People’s Voice

People’s Voice It's a page of People's Voice of Amtali -PVA and PVA TV. It works with citizen journalism.

13/04/2024
বাঙালী সংস্কৃতি চর্চা ও একটি বেসরকারী সংস্থা।। আমতলীতে বেসরকারী সংস্থা এনএসএস বাঙালী সংস্কৃতি চর্চা ও বিকাশে দীর্ঘদিন ধর...
13/04/2024

বাঙালী সংস্কৃতি চর্চা ও একটি বেসরকারী সংস্থা।।

আমতলীতে বেসরকারী সংস্থা এনএসএস বাঙালী সংস্কৃতি চর্চা ও বিকাশে দীর্ঘদিন ধরে বিশেষ অবদান রাখছে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বৈশাখী মেলা, মঙ্গল শোভা ও পান্তার আয়োজনে বিশেষ ভুমিকা পালন করছে। আমতলীতে প্রথম বৈশাখী মেলার উদ্যোক্তাও এনএসএস। প্রতি বছর মঙ্গল শোভা যাত্রা ও পান্তার আয়োজন এনএসএস এককভাবে কখনো প্রশাসন ও অন্যান্য সংস্থার সাথে যৌথভাবে আয়োজন করে।

সংস্থার রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ও নাট্য গ্রুপ। এসব গ্রুপ সামাজিক সচেতনতামূলক ও ইস্যু ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ,সামাজিক সংহতি রক্ষা, নারী -পুরুষের সমতা প্রতিষ্ঠা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।

এনএসএস ২০০০ সন থেকে সংস্থার নীতিমাল অনুযায়ী সকল সহকর্মীদের জন্য বৈশাখী বোনাস দিয়ে আসছে। ধর্মীয় উৎসব বোনাসের পাশাপাশি সংস্থা সার্বজনীন বৈশাখী বোনাসের প্রচলন করে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এ বছরও সংস্থাটি মঙ্গল শোভা যাত্রা ও পান্তার আয়োজন করেছে।

17/02/2024

আমতলীর চাওড়া ইউনিয়ন মধ্যচন্দ্রায় নৈশ প্রহরীর বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিকার চান ভুক্তভোগী পরিবার।

সংবাদ প্রকাশের জেরে আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ  রিপোর্টার জসিম উদ্দিন সিকদার এবং সাধা...
06/02/2024

সংবাদ প্রকাশের জেরে আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন সিকদার এবং সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হোসাইন আলী কাজির বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দায়ের করায় পিভিএ'র পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই।

31/12/2023

বরগুনার আমতলীতে ইসলাম এন্ড সন্স ইটভাটার এক কর্মচারীকে বেঁধে নির্যাতনে মৃত্যুর অভিযোগ,মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আমতলীতে ৩৫৬৮ জন শিশুকে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ।। বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে ওয়ার্ল্ড ভিশন এর সহযোগি...
30/11/2023

আমতলীতে ৩৫৬৮ জন শিশুকে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ।।

বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় এনএসএস আমতলীর ৩,৫৬৮ জন হতদরিদ্র শিশুকে কম্বল ও শিক্ষা বিতরণ করেছে। বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমতলী উপজেলা
নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

বিতরণ অনুষ্ঠানের বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন এনএসএস'র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা,
ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার সুরভি বিশ্বাস, এনএসএস'র মিডিয়া কোঅর্ডিনেটর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার।

এ কার্যক্রমের আওতায় প্রত্যেক শিশুকে ১টি কম্বল, ২টি লেখার খাতা,২টি স্যাভলন সাবান এবং ১ কেজি ডিটারজেন্ট পাউডার প্রদান করা হয়।

03/07/2023

সোমবার আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পেশাগত দায়িত্বপালনকালে চাওড়া ইউপি চেয়ারম্যান বাদল খান সময় টিভির বরগুনা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজের সাথে অশোভন আচরণ করায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

06/06/2023

শোক সংবাদ।

চাওড়া চন্দ্রা নিবাসী মো মাহবুব আলম সেলিম মাস্টার আজ সন্ধ্যা ৬-৩০ টায় স্ট্রোক জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে - রাজেউন)। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন।

