধ বড়। এটি হচ্ছে চূড়ান্ত ধাপের কর্মসূচি।
হরতাল : সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা অথবা সরকারের প্রতি অনাস্থা প্রকাশের প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দল হরতাল ডেকে থাকে। এই কর্মসূচি জনগণের উপর মূলত জোর-জবরদস্তির বিষয় নয়। এটি সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব বিষয়। জনগণের কেউ চাইলে হরতাল সমর্থন করে কলকারখানা বন্ধ রাখতে পারেন। অফিসে নাও যেতে পারেন। এখানে হরতাল সমর্থন করার বিষয়টি জনগণের প্রতি পুরোপুরি ঐচ্ছিক।
অবরোধ : অবরোধ হলো হরতালের সম্পূর্ণ বিপরীত। সহজ করে বললে, জোর করে চাপিয়ে দেওয়া। এখানে জনগণের ইচ্ছার কোনো মূল্য দেওয়া হয় না। কেউ যদি কলকারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন কিংবা বাস-ট্রেন-লঞ্চ চালাতে চান, তাহলে তা পারবেন না। অবরোধকারীদের বাধার মুখে পড়তে হবে। চলার পথ অবরোধ করে রাখা হবে। অর্থাৎ, কেউ চাইলেই অবাধে চলাচল করতে পারবেন না। কারও ইচ্ছা থাকুক বা না থাকুক কর্মসূচিটি জনগণের সবাইকে পালন করতেই হবে।
মূলত হরতাল ও অবরোধের মূল পার্থক্য এখানেই।

29/10/2023

বঙ্গবাজার, নিউমার্কেট, কৃষিমার্কেট, বাবুবাজার!

জনগন এতই বো***দা??

বুড়া মিয়া তোদের দেখাই দিলো।অভিজ্ঞতার কি দাম।সবথেকে পছন্দের প্লেয়ার ❤️মাহমুদুল্লাহ রিয়াদ ভাই।
24/10/2023

বুড়া মিয়া তোদের দেখাই দিলো।
অভিজ্ঞতার কি দাম।

সবথেকে পছন্দের প্লেয়ার ❤️
মাহমুদুল্লাহ রিয়াদ ভাই।



এই বিশ্বকাপে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ -এর শীতল মলিন মুখ।
24/10/2023

এই বিশ্বকাপে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ -এর শীতল মলিন মুখ।

আসা-যাওয়ার পথে কাটা হয়ে দাঁড়ায় মাহমুদউল্লাহ!  দলের প্রয়োজনে ডট খেলতে হয়। একটা সম্মানজনক হারে নিয়ে যায়৷ আর এতে একদন বিচি-...
24/10/2023

আসা-যাওয়ার পথে কাটা হয়ে দাঁড়ায় মাহমুদউল্লাহ! দলের প্রয়োজনে ডট খেলতে হয়। একটা সম্মানজনক হারে নিয়ে যায়৷ আর এতে একদন বিচি-লেষক বলে মাহমুদউল্লাহ ডট খেলে! এই ডট তাত ব্যক্তিগত অর্জনে নিয়ে যায়। অথচ দলের প্রয়োজনে তাকে ডট দিতে হয়। দিনশেষে বলে মাহমুদউল্লাহ'র স্ট্রাইক রেট ভালা না।

23/10/2023
বিশ্বকাপে বাংলাদেশী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছয়ের মালিক মাহমুদুল্লাহ রিয়াদ 💪মিস্টার সাইলেন্ট কিলার 👏
19/10/2023

বিশ্বকাপে বাংলাদেশী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছয়ের মালিক মাহমুদুল্লাহ রিয়াদ 💪

মিস্টার সাইলেন্ট কিলার 👏

৪৬ রান, বিসিবির গালে ৪৬ টা জু/তার বাড়ি
19/10/2023

৪৬ রান, বিসিবির গালে ৪৬ টা জু/তার বাড়ি

নিত্যপন্যের দাম বাড়ে। মানুষের জীবনের দাম কিংবা বেতন কিছুই তো বাড়েনা।ইংরেজদের বীর্য থেকে জন্মানো একশ্রেনী এখনো শোষন করে য...
13/10/2023

