Arman Abdullah

Arman Abdullah আপনি যদি বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না, শুধু মনে রাখবেন!!

19/12/2023

১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১০৮০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আজকে আপনাকে ১০৮ টি ১০০০ টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত ?
২৬০০০ ÷ ২৬ = ১০০০ টাকা
২৬০০০ ÷ ১০৮ = ২৪০.৭৪ টাকা

অর্থাৎ আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ২৪০.৭৪ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আমি বা আপনিও সেটা ধরে নিই। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আমাদের পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে। যা আমাদের বুঝতে দেওয়া হয়না এবং আমরাও বুঝি না।

স্বর্ণ ১ ভরি, ১ ভরিই আছে।
কিন্তু ২৬টা ১০০০ টাকার নোট থেকে বেড়ে ১০৮টা ১০০০ টাকার নোটে পরিণত হয়েছে।

[সংগৃহীত]

Free fire এর নাম দিয়ে scam করার কারণে website ৩ টি রিমুভ করা হলো।এবং তাদের ১৮+ ভাইরাল লিংক (ওয়েবসাইট/ব্লগার সাইট) রিমুভ ...
12/12/2023

Free fire এর নাম দিয়ে scam করার কারণে website ৩ টি রিমুভ করা হলো।
এবং তাদের ১৮+ ভাইরাল লিংক (ওয়েবসাইট/ব্লগার সাইট) রিমুভ করা হলো!
লিংক চাহিহা লজ্জা দিবেন না, তারপরও একান্ত প্রয়োজনে কমেন্ট বক্স চেক করুন😁😁
Removed by Arman Abdullah

✌️
10/12/2023

✌️

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও ত...
08/12/2023

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে,,।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার ছিল না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি,
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও কখন সরে যাওয়া উচিত।
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেয়াটাই হবে একটা স্মার্ট সিদ্ধান্ত।
©️

08/12/2023

তোমাকে জিততেই হবে ✊
মনে রেখো, ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে ⚠️

07/12/2023

হঠাৎ করে এক যাত্রী চি'ৎ'কার দিয়ে বলে উঠলো...
ও ড্রাইভার বাস থামা, হা'গা ধরছে, হাগা!

— পিছন থেকে আরেক যাত্রী বলে উঠলো,"ওই মিয়া অভদ্রের মতো হা/গা হা/গা কইয়া চি/ল্লা/ন ক্যান??
কইলেই তো হয় বাস থামান বাথরুমে যাবো।
— নিচে দিয়া যখন চাপ আসে তখন আমার মুখ দিয়ে ইস্টালের কথা বাইর হয় না, হা/গা/ই বাইর হয়।

দ্বিতীয় যাত্রীঃ বাসে আরও লোকজন আছে, মহিলা আছে তাদের সামনে হা/গা হা/গা কইরা চি'ল্লা'ইতে ল'জ্জা করে না??
— আমার হাগারে আমি যা খুশি কমু, দরকার হলে কাঁচা গু কইয়া চিল্লামু। আফনেরে জিগাইয়া কমু??
— পাশ থেকে এক বয়স্ক লোক বলে উঠলো,"এই জীবনে কতো কিছু দেখলাম কিন্তু পা'য়'খা'না লইয়া কাউরে ঝগড়া করতে দেখি নি। ম'রা'র আগে যে আরো কতোকিছু দেখমু...।

অবশেষে ড্রাইভার বাস থামাইয়া বললো,"যান ভাই, নিচে নাইমা যতো খুশি হা/গে/ন। বাসের মধ্যে তো গু ছ/ড়াছ/ড়ি কইরা বাসটারে শেষ কইরা দিলেন।"

দ্বিতীয় যাত্রী বিড়বিড় করে বললো,"দেশে আইন-কানুন বলতে কিছু নাই, যার যা খুশি করতেছে যেখানে খুশি বাথরুম করতেছে। এই পা/য়খা/না নিয়া একটা আইন করা উচিত।"
— আরেক যাত্রী বললো,"যে দেশে ধ'র্ষ'ন ও মানুষ খু/ন করলেও কোনো বিচার হয় না। সেখানে আপনার হাগার আইন কেডা মানবো?

©️

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক...
07/12/2023

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!

একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!

ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!

বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Hero Alom, Salman Muqtadir, Rakib Hossain বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

আমাদের পরের প্রজন্মের ভবিষ্যৎ পুরাই অন্ধকার সব ব্লগার আর টিকটকার হওয়ার স্বপ্ন দেখবে আর লেখাপড়ার যা অবস্থা শুরু হইছে তা আর নাই বললাম।
Collected

করবেন নি কেউ জব
06/12/2023

করবেন নি কেউ জব

সাবধান আমার থেকে⚠️⚠️
06/12/2023

সাবধান আমার থেকে⚠️⚠️

06/12/2023

মাদ্রাসার কিছু স্টুডেন্ট রাত ১২ টার পর ধরা খাইছে গেইট ম্যান এর কাছে।

গেট ম্যান বললো এত রাত বাহিরে থেকে আসার কোনো পারমিশন নেই।
, নাম বলো আর ভিতরে আসো🤭

একজন বললো লিখেন আমাদের নাম...
১. নাহুমির ইবনে সরফ , সাতক্ষীরা
২.হেদায়তুন্নাহ ইবনে কুদুরি , খুলনা
৩.হেদায়া ইবনে মিফতাহ, কুমিল্লা
৪. জালালাইন ইবনে কাছির , ফেনী।
৫.মিশকাত ইবনে সিরাজি, বরিশাল
৬.মুসলিম ইবনে মাজাহ , সিলেট।

🤭পরের দিন গেইট ম্যান মুহতামিমের কাছে লিস্ট দিলো নিয়ে
মুহতামিম নাম দেখে মুচকি হেসে বলেন আরে এগুলা সব ফেরেশতা ছিলো এরকম আর যদি পাও নাম না লেখে সুজা আমার কাছে নিয়ে আসবে🤣🤣

©️

06/12/2023

যারা মুক্তি চায় তাদের নিরদ্বিধায় মুক্তি দেই😇
কারন, কাউকে আটকে রাখা সম্ভব না কখনোই না!

06/12/2023

এমন একজনকে ম্যানশন দিন যার ব্যবহার, কথার ধরণ, এবং মন মানসিকতা আপনার ভালো লাগে!'🤍

03/12/2023
26/11/2023

শুভ জন্মদিন প্রিয়দর্শিনী🥰
মহারানী🥰🥰

24/11/2023

- তুমি সফল না হলে কেউ-ই তোমার ব্যার্থতার গল্প শুনবে না...!🥀🍁

28/09/2023

- কেউ massage seen করতে একটু দেরি করলে,😴

- Massage remove করে দিতে ভাল্লাগে। 🙂

21/09/2023

পৃথিবীতে নানা সমস্যা আছে,,, 🙂🙂,

_কিন্তু নানী সমস্যা নেই কেন???🤔🤔

* সিনেমা আছে,,,🙂🙂

_ কিন্তু সিনেবাবা নেই কেন???🤔🤔

* ঢাকা আছে,,,🙂🙂

_খোলা নেই কেন????🤔🤔

* পোলার আইসক্রিম আছে,,,🙂🙂

_ মেয়ের আইসক্রিম নেই কেন????🤔🤔

* চাঁদপুর আছে,,,🙂🙂

_ সূর্যপুর নেই কেন???🤔🤔

* গাইবা*ন্ধা আছে,,,🙂🙂

_ ছাগল*বা*ন্ধা নেই কেন???🤔🤔

* ধানমন্ডি আছে,,🙂🙂

_ চালমন্ডি নেই কেন???🤔🤔

* হাতির ঝিল আছে,,,🙂🙂

_ কিন্তু ঘোড়ার ঝিল নেই কেন,,,🤔🤔

🤔🤔🤔ভাবতে ভাবতে l am তো অবাক

এরকম আরো কিছু থাকলে বলে দেখান 🤣??