আমতলী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ...
29/05/2023

আমতলী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ কাদের মিয়া।

২৯ মে, ২০২৩ তারিখ সকাল ১০ টার মানববন্ধনে সকলে আমন্ত্রিত।
28/05/2023

২৯ মে, ২০২৩ তারিখ সকাল ১০ টার মানববন্ধনে সকলে আমন্ত্রিত।

28/05/2023

একটা শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা, কয়েকটি প্রশ্ন ও একটি বিশ্লেষন।।

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ এ অঞ্চলের নারী শিক্ষা বিস্তারে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমতলীর বিশিষ্ট শিল্পপতি মকবুল আহমেদ ১৯৯৯ সনে তার মায়ের নামে ব্যক্তিগত উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কলেজটি নানাবিধ প্রতিকূল পরিবেশ অতিক্রম করছে।

শুরু থেকে যে কয়জন ব্যক্তি কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন, পরামর্শ ও শ্রম দিয়ে এখনো কলেজটির ভাল চান তাদের অন্যতম মকবুল আহমেদের শ্রদ্ধাভাজন ব্যক্তি বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ কাদের মিয়া। তিনি কলেজের খুটি নাটি সব বিষয় জানেন । ফোরকান মিয়া ১৯৯৯ সনের ২৬ সেস্টেম্বর ইসলামী শিক্ষার প্রভাষক পদে যোগদান করেন। মকবুল আহমেদ যে ফোরকান মিয়াকে প্রভাষক হিসেবে নিয়োগ দিয়েছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে মকবুল আহমেদকে সরিয়ে সকল নিয়ম নীতি কাম্য যোগ্যতা উপেক্ষা করে ২০১০ সনের ১০ ফেব্রুয়ারী ৫ বছর ৯ মাসের চাকুরীর অভিজ্ঞতা নিয়ে নিজেই অধ্যক্ষ হয়ে গেলেন। ফোরকান মিয়া কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে কলেজের ভীতরকার দ্বন্ধ এবং বাইরে মানুষের আস্থাহীনতা তৈরী শুরু হয়।

এক সময়ে তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারী,অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারী আচরণসহ নানাবিধ অভিযোগ উঠে। এ নিয়ে গভর্ণিং বডি গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিলে গভর্ণিং বডি তাকে সাময়ীক বরখাস্থ করেন। পরে তার বিএ (পাস) সার্টিফিকেট জাল প্রমানিত হলে তিনি ২০১৩ সনে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

কয়েকটি প্রশ্ন
১. তৎকালীন গভর্ণিং বডির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম দেলওয়ার হোসেন দলীয় প্রভাব খাটিয়ে তাকে পদত্যাগে বাধ্য করেছেন অভিযোগ করে মহামান্য হাইকোর্টে ৯৯৩৬/২০১৬ রীট পিটিশন করলে বিজ্ঞ আদালত তাকে পুনর্বহাল করেননি। দীর্ঘদিন তিনি কলেজের বাইরে ছিলেন। কিন্তু ২০২১ সনে ১৭ জুলাই পছন্দের এডহক কমিটি দিয়ে তাকে অধ্যক্ষ হিসেবে পুনর্বহাল করে যা সম্পূর্ণ অবৈধ ও নিয়ম বহির্ভূত। কারন নীতিমাল অনুযায়ী Ad -hoc কমিটি কোনভাবে Appointing Authority কিনা?

২.তার Termination যথাযথ নয় বলে পুনর্বহালের আবেদন জানিয়ে মহামান্য হাইকোর্টে ১৫৬৬৯/২০২২ রীট পিটিশন করেন। কিন্তু আদালত তাকে পুনর্বহালের কোন আদেশ না দিয়ে স্বাধীন ও নিরপেক্ষ মতামত দেয়ার জন্য বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেন। কারন জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বেসরকারী ডিগ্রী কলেজ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ। এ আদেশের বিরুদ্ধে ফোরকান মিয়া চেম্বার জজ আদালতে গেলে বিজ্ঞ আদালত আদেশ Stay না করে Status quo দেন। সে আদালতে পুনর্বহালের আবেদন করেছে তার মানে সে অধ্যক্ষ হিসেবে বহাল নেই বা out of college. এখানে Status quo বলতে কি তাকে বহাল রেখেছে ?

