Ashuganj News

Ashuganj News News & Media

২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে  #শুক্র_ও_শনিবার_সাপ্তাহিক_ছুটি থাকবে। নতুন সিদ্ধান্তের...
31/05/2022

২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে #শুক্র_ও_শনিবার_সাপ্তাহিক_ছুটি থাকবে।

নতুন সিদ্ধান্তের ফলে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ১০টি বিষয় প্রবর্তন করা হলেও বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনও বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে। কেবল দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণি শেষে আলাদা দু’টি বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হবে এইচএসসির ফল।

এক্ষেত্রে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ শতাংশ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানে।

বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রম সারাদেশে ৬১টি স্কুল ও মাদ্রাসায় পাইলটিং চলছে। এরপর ২০২৩ সালে সপ্তম শ্রেণির পাইলটিং শুরু হবে। ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং অষ্টম ও নবম শ্রেণিতে পাইলটিং হবে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি যুক্ত হবে। ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি যুক্ত হবে।

পিইসি ও জেএসসি পরীক্ষা বাদ দিয়ে কেবল এসএসসি ও এইচএসসিতে দু’টি বোর্ড পরীক্ষা রেখে শিক্ষাক্রমের নতুন রূপরেখার চূড়ান্ত অনুমোদন দিয়েছে আন্তঃমন্ত্রণালয়।

নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলো- ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, জীবন ও জীবিকা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, পরিবেশ ও জলবায়ু, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি।

প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি দুদিন ঠিক রেখেই জাতীয় শিক্ষাক্রম রূপরেখার অনুমোদন দেওয়া হয়েছে। রূপরেখা অনুযায়ী ২০২৩ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে দুদিন ছুটি থাকবে।

27/04/2022

এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন, রুটিন প্রকাশ।
বিস্তারিত : Comment এ

বিদেশ গমনাগমনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম সামান্য পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫/০৪/২০২২ তারিখ হতে ★ বিদেশ থেকে দেশে আসার জন্...
21/04/2022

বিদেশ গমনাগমনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম সামান্য পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫/০৪/২০২২ তারিখ হতে

★ বিদেশ থেকে দেশে আসার জন্য আগের মতই বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ভ্যাক্সিন ডোজ কমপ্লিট করে ভ্যাক্সিন সার্টিফিকেট নিয়ে আসতে হবে৷ ডোজ কমপ্লিট করা না থাকলে বা একেবারেই ভ্যাক্সিন দেয়া না থাকলে যাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট সাথে নিয়ে আসতে হবে।

★ বাংলাদেশে আগমনে ইচ্ছুক যাত্রীর বয়স ১২ বছরের কম হলে আরটি পিসিআর টেস্ট করা লাগবে না।

★বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার তিন দিন বা তারও কম সময় বাকি থাকতে সকল যাত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ধারিত লিঙ্কে গিয়ে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করবেন৷ পূরণকৃত ফরমটি কিউআর কোডসহ ডাউনলোড করা যাবে। বাংলাদেশে অবতরণের পর এ ফরমের সফট অথবা হার্ড কপি ইমিগ্রেশনে দেখাতে হবে।

★ যাত্রী বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার সময় এয়ারলাইন্স নিশ্চিত হবে যে তিনি হেলথ ডিক্লারেশন ফরমটি পূরণ করেছেন এবং নিশ্চিত হয়ে তাকে বোর্ডিং পাস ইস্যু করবে।

★ বিদেশ গমনের ক্ষেত্রে যাত্রীকে গন্তব্য ও ট্রানজিট দেশের শর্ত পূরণ করতে হবে। কোন দেশে যাওয়ার জন্য জন্য কী কী শর্ত পূরণ করে বিমানবন্দরে আসতে হবে তা সংশ্লিষ্ট এয়ারলাইন্স যাত্রীকে অবহিত করবে। উল্লেখ্য যে বাংলাদেশ সরকার এখন বিদেশগামী যাত্রীর কাছে কোভিড টেস্ট রিপোর্ট বা ভ্যাক্সিন সার্টিফিকেট চায় না। যাত্রীকে শুধু গন্তব্য ও ট্রানজিট দেশের শর্ত পূরণ করতে হবে।

Source : CAAB, Dhaka

আগামী ২০ মে ২০২২ তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ- ২০২২ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ২০-০৫-২০২২ তারিখ থেকে পরবর্তী ৩ সপ্তা...
16/04/2022

আগামী ২০ মে ২০২২ তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ- ২০২২ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

২০-০৫-২০২২ তারিখ থেকে পরবর্তী ৩ সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে ৷

