10/05/2022
মনের দিকে দিয়ে শক্তিশালী হওয়ার গুরুত্ব আমরা অনেকেই জানি না। আর তাই নিজের ভেতরকার মানুষটিকে উন্নত করার চেষ্টা আমরা করিও না।
আল্লাহর রাসূল ﷺ বলেছেন, ধন-সম্পদ ও পার্থিব সাজ-সরঞ্জামের প্রাচুর্য ও আধিক্য প্রকৃত ঐশ্বর্য নয়, বরং মনের ঐশ্বর্যই বড় ঐশ্বর্য। (সহীহ্ মুসলিম:২৩১০)
দুনিয়াতে যার সম্পদ আছে, সে আরও চায়। তার সম্পদ থাকা স্বত্তেও সে গরিব, ফকিরের মত আরও চায়। অপরদিকে, সম্পদ কম থাকায় মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে, কারণ তার অনেক অনেক প্রয়োজন এবং সে জানে আল্লাহ ব্যতীত কেউই তার এই প্রয়োজনগুলো মেটাতে পারবে না।
মিথ্যা, রাগ, হিংসা, গর্ব, কৃপনতা, আত্ম-অহংকার, লোভ, চোগলখোরি, পরচর্চা ইত্যাদি একজন মানুষের মনকে ধ্বংস করে ফেলে, মানুষের মনকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে ফেলে। পরকালে এর জন্য ভয়াবহ শাস্তি রয়েছে! আল্লাহ হিফাযত করুন।
বিদায়ী হজ্জে রাসূলে কারীম ﷺ বলেছেন,
আমি কি তোমাদেরকে মুমিন কে তা বলে দেব না? (প্রকৃত মুমিন হল সেই),
যার (অত্যাচার) থেকে লোকেরা নিজেদের জান-মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করতে পারে।
(প্রকৃত) মুসলিম হল সেই ব্যক্তি, যার জিব ও হাত হতে লোকেরা শান্তি লাভ করতে পারে। (প্রকৃত) মুজাহিদ হল সেই ব্যক্তি, যে আল্লাহর আনুগত্য করতে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে।
আর (প্রকৃত) মুহাজির (হিজরতকারী) হল সেই ব্যক্তি, যে সমস্ত পাপাচরণকে হিজরত (বর্জন) করে।
(হাদিস সম্ভার:২২৪২)
মহান আল্লাহ আমাদের প্রকৃত মুমিন বান্দা হবার তাওফীক দান করুন।