পরে জাতীয় বিশ্ববিদ্যালয় হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে তার কাগজ পত্র পর্যালোচনা ও উভয় পক্ষের শুনানী শেষে সিন্ডিকেটের সভায় তার পুনর্বহালের আবেদন নাকোচ করেন। এ মতামতের বিরুদ্ধে সে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন করলে আদালত Stay না করে Rule Issue করেন। তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতামত এখনো বহাল রয়েছে?

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএ (পাস) এর সার্টিফিকেট দেখিয়ে তিনি প্রভাষক হিসেবে চাকুরী নিয়েছে। এ সার্টিফেকেট জাল প্রমানিত হলে এবং আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মামলা করলে তিনি দীর্ঘদিন জেল হাজতে ছিলেন। এ মামলায় তিনি লিখিতভাবে কোর্টকে জানিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নয় তিনি ১৯৯০-১৯৯১ সেশনে প্রিমিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলোজি থেকে বিএ পাস করেছেন। এ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অনুমোদন নেই এবং এই নামের কোন বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই। হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি মঞ্জুরী কমিশনের অনুমোদন না থাকা নিয়ে প্রশ্ন তুললে তার আইনজীবী কোর্টকে জানান এই বিশ্ববিদ্যালয়টি বানিজ্য মন্ত্রণালয়অনুমোদিত। প্রশ্ন হল বিশ্ববিদ্যালয়েরর মঞ্জুরী কমিশনের অনুমোদন ছাড়া কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় চলতে পারে কিনা? আর বানিজ্য মন্ত্রণালয় কোন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে পারে কিনা ?

৪. একাডেমিক সনদপত্রে দেখা গেছে তিনি ১৯৯০-১৯৯১ সেশনে প্রিমিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলোজি থেকে বিএ পাস করেছেন। বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় ১৯৯২ সনের ৫ আগস্ট এবং দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৩ সনে।ওয়েভসাইট থেকে দেখা গেছে প্রিমিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলোজি প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৫ সনে । এখন প্রশ্ন হল, বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন পাশের আগে বা বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার আগে তিনি ১৯৯০-১৯৯১ সেশনের সার্টিফিকেট কোথায় পেলেন? নীলক্ষেত না জিঞ্জিরায়? অনেক নেতৃবৃন্দ মানবিক কারনে তাকে বহাল রাখার সুপারিশ করছেন। কিন্তু বিষয়টি মানবিকতার নয়,বিষয়টি আইনের,কাম্য যোগ্যতার এবং নৈতিকতার ।

৫. কোর্টে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশের একটি সার্টিফিকেট প্রদর্শন করেছেন। এটাও ১৯৯০-১৯৯৩ সেশনের। প্রশ্ন হল একই সেশনের বিএ ও অনার্স পাশের ৩ টি সার্টিফিকেট কিভাবে পেলেন? ফোরকান মিয়াতো আমতলী ডিগ্রী কলেজে বিএ পরীক্ষায় স্বশরীরে অংশগ্রহণ করেছে তার প্রমান রয়েছে।

একটি বিশ্লেষন।

২৫ তারিখের শিক্ষক কর্মচারীদের হামলার ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও চ্যানেলে ভাইরাল হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আমার পর্যবেক্ষন তুলে ধরছি।

প্রতিপক্ষের মানববন্ধনে ফোরকান মিয়া ও তার সহযোগীদের অংশগ্রহণ কতটা যৌক্তিক নয়। এ অংশগ্রহণ সহিংসতাকে উস্কে দিয়েছে। কারন তারা চাইলে পাল্টা প্রোগ্রাম করতে পারত।

শিক্ষকরা জাতির বিবেক। তারা রাস্তায় মারামারি করবে এটা কোনভাবেই কাম্য নয়।এতে শিক্ষকদের মর্যাদা কোথায় থাকে?

