হাপানিয়া ইউনিয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা কেন্দ্র

  • Home
  • হাপানিয়া ইউনিয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা কেন্দ্র

হাপানিয়া ইউনিয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা কেন্দ্র আমি একজন মানুষ, এটিই আমার বড় পরিচয়। jormo nibondhon

অতি দুঃখের সাথে জানাচ্ছি গত ৯-১০ ২০২৪ বুধবারে আনুমানিক  সময় দুপুর পৌনে বারোটার দিকে নওগাঁ সদর ০৫ নং হাঁপানিয়া  ইউনিয়ন...
12/10/2024

অতি দুঃখের সাথে জানাচ্ছি গত ৯-১০ ২০২৪ বুধবারে আনুমানিক সময় দুপুর পৌনে বারোটার দিকে নওগাঁ সদর ০৫ নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ড চকতাতারূ হাজির আমবাগানের সাইদুলের পানের দোকানের সামনে প্রকাশ্যে দিবালোকে উক্ত ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফারজানা খাতুনের ও (পিতা: মোঃ গোলাম সারোয়ারের বড় ছেলে অত্যন্ত নম্র ভদ্র মোঃ পাপ্পু রায়হানকে . Pappu Raihan একই এলাকার সন্ত্রাসী ও খুনি পরিবারের সন্তান আহসান হাবীব তথা (নিয়নের) বড় ছেলে ডাকাত সাবিদ তথা ( নিলয় ) (১৮) তাহার পরিবারের পূর্ব শত্রুতা জের ধরিয়া উক্ত ঘটনায়স্থলে খুন করার উদ্দেশ্যে মারধর ও মৃত্যু নিশ্চিত করার জন্য ছুরি দিয়ে যখন করে। সাবেক মহিলা মেম্বারের ছেলে মোঃ পাপ্পু রায়হান এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা সবাই হাঁপানিয়া ইউনিয়নবাসী অতি দ্রুত পাপ্পুর সুস্থতা কামনা করছি। আল্লাহ তাকে অতি দ্রুত সুস্থতা প্রদান করুক।
ও দিনে দুপুরে এরকম প্রকাশ্যে ঘটনা যাতে না ঘটে সে মর্মে এ ধরনের ছেলেদেরকে তথা ( #নিলয়কে ) হাপানিয়া ইউনিয়ন যে কোন জায়গায় দেখা মাত্র নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ অথবা বোর্ড অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। এই ঘটনার বিচার হওয়া অতীব প্রয়োজন।
লেখক:
পাঁচ নম্বর হাঁপানিয়া ইউনিয়ন প্রতিনিধি।

অতি দুঃখের সাথে জানাচ্ছি গত ৯-১০ ২০২৪ বুধবারে আনুমানিক  সময় দুপুর পৌনে বারোটার দিকে নওগাঁ সদর ০৫ নং হাঁপানিয়া  ইউনিয়ন...
12/10/2024

অতি দুঃখের সাথে জানাচ্ছি গত ৯-১০ ২০২৪ বুধবারে আনুমানিক সময় দুপুর পৌনে বারোটার দিকে নওগাঁ সদর ০৫ নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ড চকতাতারূ হাজির আমবাগানের সাইদুলের পানের দোকানের সামনে প্রকাশ্যে দিবালোকে উক্ত ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফারজানা খাতুনের ও (পিতা: মোঃ গোলাম সারোয়ারের বড় ছেলে অত্যন্ত নম্র ভদ্র মোঃ পাপ্পু রায়হানকে MD. Pappu Raihan একই এলাকার সন্ত্রাসী ও খুনি পরিবারের সন্তান আহসান হাবীব তথা (নিয়নের) বড় ছেলে ডাকাত সাবিদ তথা ( নিলয় ) (১৮) তাহার পরিবারের পূর্ব শত্রুতা জের ধরিয়া উক্ত ঘটনায়স্থলে খুন করার উদ্দেশ্যে মারধর ও মৃত্যু নিশ্চিত করার জন্য ছুরি দিয়ে যখন করে। সাবেক মহিলা মেম্বারের ছেলে মোঃ পাপ্পু রায়হান এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা সবাই হাঁপানিয়া ইউনিয়নবাসী অতি দ্রুত পাপ্পুর সুস্থতা কামনা করছি।

আল্লাহ তাকে অতি দ্রুত সুস্থতা প্রদান করুন।
ও দিনে দুপুরে এরকম প্রকাশ্যে ঘটনা যাতে না ঘটে সে মর্মে এ ধরনের ছেলেদেরকে তথা ( #নিলয়কে ) হাপানিয়া ইউনিয়ন যে কোন জায়গায় দেখা মাত্র নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ অথবা বোর্ড অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। এই ঘটনার বিচার হওয়া অতীব প্রয়োজন।
সবাই এটিকে শেয়ার করবেন।
লেখক:
পাঁচ নম্বর হাঁপানিয়া ইউনিয়ন প্রতিনিধি।

14/09/2024

৫ নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদকে সাংগঠনিকভাবে জোড়ালো করার লক্ষ্য সকল বিএনপি'র নেতাকর্মীদের একসাথে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ তথ্য প্রদান করার মাধ্যমে গণনায় অন্তর্ভুক্ত হলেন মাননীয় প্রধানমন্ত্রী
16/06/2022

