আমার লক্ষ্মীপুর ২৪ ডট কম

আমার লক্ষ্মীপুর ২৪ ডট কম আমার লক্ষ্মীপুর ডট কম provides you news of it's district

রামগঞ্জ ওয়াপদা সড়কের ১১ কিলোমিটার: ২০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া লাগেনিমাহমুদ ফারুক:রামগঞ্জ শিশুপার্ক ব্রীজ চৌরাস্তা থে...
22/12/2024

রামগঞ্জ ওয়াপদা সড়কের ১১ কিলোমিটার: ২০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া লাগেনি

মাহমুদ ফারুক:
রামগঞ্জ শিশুপার্ক ব্রীজ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর সীমানা পর্যন্ত ওয়াপদা সড়কটি প্রায় ১১ কিলোমিটার। প্রায় ২০বছর থেকে সড়কটিতে কোন ধরনের সংষ্কার বা উন্নয়নের ছোঁয়া না লাগায়-দুই পাশের মাটি সরে গিয়ে, কোথাও কোথাও ভেঙ্গে গিয়ে পুরো সড়কজুড়ে খানাখন্দে সয়লাভ হয়ে গেছে।
এতে করে এ সড়কের দুই পাশের পৌর এলাকার একাংশ, দাসপাড়া, লামচর, বেড়ি বাজার, পানপাড়া, ডা¹াতলিসহ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হচ্ছেন।
পুরো রাস্তাজুড়ে খানাখন্দে সয়লাভ থাকায় সড়ক দূর্ঘটনায় আহত হচ্ছেন এ সড়কে চলাচলরত জনসাধারণ। আর্থিক ও শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন এলাকাবাসী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নিয়মিত স্কুলে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সিরাজুল ইসলাম, আবু সালেহ, ওমর ফারুকসহ স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, বিগত দিনের বেশিরভাগ জনপ্রতিনিধিগণ আশ্বাস দিয়েছেন, এলাকাবাসীকে প্রলোভন দেখিয়েছেন সড়কটি সংষ্কার করা হবে। কিন্তু ভোটের পর তারা এ এলাকার ধারেকাছেও আসেননি। বছরের পর বছর সংড়কটি সংষ্কার না হওয়ায় সড়কটি ভাঙতে ভাঙতে এখন হেঁটে চলাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ভাঙাচুরা সড়কের কারনে প্রাপ্ত বয়স্ক কন্যাদেরও পাত্রস্থ করা সম্ভব হচ্ছে না। সড়ক দিয়ে বর্তমানে রিক্সা-সিএনজি চালিত অটোরিক্সাসহ কোন ধরনের বাহন যাতায়াত করেনা। অধিক টাকা খরচ করে যাতায়াত করতে বাধ্য হন এলাকার লোকজন।
স্থানীয়দের ভাষ্যমতে সর্বশেষ ২০০৭ ইং সনে সড়কটি নামমাত্র সংষ্কার করা হলেও পরবর্তী সময়ে কোন জনপ্রতিনিধিই এলাকাবাসীর প্রতি আন্তরিক হয়ে সড়কটি সংষ্কারে এগিয়ে আসেননি। ফলে দূর্ভোগের সময়টা অনেক দীর্ঘায়িত হয়েছে বলেও দাবী করেন তারা। তাদের দাবী অতি দ্রুত যদি সড়কটি সংস্কার করা না হয় তাহলে পুরো সড়কটিই একসময় বিলীন হয়ে যাবে।
সড়কটি সংস্কার বিষয়ে কথা হয় রামগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খাঁনের সাথে। তিনি জানান, আমি বেশ কয়েকবারই সড়কটি সংষ্কারে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখেছি। সার্ভে করেছি, চাহিদা দিয়েছি। রাস্তার দুই পাশ এতটাই ভাঙ্গা যে, বিশাল অংকের টাকার দরকার সড়কটি সংষ্কার করতে হলে। তবে তিনি এসময় জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে সড়কটি সংষ্কারে একটি বার্তা পেয়েছি। আশা করছি সুখবর পাবো।

রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হলেন ফরিদ আহম্মেদ ভূইয়ানিজস্ব প্রতিবেদক: রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান-বীর ...
21/12/2024

রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হলেন ফরিদ আহম্মেদ ভূইয়া

নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান-বীর মুক্তিযোদ্ধা, বরেন্য শিক্ষাবিদ, আহম্মেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ও ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহম্মেদ ভূইয়া রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মনোনিত হয়েছেন।
শুক্রবার রাতে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান উপদেষ্টা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের উপস্থিতিতে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের প্রেস উইংয়ের সিনিয়র সহকারি সচিব ফয়েজ আহম্মেদ।
এর পূর্বে সদস্যদের সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন জানান, করোনাকালীন সময় বিনা খরচে অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সেবা, লাশ দাফন টীমের সদস্যদের সুরক্ষায় পিপিই, মাস্ক, রেইনকোট, স্যানিটাইজার, গামবুট, গগলসসহ সুরক্ষা সামগ্রী প্রদান, অসহায় দুস্থদের মাঝে চাল-ডাল তেল নুনসহ খাদ্য সামগ্রী বিতরণ, বন্যার্তদের জন্য মানবিক সব ধরনের কার্যক্রম ও সম্প্রতি রামগঞ্জ উপজেলাবাসীর অভিশাপ রামগঞ্জ-হাজীগঞ্জ বিরেন্দ্র খাল থেকে ময়লার ভাগাড় পরিস্কারে বিশেষ ভূমিকা রাখায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মনোনিত করতে পেরে আমরা খুশি।
আমাদের ভয়, উনি কখনো এ ধরনের দৃশ্যমান কাজের সাথে অংশগ্রহণ পছন্দ করেন না। উনি সবসময় নিজেকে আড়ালে রাখতে ভালোবাসেন। কিন্তু আমাদের একজন অভিভাবক দরকার, যিনি বিভিন্ন মানবিক কাজে গোপনে হলেও আমাদের সাথে রাখবেন। আমরা উনার দীর্ঘায়ূ কামনা করি মহান রাব্বুল আলামীনের কাছে।
মোঃ ফারুক হোসেন আরো জানান, করোনাকালীন সময়ে এ উপজেলার যারা রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের বিভিন্ন মানবিক কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজন গণ্যমান্য ও মানবিক ব্যক্তিদের ক্লাবের উপদেষ্টা পদে মনোনিত করা হবে ইনশাল্লাহ।

সবাই সাংবাদিকতা উপভোগ করছেন; ফয়েজ আহম্মদপুরো সংবাদ প্রথম লিঙ্কে
21/12/2024

সবাই সাংবাদিকতা উপভোগ করছেন; ফয়েজ আহম্মদ
পুরো সংবাদ প্রথম লিঙ্কে

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের কার্যালয়ের প্রেস উইংয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ মহোদয়ক...
20/12/2024

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের কার্যালয়ের প্রেস উইংয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ মহোদয়কে রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের
মতবিনিময় সভায় সম্মাননা স্মারক তুলে দেয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলাম, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান মহোদয়সহ অতিথিবৃন্দ।
এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

(আজ শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ সন্ধা, রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব মিলনায়তন)

ইনশা-আল্লাহ আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব থানা রোড ২য় তলার কার্যালয়ে সকলের আমন্ত্রন....রামগঞ্...
19/12/2024

ইনশা-আল্লাহ আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব থানা রোড ২য় তলার কার্যালয়ে সকলের আমন্ত্রন....
রামগঞ্জে অবস্থানরত সকল সদস্যদের যথা সময়ের আগেই উপস্থিত থাকার অনুরোধ করছি বিনয়ের সাথে।

প্রয়োজনে: মাহমুদ ফারুক
01712-718020

19/12/2024

পানপাড়াস্থ ভূইয়া স্পোর্টিং ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যা বললেন, রামগঞ্জ থানার ওসি আবুল বাশার

