আফরিন ভ্লগ - Afrin Vlog

আফরিন ভ্লগ - Afrin Vlog মুক্ত কর ভয়,
আপনা মাঝে শক্তি ধর,
নিজেরে কর জয়!🖤
(11)

03/01/2024

আমি রাব্বিয়াতুল বাঈত মানে ঘরের রানী। আমার ভাব একটু বেশি থাকবেই৷
আমার সাথে Attitude দেখায় লাভ নাই রানী রা কখনো কারো ধার ধারে না ওকে?
সো চিল...........

কিছু মানুষ আমার জীবনে থাকুক, স্মৃতি হয়ে থাকুক কিংবা বাস্তবে। তবুও থাকুক....
03/01/2024

কিছু মানুষ আমার জীবনে থাকুক,
স্মৃতি হয়ে থাকুক কিংবা বাস্তবে। তবুও থাকুক....

03/01/2024

ঝালমুড়ি টা দেখলেই আবার খাইতে মন চায়😑😑😑

02/01/2024

# টিপস -৪

চটকদার বিজ্ঞাপন দেখেই বা ইউটিউব এ ভিডিও দেখেই স্কিন এ উলটা পালটা এক্সপ্রিমেন্ট করতে যাবেন না।
আগে নিজের স্কিন সম্পর্কে জানুন, আপনার স্কিন কি চায় সেটা সম্পর্কে জানুন এর পর স্কিন কেয়ার করবেন।

02/01/2024

#টিপস-৩

ভালো থাকতে হলে আগে ভালো রাখতে শিখুন।
ভালো তখন ই থাকবেন যখন আপনি আপনার পাশের মানুষ গুলো কে ভালো রাখতে পারবেন।

02/01/2024

# টিপ্স-২

পেট কমানোর জন্য জিম এ দৌড়ান?থামুন নিজের ঘড় মুছুন,পিড়িঁ বা জলচকি বলি এটা ছাড়া বসে কাজ করার অভ্যাস করুন
পেট এর মেদ বা চর্বি কমে যাবে ধীরে ধীরে

02/01/2024

# টিপস-১

মানুষ এর ভুল কম ধরবেন তাহলে মানুষ এর ভালোবাসা পাবেন।অন্য মানুষ এর দোয়াও কাজে লাগে মাঝে মাঝে ❤

02/01/2024

#নিজের

অনেক দিন পর বের হলে ভালো ই লাগে....

01/01/2024

পেজ আপনাকে আধা পাগল বানায় দিবে 😴😴😴

01/01/2024

#নিজের #

31/12/2023

# সুন্দর করে ভদ্র ভাবে নম্র ভাবে কথা বলা একটা পারিবারিক শিক্ষার মাঝে পরে।
এগুলাও বাচ্চাদের বুঝাতে হবে রান্নার পাশাপাশি

31/12/2023

#নিজের

30/12/2023


❤❤

ইফতার এর আগে মনে হয় সব খেয়ে ফেলা যাবে..

29/12/2023

ডাস্ট এলার্জির মতো বিরক্তিকর জিনিস আর কি হতে পারে 😑

28/12/2023

# এই জেনারেশন এর ভয়ংকর ফাঁদ হলো ফ্রি ফায়ার, আর পাপজি গেইম৷

26/12/2023

# আমি আমার সফলতাকে ব্যর্থতায় মুড়ে দিতে চাই না।
আবার আমার ব্যর্থতাকেও সফলতায় ঢাকতে চাই না।
দুটোই আমার জন্য আর্শীবাদ।

আমি সফলতা থেকে মন কে খুশি করেছি,আবার ব্যর্থতা থেকে শিখেছি কিভাবে উঠে দাঁড়াতে হয়৷

আফরিন ভ্লগ - Afrin Vlog

26/12/2023

# বেশি কিছু না এক বস্তা সিরামিক আইটেম কিনতে পারতাম🙄ডিজাইনার কিছু চা এর কাপ কিনতে পারতাম একটা মানুষিক শান্তি পাইতাম🙄

26/12/2023

# সন্তান দের কখনো বলবেন না যে ওই যে ওই বাড়ির ছেলে/মেয়ে এটা করলো তুমি কেনো পারলা না। বা ও অনেক মেধাবী তুমি এমন নয় কেনো?
মনে রাখবেন সৃস্টিকর্তা সবাই কে এক মাপে বানায় নি। আপনি খুজে বের করুন আপনার সন্তান এর মাঝে কি আছে, সে কি করতে চায় বা সে কি চায়।
ভবিষ্যৎ এ আপনাকে করবে এই চিন্তা না সন্তান নিজে কিছু করে খেতে পারে দুনিয়ার জীবন টা পার করতে পারে সে চেস্টা করুন।
কাজ থেকে সে নামাজ পড়ে কিনা আপনি মরে গেলে সে আপনার কবরের সামনে দাঁড়িয়ে শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারবে কিনা সেটা দেখুন।
যদি না পারে আপনি ব্যর্থ বাবা- মা দের একজন।
দুনিয়ায় কিছুই আপনার কাছে লাগবে না আপনার আমানত আপনার ইনভেস্টমেন্ট আপনার সু সন্তান।