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর ব...
26/08/2023

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত জানাচ্ছে, তেমনি কিছু মতামত এখানে দিলাম--

১- আপনি জানেন কি, আমেরিকার নাসা (NASA) বা ভারতের ইসরো( ISRO) এর মতই বাংলাদেশে মহাকাশ গবেষণার জন্য একটি সংস্থা আছে,
যার নাম স্পারসো; ( SPARRSO)।

নাসায় কি হয় আমরা সবাই জানি। ভারতের ইসরো আজকে চাঁদে চন্দ্রযান-৩ পাঠালো। আর বাংলাদেশের স্পারসো এর সর্বশেষ দুইটি কাজ হলো,
- শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ আয়োজন।
-শোক দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা।

২-ভারত মাত্র ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) খরচ করে চন্দ্র বিজয় করেছে। আর ঢাকার দুই সিটিতে ১৩০০ কোটি টাকা খরচ করে মশা মারতে পারে না।

৩- চন্দ্রযান ৩ ৩.৮৪ লাখ কিমি দূরে চাঁদে পাঠাতে ভারতের সর্বসাকুল্যে বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকা (৬১৫ কোটি রুপি) খরচ হয়েছে।

আর ,বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩৫ হাজার কি.মি. উপরে পৃথিবীর অরবিটে পাঠাতে বাংলাদেশের খরচ গেছে ৩০০০ হাজার কোটি টাকা!

৪-চন্দ্রযান-৩ মিশনে ভারতের বাজেট ছিলো ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) আর আমাদের ফরিদপুরের ছাত্রলীগ নেতা নিশান একাই বিদেশে পাচার করেছে ২০০০ কোটি টাকা!

৫- চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে ভারতের খরচ হয়েছে ৯০০ কোটি টাকা।
চট্টগ্রাম কক্সবাজার চার লেনের মহাসড়ক উন্নীত করতে কি.মি. প্রতি বাংলাদেশের খরচ হবে মাত্র ২৭৫ কোটি টাকা।

সর্বশেষ, ভারত ৯০০ কোটি টাকায় চাঁদ জয় করে।
আর বাংলাদেশ সরকার বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলতে খরচ করে ১২০০ কোটি টাকা।

অথচ এই দেশ, মুক্তিযুদ্ধ,জয় বাংলা নিয়ে আমাদের কত গর্ব !

©

শেষ বারের মতো বিদায় জানাতে এভাবেই দৌড়াতে দৌড়াতে, আসবে আমার প্রিয়জনরা😊
24/08/2023

শেষ বারের মতো বিদায় জানাতে এভাবেই দৌড়াতে দৌড়াতে, আসবে আমার প্রিয়জনরা😊

মৃত পাখিরা এখনো তাদের মায়ের জন্য অপেক্ষা করছে। কিন্তু স্পষ্টতই তাদের মাকে হত্যা করা হয়েছিল।😥
23/08/2023

মৃত পাখিরা এখনো তাদের মায়ের জন্য অপেক্ষা করছে। কিন্তু স্পষ্টতই তাদের মাকে হত্যা করা হয়েছিল।😥

17/08/2023

হুট হাট বুকের বাম পাশটায় ব্যথা করার কারনটা খুজে পাই না🥲🥲

13/08/2023

তৃতীয় ব্যক্তি গুলোই সুখী, কারণ তারা আমাদের সখের মানুষ গুলো কে সাধনা ছাড়াই পেয়ে যায়!😊🌸

10/08/2023

যারা inglish এ দুর্বল তারা আমার কাছে খুবই কম খরচে tiuson নিতে পারেন !

Par manth wan thaujent taka onli😊

07/08/2023
31/07/2023

একটা গ্রুপ নিয়ে কাজ চলছে ।
খুব দ্রুতই আপডেট পাবেন আশাকরি
ইনশাআল্লাহ

29/07/2023

অভিনন্দন Md. Naimul Islam বস
নব নিযুক্ত Islamic Cyber Security গ্রুপের বরিশাল বিভাগের মডারেটর।

28/07/2023

আপডেট Twitter অ্যাপ ফোনে রাখতে লজ্জাবোধ করা People can HaHa this post 🫠
Twitter lite চাই😁😁😁

24/07/2023

মানুষ মাত্রই মরনশীল ঠিক তেমনি মানুষ মাত্রই স্বার্থপর। স্বার্থ ফুরলে তোমাকে কেউ চিনবেনা
পরিস্থিতি তোমাকে গুটি বানিয়ে দেবে তোমার একটু ভুল চাল তোমার গোটা জীবনটাকে নারিয়ে দেবে।
হয়তো আমরা বিশ্বাস করে এগিয়ে যাই কিন্তু সবশেষে আমরা দাবার গুটি টাই হয়ে যাই।।🙂🥀

