Travel & Music World

Travel & Music World All is well All is well ��

Post copy..... # # #  Post copy..... # #  copy ...... # # #        প্রিলিমিনারি টু মাস্টার্স ভাইভার জন্য গুরুত্বপূর্ণ 👇👇...
16/11/2023

Post copy..... # # # Post copy..... # # copy ...... # # #

প্রিলিমিনারি টু মাস্টার্স ভাইভার জন্য গুরুত্বপূর্ণ 👇👇
বড় ভাইবোন ও স্যারদের তথ্য মোতাবেক আমি বিষয়টিকে সাজানোর চেষ্টা করেছি।
আপনারা সকলেই অবগত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইবার বিজ্ঞপ্তি দিয়েছে, সেই নিরিখে আমাদের কলেজও কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ভাইবা সম্পন্ন করবে।আজ সেই বিষয়ে কিছু আলোচনা করছি 👇
🛑A to Z (All in One post)
#মাস্টার্স_প্রিলিমিনারী #মৌখিক পরীক্ষার বিস্তারিত জানতে এই পোস্ট পড়ুন,টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন।
📌★টপ অফ দ্যা কুয়েশ্চন মডেল ভাইভা/প্রস্তুতি ক্লাসে যেতে হবে??
উত্তর.; যাওয়াটা বাধ্যতামূলক নয় তবে গেলে প্লাস পয়েন্ট ভাইভার কিছু হিন্টস পাবেন।
এইবার আসি ভাইভা কেমন হবে?.....
📌★মুল বিষয় গুলো। .
*প্রতিটি কলেজে /ডিপার্টমেন্ট এ ভিন্ন ভিন্ন পরীক্ষক থাকবেন,তাই সংশ্লিষ্ট কলেজ এর সিডিউল অনুযায়ী পরীক্ষা হবে।গ্যাস্ট টিচার একটা ফর্মালিটি।অইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
📌*প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষায় ভাইভা নম্বর ১০০ যাতে অংশগ্রহণ আবশ্যক।
📌*ভাইভা নিজ নিজ কলেজে হবে।শিক্ষার্থী অনুপাতে কয়েকটি বোর্ড গঠন হবে।ডিপার্টমেন্ট প্রধান থাকবেন,কয়েকজন অই ডিপার্টমেন্ট এর লেকচারার, একজন অতিথি শিক্ষক।ভাইভা একদিনেও হতে পারে,শিক্ষার্থী বেশি হলে কয়েকদিনে শেষ হবে।
√√√নিদিষ্ট দিনে যথাসময়ে কলম,খাতা,এডমিট,রেজিষ্ট্রেশন কার্ড এর মুল কপি নিয়ে যাবেন।
📌অবশ্যই গিয়ে আপনার বোর্ড নিশ্চিত হয়ে হাজিরা খাতায় সিগনেচার করবেন।নয়তো আপনি যতোই ভাল ভাইবা ফেস করেন রেজাল্ট আসবেনা। রেজিস্ট্রেশন নং অনুযায়ী বোর্ড লিস্ট দেয়া থাকবে ঐ অনুযায়ী কক্ষে প্রবেশ করে প্রথমে সিগনেচার সম্পন্ন করবেন এরপর আপনার সিরিয়াল আসলে ভাইবা কক্ষে গিয়ে ভাইবা সম্পন্ন করবেন।
📌ড্রেসকোডঃ
>>ছেলেরা শার্ট, (সরকারী কমার্স কলেজে স্যারেরা টাই পরিধান করতে বলে), শু,ইন করে প্যান্ট।সাদা শার্ট কালো প্যান্ট ভালো হয়। মেয়েরা যেকোন শালীন পোশাক পরিধান করতে পারবে।তবে সাদা,এপ্রোন পড়লে ভালো হয়।অফিসিয়াল একটা ভাব থাকে যেন।
>>হাসি মুখে আত্নবিশ্বাসী থাকবেন।ভাইভা তে মেধার চেয়ে আপনার অন্যান্য দিক গুলো বিশেষ করে আপনার গেটআপ, বাচনভঙ্গী বেশি ফোকাস করে।স্যার এর দিকে তাকিয়ে উত্তর দেবেন।অযথা কথা বলবেন না।
√√√√আপনি অনেক বড় অফিসার হতে পারেন।কিন্তু ভাইভা তে ভদ্র,শালীন,নম্র থাকবেন,যেন শিক্ষার্থীর একটা আমেজ থাকে।
📌প্রথমে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবেন, ভাইবা বোর্ডের সামনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে অনুমতি নিয়ে বসতে হবে, অনুমতি পাওয়ার পর ধন্যবাদ জানাতে ভুলবেন না।বের হওয়ার সময় হাসি মুখে ধন্যবাদ দিয়ে বের হবেন।
📌কোন প্রশ্নের উত্তর না পারলে সরি,এই মুহূর্তে মনে পড়ছেনা বলবেন।পারিনা/জানিনা বলবেন না।
📌কি কি প্রশ্ন করবে.....
প্রথমে আপনাকে সব কিছু নিয়ে প্রশ্ন করবে,এর পর ২/১ টা সাম্প্রতিক। তারপর......