শিক্ষকদের মারধর করেছে কলেজের নৈশ প্রহরী ও তার ছেলে। শিক্ষক, সুশীল সমাজ ও সচেতন জনগোষ্ঠী এটাকে কোনভাবেই মানতে পারেনি।

ফোরকান মিয়া,কবির হোসেনসহ তাদের রাজনৈতিক পরিচয় কি কখনো খতিয়ে দেখছেন? গোয়েন্দা রিপোর্ট,দলীয় কাগজপত্র পর্যালোচনা করলে দেখা যায় ফোরকান মিয়া মাদ্রাসার ছাত্র এবং ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলেন। পরে ইসলামী ঐক্যজোটের রাজনীতিতে যুক্ত হন। ফোরকানের অন্যতম সহযোগী কবির হোসেন ছাত্রজীবনে আমতলী কলেজে ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমরা সাংবাদিকরা সবাই এটা জানি এবং তৎকালীন ছাত্রলীগ নেতারা এটা আরো বলতে পারবেন। পরে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত হন। অন্য সহয়োগী বাছির আহমেদও ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তেমনি মাকসুদুর রহমান, আবদুল জলিলসহ অনেকের বিরুদ্ধে জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।আমতলী উপজেলা আওয়ামীলীগের একটা প্রভাবশালী মহল ফোরকান গ্রুপকে রাজনৈতিক ও আর্থিক পৃষ্ঠপোষকতা করছেন। মনে হচ্ছে এসব আওয়ালীগ নেতৃবৃন্দ জামাত শিবির পুণর্বাসনের দায়িত্ব নিয়েছেন যা খুবই দু:খজনক। অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য সরকারের বিভিন্ন বিভাগ,গোয়েন্দা সংস্থা, আমতলীর সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করছি।

কলেজের গভর্ণিং বডির বর্তমান সভাপতি বরগুনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু। সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, এই ত্যাগী আওয়ামীলীগ নেতাকে হেনস্তা করা এবং তার নেতৃত্বে গভর্ণিং বডি অকার্যকর করার জন্য জামাত ঘরাণার লোকদের নিয়ে হীন চক্রান্তে লিপ্ত হয়েছেন। আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, কারা এই নোংরা রাজনীতির সাথে যুক্ত ? কারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা ও আওয়ামীলীগের ঘাটিতে জামাত –শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন? তাদের খুজে বের করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষে বরগুনা জেলা প্রশাসক,বরগুনা পুলিশ সুপার, আমতলী উপজেলা প্রশাসন, বাকশিস , জনপ্রতিনিধিসহ আমতলীর সকল পর্যায়ের মানুষের কাছে বিনীত অনুরোধ, সকল নোংরা রাজনীতি থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি বাচান, নারী শিক্ষার ক্ষেত্র প্রসারিত করুন।

এ্যাডভোকেট গাজী আমির হোসেনের ১৪তম মৃত্যু বার্ষিকী পিভিএ'র বিনম্র শ্রদ্ধা।। এ্যাডভোকেট গাজী আমির হোসেন । একজন প্রতিবাদী ম...
19/05/2023

এ্যাডভোকেট গাজী আমির হোসেনের ১৪তম মৃত্যু বার্ষিকী পিভিএ'র বিনম্র শ্রদ্ধা।।

এ্যাডভোকেট গাজী আমির হোসেন । একজন প্রতিবাদী মানুষ। মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সব সময় ছিলেন অকুতোভয় এবং সাহসী যোদ্ধা। দেশ মাতৃকার টানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যৌবনে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ন্যাপের মনোনীত প্রার্থী হয়ে ১৯৭৩ ও ৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন ।
আমতলী বনিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। দীর্ঘদিন আমতলী এ. কে পাইলট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছাএ -অভিভাবক ও বর্তমান প্রজন্মের শিক্ষকদের কাছে অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি ১৯৮২ সনে আইন পেশায় যুক্ত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত আইন পেশায় যুক্ত ছিলেন।

জন্ম ২৫ আগস্ট, ১৯৪২ সনে আমতলী ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে । পিতা মরহুম আলহাজ্ব আর্শ্বেদ আলী একজন বিশিষ্ট সমাজসেবক। ২০ মে, ২০০৯ সনে আমতলীর এই কৃতি সন্তান এ মাটি ও মানুষের বন্ধন ছেড়ে চির বিদায় নেন।

