BMSF News BMSF News

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম একটি সাংবাদিক সংগঠন। ২০১৩ সাল থেকে দেশের মফস্বল অঞ্চলের সাংবাদিকদের দাবী আদায়ে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সাংবাদিকদের দাবী আদায়ে পাশা পাশি সংগঠনটি সাংবাদিকদের জন্য জীবিকা উন্নয়নের জন্যও বিভিন্ন কার্যক্রম পরিচালানা করে আসছে।

“বিএমএসএফ নিউজ” একটি সাংবাদিক জীবিকা উন্নয়ন কার্যক্রম। একটি অনলাইন পোর্টাল এর মাধ্যমে িি.িনসংভনফ.পড়স এর মাধ্যমে এই কার্যক্রম

পরিচালিত হবে। এই নিউজ পোর্টালের মাধ্যমে দেশের মফস্বল অঞ্চলের সুস্থ সাংবাদিকতার আলোকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হবে।

“বিএমএসএফ নিউজ” একাধারে মফস্বল সাংবাদিক ফোরামের মুখপত্র, সাংবাদিকদের স্থায়ী কর্মসংস্থান ও মফস্বল অঞ্চলের দর্পন হিসেবে কাজ করবে। ইহা একটি মডেল সাংবাদিক কর্মস্থল যেখানে সাংবাদিক গণ, নিয়োগপত্র, প্রতিষ্ঠানের নিয়োগ বিধি অনুযায়ী সাংবাদিকদের বেতন-ভাতা, প্রভিডেন্টফান্ড, গ্রাচুইটি, ঝুঁিকভাতা,পেশাগতকালীন মিথ্যা মামলা ও হয়রানীর ক্ষেত্রে আইনী সহায়তা প্রভৃতি সুযোগ-সুবিধা প্রদানে প্রতিশ্রুতি বদ্ধ।

সর্বপরি “বিএমএসএফ নিউজ” সাংবাদিক ও দেশের সাধারন জনগনের কল্যানে কাজ করছে এবং গণমাধ্যম জগতে সুস্থ সাংবাদিকতা, সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে তথ্যবহুল জাতি গঠনে কাজ করছে।

Address

ইষ্টার্ন কমপ্লেক্স, ৬৪-৬৮ উত্ত
বাংলাদেশ।
১০০০

Alerts

Be the first to know and let us send you an email when BMSF News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BMSF News:

Share


Other Media/News Companies in বাংলাদেশ।

Show All