আফরিন ভ্লগ - Afrin Vlog

24/12/2023

মানুষ এর কত্ত কিছু প্রিয় খাবার থাকে। আর আমার প্রিয় খাবার ভাত,
চালের সব কিছু ভালো লাগে, বিরিয়ানি,কাচ্চি,পোলাও,খিচুড়ি, সাদা ভাত 🙄
মানে ভাত আর ভাত

24/12/2023
23/12/2023

#ভর্তা
ভাত কার কার পছন্দ দেখি?
সাথে জেনে নেই ভর্তার ইতিসা

23/12/2023

# মনে চায় যে কি করতে নিজেও বুঝি না 🙄
একটা বিয়ে খাইতে মন চায় 🙄
একটু ঘুরতে মন চায়🙄
একটু কোথাও যাইতে মন চায়🙄

23/12/2023

💂👸👸👸

21/12/2023

# আমাদের রুচি কতো টা নিচে নামছে আমরা কি বুঝি?এই জেনারেশন কোথায় যাচ্ছে?একটা মুভি নিয়ে খুব তোলপার এটা দেখে মুভির এক্সপ্রেনেইশন দেখলাম।

একটা বাবার প্রতি ভালোবাসা ঠিক আছে কিন্তু পুরো থিম টাই ছিলো ১৮+ আপনার কি মনে হয় আন্ডার ১৮ বাচ্চারা এটা দেখবে না?

ইয়াং জেনারেশন এর বিবাহিত ছেলে গুলার মাথায় ঢুকে গেলো পরকীয়া কতো সুন্দর তাই না?কতো ভালো ঘরে বউ রেখে আর একটার সাথে ইটিস পিটিস?

কিন্তু না আরে মুভি তো বাবার প্র‍তি ছেলের ভালোবাসা আর সাথে দুস্ট সিন তাই না???

আমাদের মস্তিষ্কে পরকীয়া ঢুকিয়ে দেয়া হচ্ছে,ঘড় ভাংগার মত্র পরা হচ্ছে।হুমকির মুখে আমরা।৯০ দশক এর মুভি গুলা দেখুন কিভাবে সংসার বাঁচাতে হয় এগুলা শেখায়।সেগুলা কি হিট হয় নাই?

এখন কেনো ঘরে বউ রেখে অন্য জায়গায় খাট কাপিয়ে পরকীয়া করে মুভি হিট করতে হয়?আর এগুলা আমরা গিলছি। বাহ বাহ বাহ

@আমার সন্তান এর মস্তিষ্ক হুমকির মুখে

21/12/2023

# নিজেকে কখনো সস্তা বানাতে নেই, সেটা নিজের পরিবার হোক বা বন্ধুমহল।
উঁচু গলায় ঝগড়া করে বুঝাতেও নেই যে আমি ভালো নেই,আমি কস্ট পেয়েছি বা আমার কিছু লাগবে।

মানুষ তোমাকে ভালোবাসতে পারে না,প্রয়োজনে প্রিয় জন হবে।
এজন্য বলি চুপ থাকো,চুপ থাকলে ধৈর্য বাড়ে,
আরে বোকা সবে তো কয়টা দিন/মাস/বছর/যুগ।
এর পর তো আমৃত্যু জীবন এ পৌছাবা।

পাশের মানুষ কখনো ভালো রাখবে না তুমি নিজে তোমার ভালো থাকার কারন হয়ে যাও।

ব্যাস জীবন সুন্দর

21/12/2023

আজ প্রশ্ন উত্তর খেলা হবে।কার কি প্রশ্ন আছে বলুন..........🤔

21/12/2023

# স্কুল এর জানালার ফাঁক দিয়ে আগে কাটামেহেদী গাছ এর চারা দেখতাম৷আর এখন সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল টাকে দেখি🙂🙂🙂🙂🙂

