AFRIN is Here

  • Home
  • AFRIN is Here

AFRIN is Here মুক্ত কর ভয়,
আপনা মাঝে শক্তি ধরো,
নিজেরে করো জয়!🖤
(20)

যে তোমার কাছে অবহেলায় অভ্যস্ত, তাকে কখনো ভালোবাসা দেখাতে এসো না.....
06/01/2025

যে তোমার কাছে অবহেলায় অভ্যস্ত, তাকে কখনো ভালোবাসা দেখাতে এসো না.....

যারা আমাকে পাথর বানিয়েছে, তারা পাহাড় দেখার জন্য প্রস্তুত হউ ❤️পাথর কে কোনো ভাবে ভাঙা যায় কিন্তু একটা পাহাড় কে এতো সহজে ভ...
03/01/2025

যারা আমাকে পাথর বানিয়েছে, তারা পাহাড় দেখার জন্য প্রস্তুত হউ ❤️
পাথর কে কোনো ভাবে ভাঙা যায় কিন্তু একটা পাহাড় কে এতো সহজে ভাঙা যায় না।

-----❤️

01/01/2025

আমার সাথে যদি কারো সম্পর্ক ভে'ঙে যায়,
তাহলে নিশ্চয়ই সে এমন কিছু করেছে যা আমার স'হ্যের সীমা ছাড়িয়ে গেছে। কেননা, আমি সহজে কারো সাথে সম্পর্ক বি'চ্ছি'ন্ন করিনা। আমি যাদের ভালোবাসি তাদের আমি আগলে রাখতে চাই। কিন্তু কিছু মানুষ আমার ভালোবাসার যোগ্য নয়।🤍

30/12/2024

মেয়েরা টাকা পয়সা কম মেনে নিতে পারে কিন্তু অপমান না।টানতে টানতে যে মেয়েকে নিচে নামাচ্ছেন সে মেয়ে আপনাকে ছেড়ে যেতে দু বার ও ভাব্বে না।

30/12/2024

এ বছর কে কে খেজুর রস খাইলা?

দুনিয়াতে খুব কম মানুষ পাবেন যে আপনার বিপদে পাশে দাঁড়াবে। এই মানুষ গুলো কে হারিয়ে যেতে দিবেন না প্লিজ।--kuhuPc: Rashed Si...
30/12/2024

দুনিয়াতে খুব কম মানুষ পাবেন যে আপনার বিপদে পাশে দাঁড়াবে। এই মানুষ গুলো কে হারিয়ে যেতে দিবেন না প্লিজ।

--kuhu
Pc: Rashed Sikder

যাকে তুমি তোমার কথা বুঝাতে পারো নি সে এখন আমার কথা বুঝে নেয় তাও পুরোটা বলার আগেই।সে খারাপ না তুমি তার ভালো টা বুঝতে পারো...
29/12/2024

যাকে তুমি তোমার কথা বুঝাতে পারো নি সে এখন আমার কথা বুঝে নেয় তাও পুরোটা বলার আগেই।সে খারাপ না তুমি তার ভালো টা বুঝতে পারো নি.......

তোমার প্রতি আমি কৃতজ্ঞ তুমি কয়লা ভেবে হীরা টাই আমার জন্য ফেলে গেলে।কাঁচ আর হীরা বুঝার ক্ষমতা মেশিন এর ও মাঝে মাঝে থাকে না সেখানে তুমি তো নেহাত একজন মানুষ।

এইজে তোমার ভুল আমার কাছে সঠিক হয়ে ধরা দিয়েছে।এখন তুমি আফসোস করো আমি তাকে যত্নে গড়ি....

--kuhu
Pc: Rashed Sikder
Riyanur Islam

29/12/2024

তোমরা আমাকে দেখে আর কি ক্রাশ খাবা!! আমি নিজেই নিজেকে দেখে ক্রাশ খেয়ে যাই মাঝে মাঝে 😝😝😝

--জোক্স

একবার মায়ায় পড়ে দেখেন, তাহলে আপনি বুঝবেন আপনি কতো বেহায়া,আপনার ইগো আসলেই নেই.......---kuhuPc:Riyanur Islam❤️
28/12/2024

একবার মায়ায় পড়ে দেখেন, তাহলে আপনি বুঝবেন আপনি কতো বেহায়া,আপনার ইগো আসলেই নেই.......

---kuhu
Pc:Riyanur Islam❤️

যেদিন ১৪ শ টাকার জামার জন্য ১৪ কথা শুনেছিলাম সেদিন বুঝেছিলাম নিজের কিছু করা কতটা দরকার।কাদের জন্য আমি নিজের ক্যারিয়ার এ ...
24/12/2024

যেদিন ১৪ শ টাকার জামার জন্য ১৪ কথা শুনেছিলাম সেদিন বুঝেছিলাম নিজের কিছু করা কতটা দরকার।কাদের জন্য আমি নিজের ক্যারিয়ার এ জল ঢেলেছিলাম !!!! নিজেই কিছু করবো ভেবে নিয়েছিলাম।যে মানুষ আমাকে অপমান করে আমি সেখানে আর ফিরেও তাকাই না।

পাথর বানিয়ে দিয়ে সে পাথরে মাথা ঠুকলেও লাভ নেই।মানুষ এর কথা আমাকে পাথর হতে সাহায্য করেছে৷গড়ে তুলেছে একজন শক্ত মানুষ হিসেবে।