23/07/2023

আমিও স্বপ্ন দেখি, একদিন সিমে অনেক টাকা রিচার্জ করবো।

এরপর গ্রামীণফোন অফিসে ফোন দিয়ে ইচ্ছে মতো ধুয়ে দিবো। 😊

22/07/2023

আজ শ'শু'র বাড়ি গেছিলাম,
কিন্তু কেউ কিচ্ছু খেতে দিলো না🐸

কথায় আছে • নাট বেশি টাইট দিলে পেচ খুলে যায়! বর্তমানে একটা জিনিস অনেক দেখা যায়!......... হ্যাঁ! বলছিলাম যে, বর্তমানে একটা...
21/07/2023

কথায় আছে • নাট বেশি টাইট দিলে পেচ খুলে যায়!
বর্তমানে একটা জিনিস অনেক দেখা যায়!.........

হ্যাঁ! বলছিলাম যে, বর্তমানে একটা জিনিস অনেক দেখা যায়। সেটা হলো পরিবারের ছেলে অথবা মেয়ে ঘর ছাড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে একা একা জীবন কাটাচ্ছে। আর অনেকেই অতি কস্ট হওয়ার পরেও পরিবারে সয়ে রয়ে যাচ্ছে মৃত মানুষের মত।

জানিনা আল্লাহ তায়ালা আমাদের মত বা তাদের মত মানুষদের এতো কস্ট কেনো দেয়! খুব কস্ট হয় তাদের। বর্তমানে বেশির ভাগ পরিবারের ছেলে অথবা মেয়ে এভাবে বেশি সতর্কতার কারণে নস্ট হয়ে যাচ্ছে। (কথায় আছে! বেশি টাইট দিলে পরে পেচ কেটে যায়) ঠিক এই কাজ টাই এখন বেশি হচ্ছে। পরিবার থেকে বেশি চাপ দেওয়ার কারণে এখন অনেক ভালো ভালো মেধাবী ছেলে-মেয়ে নস্ট হয়ে যাচ্ছে।

যেমন ধরেন একটা প্রাপ্তবয়স্ক ছেলের কিছু হলেও বাকস্বাধীনতা আছে। যেমন ; মাদ্রাসার লাইনের কথা বলি- একটা ছেলে তার সমাজে চলতে বা আলেম সমাজের সাথে মেশার জন্য সে একছাটা ঢিলাঢালা পাঞ্জাবী পড়তে চায় যদিও অনেকেই টাইট পড়ে কিন্তু সে সেদিক থেকে আলাদা। কিন্তু তার ফ্যামিলি থেকে চাপ দেয় যেমন পাঞ্জাবী পড়ার জন্য ( কল্লিদার হতে হবে, হাতা থাকবে আংগুলের উপর পর্যন্ত, বডি হবে দুজন একসাথে প্রবেশ করা যায় এমন,লম্বা দিতে হবে পায়ের গিরা ছুইছুই,পাঞ্জাবীর পকেটে চেইন হবেনা,পায়জামার পকেটে চেইন হবেনা, ইত্যাদি....)

কিন্তু সেই ছেলেটা যে সমাজে চলে বা যেই আলেম সমাজে চলতে চায় তাদের পোশাক একটু ভিন্ন। তার পোশাক টার জন্য সে দৃষ্টিগত ভাবে হীনমন্যতায় ভুগে।কিন্তু সে যদি একছাটা বানায় এবং দৃষ্টিগতভাবেও সুন্দর তবে সমস্যা কোথায়? কিন্তু না! ফ্যামিলি থেকে বলা হয় যে, তাকে যেটা বলা হয়েছে সেটাই করার জন্য। এদিক সেদিক করা যাবেনা।

তখনই ছেলেটা সেই চাপের কারণে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। যেটা ফ্যামিলির মানুষকেও ভুগতে হয়। কিন্তু একটাবার চিন্তা করেনা যে ছেলের প্রাপ্তবয়স হয়েছে সে যেভাবে মন চাই করুক যদি সেটা বাড়াবাড়ি হয় তখন বলা যেতে পারে। কিন্তু বর্তমানে বেশির ভাগ ফ্যামিলি আগেই এটা করে বসেন। যার ফলে এখন অনেক ভালো মেধাবী ছেলে-মেয়ে ঘর ছেড়ে দূরে চলে যায়।

