Nbcbangla

Nbcbangla international news channel

কখনো যদি মনে হয় "আপনি ভালো নেই" তখন এই ছবিটি খুব ভালোভাবে দেখবেন। এই মা ভাত রান্নাটা শেষ করতে পারবেন কিনা জানেন না, নদী ...
29/08/2021

কখনো যদি মনে হয় "আপনি ভালো নেই" তখন এই ছবিটি খুব ভালোভাবে দেখবেন। এই মা ভাত রান্নাটা শেষ করতে পারবেন কিনা জানেন না, নদী ভাঙ্গনের ফাটল তার চুলা পর্যন্ত পৌঁছে গেছে। আর একটু পরই হয়তো নদী তার শেষ সম্বলটুকুও গ্রাস করে নেবে।

বেষ্ট মোমেন্ট
24/08/2021

বেষ্ট মোমেন্ট

দয়াকরে এই কাজগুলো প্লিজ কেউ করবেন না প্লিজ🙂🙏গুলশান বাড্ডা লিংক রোড। গত পরশুদিন রাত ঠিক ১১.৩৫। বৃষ্টি হয়ে চারিদিকে শান্ত ...
21/06/2021

দয়াকরে এই কাজগুলো প্লিজ কেউ করবেন না প্লিজ🙂🙏

গুলশান বাড্ডা লিংক রোড। গত পরশুদিন রাত ঠিক ১১.৩৫। বৃষ্টি হয়ে চারিদিকে শান্ত পরিবেশ। সুন্দর এই পরিবেশে এক্টু হাঁটার জন্য বের হলাম। গেট থেকে বের হতেই ঐ ছেলেটিকে রাস্তার পাশে বসে থাকতে দেখলাম। ছেলেটাকে এভাবে বসে থাকতে দেখেই মায়া লেগে গেলো।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পরছে। রাস্তা ঘাট একেবারে ফাঁকা। বেওয়ারিশ কুকুরে ঘুরাঘুরি আর থেমে থেমে পথিকের আসা যাওয়া ছাড়া নিস্তব্ধ এলাকা। আমার চোখ বারবার ছেলেটির দিকে ছুটে যায়। গেটে দাড়িয়ে কিছুক্ষণ তাকে অবলোকন করলাম। মায়া আরো বেড়ে গেলো। মনে হচ্ছিল সে কাউকে কল দিচ্ছে কিন্তু ধরছে না।

আমি হেটে বাসার দিকে যেতে লাগলাম। কিন্তু ঐ ছেলের কথা ভুলতে পারছিলাম না। তাই ৬/৭ মিনিট পর আবার ফিরে আসলাম। ছেলেটি এখনো বসে আছে। কাছে গিয়ে সুন্দর করে জিজ্ঞেস করলাম ‘কোন সমস্যায় পরছো’?
কোন হেল্প লাগবে?
মোবাইলে টাকা নাই, কাউকে কল করতে হবে?

১৭/১৮ বছরের ছেলেটি লজ্জা পেয়ে গেলো। আমি লজ্জা ভাঙ্গিয়ে বললাম ‘লজ্জার কিছুই নাই, বিপদ আপদ মানুষেরই হয়’। কোন সমস্যা থাকলে বলো, দেখি কিছু করতে পারি কিনা।

সে বললো: আসলে আমি এক্টা পার্সেল ডেলিভারি দিতে আসছি, এড্রেস এই আসে পাশেই। কিন্তু রিসিভার কল ধরছে না। থাকি মিরপুরে। আজ ডেলিভারি না দিলে কালকে আবার আসতে হবে, এছাড়া কম্পানিও আমাকে ঝাড়ি দিবে অনেক কথা শোনাবে।

কম্পানিকে জানিয়েছো যে কল ধরছে না?

প্রথমে ভয়ে জানাইনি, এখন জানিয়েছি, ঝাড়ি মারছে আমারে, এখন কম্পানি কল দিচ্ছে কিন্তু কম্পানির কলও ধরছে না।

তো, অন্য নাম্বার দিয়ে কল দাও।
না, অন্য নাম্বার দিয়ে কল দেয়া কম্পানির নিষেধ আছে।
তো আমাকে নাম্বার দাও, আমি কল দিয়ে দেখি।

দিবে না,ভয়ে।

আশ্বাস দিয়ে বললাম ‘দাও, আমি সুন্দর করে কথা বলি, কোন সমস্যা করবো না।
পরে নাম্বার দিলো।
কল দিলাম।
কল ধরলো এক ম্যাডাম।
অনেক সুন্দর করে রিকোয়েস্টের সুরে বললাম ‘আপু একটা ছেলে আপনার পার্সেল ডেলিভারি দিতে এসে বৃষ্টির মধ্যে বসে আছে, আপনার যদি কোন সমস্যা না থাকে তাহলে প্লিজ ডেলিভারিটি রিসিভ করুন। ছোট্ট এক্টা ছেলে ভয় পেয়ে আছে।