আজ ২০মে, ২০২৩ তার ১৪ তম মৃত্যু বার্ষিকীতে পিভিএ'র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

আজ রাত ৮:৩০ টায় ডিবি পুলিশের বিশেষ অভিয়ানে   ২০০ পিস ইয়াবা ( 20 গ্রাম) সহ দুইজন আটক। আটককৃতরা হচ্ছে পাংগাসিয়া ইউনিয়নে...
19/05/2023

আজ রাত ৮:৩০ টায় ডিবি পুলিশের বিশেষ অভিয়ানে ২০০ পিস ইয়াবা ( 20 গ্রাম) সহ দুইজন আটক। আটককৃতরা হচ্ছে পাংগাসিয়া ইউনিয়নের জুগিয়া গ্রামের সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে নাসির উদ্দিন হাওলাদার ও মৃত জব্বার তালুকদারের ছেলে মোঃ ফরহাদ তালুকদার। বরগুনা ডিবি পুলিশের এস আই ইমাম হোসেন সোহাগ ও এএসআই রুবেল হাওলাদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে আমতলী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা হয়েছে।

আমতলীর খ্যাতিমান সঙ্গীত শিল্পী অজয় কর্মকারের ১২তম  মৃত্যু বার্ষিকী, পিভিএ'র বিনম্র  শ্রদ্ধা।। অজয় কর্মকার। একজন খ্যাতিমা...
19/05/2023

আমতলীর খ্যাতিমান সঙ্গীত শিল্পী অজয় কর্মকারের ১২তম মৃত্যু বার্ষিকী, পিভিএ'র বিনম্র শ্রদ্ধা।।

অজয় কর্মকার। একজন খ্যাতিমান সঙ্গীত শিল্পী ।পারিবারিক পরিমন্ডল থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত। জীবনের প্রথম ভাগ হতেই খুলনা ও বরিশাল বেতারের তালিকা ভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত আধুনিক গান পরিবেশন করতেন।সদা হাস্যোজ্বল এই অসাধারণ ব্যক্তিত্ব গণ সঙ্গীতের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন। যুক্ত হয়েছিলেন বাম ধারার রাজনীতির সাথেও। ১৯৭১ সনে ঝাপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। যুক্ত ছিলেন খেলাঘর এবং উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে। দীর্ঘদিন আমতলী শিল্পকলা একাডেমীর সম্পাদক হিসাবে সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ প্রান্তে এসেও গড়ে তুলেছিলেন ঝুমুর শিল্পী গোষ্ঠী।

জন্ম ১২ এপ্রিল, ১৯৫৩ সনে ঝালকাঠির কৃত্তিপাশা গ্রামে । পিতা স্বর্গীয় অঞ্জন কর্মকার একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক। ২০ মে, ২০১১ সনে আমতলীর এই কৃতি সঙ্গীত শিল্পী আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে চির বিদায় নেন।

আজ ২০ মে, ২০২২ তার ১২তম মৃত্যু বার্ষিকী। আমতলীর এই কৃতি সঙ্গীত শিল্পীর ১২তম মৃত্যু বার্ষিকীতে পিভিএ'র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

আজ শহীদ নাসির উদ্দিন তালুকদারকে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক তুলে নেয়ার দিন, পিভিএ'র বিনম্র শ্রদ্ধা।। নাসির উদ্দিন ত...
11/05/2023

আজ শহীদ নাসির উদ্দিন তালুকদারকে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক তুলে নেয়ার দিন, পিভিএ'র বিনম্র শ্রদ্ধা।।