নিত্যপন্যের দাম বাড়ে। মানুষের জীবনের দাম কিংবা বেতন কিছুই তো বাড়েনা।

ইংরেজদের বীর্য থেকে জন্মানো একশ্রেনী এখনো শোষন করে যাচ্ছে

10/10/2023

দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে শপথ ভেঙেছেন বিচারপতি : অ্যাটর্নি জেনারেল

আমার ওয়ালপেপারে আমার মোটিবেশন ।কিছু লোক আছে, যারা অন্যের ভালো দেখলে নিজেরে কম্পিটিটর ভাবে। হিংসা , পরশ্রীকাতরতা এদের ভিত...
09/10/2023

আমার ওয়ালপেপারে আমার মোটিবেশন ।

কিছু লোক আছে, যারা অন্যের ভালো দেখলে নিজেরে কম্পিটিটর ভাবে। হিংসা , পরশ্রীকাতরতা এদের ভিতর। আমার খুব হাসি পায় যে অন্যের সুখে তারা জ্বলে যাচ্ছে।
হাহাহা

09/10/2023

সব তৈরী হয় চীনে।

স্বাধীনতাকামী মুজাহিদ, বীর পুরুষ হয় ফিলিস্তিনে।

09/10/2023

যে মৃত্যুর জন্য যুদ্ধ করে তাকে হারানো কঠিন।
জীবনে ব্যার্থতা বলে কিছু নাই। যে ফেইল করার জন্য প্রস্তুত সে সাককেস হবেই ,ইনশা আল্লাহ।

বেশি মোটিবেশন দেওয়া ব্যাক্তিরা.যা দেখা যায় তার বাস্তবতা ভিন্ন....
09/10/2023

বেশি মোটিবেশন দেওয়া ব্যাক্তিরা.
যা দেখা যায় তার বাস্তবতা ভিন্ন....

09/10/2023

এটা কোনো কোর্স প্রমোশন নাহ।
প্রথমে বলে রাখি, আমাদের কোর্সের এডমিশন শেষ।কেউ চাইলেও জয়েন করতে পারবেন না।

যেই বাইকটা এক্সিডেন্ট হলেই শেষ হয়ে যাবে মানুষ সেখানে টাকা খরচ করে।
অথচ নিজের উপর ইনভেস্ট করেনা।

প্রতিবছর অনেক জায়গায় কোর্স কিনি।অনেক মেন্টরের কাছে যাই শিখতে।
কারন কি জানেন?
নিজের উপর ইনভেস্ট করা।

আগে ভাবতাম,সব ইউটিউবে আছে।ফ্রীতেই সব শিখবো।
যার কারনে আমার সময় লস হয়ে।

অনেকে রিসোর্স ইউটিউবে।কিন্তু একটা গাইডলাইন,বা স্টেপ ফলো করবো এটা নাই।
সব ই পাবেন আপনি,কিন্তু দক্ষতা অর্জন দিয়ে ক্যারিয়ার গাইডলাইন পাওয়া যায়না।

অনেক রিসোর্স আর অনেক চ্যানেলের অথৈ সাগরে ভাসার মত।

পরে দেখলাম আমার সাথে যারা কোনো মেন্টরের কাছে যায় তারা দৌড়ে আমার থেকে এগিয়ে থাকে।

আমাদের ব্যাচের সবচেয়ে গাধা ছাত্রটা সবার আগে Top Rated Freelancer হয়।
কারন সে আরেকটা মার্কেটপ্লেস কোর্সে ভর্তি হয়ে যায়।

যা আমরা ইউটিউব/গুগল করে খুজে শিখেছি ৩/৪ মাস ধরে। তা সে হয়ত ১ মাসেই অর্জন করেছে।

এইটা লিখার কারন,
নিজের উপর ইনভেস্ট করুন।এটা আপনার টাইম Save করবে।স্টেপ গুলাও জানবেন।

যেখানে খুশি,যার কাছে খুশি,দেশে বা বিদেশে হোক না কেন,নিজের প্রতি ইনভেস্ট করতে কিপটামি কইরেন না।

৩৪৫ টাকার কোর্স থেকে শুরু করে ক্রিয়েটিভ আইটির ৪৫ হাজার টাকার কোর্স ও করেছি।

৬০ হাজার টাকার ল্যাপটপ কিনি,২০ হাজার টাকার ফোন চালাই,কিন্তু এগুলা দিয়ে ইনকাম করবো,সেইটা করার জন্য ফ্রী কোর্স খুজি?

