༄𝚘𝚙𝚎𝚔𝚔𝚑𝚊-তোমারシ︎

༄𝚘𝚙𝚎𝚔𝚔𝚑𝚊-তোমারシ︎ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ༄𝚘𝚙𝚎𝚔𝚔𝚑𝚊-তোমারシ︎, Digital creator, Akkelpur.
(13)

আমার আর হারানোর কিছু নেই, এবার আমি হারিয়ে গেলেই গল্পের সমাপ্তি...!🖤
14/05/2024

আমার আর হারানোর কিছু নেই,
এবার আমি হারিয়ে গেলেই গল্পের সমাপ্তি...!🖤

কখনোই কেউই ছিল নাহ, এখনো কেউ নেই! আমরা মূলত চাঁদের মত শুরু থেকেই একা!🙂
06/05/2024

কখনোই কেউই ছিল নাহ, এখনো কেউ নেই! আমরা মূলত চাঁদের মত শুরু থেকেই একা!🙂

06/05/2024

স্বপ্নে তার সাথে হয় দেখা..!🖤🥹

06/05/2024

কথাগুলো...💔✌️

প্রিয় মানুষদের সামনে আমার ব্যক্তিত্ব বড্ড নড়বড়ে। শতবার অভিমান করলেও তাদের এক ডাকে আবার ফিরে যাই। শত অন্যায় হওয়ার পরও তাদ...
05/05/2024

প্রিয় মানুষদের সামনে আমার ব্যক্তিত্ব বড্ড নড়বড়ে। শতবার অভিমান করলেও তাদের এক ডাকে আবার ফিরে যাই। শত অন্যায় হওয়ার পরও তাদের মুখের উপর কিছু বলতে গেলে আমি আটকে যাই। তাদের বাধা দিতে পারি না আমায় ক`ষ্ট দেওয়া থেকে। তবু ছেড়ে দেওয়ার কথা ভাবলেই অন্তরাত্মা কেঁপে ওঠে।

আমার মনে থাকে কে কখন কষ্ট দিয়েছে আমায়, তবুও আমার কখনো ইচ্ছে করে না; তাকে সেই কষ্ট ফিরিয়ে দেই। এই-যে আমার বিপদে শতবার মুখ ফিরিয়ে নিলো তবুও তার বিপদে না ডাকতেই আমি চলে যাই। আমি জানি হয়তো আমি তাদের প্রিয় মানুষদের তালিকাতে পড়ি না। তবুও আমি তাদেরকে বাদ দিতে পারি না।

প্রিয় মানুষদের কাছে আমার ব্যক্তিত্ব আসলেই বড্ড নড়বড়ে। তারা হড়বড়িয়ে কত কী বলে ফেলে। হয়তো তার একটা কথা অন্য কেউ বললে আমি মুখ ফিরিয়ে নিতাম চিরকালের জন্য। তারা যেই পাহাড়সম আঘাত আমাকে করে, তার একাংশ করার সাহসও অন্য কেউ করলে হয়তো তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করতাম।

কিন্তু নিজের মানুষদের সামনে আমি কিচ্ছু পারি না, বুঝাই সব দোষ আমার। নিজেকে দমিয়ে রাখি তারা আমার প্রিয় বলে। সয়ে যাই, বয়ে যাই তাদের না মানতে পারার মতো হাজারো অপবাদও। তবুও তাদের কাউকে ছাড়তে পারি না। প্রিয় মানুষদের সাথে আমি আসলে লড়তে পারি না। হেরে যাই এক নিরস্ত্র সৈনিকের মতো।

হুমায়ূন আহমেদ স্যার বলতেন, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তিনি বলতেন, কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয়...
04/05/2024

হুমায়ূন আহমেদ স্যার বলতেন, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তিনি বলতেন, কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয় কিংবা দ-খল করে নেয়।

আমার মতে কথাটা সত্য না। কিছু শূন্যস্থান আজীবন শূন্যই রয়ে যায়। পুরো একটা পৃথিবী ঢেলে দিলেও সেসব শূন্যস্থান আর পূর্ণ হয় না। কিছুতেই হয় না, কোনোদিন হয় না।

মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই। বিশেষ ...
02/05/2024

মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই। হয়ত সবার জীবনে সেরকম মানুষ থাকে না। আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বুঝার প্রয়োজনীয়তাও মনে করে না।

অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টেরই পায় না। যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে। সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিধারুণ অভিনয়। মুহূর্তরা কেটে যায়, জীবন ঠিকই চলে।
তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে, আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত, একটা আকাশ হতে পারত, রংধনু হতে পারত, ফুল হতে পারত, ক্যানভাসের খুব প্রিয় কোন ছবি হতে পারত। হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায়, অবহেলায়, অনাগ্রহে।

অবহেলায় মানুষ ভিতর থেকে ম*রে যায়, অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয়। অভিমান- অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায়। ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে। কেবলমাত্র দীর্ঘশ্বাসে হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত!