ম্যাডামের অভিযোগ ‘ডেলিভারি ম্যান আসার কথা ছিল ১০ টার মধ্যে। এখন এত লেট করছে তাই আমি রিসিভ করতে চাচ্ছি না। বাসায় পুরুষ মানুষ নাই, ব্লা ব্লা আরো অনেক কিছু শোনালো আমাকে । তারপরও বললাম ছোট ছেলে, সাইকেল নিয়ে ডেলিভারি দেয়, আবার বৃষ্টি হয়েছে, তাই এক্টু দেড়ি হয়েছে, দয়া করে রিসিভ করে ছেলেটিকে একটু সহযোগীতা করুন। ম্যাডাম রাজি হলেন। ছেলেটিকে গেটের সামেন যেতে বললো। ছেলেটিকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম।

আমার এক্টা জিনিস বেশ ভালো লাগে। আজ থেকে ১০/১২ বছর আগেও এই পাঠাও, উবার, ফুড ডেলিভারি, পার্সেল ডেলিভারি কালচার দেশে চালু ছিল না। এখন এই সেক্টরে শত শত ইয়াং ছেলে কাজ করছে, সবাই কত হাসিমুখে পরিশ্রম করে, নিজেকে সাপোর্ট দেয়, পরিবারকে সাপোর্ট দেয়। অনেক ভালো লাগে এই দৃশ্য দেখলে। আমার মনে হয় দেশের সবারই ভালো লাগে।

ভালো লাগার পাশাপাশি এই ছেলে মেয়েদের প্রতি সবাই আরেকটু সুহৃদয় হলে ছেলেগুলি কাজে উৎসাহ পাবে। আরো ভালো করে কাজ করবে। আরো নতুন ছেলে মেয়ে এই লাইনে ঢুকবে। এক্টা সময় বড় একটি জীবিকার ক্ষেত্র হবে এই সেক্টর। তাই আসুন, সবাই এদের পাশে দাঁড়াই। এদের সাথে খারাপ ব্যবহার করে এদের স্বপ্ন ভঙ্গ না করি।এরা কেউ শখে এ কাজ করেনা।জিবন জিবিকার জন্য করে।যদিও একটু ডেলিভারি পেতে সামান্য লেটও হয় তবুও আমরা যেন নিজেদের মতো করে মানিয়ে নেই।আসুন না মনে করি যদি পন্যটি আপনি নিজে কিনতে যেতেন তা হলে কি সঠিক সময়ে বাসায় ফিরতে পারতেন।

আপনারা কে কে এই ছেলেটির পক্ষে আছেন 👍

কুমিল্লা বরুড়া উপজেলা ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটা মাদ্রাসা অভিযান চালিয়ে দেখলাম। মাদ্রাসার সকল ছাত্রদেরকে ডাকলাম তাদের...
21/04/2021

কুমিল্লা বরুড়া উপজেলা ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটা মাদ্রাসা অভিযান চালিয়ে দেখলাম। মাদ্রাসার সকল ছাত্রদেরকে ডাকলাম তাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের মাদ্রাসা তো বন্ধ তোমরা মাদ্রাসায় কেন। তখন ছাত্ররা একজন একজন করে বলল আমার বাবা নেই কেহ বলে আমার মা নেই কেহ বলে আমার ঘরবাড়ি কিছু নেই কোথায় যাব কোথায় খাব কোথায় থাকবো মাদ্রাসায় আমার সব। তখন আমাদের বলার ভাষা আর ছিলনা।

-সংগৃহীত

23/02/2021
এই পথ যদি...?
01/02/2021

এই পথ যদি...?

ডিজিটাল আম্মাজান
30/01/2021

ডিজিটাল আম্মাজান

🧕 বোরখা কারও সৌন্দর্যকে নষ্ট করে না,বরং বৃদ্ধি করে একমত হলে ডানপাশের 👍 Follow বাটনটিতে ক্লিক করুন..
26/01/2021

🧕 বোরখা কারও সৌন্দর্যকে নষ্ট করে না,বরং বৃদ্ধি করে একমত হলে ডানপাশের 👍 Follow বাটনটিতে ক্লিক করুন..

Do you like this?
26/01/2021

Do you like this?

শেয়ার হয়ে যাক...
21/01/2021

শেয়ার হয়ে যাক...

জেনে নিন....১
15/01/2021

জেনে নিন....১

কমছে শিতকালিন সকল সবজির দাম।
13/01/2021

কমছে শিতকালিন সকল সবজির দাম।

12/01/2021

আনুশকাকে দিহান কি করে ছিলো?

nbcbangla ব্যাংকের চেক লেখার ক্ষেত্রে সতর্ক হোন....
12/01/2021

nbcbangla ব্যাংকের চেক লেখার ক্ষেত্রে সতর্ক হোন....

Address

Amnura

Alerts

Be the first to know and let us send you an email when Nbcbangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nbcbangla:

Share


Other Amnura media companies

Show All