20/12/2023

# বিরক্ত
কারো ভালো কথা শুনলেও বিরক্ত লাগে।

20/12/2023

#মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়

20/12/2023

# পেজ নিয়ে কাজ করছেন অনেক এই।
সবার মতামত জানতে চাই পেজ নিয়ে....

19/12/2023

# সময় মতো মেয়েরা সব কাজ ই শিখে যায়।

19/12/2023

# যখন ই ইডিট করতে যাবো তখন ই পাশের বাড়ি থেকে চিল্লানির শব্দ আসবে। আরে ভাই পোলাপান শাসন করবি ভালো কথা চিল্লানের কি আছে 😡

18/12/2023

# রক্তের গন্ধ

স্ত্রী কে নিয়ে নতুন বাড়ি উঠলাম,পুলিশ এর চাকরি হলে যা হয় আর কি৷বিয়ে করেছি ৩ মাস হয়৷বউ যেমন সুন্দরী তেমন গুনবতী।
ঢাকা থেকে বদলী হলাম গ্রামে, অন্য কোনো মেয়ে হলে এতো দিনে দু চার বার ঝগড়া হয়ে যেতো ঢাকা ছেড়ে গ্রামে পোস্টিং হয়েছে বলে।কিন্ত ওর মাঝে আমি এমন কিছুই পেলাম না বরং খুশি হলো।
সকালে উঠে দেখি বউ বেশ কিছু মহিলাদের সাথে কথা বলছে মনে হচ্ছে তারা খুব পরিচিত।ভালো ই লাগলো এই প্রথম বউ কে এতো কথা বলতে দেখে৷
খেয়ে দেয়ে বেরিয়ে পরলাম থানায়৷

থানায় যেতেই একটা কেস,একটা মৃত বাচ্চার লাশ পাওয়া গেছে৷ কে বা কারা মেরেছে কেও জানে না।এমন কি অদ্ভুত বিষয় বাচ্চাটার লাশ এর দাঁত গুলো নেই,আংগুল নেই এমন কি ঠোঁট ও নেই।সাথে রক্ত শূন্য দেহ
কতো টা ভয়ানক না দেখলে কেও বুঝবে না৷

খোজ নিয়ে জানতে পারলাম বাচ্চাটার বাবা গ্রামের নাম করা মানুষ ই।কিন্তু তিনি কাওকে সন্দেহ করতে পারছে না কারন তারসাথে কারো এমন শত্রুতা নেই বললেই চলে৷

তাহলে কে বা কারা বাচ্চাটাকে এমন ভয়ংকর ভাবে হত্যা করলো......

চলবে..

আফরিন

18/12/2023

# আলহামদুলিল্লাহ বলবো নাকি ইন্না নিল্লাহ বলবো। 🙂
ভালো চাকরি হলেও সমস্যা 🙂
আফসোস থেকে যায়

17/12/2023

# বেশি কিছু না একটা ছাদ বাগান,সিঁড়ির পাশে কিছু গাছ,
কিছু পাখি দুইটা খরগোশ 🙂

আমার সকাল আর বিকাল টা সুন্দর হয়ে যাবে...............

16/12/2023

# স্বাধীনতা বলে আদৌ কিছু আছে?????বিজয় এখনো আসে মানুষ এর কাছে........

16/12/2023

# মেয়েদের বলছি

যারা বাসায় থাকে বা গৃহিনী, দেখা যায় বেশিরভাগ সময় আমাদের সবার পছন্দের খাবার বানানো বা ঘড় গুছানোতেই পার হয়ে যায়।
কার কি পছন্দ কে কি খাবে,কতো টা কাপড় ময়লা হলো,ঘড় বাড়ি পরিস্কার এগুলাতেই দিন চলে রাত হয়,
নিজের কাজ নিজে করার আলাদা একটা প্রশান্তি আছে।
কিন্তু এর মাঝেও নিজেকে একটা দিন রেস্ট এ দিবেন।
এই ধরেন স্কিন কেয়ার, নিজের পছন্দের কিছু রান্না, নিজের যত্ন।
আমরা বড় হবার পর থেকে নিজের জন্য কিছুই ভাবি না, কিন্তু সপ্তাহের একটা দিন রুটিন এর বাইরে যেয়ে নিজের মতো করে কাটাবেন।
এতে নিজের মন ভালো থাকবে সাথে কাজ এ বোরিং লাগবে না।

@

16/12/2023

# সকাল এ উঠে দেখুন, আসলেই অদ্ভুত একটা ভালোলাগা কাজ করে৷
-----

Address

মানিকগঞ্জ
মানিকগঞ্জ

Telephone

+8801314461852

Website

Alerts

Be the first to know and let us send you an email when আফরিন ভ্লগ - Afrin Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in মানিকগঞ্জ

Show All