---কুহু

22/12/2024

অতিরিক্ত মা ভক্ত ছেলেদের বিয়ে করা উচিৎ না, এবং অতিরিক্ত ছেলে ভক্ত মা দের ছেলের বউ আনা উচিৎ না।
তারা ভুলে যায় একটা মেয়ে ভাত কাপড় এর জন্য ওই বাড়ি যায় না।
ভাত কাপড় মেয়ের বাবা-মা ও দিতে পারে।

একটা মেয়েকে সম্মান দিতে না পারলে প্লিজ আপনার ঘরে নিবেন না।মেয়ের জীবন নস্ট করার রাইটস আপনাদের নেই।

একটা কথা কি জানেন?
সেই ছেলেই তার বউ কে সম্মান করে যে কোনো সম্মানীয় মায়ের সন্তান ।

পুরুষ মানুষ প্রথম ভালোবাসা হওয়া ভাগ্যের ব্যাপার,সেই ভালোবাসার জন্য পুরুষ মানুষ বাড়ি ছারতেও পারে, কিন্তু প্রথম নারী টা বে...
15/12/2024

পুরুষ মানুষ প্রথম ভালোবাসা হওয়া ভাগ্যের ব্যাপার,সেই ভালোবাসার জন্য পুরুষ মানুষ বাড়ি ছারতেও পারে, কিন্তু প্রথম নারী টা বেশীর ভাগ সময় ই ভুল থাকে।
পুরুষ মানুষ এর ভালোবাসা আবেগ ওই প্রথম নারীর জন্য ই তোলা থাকে। পরে যেগুলো আসে সেগুলো কে তারা অপশনাল ই রাখে। কথা তীতা হলেও সত্যি।

পুরুষ মানুষ এর প্রথম ভালোবাসা ভয়ংকর সুন্দর আর পরের ভালোবাসা গুলা ভয়ংকর রকমের জঘন্য।

--- কুহু

30/11/2024

বিলিভ করেন আর নাই করেন,৯৫% সময় আপনার জীবনের সাকসেস এর সব থেকে বড় বাধা হবে আপনার পরিবার, আর এই পরিবার ই আপনাকে ভুল বুঝায় নিচে টানবে।পরিবার বলতে এ বাড়ি সে বাড়ি দুইটাই বোঝায়।

এসব বাধা অতিক্রম করে একদিন পূর্ণতা আসবে।আপনার মুখে হাসি ফুটবে৷আর সেদিন মানুষ গুলাকে আর ভালো চোখে দেখতে ইচ্ছা হবে না।এক রাশ ঘৃণা জন্মাবে এসব মানুষ এর প্রতি।

আপনার যে ভালো চায়,যে আপনাকে ভালোবাসে সে সব সময় চাইবে আপনাকে তুলে দিতে৷ কখনো বলবে না স্বপ্ন মেরে ফেলতে।কারন স্বপ্ন মরে গেলে মানুষ বেঁচে থেকেও মরে যায় 🖤

-----

ডায়েট টিপ্স🖤মেয়েদের বলছি তোমরা ওজন কমাতে যেয়ে নিজেদের চেহারা নস্ট করে দিও না। ওজন না, কমাতে হবে এক্সট্রা চর্বি।মেয়েদের ব...
25/11/2024

ডায়েট টিপ্স🖤

মেয়েদের বলছি তোমরা ওজন কমাতে যেয়ে নিজেদের চেহারা নস্ট করে দিও না। ওজন না, কমাতে হবে এক্সট্রা চর্বি।মেয়েদের বেশি শুকনা হলেই যে ভালো লাগবে বিষয় টা এমন না।
বাঙালি মেয়েরা একটু গুলুমুলুই সুন্দর।

যদি মন হয় তোমার ওজন কমানো উচিৎ তবেই কমাও৷ কারো কথায় না, কারো জন্য না। কেবল নিজে সুস্থ থাকার জন্য নিজের জন্য সব করতে হবে। কে কি বল্লো এগুলো শুনে অসুস্থ হইয়ো না🖤❤️🖤

যাদের মানুষ ভাবতাম আমি হটাৎ দেখি তারা অমানুষ এর রুপ ধারন করে নিলো,যাদের ভাবতাম আমার কাছের তারা আমাকে খুব কাছ থেকেই ছুড়ি ...
22/11/2024

যাদের মানুষ ভাবতাম আমি হটাৎ দেখি তারা অমানুষ এর রুপ ধারন করে নিলো,যাদের ভাবতাম আমার কাছের তারা আমাকে খুব কাছ থেকেই ছুড়ি দিয়ে আঘাত করতে থাকলো।যাদের ভুল গুলো আমি হেসে উরিয়ে দিতাম আজ তারা আমার ভালো কাজ গুলো ও হেসে উরিয়ে দেয়।
যাদের অপমানের হাত থেকে বাঁচালাম তারা আমাকে অপমান করতে ছারলো না কোনোভাবেই।যাদের জন্য আমি নিজের সব ছেড়ে দিয়েছিলাম তারা আমাকে ছাড়ার পরিকল্পনায় মগ্ন ছিলো।
হ্যাঁ এটাই হয় কিছু মানুষ এর সাথে।
এজন্য বলি নিজের মতো বাঁচো, যে যতোটুকু প্রাপ্য তাকে ঠিক ততটাই দাও।
মনে রেখো প্রবাদ এমই আসে নি "কুকুরের পেটে ঘি হজম হয় না "
এজন্য বলি কুকুর দের ঘি দিতে নেই
----কুহু

Address

মানিকগঞ্জ

Telephone

+8801314461852

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFRIN is Here posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share