নিজেদের সুন্দর ক্যারিয়ার গঠন করে নেয়। যদিও ফ্যামিলিহীন। তবুও তারা জীবন সুন্দর এই শ্লোগানে সামনের রাস্তায় এগিয়ে যেতে থাকে।

এগুলার বা এই পরিস্থিতি গুলোর কথা বললে আর শেষ করা যাবেনা। খুব ভয়াবহ পরিস্থিতি বর্তমান সমাজে। তাই সকল ফ্যামিলির ভাই-বোন যারাই বড় আমরা আছি বা আছেন তারা সতর্ক থাকবেন কিছুটা স্বাধীনতা তাদেরকেও দেওয়ার জন্য।

ভালো থাকুক সেই মানুষ গুলো যারা এভাবে ফ্যামিলিহীন জীবন-যাপন করছে। এবং আল্লাহ তাদের ফ্যামিলিকে সহীহ বুঝ দেন। আমিন

───────────────
কিছু পরিস্থিতির সাক্ষী
মুহাম্মাদ হাসনাইন
দুপুর তিন টা বেজে এক মিনিট
আট | পাঁচ | দুই হাজার তেইশ
মতিঝিল | ঢাকা
ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বাঘ ও গরুশিক্ষনীয় গল্প।🥰একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল।গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে...
03/07/2023

বাঘ ও গরু

শিক্ষনীয় গল্প।🥰

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল।
হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল।
গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।
মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন পানি ছিল না।
গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল।
বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই
মরব রে।"
গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা।
আমার আবার মালিক কে।
মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।

03/07/2023

ময়মনসিংহের মানুষ আমরা
চাচারে কই জ্যাডা
যেসব ধানে চাউল না থাকে
এইডারে কই চ্যাডা।

সবাই ডাকে টাকি মাছ আর
আমরা ডাকি লাডি
ষাঁড় গ'রুরে হাঁর কই আর
বকরিরে কই পাঁ'ডি।

মসজিদ রে কই মরচিদ এবং
বাতিরে কই বাত্তি
ঢাকনারে কই ঢাহুন আমারা
ছাতারে কই ছাত্তি।

সবাই যারে ঝাঁড়ু ডাকে
এইডারে কই হাচুন
বাতাস করার হাতপাখারে
আমরা বলি বিচুন।

টিকটিকিরে আড়ল কই আর
কাকেরে কই কাউওয়া
গুতা কিংবা খোঁচাটারে
আমরা বলি ঘাউওয়া।

খাবার দেখে লোভ করে যে
তারে ডাকি ছাব'ড়া
চু'রি করার অভ্যাস থাকলে
কই তারে হাত লাবরা।

কুয়াশা রে উঁশ বলি আর
ডাটারে কই ডেঙ্গা
কাঠের কিম্বা বাঁশের তৈরি
লাঠিরে কই টেঙ্গা।

লুঙ্গিরে কই তবন আমরা
শকু'নরে কই হ'হিন
বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত
গাভীরে কই বহন।

গ'রু ছা'গল হাঁস মুরগির
বিষ্টারে কই লেদা
ছোট বড় সব ধরনের
ছিদ্ররে কই ছে'দা।

ফুফুদেরকে ফুজি ডাকি
পাট গাছরে কই নাইল্যা
চিংড়ি মাছরে ইঁচা ডাকি
কালোরে কই কা'ইল্যা।

কথা শুনে করতে পারো
তোমরা হাসাহাসি
তবুও আমরা এমন করেই
কইতে ভালোবাসি।

03/07/2023

প্রিয় জিনিসটা বেশি দিন থাকেনা...,হয়তো বদলে যায়...,না হয়তো অন্য কারোর হয়ে যায়....!!

02/07/2023

কুরবানি থেকে বেঁচে যাওয়া গরুগুলো এখন ট্রাকে সাউন্ড বক্স এ গান লাগাইয়া ঘুরতেছে!
🫠

Address

Amtali

Alerts

Be the first to know and let us send you an email when Arman Abdullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like