নাসির উদ্দিন তালুকদার আমতলীর কৃতি সন্তান। আমতলীর হলদিয়ার ঐতিহ্যবাহী তালুকদার পরিবাবের আলহাজ্ব হাফিজ উদ্দিন তালুকদারের বড় ছেলে। আমতলীর প্রথম Central Superior Service পরীক্ষায় উত্তীর্ণ হয়ে Railway Service এ যোগদান করেন। ১৯৭১ সনে তিনি রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা ( Chief Personnel Officer) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২৫ মার্চের গণহত্যার খবর শুনেই গোপনে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা ও সহযোগিতা করার কাজ করছিলেন। এটা পাকিস্তানি হানাদার বাহিনীর নজর এড়ায়নি। তিনিও পাকিস্তানিদের নজরদারী বুঝতে পেরে মে মাসের প্রথম সপ্তাহেই চটুগ্রামের রাউজান উপজেলার এক ডাক্তার বন্ধুর বাড়িতে পরিবারসহ আত্মগোপন করেন। পাশাপাশি রাউজানে মুক্তিযোদ্ধাদের কাজে সহযোগিতা করার কাজ শুরু করেন । খবর পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সনের ১১ মে বেলা ২ টার সময় তাকে তুলে নিয়ে যায় । এরপর তার আর কোন খবর পাওয়া যায়নি। হারিয়ে গেছে আমতলীর অসাধারণ মেধাবী এই তরুণ কর্মকর্তা। কারো কারো ধারণা, তাকে পরেরদিনই পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী এই মানুষটিকে হত্যা করে।

নাসির উদ্দিন তালুকদার আমতলীর কৃতি সন্তার হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব উল আমল ঝুন্টু তালুকদার ও রেলওয়ের সাবেক ডিজি সুলতান আহমেদ তালুকদারের বড় ভাই। শহীদ নাসির উদ্দিন তালুকদার আমতলীর কৃতি সন্তার হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব উল আমল ঝুন্টু তালুকদার ও রেলওয়ের সাবেক ডিজি সুলতান আহমেদ তালুকদারের বড় ভাই। তার দুই কন্যা
রাশেদা ইরশাদ নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ও আশেকা ইরশাদ নাসির আইআর বিভাগের অধ্যাপক।

১৯৮৭ সনে আমতলী উপজেলা পরিষদ আমতলী পৌরশহরে শহিদ বুদ্ধিজীবী নাসির উদ্দিন তালুকদারের নামে একটি সড়কের নামকরণ করা করলেও নতুন প্রজম্মের কাছে তা একেবারেই অজানা।

শহীদ নাসির উদ্দিন তালুকদার পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক তুলে নেয়ার দিনে People's Voice of Amtali - PVA এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।।

সমরেশ মজুমদারের মৃত্যুতে পিভিএ'র বিনম্র শ্রদ্ধা।। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো অনেক কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমর...
08/05/2023

সমরেশ মজুমদারের মৃত্যুতে পিভিএ'র বিনম্র শ্রদ্ধা।।

উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো অনেক কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার আর নেই। আজ বিকালে কোলকাতার একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সমরেশ মজুমদারের মৃত্যুতে পিভিএ'র পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা।

আমতলী প্রেসক্লাবের সভাপতি বুলবুলের  মায়ের ২১তম মৃত্যু বার্ষিকী, পিভিএ'র গভীর শ্রদ্ধা।। আজ ৫ মে,২০২৩ আমতলী প্রেসক্লাবের স...
04/05/2023

আমতলী প্রেসক্লাবের সভাপতি বুলবুলের মায়ের ২১তম মৃত্যু বার্ষিকী, পিভিএ'র গভীর শ্রদ্ধা।।

আজ ৫ মে,২০২৩ আমতলী প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা -বাসস এর বরগুনা জেলা প্রতিনিধি খায়রুল বাশার বুলবুলের মা
মমতাজ বেগমের ২১তম মৃত্যু বার্ষিকী। পর্দার আড়ালে থেকে যে মানুষটি আমতলী প্রেসক্লাবের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন আমাদের প্রিয় মমতাজ আপার ২১তম মৃত্যু বার্ষিকীতে পিভিএ'র পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।

আমতলী পৌরসভায় পাঞ্জাবী প্রতীকের বিজয়।।আমতলী পৌরসভার ২নং ও ৮ নং ওয়ার্ডের উপ নির্বাচমে মোঃ মনিরুল ইসলাম পাহলান ও মোঃ নুর জ...
27/04/2023

আমতলী পৌরসভায় পাঞ্জাবী প্রতীকের বিজয়।।

আমতলী পৌরসভার ২নং ও ৮ নং ওয়ার্ডের উপ নির্বাচমে মোঃ মনিরুল ইসলাম পাহলান ও মোঃ নুর জামাল কাউন্সিলর নির্বাচিত হয়েছে। দুজনার নির্বাচনী প্রতীক পাঞ্জাবী।

