Joybangla Television

Joybangla Television Joybangla Television is a Television Channel. We will share more details about us soon. Please stay

17/04/2022
17/04/2022
15/04/2022

মনের মধ্যে জমে থাকা বিষণ্ণতার মেঘ সরিয়ে দিলো ওদের এই সাইকেলযাত্রায় নববর্ষের শুভেচ্ছা বার্তা।
*
নড়াইলের একটি প্রত্যন্ত অঞ্চল। সেখানকার সদর উপজেলায় শেখহাটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সেই বিদ্যালয়ে সাড়ে তিন শতাধিকের বেশি শিক্ষার্থী যার মধ্যে তিনশত(৩০০) মেয়ে শিক্ষার্থী সাইকেল চালিয়ে ১১টি গ্রাম ঘুরে ঘুরে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

সকলের জানার সুবিধার্থে উল্লেখ করছি এই মেয়েরা নববর্ষের প্রস্তুতির জন্য ফেস্টুন প্ল্যাকার্ড আলপনা এবং প্রয়োজনীয় সবকিছুই করেছেন, আনন্দ উপভোগ করেছেন। নূতনের আগমনের সাথে নিজেদের এই সাহসী পদক্ষেপের মাধ্যমে জানান দিয়েছেন বাঙালির সংস্কৃতি বাঙালির নিজস্বতা।

বাঙালির সাহসিকতার বিষয়ে যাদের বিন্দুমাত্র ধারণা নেই তারাই আপনারা ধর্মের নাম দিয়ে কখনো সংস্কৃতিকে কখনো নারীকে আঘাত করতে উঠেপড়ে লাগেন। যত আঘাত করতে প্রস্তুতি নিবেন তত সাহস নতুনরূপে জেগে উঠবে। সকল অন্ধত্বের ব্যবসায়িক রাজনীতির মুখে ছাই!

শুভ নববর্ষ ১৪২৯🌸🌿

ভিডিওটি নড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের কোনো এক মেয়ে শিক্ষার্থীর করা, মেয়ে আপনাকে নূতনের উদ্যমী ভালোবাসা💗

লেখা ও ভিডিও কৃতজ্ঞতা : রুমকী রুসা

শুভ জন্মদিন শিল্পাচার্যজী ব ন  তা প স  ত ন্ম য়আজ বাংলাদেশের চিত্রশিল্পের অন্যতম পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭ তম...
29/12/2021

শুভ জন্মদিন শিল্পাচার্য
জী ব ন তা প স ত ন্ম য়

আজ বাংলাদেশের চিত্রশিল্পের অন্যতম পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭ তম জয়ন্তী। ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমায় জন্মগ্রহণ করেন।বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা (সাব-ইন্সপেক্টর), মা জয়নাবুন্নেছা গৃহিনী। নয় ভাইবোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়। ব্যক্তিগত জীবনে তিনি জাহানারা আবেদিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। চোখের সামনে যা দেখতেন আঁকতে সচেষ্ট হতেন। শুধু ছবি আঁকার প্রতি এতো বেশি মনোযোগী ছিলেন যে, স্বাভাবিক একাডেমি পাঠাভ্যাসে মনোনিবেশ করতে পারেননি।এমনকি ১৯৩৩ খ্রিস্টাব্দে মাধ্যমিক (ম্যাট্রিক) পরীক্ষার আগেই স্কুলের পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন। তাঁর মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতার তখনকার আর্ট স্কুলে ভর্তি হতে সাহায্য করেন। জয়নুল আবেদিন ১৯৩৩ থেকে ১৯৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার সরকারি আর্ট স্কুলে পড়েন। ১৯৩৮ খ্রিস্টাব্দে কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টসের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