18/12/2024

শীতার্তদের পাশে দাঁড়ানোর সময় এখনি

মাহমুদ ফারুক:
মাঘের শীতে নাকি বাঘও কাঁপে, কিন্তু পৌষ মাসেই বাঘ কাঁপানো শীত এসে গেছে এবার।
প্রচণ্ড শীত ও ঠাণ্ডা বাতাসে জনজীবনে ছিন্নমূল পরিবারে নেমে এসেছে স্থবিরতা।
মানুষ আক্রান্ত হচ্ছে সর্দি-কাশি-হাঁচি-জ্বরসহ শীতকালীন রোগ বালাইয়ে।
অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষরা দিন কাটাচ্ছে সীমাহীন কষ্টে। ফুটপাত ও বস্তিতে থাকা মানুষরা গরম পোশাকের অভাবে পার করছে নির্ঘুম রাত।
তীব্র শীতে অনেকে যাপন করছে দুর্বিষহ জীবন। এ কষ্টে কখনো কখনো নিভে যায় কারো জীবন প্রদীপ। স্বক্ষমতার অভাবে অনেকেই কিনতে পারছে না গরম পোশাক।
এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সময় এখনই। ধর্মীয় ও সামাজিক সংগঠন, দাতব্য প্রতিষ্ঠান, দলমত নির্বিশেষে সবারই শীতকালীন সেবার উদ্যোগ গ্রহণ করা জরুরি ।
প্রচণ্ড শীতে সীমাহীন কষ্টের মধ্যে তাদের মুখে একটু হাসি ফোটানোর কাজ শুরু করা দরকার।
ইসলামে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো বা মানবসেবার গুরুত্ব অনেক। কুরআন হাদিসের বাঁকে বাঁকে মানব ও মানবতার সুরক্ষার কথা বর্ণিত হয়েছে। বিপদাক্রান্ত যেকোনো মানুষের পাশে দাঁড়ানোকে আল্লাহর প্রিয়ভাজন হওয়ার সুবর্ণ সুযোগ বলে ঘোষণা করা হয়েছে।
শীতার্ত মানুষের দিকে সহানুভূতি ও দয়ার হাত বাড়িয়ে দেওয়া সামর্থ্যবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
শীত আক্রান্ত মানুষের পাশে দাঁড়নোর এ সুযোগকে সবারই গ্রহণ করা উচিৎ। কেননা অন্যের কষ্ট লাঘব করলে নিজের লাভই বেশি।
নবীজী ইরশাদ করেন, কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে যতক্ষণ ওই কাপড়ের টুকরা তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত দানকারী আল্লাহর হেফাজতে থাকবে।
এমনি এক মানবিক কাজে সামিল হয়েছেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ মামুন।
তিনি আজ বাংলা ৩ পৌষ ১৮ ডিসেম্বর বুধবার রাতে পৌর শহরের ওয়াপদা বেড়িবাঁধের ওপর বসবাসরত অসহায় ছিন্নমূল ও বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় তিনি জানান, শীতের শেষে বা গরমের আগ মূর্হুতে নয়- আমরা চাই শীতের শুরুতেই গরীব অসহায় মানুষের মাঝে গরম জামা-কাপড় বা কম্বল বিতরণ করার। আসুন ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই।

ভিডিও ধারন ও কণ্ঠ: ইকবাল হোসেন।

18/12/2024

বিজয় দিবস উপলক্ষ্যে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে প্রীতি ভলিবল ম্যাচ

17/12/2024

নিজস্ব প্রতিবেদক: সাধারণত সিটি কর্পোরেশন বা বড় বড় শহরের রাস্তাঘাটে জমে থাকা ধুলোবালি থেকে পথচারীদের স্বস্তি দি....

17/12/2024

'Amar Lakshmipur, is a news and information based Youtube channel operated from Lakshmipur named 'Amar Lakshmipur'.If you want to follow us from Facebook, pl...

16/12/2024

রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংর্বধনা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত..

16/12/2024

রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস : উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরের শ্রদ্ধাঞ্জলি

16/12/2024

রামগঞ্জে শ্রমিকদলের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে মহান বিজয় উৎসব পালিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা শ্রমিক দল নেতা মোঃ সোলেমান পাটোয়ারী, বেলায়েত হোসেন আকন্দ, ইসমাইল হোসেন, ছফি উল্যাহ, আবু ছায়েদ, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, শামছুল হক পাটোয়ারীর নেতৃত্বে রামগঞ্জ পুলিশ বক্স চত্বর থেকে একটি মিছিল সোনাপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
পরে শ্রমিকদলের উদ্যোগে বিজয় মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান নেতাকর্মীরা।

16/12/2024

মহান বিজয় দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা, পৃথক স্থানে সমাবেশেও অপরাংশ

সকল পাঠক, শুভানুধ্যায়ী ও রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি মহান বিজয় দিবসের শুভেচ্ছা...
16/12/2024

সকল পাঠক, শুভানুধ্যায়ী ও রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি মহান বিজয় দিবসের শুভেচ্ছা...