যাদের জম্মতা‌রিখ ০১-০১-২০০৭ এর পূর্বে এবং যারা আগে ভোটার হননি, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ তারা নতুন ভোটার হিসাবে ফরম পূরন করতে পারবেন।

নতুন ভোটার নিবন্ধনের জন্য যেসকল কাগজপত্র দরকার হবেঃ

* অনলাইন জন্ম সনদের ফটোকপি।
* শিক্ষাসনদের (PSC/JSC/SSC) ফটোকপি।
* পিতা- মাতার জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি
* ‌বিব‌া‌হিত‌ হ‌লে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র

ফটোকপি।

ভোটার নিবন্ধন ফরম পূরন করার জন্য যেসব প্রস্তুতি গ্রহন করা জরুরিঃ

* যাদের জন্মসনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্মসনদ অনলাইন করে নিন।
* যাদের জন্মসনদ অনলাইনে আছে কিন্তু শিক্ষা সন‌দের সাথে মিল নেই, তারা দ্রুত জন্মসনদ সংশোধন করে নিন৷
* যা‌দের জন্মসন‌দ এবং শিক্ষাসনদ তাদের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সা‌থে মিল নেই, তারা পিতা-মাতার নাম অনুযায়ী দ্রুত জন্মসনদ এবং শিক্ষাসনদ সং‌শোধন করে নিন।
* নিজের রক্তের গ্রুপ না জানলে রক্তের গ্রুপ পরীক্ষার মাধ্যমে রক্তের গ্রুপ জানুন।

ভোটার নিবন্ধনের সময় আপনি যে তথ্য দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র (NID) তে সেই তথ্যই থাকবে। তাই সঠিক এবং সত্য তথ্য দিয়ে আপনার ভোটার নিবন্ধন ফরম পূরন করুন।

ম‌নে রাখ‌বেন একা‌ধিকবার ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ। আপ‌নি যদি ই‌তোপূ‌র্বে ভোটার নিবন্ধন করে থাকেন এবং যদি তার কোনো তথ্য বা কাগজপত্র আপনার কাছে না থাকে, তবে যেকোনো জেলা নির্বাচন অ‌ফি‌সে স্বশরী‌রে উপ‌স্থিত হ‌য়ে আঙ্গু‌লের ছাপ যাচাই‌য়ের মাধ্য‌মে আপনার তথ্য সংগ্রহ কর‌তে পা‌রেন।

আসন্ন ঈদুল ফিতরে যাত্রীসেবা নিশ্চিত করতে জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ ছাড়া কোন টিকেট দেওয়া হবে না। "টিকেট যার, ভ্রমন তার"  ...
13/04/2022

আসন্ন ঈদুল ফিতরে যাত্রীসেবা নিশ্চিত করতে জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ ছাড়া কোন টিকেট দেওয়া হবে না।

"টিকেট যার, ভ্রমন তার"

পাঁচ বছরেই উপযোগিতা হারিয়েছে সিঙ্গেল লাইনের  আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতু !ঢাকা-চট্টগ্রাম রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার লক...
08/04/2022

পাঁচ বছরেই উপযোগিতা হারিয়েছে সিঙ্গেল লাইনের আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতু !

ঢাকা-চট্টগ্রাম রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার লক্ষ্যে কিশোরগঞ্জে মেঘনা নদীতে ভারতীয় নমনীয় ঋণে (এলওসি) তৈরি করা হয়েছে দ্বিতীয় আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতু। ২০১৭ সালে চালু হওয়া সিঙ্গেল লাইনের সেতুটি নির্মাণে খরচ হয়েছে ৫৬৮ কোটি টাকা। নতুন আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতু ও পুরনো আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতুর মাধ্যমে মেঘনা নদীতে ডাবল লাইন হয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ। তবে পুরনো সেতুটির আয়ুষ্কাল শেষ পর্যায়ে। এমনপরিপ্রেক্ষিতে পাঁচ বছর আগে তৈরি করা সিঙ্গেল লাইনের সেতুটির উপযোগিতা নিয়ে উঠছে প্রশ্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বলছে, নতুন সেতুটি সিঙ্গেল লাইনের হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোরটি নিরবচ্ছিন্ন হবে না। নতুন করে আরেকটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে আইএমইডি।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন সেতুটি ডাবল লাইন করে তৈরি করলেই এ সমস্যায় পড়তে হতো না। এতে হয়তো নির্মাণ ব্যয় কিছু বাড়ত, কিন্তু সেই বিনিয়োগটি হতো টেকসই। আর রেললাইনে বিনিয়োগ অন্তত ১০০ বছরের হিসাব করে করতে হয়। সেখানে চার-পাঁচ বছরের মাথায় সেতুর উপযোগিতা শেষ হয়ে গেলে তা হবে মারাত্মক রকমের অদূরদর্শী পরিকল্পনা। এর মাধ্যমে একদিকে যেমন রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে, তেমনি জনগণ পড়বে চরম ভোগান্তিতে। কারণ নতুন করে সেতু তৈরি করতে গেলে ট্রেন চলাচল বিঘ্নিতহয়ে বাড়বে জনদুর্ভোগ।

