The girl of kalachora

  • Home
  • The girl of kalachora

The girl of kalachora জীবন মানেই অপূর্ণতার গল্প 😪কোনো এক জায়গায় থমকে যাওয়া কোন এক কারণে 😔
Alhamdulillah for Everything❣:-
(2)

28/08/2024

যেসব স্বামী বউ'কে সময় দেয়ার নাম করে পাশে বসে মোবাইল টিপে, এদের বিরুদ্ধে
একটা আন্দোলনের ডাক দিলে কেমন হয়?
😒
The girl of kalachora Tanha Islam

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Nusrat Jahan Trisha, Md Mamun Md Mamun, ...
27/08/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Nusrat Jahan Trisha, Md Mamun Md Mamun, MD Addil Ahamed

26/08/2024

নিজের জীবনের দ্বায়িত্ব যখন কারো উপর দেওয়া হয় তখন খুব সুন্দর করে খেলে দেয় নিজের আপন মানবরা,দ্বায় বদ্ধতা থেকে মুক্ত হওয়ার জন্য মেনে নিতে হয় 😪
The girl of kalachora

22/08/2024

(১) গ্রামীণফোনে ডায়াল করুন *121*5050 #
১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রী দিচ্ছে তারা।

[শুধুমাত্র ফেনী,নোয়াখালী, কুমিল্লা,ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জের জন্য।]

(২) রবি এবং এয়ারটেলে *২১২*১ # ডায়াল করুন
২৫০ এমবি ও ২০ মিনিট ফ্রী দিচ্ছে তারা।

(৩) বাংলালিংকে *১২১*৯০০*৩ # ডায়াল করুন
১০ মিনিট এবং ৫০০ এমবি ফ্রী দিচ্ছে তারা।

[শুধুমাত্র ফেনী,নোয়াখালী ও কুমিল্লার জন্য]

The girl of kalachora Tanha Islam

ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এমন কেউ কি আছেন যে হেলিকপ্টার রাইড করতে চান? আমরা ৩ জন আছি কিন্তু টোটাল ৪ জন লাগবে রাইড এর জন্য। ত...
20/08/2024

ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এমন কেউ কি আছেন যে হেলিকপ্টার রাইড করতে চান?

আমরা ৩ জন আছি কিন্তু টোটাল ৪ জন লাগবে রাইড এর জন্য। তাই আরো ১ জন লোক লাগবে।

২১ তারিখ ভোর বেলা আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে থেকে যাত্রা শুরু করে যাবো সাজেক সেখানে ব্রেকফাস্ট করে ঘুরেফিরে যাবো কক্সবাজার। কক্সবাজার থেকে লাঞ্চ করে ঘুরেফিরে সন্ধায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।

যারা যেতে আগ্রহী তারা শীঘ্রই যোগাযোগ করবেন।

বিঃদ্রঃ যে একজন লোক লাগবে তার কাছে অবশ্যই হেলিকপ্টার থাকতে হবে,তা নাহলে প্লান ক্যান্সেল। 🥴

The girl of kalachora

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 ওনাইফা জাহান, Anaya Montaha Abra, উমায়ে...
20/08/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 ওনাইফা জাহান, Anaya Montaha Abra, উমায়ের হিবা

17/07/2024

একটি গুরুত্বপূর্ণ পোস্ট করছি, আমার ফেইসবুকে অথবা চলার পথের কেউ যদি ছাত্রলীগের কেউ থেকে থাকেন, তাহলে নিজ দায়িত্বে আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন।
কারণ আমি চাইনা পশুর ন্যায় এই মানুষগুলো আমার পথ চলার সঙ্গী হোক।
-ধন্যবাদ।

তোমারে নিয়ে এখনও কত্ত কিছুই বাকি  🖤
13/07/2024

তোমারে নিয়ে এখনও কত্ত কিছুই বাকি 🖤

23/06/2024

ভাগ্য খুলার দোয়া
اللهم إني أسالوكا من فجاتيل خير
আল্লাহুম্মা ইনি আসআলুকা মিন ফাজাআতিল খইর
হে আল্লাহ তুমি আমার ভাগ্যকে খুলে দাও।

23/06/2024

Ekdom ❤️
J likhesen onake salute bastob kothaghulo✌️
Shamorto thakle ami bolbo desher bahire chole jan eklist shomaluchonar patro patri hote hobe nah😀

গ্রাম শুধু দেখতেই সুন্দর!

আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পড়েন না কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন, মেয়ের ভাই নাই কেন, বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া, আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। ১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা, এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা। তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী (হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই। আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। এলাকার একটা কলেজে থেকে ডিগ্রি পাশ করা মেয়ে, আর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা একই জিনিস ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে। যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা, কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা। যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে। যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)

(জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও,একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা,কাউকে কষ্ট দেওয়ার জন্য লিখিনি।)

ভার্সিটি পড়ুয়া / বেকার যে কেউ আশা করি কথাগুলো রিলেট করতে পারবে। কারন ঈদের ছুটিটা সবার জন্য সুখকর নয়!

©এইচ এম মহসিন।
The girl of kalachora Tanha Islam

12/06/2024

কুফু মিলিয়ে বিবাহ করুন!

অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে.!

কাফাহ বা কুফু (আরবি: الكفاءة; আল-কাফ'আ৷ অর্থঃ দক্ষতা বা যোগ্যতা) হল ইসলামে বিয়ের ব্যাপারে ইসলামী আইনশাস্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত একটি শব্দ, যার আরবি ভাষায় আক্ষরিক অর্থ, দক্ষতা বা সমতা, সমান, সাদৃশ্য, সমকক্ষ, সমতুল্য ইত্যাদি।[১][২][৩] বিয়ের ক্ষেত্রে বর-কনের রুচি, চাহিদা, বংশ, যোগ্যতা সব কিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামী পরিভাষায় কুফু বলে।[৪] অতএব, একে একটি সম্ভাব্য স্বামী এবং তার সম্ভাব্য স্ত্রীর মধ্যে সামঞ্জস্য বা সমতা হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা মেনে চলতে হবে।[৩] এই সামঞ্জস্য ধর্ম, সামাজিক মর্যাদা, নৈতিকতা, ধার্মিকতা, সম্পদ, বংশ বা রীতিনীতির অন্তর্ভুক্ত একাধিক কারণের উপর নির্ভরশীল।[৫] সাধারণত ধর্মীয় নৈতিকতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হলেও আলেমগণ কনের তুলনায় বরের সার্বিক অবস্থানকে কাছাকাছি কিন্তু তুলনামুলক উত্তম হওয়া সুবিধাজনক বলে পরামর্শ দেন, এবং বরের অবস্থান যেন কনের অবস্থান থেকে নীচু না হয় সে ব্যাপারে লক্ষ রাখতে বলেন।
The girl of kalachora

বাজারের লিচু ১০০কিনবেন ৭০পিচ পাবেন।১০পিচ গুনে কম পাবেন,আর ২০পিচ ছোট পোকায় খাওয়া।তার উপর ক্যামিক্যাল দেয়া।আমাদের লিচু পাব...
30/05/2024

বাজারের লিচু ১০০কিনবেন ৭০পিচ পাবেন।
১০পিচ গুনে কম পাবেন,আর ২০পিচ ছোট পোকায় খাওয়া।
তার উপর ক্যামিক্যাল দেয়া।
আমাদের লিচু পাবেন ১০০তে ১০০
ডেলিভারি ম্যান দরজায় রেখে গুণে নিবেন।
পচা নষ্টা কোন লিচু থাকবেনা ইনশাআল্লাহ।
এবার বুজেন বাগান থেকে সরাসরি আনা লিচু খাবেন নাকি বাজারের লিচু খাবেন?
The girl of kalachora

🎉 Facebook recognized me as a top rising creator this week!
06/05/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

Address

Champak Nagar

3450

Telephone

+8801584041821

Website

Alerts

Be the first to know and let us send you an email when The girl of kalachora posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The girl of kalachora:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share