Bithi,s Dream

Bithi,s Dream Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bithi,s Dream, Digital creator, APSCL Colony, Ashuganj.

05/12/2024

ছোট গল্প....

এক গ্রামে একজন কৃষক ছিল।
তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন।
একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে
কৃষককে দিলেন বিক্রি করতে।

কৃষক তা বিক্রি করার জন্য
গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন।

মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল।
যার প্রত্যেকটির ওজন ছিল ১ কেজি করে।
শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায়
পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে,
পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের
প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন।

আজ কৃষক চলে যাওয়ার পরে
দোকানদার মাখনের রোলগুলো
একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন
মাখনের ওজন সঠিক আছে কিনা
আজ একবার পরীক্ষা করে দেখা যাক।

মাখনের রোলগুলো ওজন করতেই
উনি দেখলেন মাখনের ওজন
১ কেজি নয় তা প্রতিটা আছে ৯০০ গ্রাম করে।

পরের সপ্তাহে আবার কৃষক
উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন।
দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে
দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বললেন,
বেরিয়ে যাও আমার দোকান থেকে।

এবার থেকে কোন বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা কর।
আমার দোকানে আর কোনদিন পা রাখবে না।
৯০০ গ্রাম মাখন ১ কেজি বলে বিক্রি করা
লোকটার মুখ আমি দেখতে চাইনা।

কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন ”দাদা!
দয়া করে রাগ করবেন না।
আসলে আমি খুবই গরিব মানুষ,
দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই।
তাই আপনার থেকে প্রতিবার যে
এক কেজি করে চিনি নিয়ে যেতাম,
সেটা দাড়িপাল্লার একপাশে রেখে
অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম!!

শিক্ষা
"আপনি অপরকে যেটা দেবেন,
সেটা কোন না,কোন ভাবে আপনার কাছে ফিরে আসবেই।"
....সংগৃহীত

I've received 3,900 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
14/10/2024

I've received 3,900 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

I've received 3,800 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
02/10/2024

I've received 3,800 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

🎉 Facebook recognised me as a top rising creator this week!
30/09/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

27/09/2024

যখন মেবাইল তারে বাধা ছিল তখন মানুষ মুক্ত ছিল। আর যখন মোবাইল মুক্ত হলো তখন মানুষ মেবাইলের মধ্যে বাধা পরে গেল।

মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে।

তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না।

তোমার বিশ্রামের গভীর রাত গুলোকে সন্ধ্যেতে পরিণত করেছে।

একবার ফোনটা ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিকক্ষণ স্ক্রীন স্ক্রোল করে চলেছো।

খেয়াল করে দেখবে, তুমি আগের মতো পেপার পড়ছো না, বই ওল্টাচ্ছো না এমনকি টিভি দেখাও কমিয়ে ফেলেছো।

তুমি আগের মতো কথাও বলছো না, মনের অনুভূতি ভাগ করে নিচ্ছ না।

তোমার অনুসন্ধান করার সব সূত্র শুধু মোবাইল হয়ে গেছে।

আড্ডায় উপস্থিত আছো কিন্তু আড্ডা দিচ্ছ না, মূলত ফোন ঘাঁটছো।

আলোচনায় উপস্থিত থাকলেও উদাসীন থাকছো।

তোমার যেন নতুন আর কিছুই করার, শেখার বা জানার নেই।

এবং এই সবের মধ্যে তুমি তোমার সারাটা দিন মোবাইলের আবর্তে কাটিয়ে ফেলছো, যা তোমায় বুঝতেই দিচ্ছে না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে।

