11/12/2023
✅কন্টেন্ট মার্কেটিং কি?? (What is content marketing)
👉👉👉সাধারণত ডিজিটাল মার্কেটিংয়ের (digital marketing)বড় অংশ হলো কন্টেন্ট মার্কেটিং (content marketing)। একজন ভাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে, অবশ্যই কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। Content is King এই কথার মধ্যেই রয়েছে কন্টেন্টের গুরুত্ব। আপনি নিজেকে দিয়েই একটু ভাবুন, একটি দামি মোবাইল কিনতে হলে কিন্তু আপনি কয়েকবার সেই মোবাইল সম্পর্কে গুগল কিংবা ইউটিউবে সার্চ দিয়ে আগে রিভিউ দেখে নেন তাই না।
_________________________
✅এবার আমরাআসি ........কনটেন্ট মার্কেটিং ( content marketing)কি বা কাকে বলে ??✅
__________________________
➡️➡️➡️➡️ এই কন্টেন্ট মার্কেটিং হলো এমন একটি কৌশল যার মাধ্যমে দারুন দারুন এবং আকর্ষণীয় ভাবে ব্যবসায়িক সার্ভিস ও বিভিন্ন প্রোডাক্টের নির্ভুল মান অডিয়েন্সের কাছে প্রচার করা হয়। কনটেন্ট মার্কেটিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে তৈরি কৃত পণ্যের মনের ধাপ অরিয়েন্স এর কাছে তুলে ধরা।
।এই মার্কেটিং এর কৌশল চারটি ধাপের হতে পারে যেমন
;
✅1. অডিও (Audio)
✅2. ভিডিও ( Vedio)
✅3.লেখা (writing )
✅4. গ্রাফিক(Grapic)
✅5. সোশ্যাল (social)....
একটা বিষয় আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে আমাদের কাজ বা আমাদের চাকরি যেন আমাদের জন্য লাভদায়ক হয় । কারণ❎ যদি আমি বা আপনারা এমন কোন কনটেন্ট তৈরি করি ,,, যেটা দেখে কোন অডিয়েন্স আমাদের কোন প্রোডাক্টের কনটেন্টেরওপর আকৃষ্ট হচ্ছে না বা আমাদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারছে না ,,,, সেখানে আমাদের এই তৈরিকৃত কনটেন্টের কোন মূল্যই তারা দিবে না । ফলে আমাদের এই কনটেন্ট তৈরি করার চেষ্টা পুরোপুরি ভাবে ব্যর্থ হবে ❎ । ✅এমন কনটেন্ট তৈরি করতে হবে যার মাধ্যমে অডিয়েন্স রা তাদের দৈনন্দিন জীবনে সাহায্য পাবে এবং আপনাকে লিডার হিসেবে পেয়ে তারা চোখ বন্ধ করে আপনার উপর ভরসা করতে পারবে
🤔কনটেন্ট মার্কেটিং কেন করব??? :-
মূলত কন্টেন্ট “ব্র্যান্ড কোয়ালিটি” বৃদ্ধি করতে ভূমিকা পালন করে। আপনার প্রতিষ্ঠান যখন ভালো মানের কন্টেন্ট তৈরি করবে, তখন আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু বাড়তে থাকবে। আপনি যত বেশি আপনার টার্গেট অর্ডিয়েন্সকে সাহায্য করবেন, তত বেশি আপনি মার্কেটিং এ নিজের সুনাম বৃদ্ধি করতে পারবেন।
✅✅আপনি মার্কেটিং জনপ্রিয় না হলেও, কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি মার্কেটে প্রভাব বিস্তার করতে পারবেন।