১..আপনারা ডিপার্টমেন্ট প্রধান এর নাম বলুন?
২.ডিপার্টমেন্ট এর কয়েকজন শিক্ষক এর নাম বলুন
৩.কলেজ এর অধ্যক্ষ এর নাম বলুন।
৪.আপনার কোন বিষয় ভালো হয়েছে?(টিপস..নিদিষ্ট একটা বিষয় বললে অই বিষয় নিয়ে অনেক প্রশ্ন করবে,যদি বলেন সব বিষয় মোটামুটি তাহলে সব থেকে কয়েকটি করে ছেড়ে দেবে)
তাই যে বিষয়টি ভাল পারবেন ঐটাই বলবেন, আর যে বিষয়ে বলবেন ঐ বিষয়ে ভালভাবে প্রস্তুতি নিয়ে যাবেন।
৫.আপনার কোর্স এর বিষয় কোড গুলো বলুন।যেকোনো একটা বিষয় কোড বলে অই বিষয় এর নাম জিজ্ঞেস করতে পারে, রোল নং ও রেজিস্ট্রেশন নং জিজ্ঞাসা করতে পারে।
এইছাড়া আপনার নাম,নামের অর্থ,জেলার নাম,জেলা/দেশের বিখ্যাত ব্যক্তি,মুক্তিযুদ্ধ,জাতির পিতা নিয়ে প্রশ্ন করতে পারে।
****প্রস্তুতি~~
আপনার সদ্য হয়ে যাওয়া প্রিলিমিনারি টু মাস্টার্স এর সব বিষয় এর সংক্ষিপ্ত প্রশ্ন, ক বিভাগের সব আর খ/গ এর কাকে বলে/কি এই প্রশ্ন গুলো শিখে ফেলুন।
📌আরেকটা টিপস হল যখন ভাইভা হবে তখন আপনার ডিপার্টমেন্ট এর অন্যান্য শিক্ষার্থীদের কি কি প্রশ্ন জিজ্ঞেস করে সে গুলো নোট করে শিখে ফেলবেন।কারণ স্যাররা ঘুরে ফিরে কিছু প্রশ্ন সবাইকে করবে।
ভাইভা নিয়ে এত চিন্তা করবেননা,দেখবেন সবাই এই দুইটাতে A-/A/A+ পেয়ে যাবেন।অইগুলো অভারল এভারেজ দিয়ে দেয়।তবে এটেন্ড করতে হবে, শালীনতা বজায় রেখে উল্লেখিত নিয়মে উত্তর করতে হবে।
আমি গত মাস্টার্স এর কয়েকটি রেজাল্ট চেক করলাম কেউ ভাইভা A- এর নিচে পাইনি যারা নিজেকে সুন্দরভাবে, মার্জিতভাবে উপস্থাপন করেছেন।
***ভাইবা পরীক্ষা দেওয়ার সময় করণীয়~~
১.ক্লাসে প্রবেশের পর স্যারকে সালাম দিতে হবে।
২.স্যার অনুমতি দেওয়ার আগ পর্যন্ত চেয়ারে বসা যাবে না। অবশ্যই অনুমতি দেওয়ার পর বসতে হবে।
৩.টেবিলের উপর হাত রাখা যাবে না।
হাত দুই পায়ের উপর রাখতে হবে।
৪.স্যারের চোখ বরাবর তাকাতে হবে। যাতে আই কন্টাক্ট ঠিক থাকে। এতে স্যার মনে করবেন আপনি ভাল একজন ছাত্র/ছাত্রী।
৫.প্রশ্নের উত্তর না পারলে বলবেন দুঃখিত মনে পড়ছে না।পারিনা/জানিনা কখনো বলবেন না।
ভাইভা বোর্ডে মেধার চেয়ে আপনার ব্যবহার,এবং বিচক্ষণতা বেশি বিবেচনা করা হয়।
৬.নিজেকে স্বাভাবিক রাখতে হবে।
৭.আপনার নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন?
৮.আপনার জেলার নাম কি আপনার জেলা টি কিসের জন্য বিখ্যাত?
৯.আপনার জেলার বা দেশের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন?
১০.আজ কি বার?
১১.আজ কত তারিখ?
১২.আজ বাংলা কত তারিখ?
১৩.আপনি কি কোন পত্রিকা পড়েন?
১৪.পত্রিকাটির সম্পাদকের নাম কি?
১৫.আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলুন?
১৬.আপনার ডিপার্টমেন্ট এর প্রধান কে?
১৭.আপনার ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষকের নাম বলুন?
১৮.আপনার কোন পরীক্ষাটি সবচেয়ে ভালো হয়েছে?
উত্তরে: সব পরীক্ষা এতে সব বিষয় মিলিয়ে কয়েকটা প্রশ্ন করা হবে। তাতে উত্তর দিতে সহজ হবে।
এক বিষয়ে বললে সেই বিষয় থেকে অনেকগুলো প্রশ্ন করা হবে।
***ভাইভা বোর্ডে অবশ্য পালনীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হলো~~
১• অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে সালাম জানাতে হবে। পরীক্ষকগন বসতে বললে বসতে হবে এবং বসতে না বললে একটু অপেক্ষা করে অনুমতি নিয়ে বসতে হবে। অনুমতি ব্যতিত বসা যাবে না। বসার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাতে হবে। সোজা হয়ে বসুন, পায়ের উপর পা তুলে অথবা পা দুটো আড়াআড়ি করে বসা যাবে না। হাত দুটো টেবিলের উপরে রাখা যাবে না। ভাইভা যারা নিবেন তাদের দিকে সোজাসুজি তাকান, মাটির দিকে বা ঘরের কোণ বা ছাদের দিকে তাকাবেন না।
২• নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করুন। আত্নবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন।
৩• একজন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দেয়ার সময় অন্যদের দিকে তাকাতেও ভূলবেন না। অতি সুকৌশলে নিজের বুদ্ধিমত্তা এবং উত্তম গুনাবলী ও জ্ঞানের পরিধি সম্পর্কে পরীক্ষকগনকে ধারনা প্রদানের চেষ্টা করুন।
৪• মনোযোগ দিয়ে প্রথমে প্রশ্নটি শুনুন ও বোঝার চেষ্টা করুন। প্রথমবারে যদি প্রশ্নটি বুঝতে না পারেন তবে অত্যন্ত বিনয়ের সাথে আর একবার প্রশ্নটি করতে বলুন।
৫• উত্তর দেয়ার সময় প্রত্যেকটি শব্দ স্পষ্ট করে এমনভাবে উচ্চারন করুন যেন সবাই শুনতে পায় এবং খেয়াল রাখুন উত্তরের সাথে যেন আপনার আত্মবিশ্বাস প্রতিফলিত হয়। সময় নষ্ট না করে উত্তর দিন। জানা না থাকলে কালক্ষেপন না করে দ্রুত বলুন, দুঃখিত আমার এ মুহুর্তে মনে পড়ছে না। অগোছালো ভাবে এদিক সেদিক না ঘুরিয়ে যথাযথ উত্তর দিতে হবে। যুক্তির সাথে বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
৬• মুদ্রাদোষ গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন থাকুন। গোঁফে হাত বুলানো, চুল ঠিক করা, নাক চুলকানো, টাই ঠিক করা, গলা দিয়ে শব্দ করা বা জামা কাপড় ঠিক করবেন না।
VIVA পরিক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা, সূলভ আচরন, নম্রতা, কলেজ ইউনিফর্ম অধিক নম্বর পেতে সহযোগী।
পরিক্ষা স্থলে চতুরতা প্রকাশ করতে যাবেন না।
সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো।
🛑প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা ২০১৯
আমার ভাইভা অভিজ্ঞতা
সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম
২৩/১১/২০২২
যথারীতি আমার সিরিয়াল আসার পর আমি কক্ষে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম।
স্যার আমাকে চেয়ারে বসতে বললেন আমি বসে ধন্যবাদ জানালাম।
এরপর,,,,
স্যারঃ নাম কি
আমিঃ বললাম
স্যারঃ বাসা কোথায়?
আমিঃ চট্টগ্ৰামের ডবলমুরিং থানার অন্তর্গত আমার এলাকার নাম বললাম।(এভাবে পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে)
স্যারঃ কোন পরীক্ষা ভাল হয়েছে?
আমিঃ মানব সম্পদ ব্যবস্থাপনা।
স্যারঃ মানব সম্পদ ব্যবস্থাপনা কি?
আমিঃ উত্তর দেয়ার আগে স্যারের জরুরি কল আসাতে উত্তরটি সম্পন্ন করতে পারলাম না।
স্যারঃ আচ্ছা প্রশিক্ষণ কি
আমিঃ মানবীয় আচরণ পরিবর্তনের এটুকু বলার পর বাকি উত্তর স্যার নিজেই সম্পন্ন করলেন।
স্যারঃ আচ্ছা প্রতিষ্ঠানের বাইরে প্রশিক্ষণ দেয়া হলে তাকে কি বলে?
আমিঃ উত্তরটা আমার জানা ছিলনা, তাই কালক্ষেপণ না করে বললাম 'সরি স্যার'।
স্যারঃ ব্যবস্থাপনার ১৪ টি নীতির ১ম নীতিটি কি?
আমিঃ উত্তরটা জানা থাকলেও ঐসময় মনে পড়ছিল না, পরক্ষণেই বললাম সরি স্যার উত্তর মনে পড়ছেনা।
স্যারঃ আচ্ছা অসুবিধা নেই, আপনি আসুন।
অতঃপর ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে চলে আসলাম।
বিঃ দ্রঃ আমার জীবনের এটা ছিল প্রথম ভাইবা তাই একটু ভীতি কাজ করছিল।কিন্তু ভাইবা ফেস করার পর বিষয়টা যতটুক দুর্ভেধ্য ভেবেছি অতটা ভয়েরও ছিলনা।
আলহামদুলিল্লাহ এই ছিল আমার ভাইবা 😊