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ তথ্য প্রদান করার মাধ্যমে গণনায় অন্তর্ভুক্ত হলেন মাননীয় প্রধানমন্ত্রী

14/06/2022
14/06/2022

জনশুমারি তে সবাই সবার নির্ভুল তথ্য দিন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই অংশীদার হোন।
#প্রচারে: #হাপানিয়া #ইউনিয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা কেন্দ্র।

আদমশুমারী এখন জনসুমারি ও গৃহগননা নামে পরিচিত। গৃহগননায় সঠিক তথ্য দিন ডিজিটাল বাংলাদেশ গড়তে আপনিও অংশ নিন।আমাদের নওগাঁ স...
07/06/2022

আদমশুমারী এখন জনসুমারি ও গৃহগননা নামে পরিচিত।
গৃহগননায় সঠিক তথ্য দিন ডিজিটাল বাংলাদেশ গড়তে আপনিও অংশ নিন।
আমাদের নওগাঁ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ এর জনশুমারি ও গৃহগণনা কাজ শুরু হয়েছে।
সারা বাংলাদেশ চলবে জনশুমারি ও গৃহগননা।
আপনি আপনার পরিবারের সাথে থাকুন।
#ধন্যবাদজানাই প্রধানমন্এী শেখ হাসিনাকে এ বাস্তবায়নের অংশ নেয়ায় জন্য।
#এতেকরেআমাদেরদেশেরপযাপ্তবাজেটটি ঠিকভাবে বাস্তবায়ন হবে।
#কর্মসংস্হান ১ ধাপ এগিয়ে রইলো।
#জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের বিবিধ

বিকাশ প্রতারক হতে সাবধানরাজধানী কিংবা একেবারে অজো পাড়া গায়ে এর আশপাশ ছাড়িয়ে বিকাশ প্রতারণার কেন্দ্রস্থল । সেখানে বসে প...
22/05/2022

বিকাশ প্রতারক হতে সাবধান
রাজধানী কিংবা একেবারে অজো পাড়া গায়ে এর আশপাশ ছাড়িয়ে বিকাশ প্রতারণার কেন্দ্রস্থল । সেখানে বসে প্রতারণার কাজ করছে একটি চক্র। কল সেন্টারের নম্বর ক্লোন, অঙ্কের ধাঁধায় ফেলে গ্রাহকের পিন নম্বর হাতিয়ে নেয়ার কাজ। এরপর শুরু হয় প্রতারণা।ডিবি পুলিশ সূত্র বলছে, এ কাজে ব্যবহার করা হয় আইফোন। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা কর্মকাণ্ডের পুরোটাই তদারকি করা হয়

যেভাবে গ্রাহকদের বোকা বানানো হয়:

শুরুতেই বিকাশ দোকানদার সেজে গ্রাহকের কাছে ফোন করে জানতে চাওয়া অতিরিক্ত কোনো অর্থ তার বিকাশ অ্যাকাউন্টে গিয়েছে কি না। এ সময় না বুঝে অনেকেই টাকাও দিয়ে দেন। আর যারা বিষয়টি বুঝে ফেলেন তাদেরকে বলা হয় বিকাশ অফিস থেকে তাকে ফোন করা হবে। সঙ্গে এসএমসে জানানো হয় তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। গোয়েন্দা সংস্থা ডিবির হাতে গ্রেফতারের পর তাদের প্রতারণার কৌশল সম্পর্কে এভাবেই বর্ণনা করেন প্রতারকরা।
শিক্ষার্থীরা সহ মে কোন বয়সের লোক অতি সাবধানে থাকবেন। একমাত্র ভুলে আপনার জীবনের অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই সর্বদা সতর্ক ও সচেতন হয়ে থাকুন। নিজে বাঁচুন পরিবারকে বাঁচান।

আমাদের ইউনিয়ন পরিষদে আপনারা যে সকল সুযোগ সুবিধা গুলি পাবেন সেগুলো একটি তালিকা নিচে দেয়া হল
01/05/2022

আমাদের ইউনিয়ন পরিষদে আপনারা যে সকল সুযোগ সুবিধা গুলি পাবেন সেগুলো একটি তালিকা নিচে দেয়া হল

০৫ নং হাপানিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ দের একাংশ চিত্র। এবং সাথে রয়েছেন ০৫ নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের  সুযোগ...
20/04/2022

০৫ নং হাপানিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ দের একাংশ চিত্র। এবং সাথে রয়েছেন ০৫ নং হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব দেওয়ান মোস্তাক আহমেদ রাজা।
ছবি তুলেছেনঃ মোঃপাপ্পু রায়হান ।

https://www.facebook.com/100066630157989/posts/294137196150617/চলমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণকল্পে মোট জনসংখ্যার ৭০% ...
22/02/2022

https://www.facebook.com/100066630157989/posts/294137196150617/চলমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণকল্পে মোট জনসংখ্যার ৭০% জনগোষ্ঠীকে ১ম ডোজের আওতায় আনতে আগামি ২৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে “একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম” | এই বিশেষ কার্যক্রমের মধ্যে দিয়ে সরকার দেশের সকলকে ১ম ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। পরবর্তীতে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে।

