Fahim Tune Studio

Fahim Tune Studio প্রিয় দর্শক
পেজের পোস্ট গুলো ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।

30/12/2022

#ক্ষমা_করে_দিও_তোমরা_আমায়
Fahim Tune Studio

Md. Fahim Islam

01/12/2022

#প্রাকৃতিক Fahim Tune Studio

24/11/2022

হতাম_যদি_নাম_না_জানা_ফুল।
Fahim Tune Studio

24/11/2022

সাদা কাফনে মোড়ালে কেনো আমায়।
Fahim Tune Studio

17/10/2022

অফলাইন-ব্যাকগ্রাউন্ড_অটোমেটিক_রিমুভ_ সফটওয়্যার__Background_Offline_Automatic_Remove_software_Download,_অফলাইন_রিমুভ_ব্যাগ্রাউন্ড।
প্লে স্টোর থেকে খুঁজে পেতে কষ্ট হবে,
তাই গুগল থেকে সহজ নিয়মে।

30/09/2022

কি হবে বেঁচে থেকে,
কি হবে বেঁচে থেকে,
অযথা বিদ্যা শিখে।

27/09/2022

দাড়ি বয়স বাড়ায় না,দাড়ি নবীজির সম্মান বাড়ায়!🥀🥰

আলহামদুলিল্লাহ ❤️

04/09/2022

সাঁজিয়ে গুজিয়ে দে মোরে,

04/09/2022

জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি,

ফাহিম

02/09/2022
16/08/2022

আজ-ক্যানো-পৃথিবীটা-লাগে-এতো-সুন্দর।

03/08/2022

একদিন তোমার যৌবন ফুরাবে,

23/07/2022
15/07/2022
14/07/2022

জেনে নেন

08/07/2022

মুসলিম হিসেবে কোরআনের যে জিনিসগুলো না জানা লজ্জাজনক:

প্রঃপবিত্র কুরআনে মোট সূরা কতটি?
উঃ১১৪ টি।
প্রঃ পবিত্র কুরআনেরর প্রথম সূরার নাম কি?
উঃ ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?
উঃ সূরা বাকারা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?
উঃ সূরা কাওছার।
প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?
উঃ সূরা বাকারার ২৮২নংআয়াত।
প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?
উঃ সূরা মূলক।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
উঃ সূরা কাফিরূন।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?
উঃ সূরা কাহাফ।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?
উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা সাজদা ও দাহর।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা আ'লা ও গাশিয়া।
প্রঃ পবিত্র কুরআনে কত বছরে নাযিল হয়?
উঃ তেইশ বছরে।
প্রঃ "মুহাম্মদ " সাঃ এর নামটি পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
উঃ চার স্থানে। ১/সূরা আল ইমরান।(১১৪নংআয়াত) ২/সূরা আহযাব।(৪০নংআয়াত) ৩/সূরা মুহাম্মদ। ২নংআয়াত) ৪/ সূরা ফাতাহ্। (২৯নংআয়াত)।
প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?
উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?
উঃ আল্লাহ তা'আলা বলেন- ﻭﺍﺗﻘﻮﺍ ﻳﻮﻣﺎً ﺗﺮﺟﻌﻮﻥ ﻓﻴﻪ ﺇ ﻟﻲ ﺍﻟﻠﻪ ﺛﻢ ﺗﻮﻓﻲ ﻛﻞ ﻧﻔﺲ ﻣﺎﻛﺴﺒﺖ ﻭﻫﻢ ﻻ ﻳﻄﻠﻤﻮﻥ সূরা বাকারার ২৮১ নংআয়াত। ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর রাঃ থেকে বণর্না করেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর নবী কারীম সাঃ নয় দিন জীবিত ছিলেন। (আল ইতক্বান ফি উলূমিল কুরআন)।
প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণরূপে নাযিল হয়? উঃ সূরা ফাতিহা।

