Beauty of Bangladesh

Beauty of Bangladesh natural beauty lover �

30/08/2024
24/08/2024

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে আজ রাত ১০টায় !

১৬ টা গেট শুধু মাত্র ৬ ইঞ্চি করে খুলবে। আতংকিত হবার কিছু নেই।

24/08/2024

জরুরী সতর্কতা💥
কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে আজ রাত ১০টায়;

24/08/2024

কিশোরগঞ্জের পা'গলা মসজিদের দান বাক্সের ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার টাকা, বন্যা কবলিত মানুষের জন্য দান করেছেন মসজিদ কমিটি

24/08/2024

কারো মন খারাপ থাকলে টিএসসি ঘুরে যেতে পারেন, বিশ্বাস করেন মন ভালো হয়ে যাবে। 🙂

24/08/2024

মেয়েদের পোশাক, প্যাড লাগবে অন্তত ৫০০+। কুমিল্লায় যারা পোশাক, প্যাড দিতে আগ্রহী হোক পুরাতন কোনো সমস্যা নেই সংগ্রহ করা হবে। একটু রেসপন্স করেন।

ছোট বেবীগুলো বেশি কষ্ট পাচ্ছে ঠান্ডায়। ওদের কাপড়ের দিকে সবাই একটু নজর দিন। বড়দের কাপড় অনেকেই ম্যানেজ করছেন। আশ্রয়কেন্দগুলোতে ছোটদের কাপড়ের প্রয়োজন বেশি।

যোগাযোগ করুন:
তানজিলা বর্ষা
মোবাইল:01990676470

Sarjis Alam ভাই এর আইডি থেকে নিয়া কারো বোট লাগলে জানান....!!কোন টাকা-পয়সা লাগবেনা...!!যোগাযোগঃ  01615006607
24/08/2024

Sarjis Alam ভাই এর আইডি থেকে নিয়া
কারো বোট লাগলে জানান....!!
কোন টাকা-পয়সা লাগবেনা...!!
যোগাযোগঃ 01615006607


24/08/2024

23/08/2024

এই মুহূর্তে ফেনীতে কেউ আসবেন না। অন্য জেলায় যান🚨স্রোতে ভেসে গিয়েছে উদ্ধারকাজে আসা স্পিডবোট, এখনো নিখোঁজ অনেকে ! যারা যাচ্ছেন অনেক সতর্ক থাকুন। ফি-আমানীল্লাহ
ফেনীর অবস্থা খুবই খারাপ। এই অন্ধকারে উদ্ধারে খুবই কষ্ট হচ্ছে। হেলিকপ্টার ছাড়া সম্ভবও না। লাগলে সকালে আসেন।
নতুন যারা ফেনী আসতে চাচ্ছেন তারা দয়া করে ফেনী না এসে ফটিকছড়ির দিকে যান ! এখানে অলরেডি অনেকে আছে, চেষ্টা করছে।
কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, উত্তরবঙ্গের দিকে যান।
যারা ফেনীতে কাজ করতে পারছেন না তারাও ওইসব এরিয়াতে যান। সেখানে পানি বেড়েই চলেছে।
আগে খবর নেন, কোথায় কি লাগবে। তারপর যান।‼️
Spread, let people know.

22/08/2024

ফেনীতে হেলিকপ্টারে উদ্ধার অভিযান চলছে । কোনো জায়গা থেকে কাউকে উদ্ধার করা লাগলে যোগাযোগ করুন- 01968842962

22/08/2024

বুড়িচঙ, কুমিল্লা Need help 📌
রত্নামতি, শশীদল, শংকুচাইল এই ৩ টি গ্রামে Rescue টিম এবং বোট দরকার।

22/08/2024

এলার্ট❌
কুমিল্লা বুড়িচং গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধ ভেঙে গিয়েছে, ডাকাতিয়া নদীর পানি বাড়লে লাকসামেও পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে। সবাই সাবধানে থাকবেন!

22/08/2024

[N: B: ]
আমরা হয়তো ভাবতেছি বন্যা হয় প্রতিবছরই তো। কিন্তু এই বন্যার ভয়াবহতা কল্পনার বাইরে। চিন্তাও করতে পারবেন না আপনি। দয়া করে যদি বন্যাকবলিত ভাইবোনদের পাশে উপস্থিত থেকে সাহায্য করতে পারেন তো ভালো। আর সেটা না পারলে ৫ টাকা হোক ১০ টাকা হোক যার যেটা সাধ্য আপনারা আপনাদের কাছে বিস্বস্ত মনে হবে এমন কোনো ফাউন্ডেশনে দেন দয়া করে। আর হ্যাঁ অবশ্যই বিস্বস্ত হতে হবে। 🙏




22/08/2024

অবশেষে ধসে গেল গোমতী নদীর বাঁধ 🙂💔

22/08/2024

🚨📢 কুমিল্লার জন্য রেড অ্যালার্ট 📢🚨- আজ রাত আপনাদের জন্য কঠিন হতে যাচ্ছে হয়ত- আল্লাহ আপনাদের হেফাজত করুন

🚨পালপাড়া ব্রিজ(কুমিল্লা শহর থেকে ৫কিমি দূরত্ব) সংলগ্ন বাঁধ। বাঁধ থেকে ২-১ ফিট নিচে পানির লেভেল।বৃষ্টি নাই। কিন্তু পানি বাড়ছে।স্রোত তীব্র।
কুমিল্লা শহরে রেড জোন (মাইকিং চলছে)
ভাটপাড়া, সংরাইশ,কালিয়াজুড়ি, বদরুপুর,পালপাড়া, বিষ্ণুপুর, কাপ্তানবাজার, শুভপুর।

🚨হালদার বাঁধ ভেঙ্গে গেছে!

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী কিছুক্ষণ আগে নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে হালদার পাড় ভেঙ্গে গেছে। রাতের মাঝে পানিতে তলিয়ে যেতে পারে ফরহাদাবাদের ৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড।

⛑️যাদের পক্ষে সম্ভব অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যান। এ ব্যাপারে অবহেলা করবেন না। উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা বা স্পিড বোট খুবই অপ্রতুল। রাতের বেলায় উদ্ধার কাজ চালানোও অনেকটা অসম্ভব। যারা আশংকায় আছেন, দ্রুত নিরাপদ স্থানে কিংবা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।

22/08/2024



Address

Akkelpur

Alerts

Be the first to know and let us send you an email when Beauty of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category