Askia fun

Askia fun নতুন নতুন ভিডিও, বাচ্চাদের, ওয়াজ ভিডিও সহ অনান্য ভিডিও আপলোড করা।

12/02/2025

আশিকুর রহমান আসফিক গাড়ী চালা শিখিতেছে।

08/02/2025
29/01/2025

তারুণ্যের উৎসব 2025
মেয়েদের সুইয়ে সুতা লাগানো খেলা।
゚viralシfypシ゚ #তারণ্যে #উৎসব #খেলা

27/01/2025

তারুণ্যের উৎসব ২০২৫

আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজ, আড়ানগর, ধামইরহাট, নওগাঁ।

27/01/2025
07/01/2025

আযান
#আযান
゚viralシfypシ゚ ゚ #বাচ্চা

07/01/2025

প্রশ্ন- ডান হাত দ্বারা শৌচ করা কি বৈধ?

উত্তর: ডান হাত দ্বারা শৌচ করা নিষেধ।

لا يَمُسْنُ أَحَدُكُمْ عَنْ أَبِي فَنَادَةَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ذَكَرَهُ بِيَمِينِهِ وَهُوَ يَسُولُ وَلَا يَتَمَسْعُ مِنَ الْخَلَاءِ بِيَمِينِهِ وَلَا يَتَنَفْسُ فِي الْإِنَاءِ.

আবু কাতাদাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, 'পেশাব করার সময় কেউ ডান হাত দিয়ে নিজের পুরুষাঙ্গ স্পর্শ করবে না এবং ডান হাত দ্বারা শৌচও করবে না, আর (কোন কিছু পান করার সময়) পাত্রে শ্বাস ফেলবে না।

[মুসলিম শরীফ (আরবী-বাংলা, ইসলামী ফাউন্ডেশন): ১/৩৭, হাদীস নং-৫০৪]

07/01/2025

প্রশ্ন-প্রস্রাবে অসতর্ক থাকার পরিণাম কী?

উত্তর: প্রস্রাব থেকে অসতর্কতা অবলম্বন শাস্তির কারণ হয়ে থাকে।

عَنْ ابْنِ عَبَّاسٍ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ عَامَّةَ عَذَابٍ الْقَبْرِ فِي الْبَوْلِ فَاسْتَنْزِهُوا مِنَ الْبَوْلِ.

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ বলেছেন, প্রস্রাবের কারণেই অধিকাংশ কবরে আযাব হবে, সুতরাং তা থেকে বেঁচে থাকো।

[সহীহু তারগীব ওয়াত তারহীব-শায়খ আলবানী, প্রথম খণ্ড, হাদীস নং-১৫২।

প্রশ্ন-প্রস্রাব-পায়খানার সময় পর্দা করা কী?উত্তর: প্রস্রাব-পায়খানার হাজত পূরণের সময় পর্দা করা আবশ্যক।عن انس (رضى) قَالَ ك...
07/01/2025

প্রশ্ন-প্রস্রাব-পায়খানার সময় পর্দা করা কী?

উত্তর: প্রস্রাব-পায়খানার হাজত পূরণের সময় পর্দা করা আবশ্যক।

عن انس (رضى) قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا أَرَادَ الْحَاجَةَ لَمْ يَرْفَعْ نُوبَهُ حَتَّى يَدْنُو مِنَ الْأَرْضِ.

আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম যখন প্রয়োজন পূরণের জন্য বসতেন, তখন জমির নিকটে গিয়ে কাপড় উঠাতেন।

[সহীহু সুনানে তিরমিজী: প্রথম খণ্ড, হাদীস নং-১৩

06/01/2025

প্রশ্ন-কারা মসজিদে যেতে পারবে কিন্তু থাকতে পারবে না?

উত্তর : হায়েজা তথা ঋতুবতী নারী এবং জুনুবী (অপবিত্র ব্যক্তি) মসজিদ অতিক্রম করতে পারবে কিন্তু মসজিদে দাঁড়িয়ে থাকতে পারবে না।

عَنْ عَائِشَةَ (رضى) قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاوِلِيْنِي الْخِمْرَةَ مِنَ الْمَسْجِدِ، قَالَتْ فَقُلْتُ إِنِّي حَائِضِ فَقَالَ إِنَّ حَيْضَنَكِ لَيْسَتْ فِي يَدِكِ.

আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ একবার আমাকে বললেন, মসজিদ থেকে আমার জায়নামাযটি নিয়ে এস! আমি বললাম, 'আমিতো ঋতুবতী'। রাসূলে মাকবুল বললেন, 'তোমার হায়েজ তো তোমার হাতে নয়। (মুসলিম শরীফ (আরবী-বাংলা): ২/৬৯, হাদীস নং-৫৮০].

عَنْ جَابِرٍ (رضى) قَالَ : كَانَ أَحَدُنَا يَمُرُّ فِي الْمَسْجِدِ جُنَّبًا مُجْتَزا.

জাবের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জানাবত বা অপবিত্র অবস্থায় মসজিদ অতিক্রম করে যেতাম। মনতাকাল আখবার প্রথম খণ্ড, হাদীস নং-৩৯১।

06/01/2025

শুভ সকাল

06/01/2025

শুভ রাত্রি।

06/01/2025

প্রশ্ন- কখন প্রত্যেক সালাতের জন্য নতুন করে ওষু করতে হয়?

উত্তর: রোগের কারণে সম্পূর্ণভাবে পবিত্রতা অর্জন সম্ভব না হলে তখন সে অবস্থাতেই সালাত আদায় করতে হবে। তবে প্রত্যেক সালাতের জন্য নতুন করে পুনরায় ওযু করতে হবে।

عَنْ عَلِيٍّ (رض) قَالَ كُنْتُ رَجُلاً مَدًّاءٌ فَكُنْتُ أَسْتَحْي أَنْ أَسْأَلَ النبي الله لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ المِقْدَادَ فَسَأَلَهُ فَقَالَ يَغْسِلُ ذكره وبترضا.

আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মজি রোগে আক্রান্ত ছিলাম অর্থাৎ অধিক পরিমাণে মজি বের হত। এ বিষয়ে রাসূলুল্লাহ থেকে মাসআলা জিজ্ঞাসা করতে আমার ভীষণ লজ্জা হত। কারণ তাঁর কন্যা ফাতেমা (রা) আমার স্ত্রী হিসেবে ছিল, অতএব আমি মেকদাদকে বললাম যেন রাসূল করীম থেকে এ প্রসঙ্গে মাসআলা জিজ্ঞাসা করে। তিনি জিজ্ঞাসা করলে রাসূলে মাকবুল বলেন, লজ্জাস্থানকে ধৌত করবে এবং ওযু করবে।

05/01/2025

দৌড় প্রতিযোগীতা।
゚viralシfypシ゚ #খেলা #বাচ্চা

05/01/2025

আসকিয়া ও আরশের পুকুরের ভিতরে দৌড় প্রতিযোগীতা।

Address

Hat Naogaon
5900

Telephone

+8801729770875

Website

Alerts

Be the first to know and let us send you an email when Askia fun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Askia fun:

Videos

Share