08/07/2022

হালাল প্রাণীর কোন অঙ্গ খাওয়া নিষেধ?
উত্তর: যে প্রাণীর গোস্ত খাওয়া হালাল ঐ প্রাণীর কোন কোন অঙ্গ খাওয়া হারাম এবং কোন কোন অঙ্গ খাওয়া মাকরুহ। কুরআন সুন্নাহর আলোকে ইবারত সহ জানিয়ে বাধিত করবেন-

-----------------الجواب باسم ملهم الصدق والصواب ---------

উত্তর:-হালাল প্রাণীর আটটি অংশ খাওয়া নিষেধ।

১. পুরুষ লিঙ্গ। ২. স্ত্রী লিঙ্গ। ৩. মুত্রথলি। ৪. মেরুদণ্ডের ভেতরের মগজ বা সাদা রগ। ৫. পিত্ত। ৬. অন্ডকোষ। ৭. চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোশত। ৮. প্রবাহিত রক্ত। তবে এগুলোর ৮ম প্রকার প্রবাহিত রক্ত অকাট্য হারাম, বাকিগুলো মাকরুহে তাহরিমি। (আহসানুল ফাতাওয়া ৭/ ৪০৭)

প্রবাহিত রক্ত অকাট্য হারাম। এর দলিল হচ্ছে, আল্লাহ তাআলার বাণী;
ل لاَّ أَجِدُ فِي مَا أُوْحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلاَّ أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍ فَإِنَّهُ رِجْسٌ
আপনি বলে দিন, যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, তন্মধ্যে আমি কোন হারাম খাদ্য পাই না কোন ভক্ষণকারীর জন্যে, যা সে ভক্ষণ করে; কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র। (সূরা আলআনআ’ম ১৪৫)
বিশিষ্ট তাবিঈ কাতাদা রহ. বলেন,
حرم من الدماء ما كان مسفوحا ، فأما لحم خالطه دم فلا بأس به হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত; সুতরাং যে রক্ত গোশতের সঙ্গে লেগে থাকে তাতে কোন অসুবিধা নেই। (তাফসির ইবন কাছীর ৩/৩৫৩)

বাদায়ে’-গ্রন্থে (৫/৬১) এসেছে,
وَأَمَّا بَيَانُ مَا يَحْرُمُ أَكْلُهُ مِنْ أَجْزَاءِ الْحَيَوَانِ الْمَأْكُولِ فَاَلَّذِي يَحْرُمُ أَكْلُهُ مِنْهُ سَبْعَةٌ: وهي: الدم المسفوح، والذكر، والأنثيان، والقبُل، والغدة، والمثانة، والمرارة. لقوله عز شأنه: {ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث} [الأعراف:157/ 7] وهذه الأشياء السبعة مما تستخبثه الطباع السليمة. وروي عن مجاهد أنه قال: «كره رسول الله صلّى الله عليه وسلم من الشاة: الذكر، والأنثيين، والقبل، والغدة، والمرارة، والمثانة والدم» والمراد منه كراهة التحريم، بدليل أنه جمع بين الأشياء الستة وبين الدم، في الكراهة، والدم المسفوح محرم. والمروي عن أبي حنيفة أنه قال: «الدم حرام، وأكره الستة» أطلق اسم الحرام على الدم المسفوح، لأنه ثبت بدليل مقطوع به وهو المفسر من الكتاب قال الله تعالى – { أَوْ دَمًا مَّسْفُوحًا }

‘হালাল প্রাণীর সাতটি অংশ খাওয়া

08/07/2022

দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ, দশবার আল্লাহু আকবার বলে দোয়া করলে, আল্লাহ কবুল করবেন। এটি একটি হারানো সুন্নত (নাসায়ি: ১২৯৮)।

08/07/2022

পরকিয়া করলে তার উপর আসমানি গজব আসবেই ,, এতে কোন সন্দেহ নাই,, তার পতন নিশ্চিত,, তাই বলছি চরিএহীন নারি পুরুষ যারা আছেন তারা সাবধান।

06/07/2022

Address

Faridpur
Alfadanga
1000..

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Tune Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Alfadanga

Show All

You may also like