জয়নুল আবেদিনের উদ্যোগে ১৯৪৮ খ্রিস্টাব্দে পুরান ঢাকার জনসন রোডের ন্যাশনাল মেডিকেল স্কুলের একটি জীর্ণ কক্ষে গভর্নমেন্ট আর্ট ইন্সটিটিউট স্থাপিত হয়। সূচনায় এর ছাত্র সংখ্যা ছিল মাত্র ১৮। জয়নুল আবেদিন ছিলেন এ প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক। ১৯৫১ খ্রিস্টাব্দে এই আর্ট ইন্সটিটিউট সেগুনবাগিচার একটি বাড়িতে স্থানান্তরিত হয়। ১৯৫৬ খ্রিস্টাব্দে আর্ট ইন্সটিটিউটটি শাহবাগে স্থানান্তরিত হয়। ১৯৬৩ খ্রিস্টাব্দে এটি একটি প্রথম শ্রেণির সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে এবং এর নাম হয় পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়। ১৯৭১-এ বাংলাদেশের অভ্যূদয়ের পর একই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়’। তিনি ১৯৪৮ খ্রিস্টাব্দ থেকে ১৯৬৬ খ্রিস্টাব্দ পর্যন্ত চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এই মহিরুহ প্রতিষ্ঠানটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট (ফাইন আর্টস) উন্নীত হয়েছে। সারাদেশে এর আদলে চারু ও কারুকলা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। জয়নুল ছিলেন এর পথিকৃৎ। এইসব চারু ও কারুকলা প্রতিষ্ঠান স্থাপন ও বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎ হিসেবে নমস্য।

এদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য জয়নুল আবেদিন শিল্পাচার্য অভিধা লাভ করেন।১৯৪৩ সালে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য জয়নুল আবেদিন বিশেষ খ্যাতি অর্জন করেন। এ ছাড়াও তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে- নৌকা, সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা প্রভৃ‌তি বিশেষভাবে উল্লেখযোগ্য।তাঁর দীর্ঘ দু’টি স্ক্রল ‘নবান্ন’ এবং ‘মনপুরা-৭০’ জননন্দিত দু’টি শিল্পকর্ম।বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত তাঁর শিল্পকর্মের সংখ্যা ৮০৭।অন্যান্য সংগ্রশালায় আরও পাঁচ শতাধিক চিত্রকর্ম সুরক্ষিত আছে।

এই বিশ্বনন্দিত কিংবদন্তি বাঙালি চিত্রশিল্পী ২৮ মে ১৯৭৬ সালে ৬১ বছর বয়সে মৃত্যু বরণ করেন।তাঁর কর্মে তিনি বেঁচে থাকবেন অযুতকাল!..................................................
ছবি ও তথ্যসূত্রঃ ইন্টারনেট

ধৃ ধাতু থেকে উৎপত্তি। ধর্ম। ধর্ম মানে ধারণ করা। জগতের সব ধর্মই নৈতিক-মানবিক শিক্ষা দেয়। কোন ধর্মই খারাপ নয়। মন্দ নয়। শান...
25/12/2021

ধৃ ধাতু থেকে উৎপত্তি। ধর্ম। ধর্ম মানে ধারণ করা। জগতের সব ধর্মই নৈতিক-মানবিক শিক্ষা দেয়। কোন ধর্মই খারাপ নয়। মন্দ নয়।

শান্ত-সুন্দর মনোভাবাপন্ন হয় খৃস্ট ধর্মের ধারক। কোন কুসংস্কার কোন জঙ্গিপনা কোন নেতিবাচকতা নেই খৃষ্টীয় সম্প্রদায়ে। তারাই আচারে-সংস্কারে জানান দেয়, ধর্ম হচ্ছে শান্তির।

প্রকৃত ধার্মিক কখনওই নেতিবাচক আচারশীল হয় না। নিরবে-নিভৃতে পালন করে ধর্মাচার। নিজের। অন্য ধর্মকে কটাক্ষপাত না করে আপন মনে-মননে নিজের ধর্ম পালন করা হোক।

ধর্ম যার যার, উৎসব সবার হোক। শুভ বড়দিন!

Address

11/6 Prominent Housing, Road-3, Shekhertek, Mohammadpur, Adabor
Muhammadpur
1207

Alerts

Be the first to know and let us send you an email when Joybangla Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joybangla Television:

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in Muhammadpur

Show All