ময়মনসিংহ টিভি

  • Home
  • ময়মনসিংহ টিভি

ময়মনসিংহ টিভি Mymensingh TV`s journey in the belief ofbuilding a non-communal Bangladesh in the spirit of the liber

19/11/2025

হতাশার কিছুই নেই।তার নিজের কপালই খারাপ হয়েছে, নিজের আচরণেই তিনি নিজের অবস্থান নষ্ট করেছেন। উল্টোদিকে মোতাহার ভাইয়ের জনপ্রিয়তা দিনদিন আরও বেড়েই চলেছে। মানুষ এখন পরিষ্কারভাবে বুঝে গেছে কে দলের প্রকৃত মানুষ, আর কে বিএনপির কালপিট। ফুলতারার মানুষও জেনে গেছে, কে সত্যিকারের নেতার পাশে থাকে আর কে বিভ্রান্তি ছড়ায়

19/11/2025

জনাব বাসার আকন্দকে ঘিরে যে অভিযোগ উঠেছে, তা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের সময় তার অবস্থান যে সন্দেহজনক, তা অনেকেই এখন স্পষ্টভাবে বুঝতে পারছেন।
বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে তিনি কারও কাছে বিক্রি হয়ে গেছেন এমন ধারণা জোরালো হচ্ছে। দলের ভেতরে-বাইরে নেতাকর্মীরা তাই তাকে ঘিরে সতর্ক থাকতে বলছেন। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু মিথ্যা অপবাদ অমানবিক। ঠিক সেই অপবাদ ছড়িয়ে তিনি নিজের মর্যাদাই ক্ষুণ্ন করেছেন। বয়স ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এমন বিভ্রান্তিমূলক আচরণ দুঃখজনক। তার কথাবার্তা এখন আর কাউকে বিশ্বাস করাতে পারছে না। বরং নিজের জনপ্রিয়তাই তিনি নিজের হাতে নষ্ট করে ফেলেছেন।

13/11/2025

ভোটের দিন এসব লিখিত পরীক্ষায় নিরক্ষর মানুষ উত্তর দিতে পারলেই হলো! নিচে প্রশ্ন দেয়া হলো।
নির্বাচনের দিন যে চার প্রশ্নে আপনি হ্যা না ভোট দিবেন...
১) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
২) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।
৩) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার-সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
৪) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

13/11/2025

প্রধান উপদেষ্টার আজকের ভাষণ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে অধিক তাৎপর্যপূর্ণ। বাকিটা নির্ভর করবে দলগুলোর বিচক্ষণতার উপর।

13/11/2025

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলমের নির্বাচনি প্রচারণার সময় মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

13/11/2025

পিআর গেছে যে পথে, গণভোটও গেছে সেই পথে

13/11/2025
11/11/2025
11/11/2025

জামাতের কাদা ছোড়াছুড়ির কারণে ফ্যাসিবাদীরা আবার ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করেছে।

এই দ্বারা অব্যাহত থাকুক,
11/11/2025

এই দ্বারা অব্যাহত থাকুক,

10/11/2025

বিএনপি'র অনেক নেতা এখন দল ও দেশকে ধারণ করে না!
ধারণ করে ব্যক্তিকে তাই মাদার..রা গ্রুপিং শুরু করেছে নিজেদের মধ্যে মারামারি হানাহানি শুরু করেছে।

Address

ময়মনসিংহ, ঢাকা

Telephone

+8801935534225

Website

Alerts

Be the first to know and let us send you an email when ময়মনসিংহ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share