আমতলীতে প্রথম স্কুল ড্রেস (ইউনিফর্ম)চালু করা প্রধান শিক্ষকের ৪র্থ মৃত্যু বার্ষিকী,পিভিএ'র বিনম্র শ্রদ্ধা।। ৩০ এপ্রিল, ২০...
27/04/2023

আমতলীতে প্রথম স্কুল ড্রেস (ইউনিফর্ম)চালু করা প্রধান শিক্ষকের ৪র্থ মৃত্যু বার্ষিকী,পিভিএ'র বিনম্র শ্রদ্ধা।।

৩০ এপ্রিল, ২০২৩ শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এ বছর এসএসসি পরীক্ষার্থীদের স্কুল ড্রেস বা বিদ্যালয়ের নির্ধারিত পোষাক ইউনিফর্ম পরিধান করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড। গতকাল ২৫ এপ্রিল বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেন। বর্তমান সময়ে আমতলীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ড্রেস রয়েছে। অথচ আমরা অনেকেই জানিনা আমতলীতে প্রথম কোন স্কুলে এবং কার উদ্যোগে স্কুল ড্রেস চালু হয়েছে?১৯৭৬ সনের ১ জুলাই আমতলীতে মফিজ উদ্দিন বালিকা বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মো. জহিরুল ইসলাম। যোগদানের পরপরই বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে চেনা এবং সকল শিক্ষার্থীদের জন্য একই পোষাক নির্ধারণের জন্য ১৯৭৬ সনের ডিসেম্বর মাসে আমতলীতে প্রথম স্কুল ড্রেস চালু করেন। আজ আমতলীতে প্রথম স্কুল ড্রেস চালু করা আমতলী মফিজউদ্দিন বালিকা বিদ্যালয়ের একজন সফল, দক্ষ, সৎ, নিষ্ঠবান প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম স্যারের ৪র্থ মৃত্যু বার্ষিকী।

চিন্তা চেতনায় আধুনিক এই মানুষটির জন্ম ১৯৩৬ সনের ১ ফেব্রুয়ারী আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে।তার পিতার নাম হাছান আলী আকন এবং মাতার নাম মানিকজান বিবি। ১৫ জানুয়ারী ১৯৫৭ সনে ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন এবং ৩১ মে, ১৯৬১ সনে কলাপাড়ার তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে মফিজউদ্দিন তালুকদার ও দলিল উদ্দিন আহমেদের অনুরোধে ১৯৭৬ সনের ১ জুলাই আমতলী মফিজউদ্দিন বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। যোগদান করেই ১৯৭৬ সনের ডিসেম্বর মাসে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে চেনা এবং সকল শিক্ষার্থীদের জন্য একই পোষাক নির্ধারণের জন্য স্কুল ড্রেস চালুর সিদ্ধান্ত নেন। দীর্ঘ ২৪ বছর অত্যন্ত দক্ষতা এবং সফলতার সাথে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে ২০০০ সনে অবসর গ্রহণ করেন। তিনি পরপর দুবার আমতলী শিল্পকলা পরিষদ বর্তমানে শিল্পকলা একাডেমীর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে।

আমতলীসহ এ অঞ্চলের অত্যন্ত শ্রদ্ধাভাজন এই শিক্ষক ২০১৯ সনের ২৭ এপ্রিল এ পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নেন।

তার ৪র্থ মৃত্যু বার্ষিকীতে People’s Voice of Amtali -PVA এর পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

এনএসএস ট্রেনিং সেন্টারে বিভিন্ন পেশার কয়েকজন তরুণ নারীদের ইফতার শেষে ফটোসেশন। শুরু হতে পারে Young Female Professional নব...
19/04/2023

এনএসএস ট্রেনিং সেন্টারে বিভিন্ন পেশার কয়েকজন তরুণ নারীদের ইফতার শেষে ফটোসেশন। শুরু হতে পারে Young Female Professional নব যাত্রা।