হাইস্যকর

সাকসেস স্টোরী।৩০০০ ডলার আপওয়ার্ক থেকে।আলহামদুলিল্লাহআমি কখনো শিক্ষার্থীদের ক্রেডিট নেয়না।সব তাদের পরিশ্রম আর মেধার ক্রেড...
08/10/2023

সাকসেস স্টোরী।
৩০০০ ডলার আপওয়ার্ক থেকে।
আলহামদুলিল্লাহ

আমি কখনো শিক্ষার্থীদের ক্রেডিট নেয়না।সব তাদের পরিশ্রম আর মেধার ক্রেডিট।একটা কোর্সে শুধু গাইডলাইন পাওয়া যায়।এরপর তারা আরো বেশি রিসার্চ করে,অনলাইন থেকে শিখে তার পর সাকসেস হয়। কেউ আর্ন করলে এটা মেন্টরের নয়,শিক্ষার্থীর ক্রেডিট। মেন্টরের ক্রেডিট হলে সবাই সাকসেস হতো। কেউ ফেইল করতোনা।

06/10/2023

রাব্বি যিদনী ইলমা। রাব্বিশ রাহলী ছাদরী ওয়াইয়াসিসরলি আমরী ওয়াহলুল উক্বদাতাম মিল্লিসানী ইয়াফ ক্বাহুকাওলী।
অর্থ: হে আমার রব, আমার ইলম বাড়িয়ে দাও। হে আমার রব্ব! আমার বক্ষ (হূদয়) খুলে দাও। আমার কাজকে সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও। যাতে ওরা (লোকে) আমার কথা বোঝে।

২ স্টার দিছি ক্লায়েন্টকে।সচরাচর এমন করিনা।কাজ ঠিক করে করার পরেও সে ফন্ট বদলে এক্সপেরিমেন্ট করতেছে। এরপর ৭ রিভিশন শেষে প্...
05/10/2023

২ স্টার দিছি ক্লায়েন্টকে।
সচরাচর এমন করিনা।
কাজ ঠিক করে করার পরেও সে ফন্ট বদলে এক্সপেরিমেন্ট করতেছে। এরপর ৭ রিভিশন শেষে প্রথম কাজটা নিলো।

05/10/2023

অক্টোবর ইভেন্ট
১.পুরো মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার
২.হ্যালোয়িন (৩১ তারিখ)

নভেম্বর ইভেন্ট

১. ডে অফ দ্যা ডেড (১ তারিখ)
২. Diwali ( ১২ তারিখ)
৩ Thanksgiving (২৩ তারিখ)
৪.ব্ল্যাক ফ্রাইডে (24 তারিখ)
৫.সাইবার মানডে (২৭ তারিখ)

ডিসেম্বর
1.Hanukkah ৭ তারিখ
2.ক্রিসমাস 25 ( ধর্মপ্রান মুসলিমরা ইগ্নোর করার ট্রাই করবেন)

01/10/2023

মন ভালো রাখার ৩ উপায়। শেষ পয়েন্ট টা জোশ

১. নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না।এতে হতাশ,অশান্তি আসবে মনে।

২.আরেকজন আপনাকে কি ভাবে এটাও চিন্তা করবেন না। নিজের মত থাকুন,নিজের কাজ করুন। আরেকজন কি ভাবে সেটা চিন্তা করলেও অশান্তি আসবে।

৩.কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বললে তা কানেই নিবেন না। এগুলাকে রাস্তার ময়লা আবর্জনা ভাবুন। কখনো জ্যাম ভাববেন না।তাহলে লক্ষ্যে এগুতে পারবেন না।

প্রধানমন্ত্রী, সাকিব আল হাসান,সেলিব্রেটিদের মানুষ কমেন্টে গালাগালি করে,তারা কি এগুলো গায়ে মাখে? নাকি নিজেদের একের পর একেক স্টেজে নিয়ে যাচ্ছে?