14/05/2023

তোমার ইচ্ছে ঘুলো ও ইচ্ছে ঘুলো 💥💥💥
☝️☝️❤️❤️❤️👆👆👆
💔💔💔

🤜🤜🤜 হতাশ হবেন না🤜🤜🤜👇👇👇👇👇বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্র...
28/04/2023

🤜🤜🤜 হতাশ হবেন না🤜🤜🤜
👇👇👇👇👇
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন
❤️❤️❤️❤️
Today or tomorrow you will success.....
🤜🤜🤜🤜

পোষ্ট টি কপি করা 👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️
👆👆👆

ভালো হয়েছে👍👍👍👍👍👍👍এভাবেই প্রতিটি জাল সনদধারীদের খুজে বের করে টাকা ফেরত নেওয়া হোক।👍👍👍👍
27/04/2023

ভালো হয়েছে👍👍👍👍👍👍👍

এভাবেই প্রতিটি জাল সনদধারীদের খুজে বের করে টাকা ফেরত নেওয়া হোক।
👍👍👍👍

26/04/2023

Hello guys,
have you ever been to this place

❤️❤️❤️

শেষ পর্যায়ে আমরা ও গেলাম 🖤🖤🖤

15/04/2023

২০২৩ সালর বিঝুর performance
💚💚💚💚💚❤️❤️❤️❤️❤️❤️👉👉👉
Beautiful Female Dance
👌👌👌👌👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️👁️‍🗨️

06/04/2023

শুনলাম এটা নাকি মারিশ্যার মেয়ে 🤣🤣🤣
📛📛📛
আসলে আমার তাই মনে হয়🤭🤭🤭🤭

আপনারা একটু কমেন্ট করে জানাবেন কি....???

এটা কোন জেলা মেয়ে হতে পারে.....???

01/04/2023

😱😱😱

01/04/2023

JUST NOW 📛📛📛

আনোয়ারা চট্টগ্রাম 🚳🚳🚳

😱😱😱😱😱😱

24/03/2023

বিরুং বিরুং গরে পরানান ❤️🥰❤️

08/03/2023

Happy Birthday To You....
Many Many Happy Returns Of The Day.........

17/02/2023

আমি পারিনি তোমাকে আপন করে রাখতে ❤️❤️❤️

16/02/2023
SUN
31/01/2023

SUN

place Karnaphuli River ❤️❤️❤️
30/01/2023

place Karnaphuli River ❤️❤️❤️

Today just nowWow❤️❤️❤️
15/11/2022

Today just now
Wow❤️❤️❤️

Hello everyone Do you know the name of this place......?
12/11/2022

Hello everyone
Do you know the name of this place......?

Couple 2022
11/11/2022

Couple 2022

Hello everyone how are you allGood evening ❤️❤️❤️❤️
05/11/2022

Hello everyone how are you all
Good evening ❤️❤️❤️❤️

Good morning everyone...... 🤗🤗🤗How are you all.....???
30/10/2022

Good morning everyone...... 🤗🤗🤗
How are you all.....???

Today ❤️❤️❤️
21/10/2022

Today ❤️❤️❤️

Today❤️❤️❤️
05/10/2022

Today❤️❤️❤️

Wow  awesome placeঠিক তেমন......ফটোগ্রাফার ……................................See more
27/09/2022

Wow awesome place
ঠিক তেমন......
ফটোগ্রাফার ……................................See more

24/08/2022

Wow❤️

18/08/2022

Please Like Follow & Share 🙏🙏🙏

12/08/2022

তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান ❤️❤️❤️

12/08/2022

Please share & follow & like 🙏🙏🙏

ALL IS WELL😍
12/08/2022

ALL IS WELL😍

One day ❤️❤️❤️
30/07/2022

One day ❤️❤️❤️

সুবলং 😍😍😍
29/07/2022

সুবলং 😍😍😍

Address

Anowara
Anowara
4376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel & Music World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel & Music World:

Videos

Share

Category