Concern World Wide টিম আজ সকালে তালতলী উপজেলার কচুপাত্রা কমিউনিটি ক্লিনিক ও আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া পরিবার কল্যাণ কেন...
28/02/2023

Concern World Wide টিম আজ সকালে তালতলী উপজেলার কচুপাত্রা কমিউনিটি ক্লিনিক ও আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। বিকালে আমতলী হাসপাতালের আরএমও ডা. সুমন খন্দকারের সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।

এনএসএস এ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।।
26/02/2023

এনএসএস এ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।।

আমতলীর কৃতি সন্তান অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪ সনের কার্যনির্বাহী কমিটির সি...
23/02/2023

আমতলীর কৃতি সন্তান অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪ সনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি
নির্বাচিত হওয়ায় এবং দায়িত্ব গ্ৰহণ করায় People's Voice of Amtali -PVA এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ আমতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ১৩ম  মৃত্যুবার্ষিকী ।আজ ২২ ফেব্রুয়ারী,২০২৩ আমতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপ...
22/02/2023

আজ আমতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ১৩ম মৃত্যুবার্ষিকী ।

আজ ২২ ফেব্রুয়ারী,২০২৩ আমতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বরগুনা প্রেসক্লাব ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদের ১৩ম মৃত্যু বার্ষিকী।

তার মৃত্যু বার্ষিকীতে People's Voice of Amtali -PVA এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

উপজেলা চেয়ারম্যান পদে  মনোনয়ন পাওয়ায় নাগরিক ফোরামের অভিনন্দন।। আমতলী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রবীন রাজনীতিবিদ এ্যা...
15/02/2023

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ায় নাগরিক ফোরামের অভিনন্দন।।

আমতলী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রবীন রাজনীতিবিদ এ্যাডভোকেট এম.এ কাদের মিয়া আমতলী উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড নাগরিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ফেব্রুয়ারী মাসজুড়ে থাকবে বই নিয়ে আয়োজন আপনি যদি লেখক হোন এবং আপনার যদি বই প্রকাশিত হয়ে থাকে এবারের বইমেলায়, তাহলে আপনার ...
31/01/2023

ফেব্রুয়ারী মাসজুড়ে থাকবে বই নিয়ে আয়োজন

আপনি যদি লেখক হোন এবং আপনার যদি বই প্রকাশিত হয়ে থাকে এবারের বইমেলায়, তাহলে আপনার পাশে থাকছে আমতলী প্রেসক্লাব এবং আমতলীর জনপ্রিয় ফেসবুক গ্রুপ পিভিএ।

আপনার প্রকাশিত বই নিয়ে আমরা আয়োজন করতে চাই মোড়ক উন্মোচন কিংবা প্রকাশনা উৎসবের। হতে পারে বই নিয়ে আলোচনা অনুষ্ঠানেরও।

ভাষার মাসের পুরোটা জুড়ে আমরা আছি আপনাদের পাশে। পৃথিবী বইয়ের হোক...

31/01/2023

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে মঙ্গলব

31/01/2023

আমতলীতে মঙ্গলবার সকালে ২১জন প্রতিবন্ধীদের মধ্যে সেলাই মেশি

আমতলীতে  গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক।। আমতলীতে ৪শ গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবাসহ আটককৃত ৩ মাদক বিক্রেতাকে রবিবার উপজেলা সিনিয়র...
29/01/2023

আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক।।

আমতলীতে ৪শ গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবাসহ আটককৃত ৩ মাদক বিক্রেতাকে রবিবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেল হাজতে পাঠিয়েছেন।

শনিবার রাতে গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ন্যাশনাল ইটভাটার শ্রমিকদের থাকার ঘর থেকে পুলিশ তাদেরকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেন। আটককৃতরা হচ্ছে ইট ভাটার শ্রমিক শহীদুল হাওলাদার, হাবুল মিয়া ও আলমগীর । এরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। আটক শহীদুল হাওলাদার গোছখালী গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে। অন্য দুই জন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা ইটভাটায় শ্রমিকের কাজ করে।

আমতলী থানার অফিসার ইন চার্জ একেএম মিজানুর রহমান বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাদের আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Address

Amtali Upazila
Amtali
8710

Alerts

Be the first to know and let us send you an email when People’s Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like