জীবন একটাই, ফ্রিডম লাইফ। নিজের মত কাজ করুন। নিজের মত চলুন। নিজের ডোল নিজে পিটাবেন। কার কি আসে যায়....

হাতে কলমে টি শার্ট ডিজাইন প্রিন্ট করছি...
30/09/2023

হাতে কলমে টি শার্ট ডিজাইন প্রিন্ট করছি...

30/09/2023

পার্ট ০২.
টি শার্ট ডিজাইন এর ক্লায়েন্ট কিভাবে পাবো?

ক্লায়েন্ট আপনি দুইভাবে পেতে পারেন।

১.থার্ড পার্টি তথা মার্কেটপ্লেস ( ফাইবার,আপওয়ার্ক সহ মার্কেটপ্লেস গুলো)

যেহেতু এখানে অনেক সেলার সেহেতু নিশ ন্যারো করে গিগ দিলে আপনি সেল আশা করতে পারেন।

নিশ কিভাবে ন্যারো করবেন?
-Hobby- Garden-Flower garden- Orchid/tulip - Indoor

এভাবে যত ন্যারো করতে পারবেন তত কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

এটার সাথে লো কম্পিটিশন করার ট্রাই করবেন বিভিন্ন ধরন অনুযায়ী। ( যেমন, টাইফো,গ্রাফিক,ভিনটেজ,ওয়াটারকালার ব্লা ব্লা)

২. নিজেকে ক্লায়েন্ট হান্টিং করতে হবে।

এক্ষেত্রে মার্কেটিং টা গুরুত্বপূর্ণ।
ফেসবুক,ইনস্ট্রামে আপনি ভালো ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন।

তবে এক্ষেত্রে আপনাকে Laser টার্গেট উপায় জানতে হবে।

বড় পোস্ট পড়া হয়না।তাই আজ এই পর্যন্ত,...

আস্তা আস্তে শেয়ার করবো...

একদম দুমড়ে-মুচড়ে গেলো।তাহলে হালকা আঘাত কোনগুলো?
29/09/2023

একদম দুমড়ে-মুচড়ে গেলো।
তাহলে হালকা আঘাত কোনগুলো?

"Tamim Iqbal is my idol, I try to learn a lot from him. I have grown up seeing him playing and got inspiration from him....
29/09/2023

"Tamim Iqbal is my idol, I try to learn a lot from him. I have grown up seeing him playing and got inspiration from him."

-Tanzid Hasan Tamim [17.8.2023]

29/09/2023

পার্ট ০১
টি-শার্ট ডিজাইন করে কত ভাবে আয় করা যায়?

১. প্রথমত ডিজাইন করা জানলে আপনি একজন ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ার করতে পারেন।

দেশীয় অনেক গার্মেন্টস,ডিজাইন ফার্ম, প্রিন্ট হাউজ সহ বিভিন্ন জায়গায় জব করতে পারবেন।

২.ইংরেজি আর মার্কেটপ্লেসে দক্ষতা অর্জন করে আপনি চাইলে নিজে ফ্রীল্যান্সার হিসেবে ক্যারিয়ার করতে পারেন।

৩.মাইক্রোস্টকে ডিজাইন করে আপনি প্রতি মাসে ১-২ লাখ টাকা আয় করতে পারবেন।( তবে এটি একটি দীর্ঘমেয়াদী এবং ধৈর্যের কাজ)

৪.লোকাল বাজারে নিজের একটি ব্র‍্যান্ড তৈরী করতে পারেন।(কাচামাল সংগ্রহ এবং মার্কেটিং জানতে হবে)

৫.নিজেই নিজের ডিজাইন গুলোকে বান্ডেল আকারে একটি ই কমার্স সাইটে সেল করতে পারেন।
( মার্কেটিং এবং টার্গেট অডিয়ান্স খুজতে জানতে হবে)

৬.আপনি চাইলে দেশে বসে বিদেশে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করতে পারেন।

৭.আপনি চাইলে আপনার কাংখিত জ্ঞানকে আরো সমৃদ্ধ করে এক্সপোর্ট ও ইম্পোর্ট বিজনেস করতে পারেন।

প্রতিটি টপিক নিয়ে নিয়মিত লিখতে থাকবো....

