কথাবন্ধু মেহেদী হাসান

কথাবন্ধু মেহেদী হাসান একজন কথাযোদ্ধা
(4)

15/03/2024

গভীর ঘুম থেকে উঠে ঘুমঘুম চোখে সেহরি খাওয়ার বিষয় টা চমৎকার👌

11/02/2024

বাসায় কাচ্চি রান্না হচ্ছে। অপেক্ষা করুণ,আপনাদেরও দিবো।

রাইদা শুধু আমার😊
26/01/2024

রাইদা শুধু আমার😊

কোটি টাকার আনন্দকেও ছাপিয়ে যেত, পুকুর পাড়ে পাওয়া একটি ডিম!! 😊🤗বাড়ির পিছনে খাল পাড়ে আমি একবার ২২ টি ডিম একত্রে পেয়েছিলা...
09/12/2023

কোটি টাকার আনন্দকেও ছাপিয়ে যেত, পুকুর পাড়ে পাওয়া একটি ডিম!! 😊🤗

বাড়ির পিছনে খাল পাড়ে আমি একবার ২২ টি ডিম একত্রে পেয়েছিলাম।

04/12/2023

কি চমৎকার নতুন কারিকুলামের শিক্ষাব্যবস্থা।

অথচ আমরা ভাইরাল করলাম ডিম ভাজি,আলু ভর্তা,প্যাকপ্যাক আর ব্যাঙ লাফ।

কার্টিসি: লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল,দোহার।

03/12/2023

উন্নত বিশ্বের দিকে তাকান। আগে ভালো করে শিক্ষা ব্যবস্থাকে বুঝুন। তারপর আসুন ট্রোল করতে।

বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ রুপে সাপোর্ট করছি। যেহেতু এই পদ্ধতি দেশে নতুন তাই শিক্ষকদের শিখতে ও বাচ্চাদের শেখাতে একটু বেগ পোহাতে হচ্ছে। তবে আশাকরি খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে।

তাই বলে এভাবে ট্রোল করাটা কতটা যৌক্তিক?

আলহামদুলিল্লাহ! জাতীয় পর্যায়ের আরও একটি পুরস্কার আমার দখলে। বিজয়ের হাসি হাসতে কার না ভালো লাগে? এ আনন্দ গহীন থেকে আসে❤️।...
20/11/2023

আলহামদুলিল্লাহ! জাতীয় পর্যায়ের আরও একটি পুরস্কার আমার দখলে।

বিজয়ের হাসি হাসতে কার না ভালো লাগে? এ আনন্দ গহীন থেকে আসে❤️। আমার এবারের পুরস্কার সকল শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করলাম।

ধন্যবাদ রুহ্ আফজা,হামদদ। কৃতজ্ঞতা উপর ওয়ালার কাছে,ভালোবাসা সবার প্রতি❤️।

শীঘ্রই ছেড়ে যাব এ শহর।দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি,তবে অত তাড়া নেই।ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম,তবু ভুল ...
19/11/2023

শীঘ্রই ছেড়ে যাব এ শহর।
দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি,
তবে অত তাড়া নেই।
ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম,
তবু ভুল ট্রেনে চড়ব না।

পিছনের ছোট্ট খালটা বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা।  ভ্রমণের নে-শায় বিভোর হয়ে ছুটে চলি দুর্গম গিরি থেকে গর্জে ওঠা সাগর পানে। ...
31/08/2023

পিছনের ছোট্ট খালটা বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা। ভ্রমণের নে-শায় বিভোর হয়ে ছুটে চলি দুর্গম গিরি থেকে গর্জে ওঠা সাগর পানে।

লোকেশন: বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সমাধিফলক সীমান্ত, ধলই চা-বাগান, কমলগঞ্জ।

জীবন চলমান....
27/08/2023

জীবন চলমান....

20/08/2023

#বইমেলা২০২৪
#বুক_রিভিউ

আমি প্রতিবছর নিজের ইচ্ছাতেই বেশকিছু বই সংগ্রহ করি এবং তা পাঠ শেষে রিভিউ দেই। এবছরও রিভিউ দিবো ইনশাআল্লাহ, তবে এবার পেইড রিভিউ দিবো। হয় বই গিফট করতে হবে, নয়তো সম্মানী দিতে হবে অথবা একবেলা পেট চুকিয়ে খাওয়াতে হবে।

অনুপ্রেরণা সালাহ উদ্দিন মাহমুদ ভাইয়ের কাছ থেকে পেয়েছি,এবং আশাবাদী ভালো কিছু হবে। যারা এই সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়েছেন তাদের সাদুবাদ জানাই।