আর এটা বুঝতে যে একটা দিনে কতটা সময় আদতে থাকে বা কতটা সময় তুমি কাজে লাগাতে পারো, কিন্তু কাজে লাগাচ্ছ না, জাস্ট একটা কাজ করো। একটা দিন জাস্ট ফোনটা বন্ধ করে সেটার সংস্পর্শ থেকে ২৪ ঘন্টা দূরে থাকো। তুমি আদতে অনুভব করবে ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছে। তুমি অনুভব করবে যেন সময়ই কাটছে না। তুমি অনুভব করবে একটা দিন আদতে ঠিক কতটা বড়। আর তুমি এটাও উপলব্ধি করবে ঠিক কতটা আসক্ত তুমি মোবাইলে হয়ে পড়েছো, যখন থেকে থেকেই মনে হবে ফোনটা দেখলে ভালো হয়।

পরীক্ষা করে দেখে নিতে পারো। কারণ এভাবে জীবনকে অসাড়ভাবে দ্রুত ফুরিয়ে লাভ নেই। একটা সময় দুনিয়াতে নেশা সৃষ্টি হয়েছিল। পরে নেশামুক্তি কেন্দ্র। এই মোবাইলও অদূর ভবিষ্যতে তোমাকে সাইকো পেসেন্ট বানিয়েই ছাড়বে। তোমাকেও তখন রিহ্যাবের সাহায্য নিতে হবে।

সেটা যাতে এই জন্মে না করতে হয়, এখন থেকেই সচেতন হও।

With মিষ্টি মুখ – I just got recognized as one of their top fans! 🎉
26/09/2024

With মিষ্টি মুখ – I just got recognized as one of their top fans! 🎉

16/09/2024
14/09/2024

চাকরিজীবী নারী

স্বামী ভাবে, ঘরেতে বউ
আমাকেই দেবে সময়,
বাড়ি এসে চাকরির কাজে
শুধু সময় অপচয়।

চাকরি ভাবে, তুমি বাপু
মাস গেলে পাও বেতন ;
নিজের কাজের প্রতি তুমি
কেন নও সচেতন?

সন্তান ভাবে, মায়ের সময়
আমাকে কেন দেয়না?
সারাদিন আমি একা থাকি
মায়ের আদর পাইনা।

শাশুড়ি ভাবে, চাকরিতে গেলে
সংসার দেখি আমি,
ছেলের মা হয়ে ও কেন
টানবো সংসারের ঘানি?

বন্ধু ভাবে, মেসেজ দিলাম
করলে না তো সিন,
এখন তোমার দারুণ সময়
বদলে গিয়েছে দিন।

একা আমি এত আবদার
রাখতে গিয়ে ক্লান্ত,
কখন জানি বুকের ভিতর
আত্মাটা হবে শান্ত।

মাস শেষে সবার ভালো লাগে
কাগজের নোট গুণতে,
তাই সারামাস পরে ধৈর্য ধরে
এসব কথা হয় শুনতে।

চাকরীজীবীর কষ্টের কথা
কেউ তো বোঝেনা,
সকলের কথা ভাবতে গিয়ে
নিজেকেই সে ভাবেনা।

( কপি )

যে-ই লেখাটা লিখেছেন খুব ভালো লিখেছেন।

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
02/09/2024

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
17/07/2024

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

I gained 11 followers, created 285 posts and received 1,075 reactions in the past 90 days! Thank you all for your contin...
17/07/2024

I gained 11 followers, created 285 posts and received 1,075 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

*কি সুন্দর উত্তর!*দুই "জেনারেশন" এর মধ্যে তুলনা.......একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করেছিল: "আপনারা আগে কীভাবে থাকতেন-শী...
10/07/2024

*কি সুন্দর উত্তর!*
দুই "জেনারেশন" এর মধ্যে তুলনা.......

একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করেছিল: "আপনারা আগে কীভাবে থাকতেন-
শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন নেই
ওয়াইফাই নেই
কোন ইন্টারনেট নেই
কম্পিউটার নেই
অনলাইন শপিং নেই
টিভি নেই
মোবাইল ফোন নেই?
শপিং মল নেই
মাল্টিপ্লেক্স নেই"

তার বাবা উত্তর দিলেন:
"ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের
সাথে জীবনযাপন করে -

প্রার্থনা নেই
সমবেদনা নেই
সম্মান নেই
কোনো শ্রদ্ধাবোধ নেই
কোন চরিত্র নেই
লজ্জা নেই
বিনয় নেই
সময় পরিকল্পনা নেই
খেলাধুলা নেই
পড়া নেই"
আমরা যারা 1940-1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য। আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ:

👉 স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম। আমরা কখনো টিভি দেখিনি।
👉 আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম, ইন্টারনেট বন্ধুদের সাথে নয়।
👉 আমরা যদি কখনও তৃষ্ণার্ত অনুভব করি, আমরা বোতলের জল নয় কলের জল পান করি।
👉 আমরা কখনই অসুস্থ হইনি যদিও আমরা চার বন্ধুর সাথে একই গ্লাস জুস শেয়ার করতাম।
👉 আমাদের কখনই ওজন বাড়েনি যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম।
👉 খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ের কিছুই হয়নি।
👉 আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি।
👉 আমরা নিজেদের খেলনা তৈরি করতাম এবং সেগুলো দিয়ে খেলতাম।
👉 আমাদের বাবা-মা ধনী ছিলেন না। তারা আমাদের ভালবাসা দিয়েছেন, পার্থিব উপকরণ নয়।
👉 আমাদের কখনই সেলফোন, ডিভিডি, প্লে স্টেশন, এক্সবক্স, ভিডিও গেম, ব্যক্তিগত কম্পিউটার, ইন্টারনেট চ্যাট ছিল না - তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল।
👉 আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করেছি।
👉 আমরা হয়ত কালো এবং সাদা ফটোতে ছিলাম কিন্তু সেই ফটোগুলিতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম।
👉 আমরা একটি অনন্য এবং, সবচেয়ে বোধগম্য প্রজন্ম, কারণ *আমরা শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি*। আর *প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে।*
আমরা একটি *সীমিত* ​​সংস্করণ!

(collected)

03/07/2024
27/06/2024

এক ভদ্রলোকের পাঁচ ছেলে l🙂

বড় ছেলের নাম ( ভাঙ্গা )🙄
মেজো: ছেলের নাম ( বাসি,)🤧
সেজো: ছেলের নাম ( পচা )😪
তার পরেরটার নাম: (মুত) 🥴
এবং ছোট টার নাম: ( পাংচার )🙂

একদিন ওদের বাড়িতে এক অতিথি আসছেন 😊
বাবা::- আপনি এসেছেন? বসেন বসেন, ভাঙ্গা চেয়ারটা নিয়ে আয়😊

অতিথি::- না না আমি বসবো না। 🙄

বাবা::- আরে না বসুন, কয়টা ভাত তো খেয়ে যাবেন, বাসি ভাত নিয়ে আয়😊

অতিথি::- না না just খেয়ে এসেছি, খাবোনা

বাবা::- কিছুই খাবেন না, তা হয় না, পচা দই নিয়ে আয়😊

অতিথি::- না না দই খেলে আমার ঠাণ্ডা লেগে যায়, প্লিজ আমি খাবো না🥺

বাবা::- তা কি হয়? কিছু না হোক অন্তত এক গ্লাস জল তো খান। ওরে মুতে জল দে তো😊

অতিথি::- আপনি থামুন মশাই!🙄

বাবা::- ইশ, আপনি কিছুই খেলেন না, ভালো লাগছে না আমার😔

অতিথি::-আমি চললাম, পরে আসবো।🙄😪

বাবা::- আপনি হেঁটে এসেছেন। আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেবো না😊

পাংচার সাইকেলটা নিয়ে আয়🐸

সুতরাং অতিথি বেহুশ!🤣

শুধু খাওয়া দাওয়া।
07/06/2024

শুধু খাওয়া দাওয়া।

Address

APSCL Colony
Ashuganj

Telephone

+8801726987991

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bithi,s Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bithi,s Dream:

Videos

Share


Other Digital creator in Ashuganj

Show All