দ্বিতীয় আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতুটি নির্মাণ করা হয় রেলওয়ে অ্যাপ্রোচসহ দ্বিতীয় আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতু ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ প্রকল্পের মাধ্যমে। ভারতে ঋণের এ প্রকল্পটি ২০১০ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদিত হয়। নির্মাণ ব্যয় ধরা হয় ৯৫৯ কোটি টাকা। ২০১৪ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে সেতুটি চালু হয় ২০১৭ সালের নভেম্বরে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল মেঘনা নদীর ওপর দ্বিতীয় আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতু ও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর ওপর দ্বিতীয় তিতাস সেতু নির্মাণের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোরকে নিরবচ্ছিন্ন ডাবল লাইনে উন্নীত করা। চালুর পর থেকেই নতুন ও পুরনো সেতু দুটি আপ ও ডাউন ট্রেন চলাচলের জন্য পৃথকভাবে ব্যবহার হয়ে আসছে।

কিন্তু আইএমইডির পর্যবেক্ষণ বলছেন, স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামত করে চালু করা পুরনো আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতুটির আয়ুষ্কাল শেষ পর্যায়ে চলে এসেছে। এমন পরিপ্রেক্ষিতে পুরনো সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দ্রুতই পুরনো সেতু অকার্যকর হয়ে যাবে। ফলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে নিরবচ্ছিন্ন ডাবল লাইন করার যে উদ্দেশ্য নিয়ে নতুন দ্বিতীয় আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতুটি তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। নতুন সেতু নির্মাণ করা না হলে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোরে নিরবচ্ছিন্ন ডাবল লাইন নিশ্চিত হবে না। এমন পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়কে ঢাকা-চট্টগ্রাম করিডোর নিরবচ্ছিন্ন ডাবল লাইন নিশ্চিত করার পরামর্শ দিয়েছে আইএমইডি।

রেলওয়ে অ্যাপ্রোচসহ দ্বিতীয় আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতু ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ প্রকল্পে সর্বশেষ প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন আফজাল হোসেন, যিনি বর্তমানে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রকল্প পরিচালকের দায়িত্বে আছেন। আফজাল হোসেনও মনে করেন আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতু ও তিতাস রেলসেতু দুটি ডাবল লাইনে তৈরি করা হলে সবচেয়ে ভালো হতো। তিনি বণিক বার্তাকে বলেন, এ ধরনের একটি সেতু নির্মাণের জন্য অনেক আয়োজন লাগে। সময় ও অর্থের প্রয়োজন হয়। শুরুতেই ডাবল লাইন করে তৈরি করা হলে আজকে এখানে নতুন করে সেতু নির্মাণের প্রয়োজন হতো।

আশুগঞ্জ - ভৈরব সংযোগ সেতু ডাবল লাইন না করার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রকল্পটির দায়িত্বে ছিলাম একেবারে শেষ পর্যায়ে। তখন সেতুটি চালুর পর ঠিকাদারদের ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড চলমান ছিল। সে সময় আসলে ডাবল লাইন করার কোনো সুযোগই ছিল না। আর কোনো সেতু ডাবল লাইন নাকি সিঙ্গেল লাইন হবে সেটা নির্ভর করে বাজেটের ওপর। হয়তো নির্মাণ শুরুর সময় পর্যাপ্ত বাজেট ছিল না বলেই সেতুটি সিঙ্গেল লাইনে তৈরি করা হয়েছে।

#আশুগঞ্জ_নিউজ / © বণিক বার্তা
ছবি - আতিক ফয়সাল

25/03/2022
রাতে হাইওয়েতে বাইকের হেলমেট যেন লাল রংয়ের হয় সেদিকে খেয়াল রাখুন এবং  সুরক্ষিত থাকুন।
16/03/2022

রাতে হাইওয়েতে বাইকের হেলমেট যেন লাল রংয়ের হয় সেদিকে খেয়াল রাখুন এবং সুরক্ষিত থাকুন।


25/12/2021

বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।

Bangladesh 🇧🇩
16/12/2021

Bangladesh 🇧🇩

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ashuganj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

A Regional News Paper -Ashuganj News

Ashuganj News - A Regional News Paper

Nearby media companies