বি:দ্রা: অনেক পরিচিত জন আছেন,যাদের বই কিনে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে রিভিউ দেই। কিন্তু তাদের (কেউ কেউ) কাছে সম্মানবোধটুকু পর্যন্ত নেই।

আস্থায় অবিচল🦷❤️
20/06/2023

আস্থায় অবিচল🦷❤️

15/06/2023

জীবনে বারংবার বর্ষা এলেও তুমি আসো না। তাই না হয় এবারের আষাঢ়-শ্রাবন তুমিহীনাই কাটাই।

[বর্ষার প্রথম দিন আজ🌧️☔]

30/05/2023

এখন প্রতিদিন বিকেল হয়☺️

হ্যাঁ, আপনাকেই বলছি। এমন ঘটনা প্রতিনিয়ত হচ্ছে না তো?
13/04/2023

হ্যাঁ, আপনাকেই বলছি। এমন ঘটনা প্রতিনিয়ত হচ্ছে না তো?

11/03/2023

Sultan's Dine -এ কি খেলাম আমরা?

Full Video: The Foodie Bhai

তোরা যে যা বলিস ভাই,আমার Sultan's Dine এর মাটন কাচ্ছি-ই চাই।ফক্রেঃ The Foodie Bhai
10/03/2023

তোরা যে যা বলিস ভাই,আমার Sultan's Dine এর মাটন কাচ্ছি-ই চাই।

ফক্রেঃ The Foodie Bhai

14/02/2023

উপভোগ করুন জনপ্রিয় বাউল সংগীত শিল্পী আরিফ দেওয়ান ও লতিফ সরকারের গান।

আমার বাসায় ছোট্ট একটা লাইব্রেরী আছে। যেখানে বইগুলো শোভা বাড়াবে। তবে নেই বইগুলো যত্ন করে রাখার একজন বই প্রেমী মানুষ,ঠিক আ...
10/02/2023

আমার বাসায় ছোট্ট একটা লাইব্রেরী আছে। যেখানে বইগুলো শোভা বাড়াবে।

তবে নেই বইগুলো যত্ন করে রাখার একজন বই প্রেমী মানুষ,ঠিক আমার মতো। যারা আছে,তারা ভালোবাসেন কিনা তা জানিনা। তবে এটুকু জানি,বই গুলো ঠিকমতো পাই না। এলোমেলো, ছেড়া অবস্থাতেই থাকে বেশি। অবশ্য বাসায় ৫ বছরের ভাগনী আছে বলে কথা।

আমার এই বই গুলোর সাথে যে আমাকে খুব করে গুছিয়ে রাখতে পারবে। ঠিক তেমন একজন মানুষ প্রচন্ড রকমভাবে চাই। আমি তাকে চাই, যে আমার সব চাওয়াকে প্রাধান্য দিবে। আমি যে দিবো না সেটাও কিন্তু বলিনি।

আমি অবশ্যই তাকে চাই, যে নিজেকে পরিপাটি করে রাখতে জানে। কেননা এই গুন যার আছে সে সকল পরিস্থিতিতেই সবকিছু টেইক ওভার করতে জানে।

আচ্ছা,এমন মানুষ কি আদৌও পাওয়া সম্ভব?

ক্যামনডা লাগে.?
08/02/2023

ক্যামনডা লাগে.?

বেশি কিছু না, The Foodie Bhai কে বলেছিলাম ছবিটি এডিট করে দিতে। লে এডিট 🙄🫣
29/01/2023

বেশি কিছু না, The Foodie Bhai কে বলেছিলাম ছবিটি এডিট করে দিতে।

লে এডিট 🙄🫣

24/01/2023

আমাদের মেট্রোরেল 🚝

বন্ধু🥀
21/01/2023

বন্ধু🥀

13/01/2023

- আজ পযন্ত কোনো বান্ধবী বললো না,

- একটু অপেক্ষা কর তোরে একটা প্রেম করিয়ে দিচ্ছি!😌

12/01/2023

আমাদের সমাজে একটা নতুন সিস্টেম চালু করা যায় না?

আমরা ছেলেরা বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে মেয়ের হাতে হাজার টাকার নোট ধরিয়ে দেই বকশিসের নামে। কেন যেন এই বিষয়টা আমার কাছে অশোভনীয় মনে হয়। সরাসরি টাকা দেওয়া মানে একটা মেয়েকে অপমান করা। মেয়ে সেই টাকাটা নিতেও খুব সংকোচবোধ করে। সামাজিক নিয়ম মানতে গিয়ে হয়তো লজ্জায় পরেও তাকে এটা নিতে হয়।

