Nayem bin ainul hoque

Nayem bin ainul hoque This is the only official and original page of nayem bin ainul. It is verifide by Facebook.

26/12/2024

আসুন আমরা থার্টি ফাস্ট নাইটকে না বলি।
আমাদের নতুন বছরের শুরুটা ফযরের সলাত দিয়ে হোক।
"আমীন "

16/12/2024

📷🔹আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো "আলোকিত জ্ঞানী-২০২৫" ১১ তম আসরে আপনাকে স্ব.....

08/12/2024

“হতে চাই আলোকিত জ্ঞানী দাওয়াহ সংস্করণ (১-৩ খণ্ড)” প্রি-অর্ডারের আর মাত্র ২ ‍দিন বাকি।

আলহামদুলিল্লাহ, ইসলামী জ্ঞানের অনন্য তথ্য সম্ভার, বহুল আকাঙ্ক্ষিত “হতে চাই আলোকিত জ্ঞানী” বইটির পরিবর্ধিত ও পরিমার্জিত ৪র্থ সংস্করণ, ডিসেম্বর-২০২৪ (দাওয়াহ সংস্করণ) আমাদের দোরগোড়ায়!

৩ খণ্ডে সমাপ্ত ১৯৪৪ পৃষ্ঠার দাওয়াহ সংস্করণটির মুদ্রিত মূল্য ১৯৫০ টাকা আর প্রি-অর্ডারে পাচ্ছেন মাত্র ৯৯৯ টাকায়।

প্রি-অর্ডারের সুযোগ থাকছে ১০ ডিসেম্বর ২০২৪ রাত ১১.৫৯ পর্যন্ত।

ফরম পূরণের পূর্বে বইটির প্রি অর্ডার মূল্য ৯৯৯ টাকা + ডেলিভারি চার্জ (ঢাকা সিটির মধ্যে ৭০ টাকা এবং ঢাকার বাহিরে ৯০ টাকা) সহ মোট ১০৬৯ টাকা (ঢাকা সিটির মধ্যে) বা ১০৮৯ টাকা (ঢাকার বাহিরে) নিচের নম্বরে বিকাশ পার্সোনাল কিংবা নগদে সেন্ড মানি করে ট্রানজেকশন আইডিটি কপি করুন অথবা যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন তা সংরক্ষণ করুন (লিখে রাখুন)।

⫸ বিকাশ পার্সোনাল: 01886 26 50 27
⫸ নগদ: 01886 26 50 27

তারপর ফরম পূরণের জন্য রেজিস্ট্রেশন ফর্মের লিংক অনুসরণ করুন: https://forms.gle/f8Nm1JmMfxgYmyjC6

আলহামদুলিল্লাহ অনেকেই বইটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চেয়েছেন, বিশেষ করে সূচিপত্র দেখতে চেয়েছেন আপনাদের আগ্রহের প্রেক্ষিতে ৩ খণ্ডের সূচিপত্রসহ বিশেষ বিশেষ কিছু অংশের পি ডি এফ উপস্থাপন করা হলো। জাযাকাল্লাহু খইরান।
সূচিপত্রের PDF লিংক: https://shorturl.at/wVhQw

** বি: দ্র: প্রি-অর্ডারকৃত বইগুলো আগামী ১২ ডিসেম্বর ’২৪ এর পর থেকে বুকিং সিরিয়াল অনুযায়ী পাঠানো শুরু হবে ইনশা-আল্লাহ।

03/12/2024
03/12/2024

আল্লাহর অশেষ রহমতে পিস টিভি বাংলা আবারও আমাদের মাঝে চালু হয়েছে।
এজন্য আমরা সবাই আল্লাহ সুবহানাহু তায়ালার কাছে শুকরিয়া আদায় করি সকালে বলি আলহামদুলিল্লাহ।

21/04/2024

জীবন মানেই পরীক্ষা।
কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তো বলেছে : তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য কে আমাদের মধ্যে উত্তম আমলকারী।
সূরা মুলক- ৬৭ : ২ ।

তাই প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের জন্য দুনিয়াতে পরীক্ষা।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের দুনিয়াতে উত্তমরূপে কর্ম করে পরকালে চূড়ান্ত সাফল্য দান করুন।
"আমিন"

15/04/2024

আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন ‌।

07/04/2024

হে আল্লাহ তুমি আমাদের সারা বছর গুনাহ মুক্ত রাখ,
যেমনি রমাদান মাসে রাখতেছ।
"আমীন "

06/04/2024

এই মোবাইল ফোন যে কত বড় একটা নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তার দ্বারা কল্যাণমূলক কাজ করি তাহলে বুঝে আসবে।
আল্লাহ তাআলা আমাদের এই ফোনের অপব্যবহার থেকে হেফাজত করুন।
;আমীন:

05/04/2024

হে আল্লাহ তুমি আমাদের সকল মুসলিমকে বেশি বেশি তাওবাকারী পবিত্রতা অর্জনকারী বানাও।
:আমীন:

05/04/2024

হে আল্লাহ তুমি আমাদের সকল মুসলিম ভাইকে বিনয়ী বানাও অহংকারী বানাই ওনা।
"আমীন "

02/04/2024
02/04/2024

পৃথিবীতে কত যে ফেতনার আবির্ভাব হয়েছে,
আরো যে কত বাকি আছে।

01/04/2024

তারাহুরা করা শয়তানের পক্ষ থেকে হয়
(তিরমিযী, ইমাম তিরমিযী হাদীছটিকে সহীহ বলেছেন)
তাই আল্লাহ সুবহানাহু তায়ালা যেন আমাদের সকল মুসলিমকে এর থেকে বিরত থাকার তৌফিক দান করেন।
আমীন

31/03/2024

হে আল্লাহ তুমি আমাদের যারা কদরের রাত তালাশ করছে সকলেই যেন কদরের রাত পেয়ে ধন্য হয় কবুল করুন।
" আমীন;

29/03/2024

সময় কারো জন্য অপেক্ষা করে না এই যে দেখেন না রমাদান এলো আবার দেখতে দেখতে চলে যাচ্ছে শেষের পথে প্রায় আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানে গুনাহ গুলো মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন।

27/03/2024

Address

Alukdia

Telephone

+8801726415431

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayem bin ainul hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share