মার্কেটপ্লেসের চার্জ (১০-২০%)ফেসবুকে এড দিলে অতিরিক্ত ১৫% চার্জ।পেওনিয়ার চার্জবাংলাদেশ ব্যাংকের চার্জ।মানুষ সব দুবাই অথব...
28/09/2023

মার্কেটপ্লেসের চার্জ (১০-২০%)
ফেসবুকে এড দিলে অতিরিক্ত ১৫% চার্জ।
পেওনিয়ার চার্জ
বাংলাদেশ ব্যাংকের চার্জ।

মানুষ সব দুবাই অথবা আমেরিকা চলে যাবে।

25/09/2023
23/09/2023

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছাগিরা।

23/09/2023

ফ্রী মিক্সিংয়ে অভ্যস্ত একজন নারী যেমন একজন লজ্জাশীল মা হতে পারেন না, তেমনিভাবে একজন পুরুষও লজ্জাশীল বা আদর্শ বাবা হতে পারেন না।

রাজার কাছে গিয়ে ব্যাবসায়ীরা বললো আমরা চালের দাম ৫  টাকা বাড়াতে চাই।রাজা কিছু টাকা হাদিয়া নিয়ে ঘোষনা দিলেন তোমরা ১০ টাকা ...
22/09/2023

রাজার কাছে গিয়ে ব্যাবসায়ীরা বললো আমরা চালের দাম ৫ টাকা বাড়াতে চাই।

রাজা কিছু টাকা হাদিয়া নিয়ে ঘোষনা দিলেন তোমরা ১০ টাকা বাড়াও।

ব্যাবসায়ীরা অবাক হয়ে বললো,আমাদের ৫ টাকা বাড়ালেই হতো।

১০ টাকা দাম বাড়াতে জনগন আন্দোলন শুরু করলো।
এরপর রাজা ঘোষনা দিলেন ৫ টাকা ছাড় করার জন্য।

এখন জনগন ও খুশি,ব্যাবসায়ীরাও খুশি।

ইহা একটা গল্প।
একটা শ্রেনী আমাদের শাষনের নামে শোষনের চাদরে মুড়ে রেখেছে।

অর্জন করতে গেলে বিসর্জন ও দিতে হয়।এমনকি নিজের জীবন পর্যন্ত
22/09/2023

অর্জন করতে গেলে বিসর্জন ও দিতে হয়।
এমনকি নিজের জীবন পর্যন্ত

কমেন্টে আলহামদুলিল্লাহ লিখার ভরপুর।মানে, বিসমিল্লাহ বলে মদ খাওয়া।ধর্মবিদ্বেষীরা সুক্ষ্ম ভাবে আমাদের মধ্যে মুর্তি/ভাষ্কর্...
22/09/2023

কমেন্টে আলহামদুলিল্লাহ লিখার ভরপুর।

মানে, বিসমিল্লাহ বলে মদ খাওয়া।

ধর্মবিদ্বেষীরা সুক্ষ্ম ভাবে আমাদের মধ্যে মুর্তি/ভাষ্কর্য জায়েজ করবে।
এরপর এগুলো ছড়িয়ে দিবে।

যেমন এখন অনেক নারী বোরকা পড়ে যেন তাকে আরো বেশি আকর্ষনীয় লাগে।

জীবনে ছোটখাটো সমস্যা থাকবে। কিন্তু গন্তব্যে পৌছাতে এইরকম ছোটখাটো সমস্যা বেধে নিয়ে এগিয়ে যেতে হবে।
22/09/2023

জীবনে ছোটখাটো সমস্যা থাকবে। কিন্তু গন্তব্যে পৌছাতে এইরকম ছোটখাটো সমস্যা বেধে নিয়ে এগিয়ে যেতে হবে।

খবরের বড় অভাব.
22/09/2023

খবরের বড় অভাব.

22/09/2023

বাবার হোটেলে খেয়ে নেতার পিছনে তৈল মর্দন না করে,
বাজারের ব্যাগটা নিয়ে
গিয়ে তৈলের দামটা দেখুন
হো***** মা*** সা***রা***

Address

Azimpur
Azimpur
1205

Alerts

Be the first to know and let us send you an email when Mubarak Sipon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mubarak Sipon:

Videos

Share