কিন্তু বিষয়টা যদি এমন হতো, পাত্র মেয়ে দেখতে যাওয়ার সময় পাত্রীর জন্য উপহার স্বরূপ এক প্যাকেট বই নিয়ে যাবে। তাহলে কেমন হতো?
মেয়ে বিনা সংকোচে আনন্দিত হয়ে বই হাতে নিতো।
বিয়ে হতে হতে মেয়ের সংগ্রহে বিশাল বইয়ের সমাহার হয়ে যেত।
পাত্রের বই নির্বাচন দেখে পাত্রের মানসিকতা সম্পর্কেও একটা ধারণা পাওয়া যেত।
প্রত্যেকটি বাড়ি একেকটি লাইব্রেরি হয়ে যেত।

আমার মনে হয় শুধুমাত্র টাকা দেওয়ার এই নিয়মটা চেঞ্জ করে বইয়ের নিয়মটা চালু করলেই মানুষ বই পাঠে আরও উৎসাহী হয়ে উঠবে। 💚

এই বিষয়ে আপনাদের মতামত আশা করছি।

11/01/2023

আজ কালারস এফএম বন্ধ হয়ে গেলো।

ক'দিন আগে বন্ধ হয়েছে এক সময়ের জনপ্রিয় স্টেশন রেডিও আমার, যেটা আমার প্রথম কর্মস্থল ছিল। তার আগে ঝলক দিয়েই বন্ধ হলো রেডিও নেক্সট। বাকিগুলো যায় যায় অবস্থা।

আমার সর্বশেষ কর্মস্থল রেডিওটুডে চলছে কোনরকম টেনেটুনে। প্রতিমাসে দুইকোটি টাকা আয় করা টুডে কিংবা ফুর্তি এখন কেবলই ইতিহাস। কয়েকটা রেডিও টিকে আছে শুধুমাত্র তাদের পেছনে মাদার কোম্পানিগুলো আছে বলে।

আহারে, শ্রোতাপ্রিয় এইসব রেডিও। সম্ভাবনার এক বিরাট দরজা উন্মুক্ত হয়েছিল এসব এফএম-এর মাধ্যমে। কেবলমাত্র মালিকপক্ষের যাচ্ছেতাই নীতির কারণেই অন্যসব প্রতিষ্ঠানের মতো এই ইন্ডাস্ট্রিটাও শেষ!

এবার হালকা করে বাকিদের কথা বলি।
অনলাইন, প্রিন্ট কিংবা ইলেকট্রনিকস মিডিয়া; কেউ কি ভালো আছে? ক'টা প্রতিষ্ঠান নিয়মিত স্যালারি দিতে পারছে? দিলেও তাদের পে-স্কেল নির্ধারিত? স্যালারি কি আদৌ সম্মানজনক? নামকরা টিভি চ্যানেলগুলোতেও দিনিভর গাধার মতো খাটিয়ে একজন ফ্রেশার রিপোর্টারের নিয়োগকালিন বেতন মাত্র ১২ থেকে ১৫ হাজার টাকা! স্টেশনগুলোতে মালিকেরা এক দু'জনকে সিইও কিংবা হেড বানিয়ে মোটা অংকের স্যালারি দিলেও বাকি অধীনস্থ সবার যোগফল হয়তো ওই একজনের সমানই হয়। এটাও আসলে মালিকদের এক রকম ট্রিক্স!

যাইহোক এরপরেও যারা কিছুটা ব্যতিক্রম, কর্মীদের দুঃখ বোঝে, পার্ফরমারদের সম্মান দিতে জানে, তারা মোটামুটি ভালোই টিকে আছে এবং টিকে থাকবে।

নিজের কথা বলি। আমি মিডিয়া ছেড়েছি, মানে এফএম ছেড়েছি অনেকদিন হলো। নিজের ব্যবসা এবং ইভেন্ট ফার্ম নিয়ে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ্‌। অন্ততপক্ষে স্বাধীনভাবে টিকে থাকার চেষ্টা তো করতে পারছি। তবে যারা এখনো স্বপ্ন দেখেন এদেশের এফএম রেডিও কিংবা মিডিয়া নিয়ে, আমার কেন যেন তাদের জন্য খুব আফসোস হয়।

সুতরাং, মেধার অপচয় এবং জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে কি না, কিংবা নষ্ট করবেন কি না, এখনই ভাবুন, এখনই সময়।

©️

31/12/2022

কেমন আছে আমার সকল শুভাকাঙ্ক্ষী?

31/12/2022

ভাবছি কিছুক্ষণ পর লাইভে আসবো 😌

কি বলেন আপনারা?

Address

Amtali, Barguna
Amtali
8710

Alerts

Be the first to know and let us send you an email when কথাবন্ধু মেহেদী হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কথাবন্ধু মেহেদী হাসান:

Videos

Share

Category

Nearby media companies


Other Radio Stations in Amtali

Show All