12/10/2024
অতি দুঃখের সাথে জানাচ্ছি গত ৯-১০ ২০২৪ বুধবারে আনুমানিক সময় দুপুর পৌনে বারোটার দিকে নওগাঁ সদর ০৫ নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ড চকতাতারূ হাজির আমবাগানের সাইদুলের পানের দোকানের সামনে প্রকাশ্যে দিবালোকে উক্ত ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফারজানা খাতুনের ও (পিতা: মোঃ গোলাম সারোয়ারের বড় ছেলে অত্যন্ত নম্র ভদ্র মোঃ পাপ্পু রায়হানকে . Pappu Raihan একই এলাকার সন্ত্রাসী ও খুনি পরিবারের সন্তান আহসান হাবীব তথা (নিয়নের) বড় ছেলে ডাকাত সাবিদ তথা ( নিলয় ) (১৮) তাহার পরিবারের পূর্ব শত্রুতা জের ধরিয়া উক্ত ঘটনায়স্থলে খুন করার উদ্দেশ্যে মারধর ও মৃত্যু নিশ্চিত করার জন্য ছুরি দিয়ে যখন করে। সাবেক মহিলা মেম্বারের ছেলে মোঃ পাপ্পু রায়হান এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা সবাই হাঁপানিয়া ইউনিয়নবাসী অতি দ্রুত পাপ্পুর সুস্থতা কামনা করছি। আল্লাহ তাকে অতি দ্রুত সুস্থতা প্রদান করুক।
ও দিনে দুপুরে এরকম প্রকাশ্যে ঘটনা যাতে না ঘটে সে মর্মে এ ধরনের ছেলেদেরকে তথা ( #নিলয়কে ) হাপানিয়া ইউনিয়ন যে কোন জায়গায় দেখা মাত্র নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ অথবা বোর্ড অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। এই ঘটনার বিচার হওয়া অতীব প্রয়োজন।
লেখক:
পাঁচ নম্বর হাঁপানিয়া ইউনিয়ন প্রতিনিধি।