উক্ত কার্যক্রমের আওতায় জনসাধারণের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত/ অনিবন্ধিত সকলেই ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। সরকার আগামি ২৬ ফেব্রুয়ারি সারাদেশে অতিরিক্ত অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন।

বাংলাদেশ সরকার ইতোমধ্যেই সম্পূর্ণ বিনামূল্যে দেশের ১৮ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীর প্রায় ৬১% কে ১ম ডোজ ও ৪৬% কে ২ ডোজ কোডিড-১৯ ভ্যাকসিন প্রদানের কাজ সম্পন্ন করেছে। ১৮ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীর পাশাপাশি ১২-১৭ বছর বয়সী জনগোষ্ঠীকেও টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও অদ্যাবধি প্রায় ৩২ লক্ষাধিক মানুষকে ৩য়/ বুস্টার ডোজ প্রদান করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, গ্রামাঞ্চলে ন্যূনতম ১৬০০০ টি ও শহরাঞ্চলে (পৌরসভা ও সিটি কর্পোরেশন) ৮৫০০ টি অস্থায়ী টিকা কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হবে। প্রায় ৭০ হাজারের মতো ভ্যাক্সিনেটর ও স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন এই কর্মসূচী সফল করার জন্য। এছাড়াও স্থানীয় ভাবে প্রয়োজন অনুযায়ী সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগসমূহে চাহিদা মোতাবেক বুথ, ভ্যাক্সিনেটর এর ব্যবস্থা রাখা হয়েছে।

সকল বাধা-বিপত্তি পেরিয়ে সরকার দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে যথাসময়ে টিকা প্রদান ও যথাযথ স্বাস্থ্যবিধির প্রতিপালন নিশ্চিতকরণের মাধ্যমে ইতোমধ্যেই কোভিড-১৯ সংক্রমণ হার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সফল হয়েছে। বিশ্বব্যাপী টিকার অপ্রতুলতা সত্ত্বেও আমরা পর্যাপ্ত টিকা ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ করেছি। বর্তমানে দেশে ৬ প্রকারের (অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক এবং জনসন ও জনসন) মোট প্রায় ১০ কোটি ডোজ কোভিড-১৯ টিকা মজুদ রয়েছে।

সরকার দেশের দুর্গম অঞ্চলসমূহে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ভাসমান জনগোষ্ঠী, নিম্ন আয়ের জনগোষ্ঠী, পরিবহন ও কল-কারখানাসহ সকল স্তরের শ্রমিক, গর্ভবর্তী ও স্তন্যদানকারী নারী, স্কুল-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সকল বিশেষ জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষের টিকা নিশ্চিত করে সার্বিক সংক্রমণ হার হ্রাস করার মাধ্যমে জনজীবন দেশের ব্যবসা-বাণিজ্যকে স্থিতিশীল করতে আমরা সফল হয়েছি। এরই ফলশ্রুতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানও অচিরেই খুলে দেয়া হবে। চলমান মহামারী নিয়ন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রয়াস বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।

কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। ভ্যাকসিন কোভিড-১৯ জনিত মৃত্যুঝুঁকি কমায়। গবেষণা হতে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে দেখা গেছে যারা অন্তত ২ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের অধিকাংশেরই আক্রান্ত হওয়া সত্ত্বেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি।

তাই অদ্যাবধি যারা কোডিড-১৯ ভ্যাকসিনের কোন ডোজ গ্রহণ করেননি তারা আর বিলম্ব না করে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে নিকটস্থ কেন্দ্র হতে আপনার প্রাপ্য ১ম ডোজ টিকা গ্রহণ করুন এবং অন্যকেও টিকা গ্রহণে উৎসাহিত করুন।

Copyright by government site

আপনার সমস্যার কথা বলুন।
19/01/2022

আপনার সমস্যার কথা বলুন।

19/01/2022
19/01/2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অবদান
হাপানিয়া ইউনিয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা কেন্দ্র।
[email protected]

"জন্ম_নিবন্ধন" "জন্ম_নিবন্ধন"জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয়হয়।এখন আর ওন...
19/01/2022

"জন্ম_নিবন্ধন" "জন্ম_নিবন্ধন"
জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয়হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে। তার ই ধারাবাহিকতায় আমাদের হাপানিয়া ইউনিয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা কেন্দ্র হইতে আপনি এটি করতে পারেন বা এর সাহায্য নিয়ে সমাধান করতে পারেন।

দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার
নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনিয় সেবা নিন,

★নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে
http://bdris.gov.bd/br/application,

★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করতে
http://bdris.gov.bd/br/correction,

★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান জানতে
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...

★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে
http://bdris.gov.bd/br/application/status,

★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint

কপি-Pappu Raihan ভাইয়া❤️
[email protected]
01766209402

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801766209402

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাপানিয়া ইউনিয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাপানিয়া ইউনিয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা কেন্দ্র:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share