দায়িত্ব ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন রামগঞ্জের করপাড়া ইউপির সাবেক চেয়ারম্যানেরমাহমুদ ফারুক:রামগঞ্জ উপজেলার ৮নং কর...
15/12/2024

দায়িত্ব ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন রামগঞ্জের করপাড়া ইউপির সাবেক চেয়ারম্যানের

মাহমুদ ফারুক:
রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহীদুল ইসলাম জাহীদ মীর্জা তার দায়িত্ব ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
১১ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্যাডে এই আবেদন করেন তিনি। এর আগে ৫ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ০২.৪২.৫১০০.০০৮.০২.০১২.২৪(৪৩২) স্মারক মূলে তাঁকে কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে ইউনিয়ন পরিষদের জনসেবা কার্যক্রম সচল রাখার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেন।
আবেদনে জাহীদ মীর্জা দাবি করেন, তিনি নির্বাচিত হওয়ার পর এলাকায় উপস্থিত থেকে যথাযথভাবে জনগণকে সেবা দিয়ে আসছেন। গত ১৯ আগস্ট ইউপি কার্যালয়ের চেয়ারম্যানের কক্ষে অজ্ঞাত দূর্বৃত্তরা তালা ঝুলিয়ে দেয়। যা তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এরপর থেকে তিনি নিয়মিত পার্শ্ববর্তী গাজীপুর নামক স্থানে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে বসে জনগণকে সেবা দিয়ে আসছেন।
চেয়ারম্যান জাহীদ মীর্জা আরো বলেন, আমি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করে নির্বাচনে বিজয়ী হয়েছি। এরপর থেকে এখন পর্যন্ত এলাকায় অবস্থান করে মানুষকে সেবা দিচ্ছি। আমার নামে কোনো মামলা-মোকদ্দমা নেই। তারপরও অদৃশ্য কারণে ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব ফিরে পেতে আবেদন করেছি। আবেদনের পর জেলা প্রশাসক মহোদয় বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার শাখার উপ-পরিচালককে দায়িত্ব দিয়েছেন।
ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ আজহারুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে তালা থাকায়, তিনি পরিষদে আসেন না। জন্মনিবন্ধন ছাড়া আমরা নাগরিকত্ব সনদ, প্রত্যয়নপত্র, ওয়ারিশ সনদ তৈরি করে সীল দিয়ে দিলে সেবাগ্রহীতা জনসাধারণ চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে গিয়ে স্বাক্ষর করে নিচ্ছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন জাহীদ মীর্জার আবেদনের বিষয়টি অবগত রয়েছেন জানিয়ে বলেন, উনার (জাহীদ মীর্জা) অনুপস্থিতির বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেছি। পরবর্তীতে ইউপি সচিবের রিপোর্ট যাছাই বাছাই করেই সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট রিপোর্ট পেশ করেছি।

রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে সর্বশ্রান্ত তিন ভাইনিজস্ব প্রতিবেদক: রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সংগঠিত আগুনে...
15/12/2024

রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে সর্বশ্রান্ত তিন ভাই

নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সংগঠিত আগুনে সর্বশ্রান্ত হয়ে গেছেন তিন ভাই।
আজ রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেফালিপাড়া গ্রামের ছেরাজুল হক শেখের বাড়ীতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
সদ্য প্রবাস ফেরত সুমন জানান, আজ রবিবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যুৎ আসার সাথে সাথে বিকট শব্দ হয়ে ঘরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আমার দুই ভাই রাজু ও সুজনের টিনশেড বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে উঠার আগেই ঘরে রক্ষিত নগদ টাকা, দলিলপত্র, পাসপোর্টসহ মূল্যবান মালামাল সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার ষ্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার আগেই তিনটি বসতঘর ও একটি রান্নাঘর ও মালামাল পুড়ে যায়।
রামগঞ্জ ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার নুরুল্লাহ আবছার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক জানা যায়নি।

৭১ সালের বিজয় দেশ স্বাধীনের বিজয়,২৪ সালের বিজয় বাকস্বাধীনতা ও স্বৈরাচার থেকে মুক্তির বিজয়।বর্তমান প্রজন্ম দেশের সকল ...
15/12/2024

৭১ সালের বিজয় দেশ স্বাধীনের বিজয়,
২৪ সালের বিজয় বাকস্বাধীনতা ও স্বৈরাচার থেকে মুক্তির বিজয়।
বর্তমান প্রজন্ম দেশের সকল মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করেছেন।

মুহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী
আমীর..
বাংলাদেশ জামায়াতে ইসলামী
রামগঞ্জ উপজেলা।

Address

করিম টাওয়ার, লক্ষ্মীপুর
বাংলাদেশ
3700

Alerts

Be the first to know and let us send you an email when আমার লক্ষ্মীপুর ২৪ ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার লক্ষ্মীপুর ২৪ ডট কম:

Videos

Share