রাত বাড়লে কেমন যেন বিষণ্ণতাগুলো বাজেভাবে চেপে ধরে। খোলামেলা বিশাল রুমটায় অদ্ভুত কারণেই দম ব'ন্ধ হয়ে আসে অন্যসব রুমে উঁকি...
01/05/2024

রাত বাড়লে কেমন যেন বিষণ্ণতাগুলো বাজেভাবে চেপে ধরে। খোলামেলা বিশাল রুমটায় অদ্ভুত কারণেই দম ব'ন্ধ হয়ে আসে অন্যসব রুমে উঁকি দিয়ে সবার ঘুমন্ত চেহারার দিকে তাকালে নিজেকে বড্ড অসহায় মনে হয়। হয়তো সেইসময় একটু মন ভালো করার জন্য জানালা খুলে তাকানো হয় প্রশস্ত দূরের আকাশের দিকে, যে নিজেও একা অবিকল আমার মতো।

দেখা যায়, ততক্ষণে তারার দল পারি জমিয়েছে নিজের গন্তব্যে। চাঁদও মেঘে ঢেকে নিয়েছে নিজেকে। বাতাসের মাঝেও প্রাণ থাকে না, কেমন যেন মৃ`ত মানুষের মতো শীতল। শুধু আমি কিংকর্তব্যবিমুঢ় হয়ে দাঁড়িয়ে থাকি অজানার দিকে তাকিয়ে, মাথাভর্তি দু'শ্চিন্তা ও একরাশ অবসাদ নিয়ে। প্রভুকে তখন খুব করে বলি, আমি বড় ক্লান্ত এখন। ভালোবেসে সুখ না দিলে রাগ করে নাহয় এবার আমার জীবন গল্পের দাড়ি টেনে দাও।

30/04/2024

প্রতিদান
– জসীম উদ্‌দীন

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী-
পথে পথে আমি ফিরি তার লাগি,
দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি।
যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী,
আমি লয়ে করে তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

28/04/2024

ননীর পুতুল টাইপ মেয়েরাই লাইফে সুখে থাকে। বাপের বাড়িতেও প্রিন্সেস ট্রিটমেন্ট পায়, বিয়ের পরেও।
রাস্তা পার হতে পারেনা, রান্না করতে পারেনা, রোদে বের হলে অসুস্থ হয়ে যায়, একা কোথাও যেতে পারেনা এগুলা নিয়ে হাসাহাসি করেছি জীবনে অনেক।

কিন্তু বিশ্বাস করুন, এদের কষ্ট করা লাগেই না। এরা কিছু করতে গেলে সবাই চলে আসে, কিছু একটা করে ফেললে তা হয় আজুবা।
স্বামী গুলো ও কন্সার্ন থাকে ২৪ ঘন্টা। হাঁচি দিলেও ডাক্তার হাজির।

আর আমরা যারা পরিশ্রমি? আমরা তো লোহা দিয়ে বানানো মেয়ে মানুষ। সব পারি। কারো হেল্প লাগেনা। কারো এপ্রিসিয়েশন ও লাগেনা। শরীর খারাপ লাগলেও কি, মন খারাপ হলেও কি? আমরা সব সহ্য করতে পারি।🙂

কে লিখেছেন জানি না। একদম সত্যি এটাই।
©

22/04/2024

“যদি বলো তোমায় মনে পড়ে কতবার?
বলবো আমি, আমার চোখের পাপড়ি নড়ে যতবার!
যদি বলো তোমায় ভালবাসি কত?
আমি বলবো, ওই আকাশে তারা আছে যত!”❣️

20/04/2024

বন্ধুদের সাথে একদিন কক্সবাজার ট্যুর!🙂

প্রচন্ড গরমে দুরন্ত শৈশবের প্রাণোচ্ছল চিত্র ❤
18/04/2024

প্রচন্ড গরমে দুরন্ত শৈশবের প্রাণোচ্ছল চিত্র ❤

16/04/2024

একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে। একদিন আর কা'ন্না পাবে না, অসহায় লাগবে না, হাহাকার জাগবে না৷ সেইদিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি কিংবা রে'ড ওয়াইনে চুমুক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ার কথাই ছিল!

শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে। এবং আপনি সেদিনও ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে, যে মানুষগুলো আপনার সাথে চরম অ'ন্যায় করে গেছে দিনের পর দিন তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা ভালো আছে, ভালো ছিল, ভালোই থাকবে। মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছেন! 🖤

13/04/2024

ঝুমকা আমার ইমোশন আর ভালোবাসা🥰

10/04/2024

ঈদ মোবারক সবাইকে 🌙💝

09/04/2024

সে ভালো কিছু পাক, জীবনে এগিয়ে যাক, দুঃখ তাকে স্পর্শ না করুক!❤️‍🩹

07/04/2024

যে ঠ'কায়, সে অন্য জায়গায় ঠ'কে!
যে কাঁদায়, সে অন্য জায়গায় কাঁ'দে!
সবার বিচা'র হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের।

লেখা: হুমায়ুন ফরিদী

19/03/2024

তোমাকে ছুঁইনি হাতে
মুখোমুখি চোখে কোনো দিন।
আমার প্রকৃত প্রেম
তবু যেন তোমাকেই ভালোবাসে🫰❣️

17/03/2024

এই বৃষ্টির মাঝে আমার শৈশবের সুখ পাওয়া যায় ❤️

17/03/2024

কারো মেসেজ সিন করে ফেলে রেখে,অফলাইন চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা!'🖤

আপনি বারবার তার মেসেজ বক্স চেক করেই যাবেন সে রিপ্লাই দিলো কিনা

একসময় হুট করে দেখবেন সে ৫ মিনিট আগে এসেছিলো। কিন্তু আপনার মেসেজের উত্তর না দিয়েই সে অফলাইনে চলে গেছে।

'এর চেয়ে সুন্দরতম অবহেলা আর কিছুই নেই!'🌸

যারা এসব সহ্য করে এখনো কারো জন্য অপেক্ষা করছে, তার চেয়ে বেশি ভালোবাসতে তোমাকে আর কেউ পারবেনা,তারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে মা রাত্মক ধৈর্য্য নিয়ে জন্মায়।

তবে বুঝার মানুষের অভাব!'🖤

হে আল্লাহ্, পৃথিবীর সকল ভা'ঙ্গা মানুষের মনে ফুল ফুটিয়ে দিন! 🌸❤️‍🩹
16/03/2024

হে আল্লাহ্,

পৃথিবীর সকল ভা'ঙ্গা মানুষের মনে ফুল ফুটিয়ে দিন! 🌸❤️‍🩹

15/03/2024

স্মৃতি মাখা শৈশব, এভাবে গ্রামে গিয়ে গোসল করেছেন কখনও? 🥹❣️

11/03/2024

এই 'রোজা' লাইফে 'ভালো' চেঞ্জ নিয়ে আসুক। 'বাজে অভ্যাস' গুলা যাতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাক৷ অতিরিক্ত রাগ,অতিরিক্ত হিংসা কমে যাক। অল্পতেই বেশি কষ্ট পাওয়া মন টা আরেকটু শক্ত হোক৷
আত্নীয় স্বজন,প্রিয় মানুষ যারা গতোবছর ছিলো,এই বছরে 'নাই', তাদের হারিয়ে ফেলা শোক নাহয় শক্তি তে পরিনত হোক৷ খারাপ পথ থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসুক। মানুষ মন্দ বলুক বা যতো সমালোচনা করুক,নিজের কাছে,আল্লাহর কাছে যাতে 'ভালো' হতে পারি,সেই চেষ্টা অবিরত থাকুক। মন সব সময় 'শান্ত' থাকুক। সব শুভাকাঙ্ক্ষী,আশেপাশের মানুষজন সবাই ভালো থাকুক। সবার সাথে 'ভালো' কিছুই হোক। আমিন ❤️

10/03/2024

আমার বর্তমান অবস্থা 🙂

05/03/2024

সব কেমন দূরে সরে যাচ্ছে। সবচেয়ে কাছের মানুষগুলোকেও অচেনা, অপরিচিত মনে হয়। কোথাও পড়েছিলাম "পৃথিবী শূন্যতা পছন্দ করেনা, কেউ না কেউ ফাঁকা জায়গাটা দখল করে নেয়" তবে আমার পৃথিবীটা এমন না আমি কাউকে সহজে ভুলতে পারিনা, replace করতে পারিনা, তাই কষ্ট হয় যখন দেখি আমার বেলায় ঠিক সেটা হচ্ছেনা, আমার না থাকাটা কেউ সহজে মেনে নিচ্ছে, আমার জায়গাটা অন্য কাওকে দিয়ে দিচ্ছে।

দূরত্ব ভয়ানক জিনিস ;(

04/03/2024

কিছুক্ষণ চাঁদ দেখলে আনন্দ লাগে, অনেকক্ষণ চাঁদ দেখলে নিজেকে অসহায় লাগে।🖤

Address

Akkelpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ༄𝚘𝚙𝚎𝚔𝚔𝚑𝚊-তোমারシ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share